নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভালোই চলছে দেশ, শুধু ভালো নেই আমি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩



* দেশে কোন অভাব নেই, মানুষ চুরি ডাকাতি করে হলেও খাচ্ছে

* দেশে শিক্ষিত লোক দিন দিন বাড়ছে, যদিও শিক্ষিতের ৭০ শতাংশ এখন বেকার

* দেশে শিক্ষাক্ষেত্রে পাশের হার এখন শতভাগ, যদিও পরীক্ষার আগেই ছাত্রছাত্রীদের হাতে প্রশ্নপত্র তুলে দেয়া হয়

* দেশ সংবিধান মত চলছে, যদিও সংবিধানের কোথাও নেই এক দলীয় বাকশালের কথা

* দেশে শান্তির সুবাতাস বইছে, যদিও রাজনৈতিক অশান্তি মানুষকে তাড়া করে ফিরছে

* দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে, যদিও প্রতিদিন খুনখারাপির ঘটনা অহরহ ঘটছে

*দেশে চাকুরী এখন ঘরে ঘরে সবাই পাচ্ছে, শুধু কিছু ঘুসের টাকা দিলেই তা সম্ভব

* বিনামূল্যের সার এখন কৃষকদের হাতে হাতে, যদিও এ বছর ফলনের পরিমান গত ১০ বছর পূর্বের চেয়েও কম

* ১০ টাকার চাল এখন সবাই খাচ্ছে, যদি ৫০ কেজির বস্তা ২৬৫০ টাকা দিয়ে কিনতে হয়

* দেশে ইসলাম প্রচার ও প্রসারে নতুন গতি সৃষ্টি হয়েছে, যদিও তাফসীর মাহফিল, ইসলামী জলসা গুলোতে এখন ১৪৪ ধারা প্রায়ই দেখা যায়

* দেশে গুণীলোক খুব বাড়ছে, যদিও বড় মাপের কিছু লোক সুদ খোর, তেঁতুল, পাকি এজেন্ট উপাধি পায়

*দেশের শিক্ষাঙ্গন গুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে, যদিও বর্তমানে বেশীরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরকারদলীয় সন্ত্রাসীদের কার্যক্রমে বন্ধ

* দেশে ছাত্র শিক্ষক সুসম্পর্ক বিদ্যমান, যদিও শ্রদ্ধাভাজন শিক্ষকদের লাঞ্চিত করতে দেখো যায় সরকার দলীয় ছাত্র নেতাদের

* দেশে আইনের শাসন চলছে, যদিও প্রায়ই বিনাবিচারে ক্রসফায়ারে বিরোধী দলের কর্মী সমর্থকদের হত্যা করা হচ্ছে

* দেশের বিচার বিভাগ খুবই স্বাধীন, যদিও কারো ধমকে কিংবা কারো সুবিধামত বিচার বিভাগের রায় পাল্টে যায়

*দেশের মানবাধিকার পরিস্থিতি খুবই উন্নতমানের, যদিও মানবাধিকার এখন বিজিবি, র‌্যাব পুলিশের বুটের তলায় পিষ্ঠ

*দেশে সাম্রদায়িক সম্প্রীতি খুব ভালো, যদিও হিন্দুদের জমি দখলে সরকার দলীয় নেতাদের হামলা এখনো অব্যাহত এবং সরকারী এমপির লালসার স্বীকার ১২ জন বিহারী নারী, শিশু।

* দেশে মুক্তিযুদ্ধাদের উপযুক্ত সম্মান দেয়া হচ্ছে, যদিও নকল দলবাজ মুক্তিযুদ্ধারা আসল মুক্তিযুদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করে

* দেশে ভদ্রলোকের সংখ্যা দিন দিন বাড়ছে, যদিও সচিবরা পর্যন্ত জালিয়াতের আশ্রয় নিতে দ্বিধা করে না।



সবই লীলাখেলা ভাই, এই লীলাখেলার একটু অবসান চাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

ভিটামিন সি বলেছেন: ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা |

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

এমএস ইসলাম বলেছেন: আম জনতা নেয় সেই খেলার ঠেলা

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০২

ভিটামিন সি বলেছেন: তোরা সব খেলা ফেলে দৌড়ে পালা,
নইলে আমজনতা দেবে তোদের জুতার মালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.