![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিকম অপারেটররা বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্লক করার অধিকার আদায়ের জন্য টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর দ্বারস্থ হয়েছে। ওইসব অ্যাপ ও সাইট ব্যবহারের জন্য গ্রাহক ও ব্যবসায়ী- উভয়পক্ষের কাছ থেকেই যাতে পরিষেবা মূল্য আদায় করা যায়, তার অনুমোদনও চেয়েছে তারা। এতে গ্রাহকদের ঘাড়ে ভালো মতোই বোঝা চাপবে। এর বিরুদ্ধে সরব হয়েছে ভারতের ইন্টারনেট ব্যবহারকারী সর্বস্তরের মানুষ। ভারতে ইন্টারনেট পরিষেবা ব্যবহারের স্বাধীনতা রক্ষা করতে একজোট হয়েছেন সাধারন মানুষ থেকে রাজনীতিবিদ, সেলিব্রিটিরাও। সেভ নেট নিউট্রালিটি প্রচার অভিযানে সাড়া দিয়েছেন অসংখ্য ভারতীয়।এই অভিযানে সমর্থন প্রতি মূহূর্তে বাড়ছে।
টেলিকম সংস্থাগুলির দাবির বিষয়ে ট্রাই সাধারণ মানুষের মতামত চেয়েছিল। ইতিমধ্যে ট্রাইয়ের কাছে পৌঁছে গিয়েছে ১ লাখ ই-মেল। websitesavetheinternet.in –এর মাধ্যমে ওই মেল পৌঁছে গিয়েছে ট্রাইয়ের কাছে।
উল্লেখ্য, নেট নিউট্রালিটির অর্থ সকলের কাছে বৈষম্যহীনভাবে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। সারা বিশ্বেই এই ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে। আমেরিকা, চিলি, নেদারল্যান্ডস ও ব্রাজিলে ইতিমধ্যেই নেট নিউট্রালিটি চালু হয়েছে। নেট নিউট্রালিটি-র মূল কথা হল সব গ্রাহক একই পরিষেবা একই দামে পাবেন। কোনও বৈষম্য হবে না।পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি সব ধরনের বিষয়বস্তু ও অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ গ্রাহকদের দেবে। এক্ষেত্রে কোনও বিশেষ অ্যাপ বা ওয়েবসাইট ব্লক করা যাবে না বা আলাদা চার্জও নেওয়া যাবে না।
ইন্টারনেট ব্যবহারের বিধি চূড়ান্ত করার জন্য সাধারণের মতামত জানতে চেয়েছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা।
কিন্তু গ্রাহকরা চাইলেও টেলিকম কোম্পানিগুলি এর তীব্র বিরোধিতা করেছে। তাদের আশঙ্কা, র ফলে তাদের আয় মার খাবে, হোয়াটসঅ্য়াপ, ফ্লিপকার্ট, স্কাইপির মতো অ্যাপ তাদের নেটওয়ার্কের মাধ্যমেই গ্রাহকদের কাছে পৌঁছে যায়। কিন্তু গ্রাহকরা এগুলি ব্যবহার করলেও তাদের কোনও আয় হয় না।
নেট নিউট্রালিটি-হল, পরিষেবা প্রদানকারী সংস্থা ডেটা বিক্রয় করতে পারে। কিন্ত গ্রাহক তা কীভাবে ব্যবহার করবে তাতে কোনও হাত থাকে না তাদের। নেট নিউট্রালিটির ধারণা অনুযায়ী, পরিষেবা প্রদানকারীর কাছ থেকে ইন্টারনেট প্যাক কিনলেও কীভাবে তা ব্যবহার করা হবে তা একমাত্র গ্রাহকই ঠিক করবেন। এতে পরিষেবা প্রদানকারী সংস্থার কোনও নিয়ন্ত্রণ থাকে না
©somewhere in net ltd.