নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবে আসবে তুমি ভালোবাসা...আমারও পেতে ইচ্ছে করে তোমার স্পর্শ..ইচ্ছে হয় ভোরের শিশির হয়ে হারিয়ে যাই...মনের জমে থাকা কষ্টগুলো তোমায় বলতে ইচ্ছে হয়...ইচ্ছে হয় তোমার হাতটি ধরে অজানা কে পাড়ি দিতে,বলনা কবে আসবে??

খালেদ সাইফুল্লা

খালেদ সাইফুল্লা › বিস্তারিত পোস্টঃ

আউট নলেজ ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

আমাদের উচিত একাডেমিক লেখাপড়ার পাশাপাশি আউট নলেজ বৃদ্ধি করার চেষ্টা করা।
এমনিতে আমার আউট নলেজ় অনেক নিম্নশ্রেণীর(এখনও)।
তবে আমি চেষ্টা করি এই সীমিত নলেজ় একাডেমীক বিষয় গুলোতেও কাজ়ে লাগাতে। ছোটোবেলাতেও এর ব্যতিক্রম ছিলোনা। ছোটোবেলায় লেখাপড়া,খেলাধুলার পাশাপাশি আর একটা জ়িনিস পছন্দ করতাম এবং সেটা হলো হানিফ সংকেতের ক্যাসেট শোনা।
ক্লাস টু তে পড়ার সময় একটা পরীক্ষায় আসলো, ৫ প্রকার কলার নাম লেখো।
আমার উত্তরঃ সবরি কলা, সাগর কলা,আইট্টা কলা, (আর দুইটা নাম পারিনা)
কি করা যায়, কি করা যায়, ,............ think কাউয়া think………ইউরেকা!! ধন্যবাদ হানিফ সংকেত।
আমি উত্তর কমপ্লিট করলামঃ সবরি কলা, সাগর কলা,আইট্টা কলা, ছলাকলা, ষোলোকলা।
বলাই বাহুল্য যে, শেষের নাম দুইটার জন্য বেরসিক ম্যাডাম আমাকে কোন নম্বর দেননি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.