![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে আন্তর্জাতিক এক জরীপে দেখলাম... ঢাকা শহর নাকি পৃথিবীতে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর !!!
তাহলে বসবাসের যোগ্য শহর কোনটা !?
পাকিস্তানের করাচী ? ...যে শহরে মানুষের ঘুম ভাঙে বোমা আর বুলেটের আওয়াজে !!?
মেক্সিকান সিটি ? .....যে শহরে প্রতি ৩০ মিনিটে ৫ জন লোক গুলি খেয়ে মরে !?
চাইনার বেইজিং ?......যে শহরের বাতাসে অক্সিজেনের চেয়ে কার্বাইডের পরিমাণ বেশি !?
জাপানের ফুকুশিমা ?...... যে শহরের অধিবাসীরা ঘুমাতে যায় ভূমিকম্পের আতঙ্ক নিয়ে !?
থাইল্যান্ডের ফুকেট ? ......যে শহরের মানুষের অন্ন জোটে মেয়ে মানুষের দেহ বিক্রি করে !?
ভারতের মুম্বাই ? ......যে শহরের ৪০শতাংশই বস্তি, সন্ত্রাস আর ধর্ম নিয়ে হানাহানি !?
অ্যামেরিকার ডেট্রয়েট ? .....যে শহরটাই দেউলিয়া হয়ে গিয়েছে ঋণের বোঝা ঘারে নিয়ে !?
জানি... এই শহরে রাস্তা-ঘাট, স্কুল -কলেজ, হাসপাতাল প্রয়োজনের তুলনায় অপ্রতুল, জনসংখ্যাও অনেক, কিন্তু তার পরেও আমরা আমাদের ঢাকা শহরকে বলি প্রানের শহর, এখানে যা আছে... তাতেই আমরা খুশি ।
বড় জানতে ইচ্ছে করে... এইসব জরিপকারী সংস্থার উদ্দেশ্যটা কি !?
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত। মানি আমাদের ঢাকা শহর তেমন বসবাসের জন্য উপযুক্ত নয় কিন্তু আপনি যেসব শহরের বর্ণনা দিলেন সেগুলোর থেকে আমরা অনেক ভালো ভাবে বেঁচে আছি। এসব জরিপ ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬
খেলাঘর বলেছেন:
ঢাকা শহর বাসের অযোগ্য আপনার কারণে; আপনি নরওয়ের অসলোতে যান, দেখবেন উহা বসবাসের অযোগ্য ঘোষিত হবে।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৬
খেলাঘর বলেছেন:
কারা কেন ষড়যন্ত্র করবে?
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০
সাইফ সারওয়ার বলেছেন: সংসারে আমিই সবার ছোট, কিছু কছু বড় ভাই আছে... যারা চায়না, আমিও তাদের মত বড় হই ! আমাকে সবসময় ছোট রাখতেই ষড়যন্ত্র ।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
আমি ব্লগার হইছি! বলেছেন: ঢাকার উপর যে হারে প্রেশার বাড়ছে তা কমাতে যদি সাহায্য করে এইসব জরিপ তাহলে ঠিক আছে।