| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
আমার লেখা পড়ে যদি কোন প্রেমময়ী
আমাকে বলে ভালোবাসী
আমি সাহসী লেখক বলব-
প্রেমময়ী, বসন্ত ফেরেনা হৃদয়ে।
আমার লেখা পড়ে যদি কোন দুঃখীনী নারী
নতুন করে জীবন ফিরে পায়
কান্না থেকে গোমরা মুখ আলোকিত হয়
এমনই উপমা হোক আমার লেখনী।
আমার লেখা পড়ে যদি কোন নারী
বিপন্ন স্বপ্নের সমুদ্র থেকে
সূর্যের আলোয় উদ্ভাসিত হয়
স্বপ্নগুলো শঙ্কা থেকে দাঁড়ায়
ডিগবাজী দেয় পৃথিবী
আর
সবুজ আকাশ ছুটে চলে সীমানা পেরিয়ে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
সর্বহারা:৭১ বলেছেন: ভালো লিখেছেন।শুভ কামনা।