নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

নেই জবাব

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

আড়ালে চুপচাপ তাকায়, নেই জবাব,

কাকে যে দিবো প্রীত প্রস্তাব,

আজকাল প্রায়শই সময় বেজার যায়!

কীভাবে যে করবো বাছাই সুহৃদয়!

কিছুতে হলো না আদৌ বদ্ধ,

স্বয়ংক্রিয় এড়িয়ে যেতে হই বাধ্য!

সাহস করে ভুলেও বললো না,

ভীত এই যত জল্পনা-কল্পনা!

চাওয়াটা এমন- ধনাঢ্য ও আভিজাত্য;

শোভাময়ী নতুবা চরিত উন্নত-সত্য!

আহবান এসো, হাহাকার থামাও না!

অনেকে কেমন ভাবে জানো না!

না এলে স্বাভাবিক হবো না,

নিঃসঙ্গ কেবল ফাঁকা শুধু কামনা!

দূরে থেকে আর কী হবে?

অনুভব করছি বেশ এইতো সবে!

এতদিন কী জানি ইচ্ছে হত?

বুঝতে না পারা'র ভানই হিত!

তবুও কুৎসিত খেয়াল, যা যাতনা,

যদি আসো মুছবে নিশ্চয় কুমন্ত্রণা!

ঔৎসুক্য রুপ গুলো ক্ষণে ক্ষণে,

কাঙ্ক্ষিত ভেবে কখনো দৃশ্য আনে!

ব্যতীত প্রতিউত্তর, খালি আভাস-প্রভাব,

উদ্ভুত শরবে চলা, উদ্ভট স্বভাব।

কী চিন্তা করে সায় নেই?

মানাবে না সাথে বুজি সেজন্যেই।

অকেজো হচ্ছে অযথা ঘুরে ফিরে,

প্রচুর মৌলিক ঋণ স্বীয় ঘাড়ে।

গোছানোর জন্য বোধহয় দরকার প্রণয়,

অসম্ভব সাজানো তাই নেই প্রশ্রয়।









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.