| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাত্রীর যা যা থাকা প্রয়োজন।
১.অবশ্যই প্যারাসুট নারিকেল তেলের মত ১০০% বিশুদ্ধ হতে হবে।(বয়ফ্রেন্ডে মুক্ত বা প্রেম মুক্ত।
২.ভালো রান্না জানতে হবে।
ম্যাগি নুডুলসের মত ২ মিনিটে রান্না করতে পারদর্শী হতে হবে।
৩.আমার ঘরে ডিস এন্টেনা নাই।
তাই লাল চা (জলসা) ও নাই ইসটার যোগ ও নাই।
৪.মেয়েকে আমার চেয়ে লম্বা হতে হবে।
আমি ৫'৬" ।
মেয়ে ৭ ফুট হলেও চলবে।
৫.পাত্রীকে অবশ্যই মেঘের চেয়ে নাইচ হতে। হবে।(অবশ্যই সাদা মেঘ)
৬.মেয়েক ঘরের সব কাজ করতে হবে।
এবং কি বাথরুম পরিষ্কার ও।
৭.মেয়েকে বছরে একটা করে শাড়ী কিনে দেওয়া হবে।(হকার্স মার্কেট থেকে)
৮.বিয়ের পর হানিমুনে হয়ত পাবনা যেতে হবে।
৯.মেয়েকে অবশ্যই সর্বোচ্ছ ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
১০.বিয়ের পর মেয়েকে সংসার চালাতে হবে।( চাকরি করে বা চুরি করে সংসার চালাবে জানার বিষয় না।তবে ধরা খাওয়ার পর অবশ্যই আমাকে স্বামী বলে পরিচয় দিতে পারবে না।)
১১.বিয়ের পর সন্তানের সংখ্যা বেড়ে (গিনেজ BOOK) এ নাম উঠতে পারে।
১২.দেন-মহর ১,০০,০০০ টাকার কম হবে।
১৩.বিয়ের খরছ মেয়ের বাবাকে বহন করতে হবে।
১৪.অনন্ত জলিলের মত অসম্ভবকে সম্ভব করতে হবে।
১৫.স্বামীর বিপদে আফ্রিদির ব্যাটিং এর মত আসতে হবে।
১৬.বোরকা পরতে হবে।
১৭.আমার বাবা- মা যেমন আমাকে ছোট বেলায় লালন পালন করেছেন ঠিক তেমনি তাদের সেবা করতে হবে।
১৮.আমি যা খাই তাই খেতে হবে।(বেয়ার গ্রেইলসের মত যাই সামনে পাই।
১৯.বয়স ২৫ এর নিচে হলেও হবে
২০.আমার মত বজ্জাত পোলার বউ হতে চাইলে এখনই যোগাযোগ করুন→
নাম: বালকের অভিমান।
নম্বর:00000000000
নো মিস কল।
হিজড়ারা দূরে থাকুন।
©somewhere in net ltd.