নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আকাশ হতে চাই

সাইফ সারওয়ার

সাইফ সারওয়ার › বিস্তারিত পোস্টঃ

ফরমালিন ফোবিয়া......!!!

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

ফরমালিন...! ফরমালিন...!! ফরমালিন ...!!! যেন এক মূর্তিমান আতঙ্ক । এই আতঙ্কে সাধারন মানুষ ফলমূল খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে ।

প্রতিদিন শত শত টন আম-লিচু- সহ নানান রকম ফলমূল...ফরমালিন এর উপস্থিতির দরুন ধ্বংস করা হচ্ছে । এতে খতিগ্রস্থ হচ্ছে দেশের কৃষক । ফলমূল দীর্ঘক্ষণ সতেজ রাখতে কোন কিছু না বুঝেই, ফলের পাইকাড়রা এই ফরমালিন প্রয়োগ করছে ।



একটা বিষয় আমার মাথায় ঢোকেনা,...! অ্যামেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্চের দেশের শহর গুলোতে পৃথিবীর নানান প্রান্ত থেকে সব ধরনের ফলমূল আসে । দীর্ঘ পথ পাড়ি দেয়ার পর তা আসে খুচরা বাজারে । কই..তাদেরকে তো এই সব মরন ঘাতি মেডিসিন ব্যবহার করতে হয়না ...!!!

এতো সময় ধরে এই সব ফলমূল সতেজ ও রসালো রাখতে নিশ্চই ভালো কোন পদ্ধতি ব্যবহার করা হয়, যাতে বেশিক্ষন ফল তাজা থাকে এবং মানুষেরও কোন ক্ষতি হয় না !! তাদের মত আমরা কেন ভালো কোন প্রযুক্তি ব্যবহার করতে পারছিনা !!? আমাদের দেশের বিজ্ঞানীরাই বা কেন ভালো কোন মেডিসিন তৈরি করতে পারছেন না !!

শুধু নামেই '' ডিজিটাল ''দেশ হয়ে তো কাজের কাজ কিছু হবেনা । জীবনমানের উন্নতিও চাই সাথে সাথে । নীতি নির্ধারকদের একটু ভেবে দেখার সময় কি হবে ...!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু নামেই '' ডিজিটাল ''দেশ হয়ে তো কাজের কাজ কিছু হবেনা । জীবনমানের উন্নতিও চাই সাথে সাথে । নীতি নির্ধারকদের একটু ভেবে দেখার সময় কি হবে ...

না নিজে খেতে পারছি .. না সন্তানদের শূকৈ তুলে দিতে পারছি?

অথচ কত রসালো ফল বাজার জুড়ে!!!!!! :( :(( :-/ B:-)

২| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

সাইফ সারওয়ার বলেছেন: আসলেই তাই... বাজারে ঝোলানো ফল গুলো দেখলে, ছোটবেলার '' আঙ্গুর ফল টক '' গল্পের কথা মনে পরে ...!!!

৩| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

সাইফ সারওয়ার বলেছেন: আসলেই তাই... বাজারে ঝোলানো ফল গুলো দেখলে, ছোটবেলার '' আঙ্গুর ফল টক '' গল্পের কথা মনে পরে ...!!!

৪| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৬

রূপা কর বলেছেন: আমিও ফলমুল খাওয়া বাদ দিছি, কিন্ত সব কিছুতেই তো মেডিসিন। আমরা খামু কি :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.