| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
পৃথিবীতে কতো রূপ, রঙ
কেবলই নারীর
জীবন-যৌবন নবনব জাগরণ
কেবলই নারীর।
নারী আছে বলেই পুরুষরা আজ
বাউণ্ডুলে, ভাদাইম্যে
আরো কত কিছু।
নারী
তুমি কী?
তোমাকে ভেবে এর আগে কোনো দিন লিখিনি।
নারী
তোমাকে ভালোইতো বাসিনি
নারী
তোমাকে দেখলেই তুচ্ছ তাচ্ছিল্য করে যেতাম।
নারী
স্কুলে কোনোদিন তোমার সাথে কথা বলিনি।
পৃথিবীতে কতো রূপ, রঙ
কেবলই নারীর
জীবন-যৌবন নবনব জাগরণ
কেবলই নারীর।
©somewhere in net ltd.