![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেট কে আমরা আমাদের জীবনের একটা অংশ ভাবি বলেই তাদের পরাজয় কে সহজ ভাবেই মেনে নেই, মায়ের আদুরে দুষ্ট ছেলের মতই সয়ে যাই তাদের যত অন্যায় । কিন্তু তার মানে এই নয়, যে ক্রিকেটের কর্তা ব্যক্তিরা আমাদের সেই আবেগকে পুঁজি করে... সিলেব্রেটি ক্রিকেট এর নামে ভারতীয় পতিতার আসর বসাবে এ দেশে !
কোন আনন্দ উপলক্ষ পেলেই ভারতীয় কক্টেল সংস্কৃতিকে এদেশে নিয়ে আসার পায়তারা করে একপ্রকার নিম্ন শ্রেণীর উদ্যোক্তা ! কিন্তু প্রশ্ন হল কাকে খুশি করার জন্যে এতসব !?
প্রায় প্রতি সপ্তাহেই ঢাকা শহরের কোথাও না কোথাও ভারতীয় শিল্পীদের মেলা বসে, তাদের দেখতে হুমড়ি খেয়ে পরেন আমাদেরই কিছু নব্য আধুনিক হওয়া ভাইবোন ! কিন্তু কই... আমাদের কয়জন শিল্পী তাদের দেশে আমন্ত্রিত হয় ! কেউ কি খবর রাখেন !?
খুব সুন্দর একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে আমাদের, যা সারা বিশ্বে সমাদৃত, কিন্তু আমরা নিজেরাই যদি তার মুল্যায়ন না করি তাহলে আর আমাদের স্বকীয়তা বলে কি বাকি থাকে !?
সাংস্কৃতিক বন্ধুত্বের নামে এই সব বেলাল্লাপনা বাদ দিলেই বোধহয় সবার জন্যে সেটা ভালো । নীতিনির্ধারকরা কি একটু ভেবে দেখবেন বিষয়টা !
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
ঢাকাবাসী বলেছেন: বি.ভৃ., আমাদের আবার আরো মন্ত্রী আছে নাকি?
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: নাকে খত দিয়ে ক্ষমতায় এয়েচেন!
দাদাদের আব্দারতো রাখতেই হপি!
আমাদের সংস্কৃতি মন্ত্রী মহোদয়তো এই দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিরাট মাপের মানুষ!! তিনিও খাবি খাচ্ছেন কেন !!!!!!
একপক্ষীয় লেনে শুধু দেনা আর ক্ষোভ বাড়ছেই! এটা কি ধরনের বন্ধুত্ব???