নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আকাশ হতে চাই

সাইফ সারওয়ার

সাইফ সারওয়ার › বিস্তারিত পোস্টঃ

\' ফুটন্ত কড়াই \' থেকে \'জলন্ত উনুনে\'!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

পরাধীনতা মেনে নেবেনা বলে .।.।.।.।.।।মৃত্যুকে তোয়াক্কা না করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে, প্রতিপক্ষের শক্তির কথা চিন্তা না করে অসম যুদ্ধে নেমে জয় ছিনিয়ে আনা একদল দুঃসাহসী মানুষের উত্তর প্রজন্ম আমরা, অথচ তাদের মধ্যেকার সেই স্বাধীনচেতা - মাথা উচু করে বাঁচার মানসিকতা আমাদের মাঝে কত টুকুই বা আছে !!!?

বৈষম্য মানবনা বলে পাকিস্তানের পেটের ভেতর থেকে বের হয়ে স্বগর্ভে বেড়ে উঠার বদলে.।.।.।।।'ভারত' নামের এমিবার গহবরে এমনি ভাবে হারিয়ে যাব তা কি কখনও তাঁরা কল্পনাতেও আনতে পেরেছিলেন ।

টয়লেটের সাবান থেকে শুরু হয় আমাদের 'ভারত' চুম্বন, চলে একেবারে ঘুমোবার বালিশ অবধি ! এমন কি মৃত ব্যাক্তির কাফনের কাপড়টাও! দেশের স্বনাম ধন্য পত্রিকা গুলো তাদের প্রথম পাতা সাজায় ভারতীয় পতিতার গা গরম করা ছবি সহ রসালো সব খবর দিয়ে। টিভি চ্যানেল গুলোতে চলছে অবিরাম ভারতীয় বিজ্ঞাপনের বাহার ।
ঘরে ঘরে ভারতীয় নাটক (!!), সিনেমার ২৪ঘন্টার উপস্থিতিই প্রমাণ করে আমরা 'ভারত' এ কতটা আসক্ত । মাঝে মাঝে নিজেই নিজেকে প্রশ্ন করি, যাদের এত বড় ত্যাগের বিনিময়ে এ স্বাধীন দেশ, তাদের কত অসম্মানই না করছি আমরা !।
আমরা লজ্জিত, আমাদের ক্ষমা কর হে আল্লাহ্‌ ।













( বিঃ দ্রঃ আমার লেখায় বরাবরই আমি ভারতীয় কক্টেল সংস্কৃতির এদেশে অবাধ বিচরনের বিরুদ্ধাচারন করি বলে কেউ আমাকে পাইক্কা প্রেমী ভাববেন না প্লিস )

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: সর্বোনাশ!!!
এখনই প্রতিরোধ করা উচিৎ আমাদের।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

সাধারন বাঙালী বলেছেন: "মাঝে মাঝে নিজেই নিজেকে প্রশ্ন করি, যাদের এত বড় ত্যাগের বিনিময়ে এ স্বাধীন দেশ, তাদের কত অসম্মানই না করছি আমরা !।"


একেবারে হুবোহুব আমার মনের কথা। আপনাকে অনেক অনেক ধন্যবাদা

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.