![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে পর্দার বিধান কি শুধু মেয়েদের জন্যই????? কখনই নয়। বরং পুরুষের জন্য পর্দার বিধান মেয়েদের চেয়ে অনেক বেশি কঠিন। অনেকের কাছেই বিষয়টি হাস্যকর মনে হতে পারে। বিশেষ করে so called প্রগতিশীলদের কাছে। কিন্তু বাস্তবতা অন্যরকম। মূল ব্যাপারটি জানতে হলে খুলে দেখুন কুরআনের বিধান। তবে পর্যার বিধান মেনে চলার প্রবনতা মেয়েদের তুলনায় পুরুষদের মধ্যে অনেক কম। একজন পর্দানশীল নারী বলতেই আমরা বুঝি যার হয়ত শুধু চোখ দুটি ছাড়া তার সমস্ত শরীর ঢাকা থাকবে হিজাবের আবরনে। কিন্তু পর্দার বিধান মেনে চলা একজন পুরুষ?? হ্যা, তার চোখ দুটিই ঢাকা থাকবে পর্দার আবরনে। না, এ পর্দা কোন কাল কাপরের পর্দা নয়। এটি মেয়েদের মত কোন রঙিন কাপরের তৈ্রি স্কার্ফও নয়। এটি হল এমন একটি অদৃষ্য পর্দা যা একজন পুরুষের দৃষ্টিকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রন করে। সেই সাথে তার মনের মধ্যে গেথে নিতে হবে আমার দৃষ্টি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে তা সবই আল্লাহ জানেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন, "তোমাদের উপর পরিদর্শক হিসাবে নিযুক্ত রয়েছে এমন সম্মানিত লেখকবৃন্দ ( যাদের আমরা কাধের ফেরেশতা হিসাবে জানি) যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানেন।" - See more at: Click This Link
২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
তা'হলে পুরুষের জন্য "অদৃষ্য পর্দা ", আর মেয়েদের জন্য "কাপড়ের পর্দা"?
"অদৃষ্য পর্দা " শব্দটি আপনি ভুল লিখেছেন, আমি ওভাবেই রাখলাম।
৩| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩
জর্জ মিয়া বলেছেন: পর্দার উপকারিতা অপকারিতা কি ভাই ?
৪| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: তা'হলে পুরুষের জন্য "অদৃষ্য পর্দা ", আর মেয়েদের জন্য "কাপড়ের পর্দা"?
৫| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
সাইফুল্লাহ আবিদ বলেছেন: ভাই, আমি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তাই আমার কাছে পর্দার কোন অপকারীতা নেই। এবং এ ব্যাপারে কোন যুক্তিও গ্রহনযোগ্য নয়।
৬| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
সাইফুল্লাহ আবিদ বলেছেন: বানান ভুলের জন্য দুঃখিত। আসলে মোবাইল থেকে লিখেছি তো তাই--
৭| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
আল্লাহ আমাদের দেখছেন বলেছেন: মূল্যবান পোস্ট্,খুব ভালো লাগলো
৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৪
ধমনী বলেছেন: অদৃশ্য পর্দা পুরুষ/নারী উভয়ের জন্যই মৌলিক কর্তব্য। কিন্তু তার সাথে দৃশ্যমান কাপড়ের পর্দাটাও উভয়ের জন্য আছে। আর পর্দা মানেই হিজাব বা বোরখা-এ ধারণা থেকে বেরিয়ে আসা উচিত।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮
বোকামানুষ বলেছেন: ভাল লাগলো ++++++
আপনি ঠিক বলছেন ছেলেরা এটা ভাবেই না যে তাদের ও পর্দা আছে
আর দৃষ্টি নত রাখার ব্যাপারে অনেক হাদিসও আছে
আমাদের নবী (সঃ) পুরুষ মহিলা সবাইকেই দৃষ্টি নত রাখতে বলেছেন