| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
সামনেই ভালোবাসা দিবস। ভালোবাসা নিয়ে আমার অনেক দুঃখ। যেহেতু ডায়রিতে ভালোবাসা নিয়ে কিছু লিখি নাই। তবুও ভালোবাসা নিয়ে ভালো লাগা, মন্দ লাগা ধারণাতো আছেই।
একদিন বাসে মতিঝিল যাচ্ছি। মৎস্য ভবনের সামনে জ্যামে আটকে গেলাম। আমি যে বাসে বসে আছি, এই গাড়িটায় বাজছে পুরনো ভারতীয় একটি গান। গানটি হলো..
তোমার চুল বাধা দেখতে দেখতে
ভাঙল কাচের আয়না....
তোমার ছলা কলা দেখতে দেখতে
ভাঙল কাচের আয়না...।
পাশের বাসে জানালার কাছে একজন যাত্রী বসা ছিল। গানের আওয়াজ শুনে আমার গাড়ীর দিকে তাকাল। আমিও তাকালাম। দেখি যাত্রী ( মেয়েটা) আমার তাকিয়ে মিটিমিটি হাসছে।
মনে পড়ে গেল ভালোবাসার কথা।যদিও ভালোবাসা হয়নি।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
পরিবেশ বন্ধু বলেছেন: সবার মনের আশা
সুদ্ধ ভালবাসা
ধনি গরিব নাই ব্যবধান
দিনটি এল খাসা