নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবে আসবে তুমি ভালোবাসা...আমারও পেতে ইচ্ছে করে তোমার স্পর্শ..ইচ্ছে হয় ভোরের শিশির হয়ে হারিয়ে যাই...মনের জমে থাকা কষ্টগুলো তোমায় বলতে ইচ্ছে হয়...ইচ্ছে হয় তোমার হাতটি ধরে অজানা কে পাড়ি দিতে,বলনা কবে আসবে??

খালেদ সাইফুল্লা

খালেদ সাইফুল্লা › বিস্তারিত পোস্টঃ

ফ্রি রিচার্জ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

বাঁশ দেন.............
মোবাইল অপারেটরদেরর রিচার্জ কার্ড হ্যাক করে বাশঁ দিন!!!
আমার এক এলাকার বড় ভাই, যে বুয়েটের সিএসই’র ছাত্র, সে আমাকে এই পদ্ধতি শিখাইছে।
আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম।
হাতেকাগজ কলম নিয়ে লিখতে পারলে ভালো হবে।
এই পদ্ধতিটি কাজ করে শুধুমাত্র মাসের ৯,১০ এবং ১১ তারিখ।
তখন তাদের সিস্টেম আপগ্রেড হয়।
এই পদ্ধতি আপনি অনুসরণ করলে আপনার মোবাইলে ৫০০ টাকা ফ্রী রিচার্জ হবে!
নিচের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করুন।
কোনভাবেই কোন ভুল করা যাবে না।
ধাপসুমহঃ- ১) ৭৪৮৩৯ তে ডায়েল করুন (সব অপারেটরের ক্ষেত্রে)।
আপনি অনেকগুলো বীপ শুনতে পাবেন।
তবে ৬ষ্ঠ বীপ শুনার পর আপনার মোবাইলে ৫৯৮৮ চাপুন।
২) এরপর আপনি একটি নারী কন্ঠ শুনতে পাবেন।
সেই কন্ঠের কথা শেষ হওয়া মাত্রই ৫৫৫ চাপুন।
৩) এরপর আপনি ১৬ ডিজিটের যে কোন নম্বর চাপুন।
তবে খেয়াল রাখুন কোন নম্বর যেন পরপর ৩ বার এবং ১৬ ডিজিটের মধ্যে ৩ বারের বেশি না আসে। ৪) এখন সিস্টেম প্রায় ১ মিনিট সময় নিবে। এ সময় আপনি কিছু করার দরকার নেই।
৫) এর পর আপনাকে আবার ৬৬৬ চাপতে বলবে।
তখনই আপনি ৫৫৫ চাপুন।
৬) মনে রাখবেন ৫৫৫ চাপার পর একটি নারী কন্ঠ আপনাকে কিছু নির্দেশ দিবে।
আপনি সেগুলো পালন করবেন না।
এটা সিস্টেমকে হ্যাকদের কাছ থেকে রক্ষা করার জন্য একটা পদ্ধতি।
৭) নারী কন্ঠের কথা শেষ হওয়া মাত্র আপনি আপনার মোবাইল নম্বর চাপুন।
৮) এরপর আপনাকে # চাপতে বলবে।
আপনি # চাপুন।
৯) এরপর ১ চেপে কলটি শেষ করুন।
এরপর আপনার মোবাইলে একটি মেসেজ আসবে।
মেসেজে লিখা থাকবে.........



































পৃথিবীতে কোন কিছুই ফ্রী নাইরে মামা।
টাকা দেন কথা বলেন!!!

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

রানার ব্লগ বলেছেন: আমি সিরিয়াসলি নিসিলাম। মোন টা ব্রেকিং করে দিলেন। আহারে !!! :( :||

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

মেহেদী হাসান নাইস বলেছেন: আপনার আগেই এইসবের ক্লাস পাস করসি

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! আমি তো আপনাকে গালি দেয়ার জন্যে রেডি হয়ে ছিলাম =p~

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইভাবে কেই বলে!!

হার্টফেল করলে দ্বায়িত্বটা কে নিতো।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

খালেদ সাইফুল্লা বলেছেন: মজা করার জন্যই পোষ্টা দেওয়া ।
যারা সিরিয়াসলি পরে কষ্ট পাইছেন SORRY :| X( #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.