নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবে আসবে তুমি ভালোবাসা...আমারও পেতে ইচ্ছে করে তোমার স্পর্শ..ইচ্ছে হয় ভোরের শিশির হয়ে হারিয়ে যাই...মনের জমে থাকা কষ্টগুলো তোমায় বলতে ইচ্ছে হয়...ইচ্ছে হয় তোমার হাতটি ধরে অজানা কে পাড়ি দিতে,বলনা কবে আসবে??

খালেদ সাইফুল্লা

খালেদ সাইফুল্লা › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীরা সবই পারে (কাতুকুতু)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

কয়েকটি দেশের ছাত্রকে একই প্রশ্ন করা হল। প্রশ্নটি হল:

প্রমান করে দেখাও যে, 2/10=2

জাপানি ছাত্রের উত্তর: “প্রশ্ন কোন মেশিনে ছাপাইছেন? প্রশ্ন ভুল!”

এই কথা শুনে চাইনিজ ছাত্র চুপ!

আমেরিকান ছাত্রের উত্তর: “প্রশ্ন কোন গাধায় করছে?!”

এবার এই কথা শুনে ভারতীয় ছাত্রটিও চুপ!

পাকিস্তানি ছাত্রটি দাঁত বাইর কইরা বলতে যাবে ঠিক সেই মুহুর্তেই বাংলাদেশী ছাত্রের উত্তর:

বামপক্ষ থেকে পাইঃ

2/10
= Two/Ten
= wo/en ; [উপরে নিচে T কাটা কাটি ]

এখন,

w= ইংরেজী বর্নমালার 23 নম্বর অক্ষর
0= ইংরেজী বর্নমালার 15 নম্বর অক্ষর

e= ইংরেজী বর্নমালার 5 নম্বর অক্ষর
n= ইংরেজী বর্নমালার 14 নম্বর অক্ষর

সুতরাং

=23+15/5+14
=38/19
=2
=ডানপক্ষ

বামপক্ষ = ডানপক্ষ

[প্রমানিত]

স্যার!!

ভুল ধরলে আপনারই লস হইবো!!

যা কইসি মাইনা লন!!

শিক্ষক: সব সম্ভবের দেশ, আমাদের এই বাংলাদেশ!! তাই আমরা সবই পারি!!
:-P :-P :-P :-P :-P


বাঙ্গালীরা যে সবই পারে তার একটি জ্বলন্ত উদাহরণ !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.