নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাস্য কাহিনী নিয়ে গল্প

হাস্য কাহিনী নিয়ে গল্প

হাস্য কাহিনী নিয়ে গল্প › বিস্তারিত পোস্টঃ

সানিকে নিয়ে বলিউডি পর্ণ বানাবেন অ্যাক্সেল!

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৯

সময়ের আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওনের হাত ধরেই বলিউডের বাণিজ্যিক সিনেমায় আন্তর্জাতিক পর্ণ সিনেমার প্রবেশ ঘটেছে। তবে, সেটা কিছুটা ঘুরিয়ে। নতুন খবর হলো, এবার সেই বলিউডকেই পর্ণ সিনেমার হলিউড বানানোর ইচ্ছে প্রকাশ করলেন হলিউডি পরিচালক অ্যাক্সেল ব্রাউন।

পর্ণ সিনেমার অস্কার হিসেবে পরিচিত ‘এভিএন অ্যাওয়ার্ড’-এ পর্ণ সিনেমার পরিচালক হিসেবে গত বছর সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছিলেন তিনি। সানিকে নিয়ে তাই তার এমন ইচ্ছে প্রকাশ করাটা অস্বাভাবিক নয় মোটেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাক্সেল জানান, ‘হলিউডের পরে আমাকে সব চেয়ে বেশি প্রভাবিত করে বলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা। সানিকে নিয়ে তাই বলিউডে আমি পর্ণ বানাতে আগ্রহী।’

সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যানের মতো সুপারহিরোদের নিয়ে কমিক পর্ণ প্যারডি বানানো সিনেমার এই পরিচালক বলেছেন, ‘সবাই সাহায্য করলে বলিউডকে আমি পর্ণ সিনেমার হলিউড বানাতে চাই।’ পাশাপাশি রক্ষণশীল ভারতীয়রা এটা হতে দেবে না বলেও তিনি মেনে নিয়েছেন। আর এও জানিয়েছেন, এটা শুধুই তার একটি ইচ্ছের বহিঃপ্রকাশ।

জানা গেছে, অ্যাক্সেল বলিউড সিনেমার দারুণ ভক্ত। তিনি এখন পর্যন্ত ৫০০টিরও বেশি পর্ণ প্যারডি পরিচালনা করেছেন। সারাবিশ্বেই অ্যাক্সেলের অসংখ্য ভক্ত রয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.