নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন যায় কথা থাকে

সাইফ বরকত

দিন যায় কথা থাকে

সাইফ বরকত › বিস্তারিত পোস্টঃ

সুখ স্মৃতির জীবন [ পর্ব- ৩ ]

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

১১.১.১২

সকাল ১১টা পর্যন্ত ঘুমালাম। এর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুর ১টায় বাসা থেকে বের হলাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়েই একটা নিউজ রেডি করার পর চলে গেলাম ধানমণ্ডিতে।



বিকেল ৫টা।

তখন আমি ধানমণ্ডির বিবিআনায়। এখানে বিবিআনার আয়োজন করে আলাভির স্বপ্ন ছায়া নামে প্রদর্শনী।



আলাভির বয়স মাত্র চার বছর। এই বয়সেই আলাভি আপন মনে নিজস্ব ক্যানভাসে ছবি এঁকে ছলেছে নিত্যদিন। কখনো তার মাকে বা কখনো তার বাবাকে নিজের গাড়ী, এ্যারোপ্লেন, বিড়াল, মাছ, ভয় ও তার পারিপার্শ্বিকতাকে নিয়ে তার আঁকাআঁকি।



১৮ দিন বয়স থেকে বেড়ে উঠা এই আলাভির প্রতি ভালবাসা ও জন্মদিনে উপহার স্বরুপ এই প্রদর্শনীর আয়োজন করে বিবিআনা। এখানে আলাভির কল্পনার অংকিত রুপগুলোকে বৈচিত্রময় আঙ্গিকে সাজিয়েছে ছোট্টমণিদের পোশাক, টি-শার্ট, মগ ও গৃহসামগ্রীতে। এ প্রদর্শনীর উদ্বোধন করেন, দেশের বরেণ্য চিত্র শিল্পী হাশেম খান। অনুষ্ঠানটি ছিল দেশের খ্যাতনামা ব্যাক্তিদের উপস্থিতিতে। অত্যন্ত সুন্দর আয়োজন ছিল চোখে পড়ার মতো।



ভাল একটা দিন কাটালাম এই দিন। আলাভির জন্য রইল ভালোবাসা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.