| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শায়মা
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
![]()
রিমঝিমমনি, রাতুল, জহিরুল, জেনারেশন সুপারস্টারভাইয়ারা আর অজানা এক জন এদের সবার কথা শুনে তো আমার আক্কেল গুড়ুম! আমাকে নাকি শততম পোস্ট উপলক্ষ্যে স্পেশাল লেখা দিতে হবে। আরে আমার সব লেখাই তো আমার কাছে স্পেশাল। কোনটা আবার বেস্পেশাল?
যাইহোক এতজনের কাছে একই কথা শুনে আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। আমার অবস্থা হলো অনেকটা সেই গ্রাম্য নাপিতের মত। যে কিনা তার ধারালো খুরের এক এক পোঁচে সেরে ফেলতো বড় বড় সব অপরেশন। সেই গ্রামের পসার হারানো শিক্ষিত ডক্টর যখন তাকে শিখিয়ে দিলো চিকিৎসা ও অপারেশনের নানা কৌশল। সেদিন থেকেই নাপিতের ডক্টরগিরি চির জীবনের জন্য স্থগিত হলো। সে চাকু, ছুরি হাতে নিলেই ভেবে ভেবে মরে , না না এই দিকে প্রবাহিত হয় রক্তনালিকা, ঐ দিকে রয়েছে শিরা উপশিরা...
যাইহোক অনেক খুঁজে পেতেও শততম পোস্টের জন্য কোনো স্পেশাল টপিক পেলাম না আমি।
প্রথমে ভাবলাম রিমঝিমমনির প্রিয় আর আমার তো অবশ্য অবশ্য প্রিয়
সেই খোকাভাইকে নিয়েই না হয় একটা কবিতা লিখে ফেলি। তারপর ভাবলাম রাতুলভাইয়ার জন্য না হয় লিখি দুঃসাহসিক কোনো সুপারহিরো বিষয়ক ছোটদের একটা গল্প।
আর জহিরুলভাইয়ার কেমন লেখা প্রিয় হবে ভাবতেই আমি তো ইন্নিনিল্লাহ
তার এই পোস্ট দ্রষ্টব্য।
আর জেনারেশনভাইয়ার প্রিয় লেখা তো নিশ্চয় লিখতে গেলে আমাকে কোটিবার আউড়াতে হবে লা হাওলা কুয়াতা ইল্লাবিল্লাহেল আলীউল আজীম।কারণ ।
তাই অবশেষে আমার প্রিয় বিষয় "হাবিজাবি" নিয়েই লিখতে বসে গেলাম।![]()
![]()
কেমন আছিস আমার ছেলেবেলা?
আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে। যখন তখন, যেখানে সেখানে, কারণে অকারণে। হয়তো রাস্তা দিয়ে চলেছি হঠাৎ বাবার হাত ধরে ছোট্ট কোনো মেয়ে, মনে পড়ে আমার ছেলেবেলা। আমার খুব প্রিয় একটা শখ শপিং মলগুলোর পুতুলের দোকান ঘুরে ঘুরে সুইটি সুইটি কিউটি কিউটি পুতুলগুলো দেখা। ঝকঝকে কাঁচের দেওয়ালের ওপারে কি সুন্দর সব সাজানো পুতুল! আমার মনে পড়ে যায় আমার ছোট্ট বেলায় এমন সব পুতুলের কথা। একদিন ছোটবেলায় দোকানের গ্লাসের ওপর নাক ঠেকিয়ে অবাক চোখে ওদেরকে দেখবার সময়, ওপার থেকে স্থির চোখে তাকিয়ে থাকা একটা সোনালী চুলের দুই বেনী ঝুলানো পুতুল জিব বের করে হঠাৎ আমাকে ভেংচি কেটেছিলো। মনে পড়ে হারিয়ে যাওয়া ব্রাউন কালার জুতোর গায়ে হলুদ ডোরাকাঁটা ডিজাইন অথবা ভীষন ভালোলাগার কোনো স্কুলব্যাগ। ব্যাগটার মসৃণ গায়ে হাত বুলোলেই কি এক প্রশান্তি। অথবা লাল নীল সবুজ হলুদ রঙে ভরা এক বক্স ক্রেয়ন। বাবা এনেছিলো সেসব একদিন .........
![]()
ছেলেবালার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়..
