![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ মানে রক্ত দিয়ে বাংলা ভাষা পাওয়া।
একুশ মানে মনের সুখে বিজয়ের গান গাওয়া।
একুশ মানে খালি পায়ে শহিদ মিনারে যাওয়া।
একুশ মানে শহীদ মিনারে ফুলে ফুলে ছাওয়া।
একুশ মানে রক্তে ভেজা একটি শোকের দিন।
একুশ মানে শহীদদেরও রক্তে আঁকা চিন।
একুশ মানে মহান দিবস শপথ নেয়ার দিন।
বাংলা ভাষায় বলবো কথা বাজবো যত দিন।
©somewhere in net ltd.