নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাক লেখক

নির্বাক লেখক

অতঃপর সৈকত

অতঃপর সৈকত › বিস্তারিত পোস্টঃ

"নতুন বছরের শুভেচ্ছা! "

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

দৃশ্যপটঃ ১,
বড়লোক বাপের একমাত্র অকর্মণ্যের ঢেকি নামের অপদার্থ ছেলেটা কোন কাজের না! সে শুধু ঘুরেফিরে আর টাকা উড়ায়! অবশ্য যে টাকাগুলো উড়ায় সেটা তার সম্পত্তি নয়! তার পৈত্রিক সম্পত্তি!!
আজও সে তার বাপের কাছে বড় রকমের একটা ফর্দ ধরিয়ে দিয়েছে! বন্ধুদের সাথে লঙ ড্রাইভে যেতে হবে! পাগলা পানি পান করতে হবে সাথে ডিজে মিক্সড! হতে হবে মাতাল!
আহা কি দারুণ কাটবে! পার্টি করবে বন্ধুরা মিলে যেখানে সে দশ হাজার টাকা দিবে বলেছে! এইসব নিয়ে মোটামুটি বড়লোক বাপকে পঞ্চাশ হাজারের একটা ফর্দ ধরিয়ে দিলো!
আজকের দিনটা ছেলেটির কাটবে দারুণ!!
দৃশ্যপটঃ ২,
ছেলেটি মধ্যবিত্ত! সরকারি চাকুরীজীবী বাপের দুইমাত্র ছেলে। পরিবারকে চালাতে যতটুকু দরকার ঠিক ততটুকুই তার পিতা আয় করেন। এতে তার হাতখরচের জন্য খুব বেশি টাকা তার পিতা তাকে দিতে পারেন না। বাকিটা নিজে নিজেই চালিয়ে নেই। বাবা মায়ের বাধ্য ছেলে হলেও মাঝেমধ্যে বাসায় ফাঁকি দিয় আড্ডা বাজী, এদিক ওদিক ঘুরতে যায়! আজ তার প্লান ছিলোনা পিকনিক করার! তবুও বন্ধুদের জোর করাতেই একটু পিকনিক করে ফেললো!
দৃশ্যপটঃ ৩,
রাত নয়টা বাজার সাথে সাথেই বস্তির ছেলেটা আজ ঘুমিয়ে পড়ছে! আজ তার কষ্টটা একটু বেশিই হয়েছে! সারাদিন রাস্তার এদিক ওদিক ঘুরে খুব একটা প্লাস্টিক টোকাতে পারেনি! এতো কষ্টের পরও অর্ধেক বস্তা নিয়ে সে আজ বাসায় ফিরেছে! ক্লান্তি ভর করেছে তার উপর যার দরুন সে আজ একটু আগে আগেই ঘুমিয়ে যাচ্ছে! কতো তারিখ বা কি দিন পার করছে সেটা তার মাথায় নেই! ভুলে গেছে!!
বিকট চকলেট বোমের শব্দে সে আচমকা জেগে উঠলো!
"মা কি হইলো!? "
'কিছু না বাজান! টার্টি পাস্ট নাইট! হের লাইগ্যা মনে হয় বুম মারছে! '
"ওহ! "
আবার ঘুম দিলো ছেলেটি! খুব ভোরে উঠেই জীবিকার জন্য নামতে হবে ছেলেটিকে!
জীবন তার কাছে খুবই কঠিন!!
দৃশ্যপটঃ ৪,
সারাদিন সে ফেসবুকে বসে থাকে! চোখের সামনে ফোনটা সর্বদা জ্বলছে! ফেসবুকে মেসেজিং, স্ট্যাটাস পড়া, মাঝেমধ্যে মনের ভাব ভাষা আকারে শেয়ার করে সে! এই কাজগুলো করতে করতেই তার হাতে আর অন্য কাজ করার সময় থাকে না!
আজকের দিনেও সে ব্যস্ত! তবে ফেসবুক নিয়ে। আশপাশে কি হচ্ছে! কোথায় মাইকেল জ্যাকসন বা কোথায় গুরু জেমস ফাটিয়ে দিচ্ছে সেদিকে তার খেয়াল কম! সে আজও অলসভাবে ফেসবুকে সময় দিচ্ছে!!
দৃশ্যপটঃ ৫,
আজকে তার দিনটা বেশ ব্যস্ততায় ই কাটলো! নিয়ম করে গার্লফ্রেন্ড কে মেসেজ করতে হয়েছে! নতুন বছরের উইশ যদি কোনভাবে গার্লফ্রেন্ডকে দেরি করে দেয় তাহলে ডেটিং ক্যান্সেল হবে এটা নিশ্চিত! গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনতে হবে! পার্কে বা বড় রেস্টুরেন্ট স্যুপের চামচে ঠোঁটের ছোঁয়ায় স্মৃতি রচনা করতে হবে। নতুন বছরের ভুলগুলো সুধরে নিতে হবে! ছোটখাটো ভুলগুলোকে বাদ দিতে হবে! সেগুলো প্রেমের জন্য ক্ষতিকর!!
দিনশেষে গার্লফ্রেন্ডকে যখন গুড নাইট বলে ঘুমাতে যাবে তখন মনে একটা স্বস্তির হ্রেস কেটে যাবে মনে!! বছরটা ভালোই গেলো!
দৃশ্যপটঃ ৬,
এইসব স্পেশাল দিনফিন খুব একটা মনে রাখে না সে! কারণ, "স্পেশাল দিন গুলোই তার অন্যান্য দিনের থেকে বেশি খারাপ যায় " এইসব স্পেশাল দিনগুলোতে তার অনেক স্মৃতি আছে! যেগুলো এই দিনগুলোতেই বেশি মনে পড়ে! তার কোনকিছুই আজ ভালো লাগবে না! ঘুম আসবে অনেক দেরিতে! যখন ঘুমাতে যাবে মনে করেই ঘুমাবে! যেমনই হোক এই বছর গেলো! সামনের বছরটা হোকনা নতুনভাবে শুরু!
দৃশ্যপটঃ ৭,
ছেলেটা ঘুমাতে পারছে না! আজ প্রচন্ড ঠান্ডা পড়েছে যার দরুন সে আজ ঘুমাতে পারছে না! গায়ে ছেঁড়াফাঁড়া কাথাটা তার ঠান্ডাকে কোনভাবেই তাড়াতে পারছে না!! এতে তার ঘুমও আসছে না!
আজ রাতটা তার কাঁপুনিতে যাবে! আজ তার কোন ওকেশন নেই!
আছে শীতকে জয় করার অদম্য ইচ্ছা!!
এটাই তার একমাত্র চাওয়া!!
"নতুন বছরের শুভেচ্ছা! "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.