নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বুঝি না ছন্দ,
মনে দুখ-আনন্দ!
খেয়ালে আসে,
বাতাসে ভাসে
দুলে দুলে,
হৃদয়ে ফুলে।
কিন্তু নেই সুবাস,
নেই কোনো আবাস...
ভেবে যাই,
লিখে যাই।
কী আসে যায়,
হায় হায় হায়!
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩০
জগতারন বলেছেন:
ছন্দময় কবিতা আমার ভালো লেগেছে।
.।.।
@জুল ভার্ন
কবিতা লিখতে ছন্দের মিল-এর খাতিরে
অনেক অযৌক্তিক, বা অর্থহীন শব্দ প্রয়োগের ঋতি
বাংলা কবিতায় প্রচলন বহু কবিদের কবিতায়
পরিলক্ষিত হয়ে আসছে সেই পুরান আমল থেকে।
ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত থেকে
আমাদের বিদ্রহী কবির কবিতায় দেখা যায় এর প্রচুর উদাহরন।
যেমনঃ
"লিচু কবিতায়"
বাবুদের তাল পুকুরে
হাবুদের ডাল কুকুরে
সে কি ভাই করলে তাড়া
বলি থাম একটু দাড়া.।.।।
ডাল কোন দিন কোনও কুকুরের নাম শুনছেন ?
এখানে ছন্দের মিল রাখার জন্য এই ডাল এই অর্থহীন
একটি শব্দটি কুকুরের নাম হিসেবে চালিয়ে দিয়েছেন কবি কবিতায়।
ইহাতে কবিতায় ভাব প্রকাশের কোনও গ্লানি ঘটে নি; শ্রী বৃদ্ধি হয়েছ কবিতায়।
.।.।
পানসুপাড়ী পানসুপাড়ী
এই খানেতে সংখ্যা ভারী
পাঁচ পীরেরই সিন্নী মেলে[/sb
চলরে হেনে বৈঠা মেলে।।
.।.।
পাঁচ পীরেরই সিন্নী মেলে[/sb
পাঁচ পীরেরে কেউ সিন্নী দেয় ???
১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৬
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর বলেছেন
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮
জুল ভার্ন বলেছেন: কবিতা লিখতে শব্দ ভাণ্ডার খুব রিচ থাকতে হবে। বানান ভুলে সতর্ক থাকতে হবে। শুধু ছন্দ মিলিয়ে কিছু শব্দ বসিয়ে দিলেই কবিতা হয়না।
বাতাসে বাসে নয়,সঠিক হবে ভাসে।
নেই সুভাস নয়,সঠিক হবে সুবাস।