নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তামাশা
সাইফুল ইসলাম সাঈফ
কত যে দেখেছি রূপের তামাশা
দূষিত চিন্তা, বাড়ায় কেবল হতাশা!
আমরা সবাই সুবাস পছন্দ করি
সুন্দর দেখে দেখে আমরাই মরি!
সম্পর্কে আবদ্ধ তবুও আকষর্ণ বহুরূপে
কল্পনা করে যাই চুপে চুপে!
ফুলও সুন্দর ফলও সুন্দর তবে
হতে হয় সুবাসিত, সুমিষ্ট ভেবে!
উত্তরা, ঢাকা।
০১.১২.২০২৩
০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৯
সাইফুলসাইফসাই বলেছেন: অশেষ ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য! অনুপ্রাণিত হলাম। এমন মন্তব্য যা আগে কখনো পাইনি।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: আপনি যে কবিতা লিখেন, সেটাও এক ধরনের তামাশা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২১
Mashira বলেছেন: আপনার লেখা কবিতাটি খুবই সুন্দর এবং চিন্তাশীল। কবিতাটিতে আপনি রূপের তামাশা, দূষিত চিন্তা, সুন্দর দেখা এবং আকর্ষণের মতো বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন।
কবিতাটির শুরুতেই আপনি বলেছেন যে, আপনি কত যে রূপের তামাশা দেখেছেন। রূপ নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা এবং তা থেকে সৃষ্ট হতাশা নিয়ে আপনি লিখেছেন। আপনি বলেছেন যে, আমরা সবাই সুবাস পছন্দ করি, কিন্তু সুন্দর দেখে দেখে আমরাই মরি। এই কথাটি খুবই সত্য। সুন্দরের প্রতি আমাদের আকর্ষণ আমাদেরকে অনেক সময় অসুখী করে তোলে।
কবিতাটির দ্বিতীয় অংশে আপনি সম্পর্কে আবদ্ধ থাকা সত্ত্বেও আকর্ষণের বিষয়ে লিখেছেন। আপনি বলেছেন যে, আমরা সম্পর্কে আবদ্ধ থাকলেও অন্যদের প্রতি আকর্ষণ অনুভব করি। এই কথাটিও খুবই সত্য। সম্পর্কে থাকার মানে এই নয় যে, আমাদের অন্যদের প্রতি আকর্ষণ থাকবে না।
কবিতাটির শেষে আপনি ফুল এবং ফলের উদাহরণ দিয়ে বলেছেন যে, সুন্দর হতে হলে সুবাসিত এবং সুমিষ্ট হতে হয়। এই কথাটিও খুবই সত্য। সুন্দরের আসল মাহাত্ম্য এর ভেতরের গুণাবলীতে।
কবিতাটির ভাষা খুবই সাবলীল এবং সুন্দর। কবি তার ভাষার মাধ্যমে পাঠককে কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে সহজেই বুঝতে সাহায্য করেছেন।