নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আকাশ হতে চাই

সাইফ সারওয়ার

সাইফ সারওয়ার › বিস্তারিত পোস্টঃ

facebook ব্যবহার করা বন্ধ করুন ! আপনার এবং আপনার পরিবারের ভালোর জন্যেই

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:২৯

আত্মীয়- স্বজনের সাথে দূরত্ব
একাকীত্ব উপভোগের নামে মানসিক চাপ
সময়ের অপব্যাবহার
ভিনদেশী অপসংস্কৃতির অবাধ বিচরণ
পর্ণ ছবিতে আসক্তি
বিভ্রান্তিকর তথ্য বা খবর
বিভ্রান্তিকর ছবি
পরীক্ষার আগাম প্রশ্নপত্র
অসম প্রেম
পরকিয়া
প্রেমের নামে ব্ল্যাক মেইলিং,

পশ্চিমা বিশ্বে যেখানে ১৮ বছরের পর পরই বাবা- মা, আত্মীয় সজনের সাথে ছেলে-মেয়ের দূরত্ব শুরু হয়ে যায়, ধিরে ধিরে তা এমন আকারে রুপ নেয় যে অনেক সময় কোনটা চাচা-কোনটা মামা, বোধহয় মনেও থাকেনা তাদের ! পারস্পরিক সম্পর্কের এই দূরত্ব ঘোচাতেই তাঁরা তাদের সামাজিক অবস্থান অনুযায়ী নানা রকমের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে । আর এই সকল যোগাযোগ মাধ্যম গুলো তাদের মতন করেই তৈরি করা- যা কোনমতেই আমাদের সামাজিক ব্যবস্থার সাথে মানান সই নয় ।
তাহলে আমরা কেন- কি কারনে এইগুলোকে আপন করে নিব !?

জন্মের পর থেকেই মা, বাবা, চাচা, মামা, চাচাতো- মামাতো ভাই বোনের সামনে দিয়ে বেড়ে উঠা এই সমাজের মানুষ আমরা । শহরে কিংবা গ্রামে, পারিবারিক যে বন্ধন, এমন বন্ধন পৃথিবীর কোথাও নেই । আমাদের এই স্বজন বেষ্টিত সমাজে ভালো-মন্দ, গরীব-ধনী যাই হোক, একজন আর একজন কে চিনি-যানি ।
তাহলে এই অদৃশ্য যোগাযোগ ব্যবস্থা আমাদের কি দরকার !?
আসুন, সাময়িক বিনোদনের, কিনবা অল্প কিছু লাভের আসায় এইসব ভিনদেশী সামাজিক উপদ্রব থেকে আমাদের সুন্দর সমাজ টাকে রক্ষা করি।
এখনি সময়, facebook কে না বলুন,
আপনার এবং আপনার পরিবারের ভালোর জন্যে ।


( বিঃ দ্রঃ আমি জানি, আমার এই লেখা অনেকেরই ভালো লাগবেনা, কিন্তু বিশ্বাস করুন, আমি এর চরম ভুক্তভোগী ! নিজের অজান্তেই ভোগান্তির শিকার হয়েছি । তাই চাইনা আর কেউ এইরকম ভোগান্তিতে পরুক ।)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বক্তব্য ফেলে দেওয়ার মতো নয়।

২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

বার্ণিক বলেছেন: অনেকেই হাসতে পারে। কথা কিন্তু খাঁটি ।

৩| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২

সাধারন বাঙালী বলেছেন: আমি আপনার সাথে এক মত হতে পারলাম না। কারণ আধাঁর না থাকলে আলোর কোন মুল্যই থাকতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.