নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বার বার তাকিয়ে দেখি, দৃষ্টি;-
ব্যর্থ-পরিশ্রান্তয় হয়, দেখে সৃষ্টি।
আমি লক্ষ্য করি মাথার উপর
এতো উড়ন্ত পক্ষীকুলের প্রতি পরপর..
একেক পাখি একেক ভাবে পাখা;-
করে বিস্তার-সংকোচন, স্থির রাখা...
একেক পাখির একেক রকম পশম
পাখিরা ভিন্ন ভিন্ন দেয় ওম।
প্রতিটি প্রজাতির বিবিধ ধরনের আধার
বিচিত্র নীড়, ফিরে হলে আঁধার...
সুন্দর সুন্দর রঙিন সব পাখি
মধুর শুনিতে ডাক, রঞ্জিত আঁখি।
প্রায় পাখির পৃথক উড়ার বঙ্গি
সবসময় অটুট থাকে জীবন সঙ্গি!
কোন পাখির শিকার মাছ-জলে
অনেক উপরে থাকুক দেখে তলে!
কোনটার ছোট-বড় পোকা খানা
কিছু খায় খুঁটে শস্য দানা!
ফুলে ফুলে ঘুরে খায় মধু
ফল খায় তরতাজা গাছে শুধু।
10.10.2022
©somewhere in net ltd.