নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন যায় কথা থাকে

সাইফ বরকত

দিন যায় কথা থাকে

সাইফ বরকত › বিস্তারিত পোস্টঃ

সুখ স্মৃতির জীবন [ পর্ব- ০২ ]

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮



০১.০১.২০১৩

সকাল ৬.৪৩ মিনিট। বাসা বের হয়ে হাঁটছি । গন্তব্য অফিস।

বাস স্ট্যাণ্ডের কাছাকাছি যাওয়া মাত্রই পকেটে দেখি মানিব্যাগটা বাসায় রেখে এসেছি। মাথায় একটা চক্কর দিল।



বছরের প্রথম দিন। প্রথম প্রহর। কখনো এরকম হয়নি। অথচ আজ একটা বিব্রতকর পরিস্থিতি। মনটাই খারাপ হয়ে গেল। মর্নিং সুজ দ্যা ডে বলে কথাটা মনে পড়ল। জীবন কত যন্ত্রণার। এই কনকনে শীতে সকাল বেলাই অফিসের জন্য প্রস্তুতি। আর কেনইবা করতে হবেনা। সংসার, বাড়ী ভাড়া কত আয়োজন। চাকরি না করলে কী করে এসব সামলানো যাবে। জীবন বড় কঠিন।



আবার ফিরে এলাম বাসায়। ম্যানিব্যাগ সহ অফিসের পাঞ্চকার্ডটা নিয়ে রওনা হলাম আবার অফিসে। বছরের প্রথম দিনই এক ঘন্টা লেট অফিস। মনটা ফ্যাকাশে হয়ে গেল। বসকে বুঝতে দেয়ার আগেই কাজে হাত দিলাম। ইন্টারেস্টিং ব্যাপার, এই দিন থেকেই আমার এক কলিগ দুই মাসের ছুটিতে চলে গেছে। ফলে পুরো কাজের চাপটা আমাকেই করতে হল। একারণে দেরি টা আর বস বুঝতে পারলনা। থ্যান্সস মাই কলিগ।



দুপুরে লাঞ্চ করার সময়টাও পেলাম। এদিকে প্রচণ্ড ক্ষুধা আর চোখে ঘুমে টলমল। অফিস থেকে বের হলাম। হোটেলে গিয়ে তিনটা পরাটা আর সবজি দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। হাতে সমকালের নববর্ষ নিয়ে বিশেষ আয়োজন কালের যাত্রা। চাটা খেয়েই বাসে উঠলাম। পত্রিকাটা পড়তেই চোখে মুখে ঘুম। বাসেই ঘুমিয়ে গেলাম।



[link|http://www.somewhereinblog.net/blog/saifbarkat/29740486|সুখ স্মৃতির জীবন [ পর্ব- ০১ ]]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.