নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জাদিদ (নতুন)
সাইফুল ইসলাম সাঈফ
প্রায় সবার পছন্দের শীর্ষে জাদিদ
যা কারে সানন্দে প্রতিটি হৃদ!
আনন্দের দিন আসছে প্রতি হৃদয়ে
ক্রয় করা অসম্ভব, থাকে ভয়ে!
খুশির দিন, কেন তবে অখুশি?
অনেকের খেতে হয় কেন বাসি?
চিকন চাঁদ আনলো মুখে হাসি
তবুও বলে না সবাইকে ভালবাসি!
নতুন দিন এলো, নতুন জামা
ঈদের প্রীতি চির চূড়ান্ত উপমা!
প্রতি মনে করে আনন্দিত, তৃপ্তি
যা ঐশী আসমান বাণীর দীপ্তি!
সেক্টর-১২, উত্তরা, ঢাকা।
২৭,০৩.২৪
২| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১১
শায়মা বলেছেন: জাদিদ মানে নতুন?
আমি জাদিদ বলতে শুধু মডুভাইয়াকেই জানতাম।
কবিতা সুন্দর হয়েছে ভাইয়া।
সেই আগের মত নতুন জামার আনন্দ মনে হয় আজকালকার দিনের বাচ্চাদের নেই। তারা চাইলেই অনেক কিছু পায় যা আমরা পেতাম না।
৩| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ভাবছিলাম জাদীদকে নিয়ে লিখছো ভাইয়া
পরে দেখলাম এর অর্থ নতুন
সুন্দর হয়েছে
৪| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২২
দি এমপেরর বলেছেন: শায়মা বলেছেন: জাদিদ মানে নতুন?
হ্যাঁ, নতুন। উনার পুরো নাম মুজাদ্দিদে আলফে সানি জাদিদ। পুরো নামটাই আরবি। অর্থ: মুজাদ্দিদ (সংস্কারক), আলফে (সহস্র), সানি (দ্বিতীয়), জাদিদ (নতুন)। পুরো নামের অর্থ: দ্বিতীয় সহস্রাব্দের নতুন সংস্কারক।
একজন অনেক বড় ইসলামিক স্কলার ছিলেন শাইখ আহমাদ আল ফারুকি সিরহিন্দি, তাঁকে মুজাদ্দিদে আলফে সানি বলা হতো।
অর্থ: দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক। আর আমাদের মডু ভাই হচ্ছেন দ্বিতীয় সহস্রাব্দের নতুন সংস্কারক।
মডু ভাইয়ের নাম যিনি বা যাঁরা রেখেছেন তাঁরা খুব জ্ঞানী ও ইসলামি আদর্শের ধারক ছিলেন এটুকু নির্দ্বিধায় বলা যায়।
৫| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন: বাপরে!!! মিঃ এমপেরর ভাইয়ু!!!!!!!!!!!!!! তুমিও দেখছি কম গিয়ানী নহে!!!!!!!!! আসলেই অনেক অনেক থ্যাংকস আমাদেরকে জানানোর জন্য!!!
এখন তো মনে হচ্ছে জাদিদভাইয়াকে নিয়েই একখানা পোস্ট লিখতে হবে। নয়ত তুমিও লিখতে পারো ভাইয়া।
দ্বিতীয় সহস্রাব্দের নতুন সংস্কারক আমাদের জাদিদ ওরফে কাভা ওরফে মডুভাইয়ার নামাকরণের ইতিহাস।
সত্যিই জেনে ভালো লাগছে ভাইয়ামনি! আমার ধারণা আমারফর মত অনেকেই জানে না।
আর
একজন অনেক বড় ইসলামিক স্কলার ছিলেন শাইখ আহমাদ আল ফারুকি সিরহিন্দি, তাঁকে মুজাদ্দিদে আলফে সানি বলা হতো।
এটা তো জানেই না।
৬| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৯
দি এমপেরর বলেছেন: শায়মা বলেছেন: বাপরে!!! মিঃ এমপেরর ভাইয়ু!!!!!!!!!!!!!! তুমিও দেখছি কম গিয়ানী নহে!!!!!!!!! আসলেই অনেক অনেক থ্যাংকস আমাদেরকে জানানোর জন্য!!!
থ্যাংকস্। জাদিদ ভাই তার নামের অর্থ জানেন কি না আমি জানি না, তবে ব্লগের অনেকেই যে জানে না এ ব্যাপারে আপনার সাথে আমার দ্বিমত নেই।
নাহ্, মডু ভাইয়ের নামকরণের ইতিহাস নিয়ে আমার কোনো পোস্ট লেখার ইচ্ছে নেই, ইচ্ছে করলে আপনি একটা লিখতে পারেন। আপনার পোস্টে কিছু টক-ঝাল-মিষ্টি কথার উপাদান থাকবে এটা তো নিশ্চিতই। আর পাঠকরা তা উপভোগ করবে এটাও নিশ্চিত।
৭| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৭
শায়মা বলেছেন: বাপরে!!! এই রকম ইসলামিক নাম নিয়ে টক ঝাল মিষ্টি লিখলে কেউ কেউ আমাকেই সোজা আচার বানিয়ে বোতলে পুরে দেবে ভাইয়া!
না না সিরিয়াস পোস্ট লিখতে হবে।
৮| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: আচ্ছা।
বেশ।
৯| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল কবি দা
ভাল থাকবেন--------