![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক সন্ধ্যায় সেদিন প্রথম তোমাকে ভালবাসার নজরে দেখেছিলাম, অপরূপ সাজে সেজেছিলে তুমি। নীল ঐ শাড়িটায় তোমায় লাগছিলও বেশ। চুলগুলো তোমার উড়ছিল বাতাসে আর কপালের ছোট টিপটায় তোমাকে পরীর মতো দেখাচ্ছিল। দূরের আবছা আলোতে বসে যখন তোমাকে দেখছি তখনি কেউ একজন তোমাকে ডাক দিল। তুমি মিষ্টি হাসি দিয়ে হাত নাড়িয়ে তার ডাকে সাড়া দিলে। আমি মোহভঙ্গে বিধ্বস্ত হলাম, অপলক ছেয়ে থাকলাম তোমার চলে যাওয়া পথের দিকে। আগেওতো তোমাকে অনেক দেখেছি, কখনোতো এমন মনে হয়নি। কেন জানি আজ তোমাকে দেখেও দেখার অতৃপ্তি মাথাচাড়া দিয়ে উঠল। আমি তোমাকে খুঁজতে থাকলাম, আলো থেকে অন্ধকারে, ঘরে বাহিরে সবখানে। পেলাম তোমাকে, আয়নার সামনে দাঁড়িয়ে মায়াভরা বদনখানি দেখছিলে। আমি তোমার পিছনে গিয়ে দাঁড়ালাম, তুমি একটু হাসলে। কিছু একটা বলতে যাবো আর অমনি হাসতে হাসতে দেীঁড়ে পালিয়ে গেলে। আমি ডুবে গেলাম ভাবনার জালে, সেই ছোটবেলা থেকেই আমি তোমাকে দেখে আসছি। পরিবারে সবার ছোট, আদরের ছিলে সবার কাছে।তোমার ছালছলন ছিল অন্যদের চেয়ে আলাদা, মিশুক স্বভাবের তুমি সহজেই মন জয় করে নিতে সকলের । সেই জয় করাদের একজন আমি তবে অন্যদের চেয়ে আলাদা। ন্যাড়ামাথার তোমার সেই চেহারাটা এখনো আমার চোখে ভাসে, ঠাট্টা করলে প্রচুর রাগ দেখাতে আবার হাসতেও সময় লাগতোনা তোমার। যেমন তুমি হাসতে আবার তেমনি সকলকে হাসাতেও। বাড়ীর ছোটরাতো সবাই তোমার মুরিদ হয়ে বসে আছে, তোমাকে পেলে তাদের খাবার না হলেও চলত। আসলে তুমি জন্ম থেকেই অসম্ভব কিছু গুন নিয়ে জন্মেছিলে, আমার মাঝে মাঝে হিংসা হতো তোমাকে নিয়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে তুমি তরতর করে বেড়ে উঠছিলে কিন্তু একেবারে সবার অলক্ষ্যে। অসাধারণ চঞ্চলতা ভরপুর তোমাকে দেখে বুজার উপায় নেই যে তুমি কৈশোর পেরিয়ে এসেছো। আসলে তোমার তুলনা কেবল তুমিই, আল্লাহ তোমাকে মানুষের অকল্পনীয় গুনবতী বানিয়েছে। একজন মানুষ সবার কাছে এত প্রিয় হয় কেমনে তোমাকে না দেখলে আসলে কেউ বুজতে পারবেনা। আমার ভাবনার জাল ছিন্ন করে আবার তুমি সামনে এলে, হাতে তোমার একটা বেলী ফুলের মালা। আমার চোখজোড়া তখন স্থির, আমি পলক ফেলিনা যদি না তুমি আবার হারিয়ে যাও। মালাটা মাথায় বেঁধে নিলে, পরীরা হার মেনে নিল তোমার কাছে। আস্তে আস্তে তুমি চলে গেলে স্টেজে যেখানে তোমার কাজিন বর সেজে বসে আছে। হলুদের এই অনুষ্ঠানে। তোমার উপস্থিতি পূর্ণতা দিল, যেন সবার মাঝে প্রানের সঞ্চার হল। আর আমি আমাকে তোমার পাশে দেখছি কল্পনার সাগরে ডুব দিয়ে... (চলবে)
©somewhere in net ltd.