নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নিজের লেখা

পাগলা সাইফুল

আমার নাম সাইফুল ইসলাম

পাগলা সাইফুল › বিস্তারিত পোস্টঃ

মানুষ পরিবর্তিত হচ্ছে-! ১ম অংশ

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:১২

এলাকার ছেলেগুলো, ভালো ছাত্র, একসাথে কোচিং-এ যায়, আইসক্রিম খায়, আড্ডা দেয়, গল্প করে। সব ভালো লাগে, ওদের দেখলে নিজের কথা মনে পরে। ভালো লাগে। কিন্তু কিছুক্ষন পর সব উল্টে-পল্টে যায়, খারাপ লাগে, সব খারাপ লাগে। কারন ওরা অড্ডা দেয় আর মোবাইলে পর্ন্ দেখে, জোড়ে সাউন্ড দেয়। রাতে রাস্তায় ঘোরে। সামনে দিয়ে কোন মেয়ে গেলে কি যেন বলে, আর মেয়েটা থাপ্পর দেখিয়ে কি যেন বলে। ছেলেগুলো হাসে। আবার অপেক্ষা করে। অন্য কোন মেয়েকে দেখে আবার একই ঘটনা ঘটে। এই ছেলেগুলো আবার বাসায় যায়। এরা এদরে আম্মাকে বলে ভাত দিতে, ভাত খায়। আম্মুর সাথে হাসে। ছোট বোন এসে আম কেটে দেয়। তা-ও খায়। তারপর ঘুমাতে যায়।

একটা সময় যে আচরন করলে সবাই বখাটে বলতো, সেই কাজগুলো স্বাভাবিকভাবে সবাই করে। এক সময় যেই কাজগুলো করলে সবাই বাহবা দিতো, সেই কাজগুলো এখন করলে আবুল বলে।

মেয়েদেরকে কোন কাজে সহায়তা করলে বিনিময়ে কিছু চায়। আবার যা চায় তা পায়। দুইজনে খুশি মনে ঘুরেও বেড়ায় কিছুদিন। কই কই যেন ঘুরে তারা। সন্ধ্যার পর বাসায় ফেরে। তার কিছুদিন পর শেষ হয়ে যায়।

ওয়েব সাইটে মোবাইল নাম্বার চলে আসে। ভিডিও পা্ওয়া যায়। আগে আত্মহত্যা করতো, এখন পরিচিতি বারে। আরো হাসিমুখে রাস্তায় দেখা যায়। এলাকার বেশ কিছু মুরুব্বিরা তাবে আদর করে। গল্প করে। বাসার খোজ-খবর নেয়।

আম্মা-ভাবীরা সারাদিন টিভি দেখে। কি যেন দেখে। তারপর তারা নিজেদের মধ্যে টিভির আচরন চেষ্ঠা করে। মনে গালি দেয়, একে অপরকে। আবার টিভি দেখে। আবার দেখে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.