নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আকাশ হতে চাই

সাইফ সারওয়ার

সাইফ সারওয়ার › বিস্তারিত পোস্টঃ

একটু ভেবে দেখবেন......!!!

১৫ ই জুন, ২০১৪ রাত ৮:২১

'' পূর্ব-পশ্চিম বিশবিদ্যালয় ! উত্তর-দক্ষিন বিশ্ববিদ্যালয় ! তুমি-আমি-তুমি বিশ্ববিদ্যালয় ! ভুবনেশ্বর বিশ্ববিদ্যালয় !, বাংলায় নাম গুলো অদ্ভুত শোনালেও ইংরেজিতে কিন্তু ভালোই লাগে । আর সেই ভালো লাগা থেকেই এখনকার স্মার্ট ছেলে মেয়েরা আর একটু স্মার্ট (!) হওয়ার আশায় কোন কিছু না বুঝেই ঝাঁপিয়ে পরে এই সব টাকা শোষণের মেশিন বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ।যেখানে নানান রকম ইভেন্টের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা । আর উপরি ভালো অর্জিত হওয়া বাবা-মা ও অতি উৎসাহে তাদের থলে উজার করে দিচ্ছেন । কিন্তু, শুধু কিছু ভাঙ্গাচোরা 'বাংlish ' মার্কা ইংরেজি ছাড়া তাদের কি শেখানো হচ্ছে......তা যেন খোঁজ নেয়ার কেউ নেই !

সাবধান...!!!

এই রকম প্রতারনার হাত থেকে বাঁচতে হলে আগে ভালো করে যাচাই করে নেবেন...যেন সেটা নাম সর্বস্ব না হয় । তাতে আপনার ভাইবোন বা সন্তানের ভবিষ্যৎটা অন্ধকার হওয়া থেকে বেঁচে যাবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:২৯

sshovon বলেছেন: ভাই টাকা নিচ্ছে কথাটা ঠিক বলেছেন । কিন্তু ব্রাক, নর্থ-সাউথ কিংবা আই.ইউ.বি সহ কিছু ভার্সিটিতে শিক্ষার মানটা হয়ত এতটা খারাপ না ।
তবে কিছু কিছু ভার্সিটি আছে যেগুলোর সাথে আপনার কথার মিল হবে ।

২| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:০২

সাইফ সারওয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে শোভন ভাইয়া , সব বিশ্ববিদ্যালয় যে এক রকম ...তা আমি বলিনি, বলতেও চাইনা । কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা অনেক কম । তাইতো আমার লেখার শেষে আমি উল্লেখ করেছি যে, ভালো করে দেখে শুনে তার পর যেন ছাত্র ছাত্রি ভর্তি হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.