নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আকাশ হতে চাই

সাইফ সারওয়ার

সাইফ সারওয়ার › বিস্তারিত পোস্টঃ

ছুটি...!!

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:২৬

সরকারী ছুটি = ২৪ দিন, শুক্রবারের ছুটি = ৫২ দিন, হরতাল / ধর্মঘট = ২২ দিন, মাথা ব্যাথা, দাঁতে ব্যাথা, পেটে অসুখ গড়ে = ২০দিন, আজ বিয়ে,কাল জন্মদিন, পরশু অমুক-তমুক গড়ে আরও = ২০দিন, এইভাবে গেলো পুরপুরি-১৩৮দিন...!!! বছরে ৩৬৫ দিন ..।



অথচ নানান ওজুহাতে আমরা ছুটি কাটাই ১৩৮ দিন !! বছরের অর্ধেক সময় যদি আমরা এই রকম শুয়ে-বসে সময় পার করি ...দেশের উন্নয়নটা হবে কি ভাবে বলতে পারেন...!!!? এতো... গেলো ছুটির হিসাব, বাকি যে কর্ম ঘন্টা আমরা কাজ করতে বের হই তাতেও লাগে জ্যাম এর বাগড়া ! দুই কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ২ ঘণ্টা ......!! এই ভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা কাজ করব কোন সময় ! কিভাবেই বা দেশ এগিয়ে যাবে !?

আমার জানা মতে পৃথিবীর কোন দেশে এতো সময় নষ্ট হয়না...যতটা হয় আমাদের এই বাংলাদেশে ! । এক্ষনি সময় চিন্তা করার, যদিও নীতিনির্ধারক দের এতো সময় নেই, তারপরও কেউ কি নেই ভেবে দেখবার !!?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৩

ঢাকাবাসী বলেছেন: কি কাজ করবো? তিন কোটি লোক বেকার, কাজ কোথায়? সরকার নিজেদের অক্ষমতা দুর্ণীতি অপকর্ম ঢাকবার জন্য হাবিজাবি কাজে মানুষকে ব্যাস্ত রাখে।

২| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩০

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: কে বলেছে এসব কথা? সব মিথ্যা কারণ সেই দিনই রাস্তার বিলবোর্ডে দেখলাম দেশ নাকি উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, বিলবোর্ডের লেখাগুলো কি মিথ্যা ???

B:-) B:-) B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.