জানিনা কজনে আমার মত
মিষ্টি সে পিছু ডাক শুনতে পায়...
আয় খুকু আয়......
বাবার কথা আমি কিছুতেই মনে করতে চাইনা। কখনও না। কারণ যখনই তার কথা আমার মনে পড়ে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। এই যে এখন লিখছি এখনও একইভাবে চোখ থেকে অঝর ধারা বইতে শুরু করেছে। শুরু হলো মাথা ব্যাথাও।। অনেক অনেকদিন ভেবেছি বাবাকে নিয়ে আমার ভেতরের বেঁধে রাখা জলস্রোতের বাঁধটা একদিন খুলে দেবো আমি। বাঁধখোলা সেই স্রোতে ভেসে যাবো নিশ্চিৎ। দুকূল ভাসানো সেই স্রোতে সাঁতার কেটে কেটে হালকা হয়ে যাবো আমি। কিন্তু কেনো যেনো সেই স্রোতটাকে বড় ভয় আমার। সেই অদৃশ্য স্রোতের বাঁধটা খুলে দেইনা আমি কখনও, কারো কাছেই।
নাহ! খুব খারাপ হচ্ছে। শততম পোস্টে এসব কথা লেখার কোনো মানেই নেই।যারা পড়ছে সবার মনটা হয়তো একটু একটু খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা বাবাকে নিয়ে একটা খুব মজার স্মৃতি বলি। আমার জীবনের প্রথম প্রেমিক রবিঠাকুরকে চিনিয়েছিলেন বাবা। নানারকম ছড়াগান আর দেশাত্ববোধক গান থেকে বেরিয়ে এসে বেঁছে নিলাম রবীন্দ্র সঙ্গীত। বাবারই অনুপ্রেরনায়।সেই ছোট্টবেলায় আমার গানের টিচার খুব কঠিন একটা গান শিখতে দিয়েছিলেন আমাকে। যে গানের মানে সেদিন আমি বুঝিনি। গানটা ছিলো,
এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো
এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো।
গানটার মানে আমি আজও খুঁজে বেড়াই। যাইহোক, ছেলেবেলা নিয়ে আমার এতসব বলার কারণটাই হলো, আমার খুব খুব লিখতে ইচ্ছে হয় আমার অতি অতি প্রিয় ছেলেবেলাটা নিয়ে। মাইনাসে মাইনাসে(মাইনাস ভাইয়া না) যেমন প্লাস হয় ঠিক তেমন সুখেসুখে আর দুঃখগুলো মিলে আমার ছেলেবেলা ঘিরেই ঘুরে বেড়ায় আমার সকল ভালো লাগার দিনগুলি।
![]()
সেই যে আমার নানা রঙের দিন গুলি....... আমার অপ্সরাবেলা
তখন আমার হৃদয় জুড়ে শুধুই এক দূরদেশী রাখাল বালক। বুকের ভেতর জমে থাকা যত মান অভিমানগুলি শুধুই ফুলে ফেপে উথলে উঠতো, আমার সকল সুখ দুঃখ আর ভালোবাসা ছাপিয়ে। ঢেলে দিতে ইচ্ছে হতো অপকটে সেসব এই ব্লগের পাতাটায়।
দূরদেশী সেই রাখালছেলে,
আমার বাটে বটের ছায়ায় সারাবেলা খেলে..
আমি তারে শুধাই যবে কি তোমারে দেবো আনি
সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালাখানি....
দেই যদি তো কি দাম দেবে?
যায় বেলা সেই ভাবনা ভেবে...
ফিরে এসে দেখি ধুলায় বাঁশীটি তার গেছে ফেলে।
![]()
বাঁশী। আমি মেলা থেকে তালপাতার এক বাঁশী কিনে এনেছি....
বাঁশীর কথা মনে পড়লেই আমার মনে পড়ে ছেলেবেলায় নানুবাড়ির মেলায় কেনা বাঁশির কথা।মনে পড়ে সেই চকখড়ি, ইটের টুকরোয় আঁকাআঁকি, সিনডেরেলা, উইজার্ড অফ ওজ পড়ার দিনগুলি। সেসব কথা অবশ্য আমি এখানে মাঝ মাঝেই লিখেছি। লিখেছি আমার নানা রকম মজার মজার ভালোলাগাগুলির কথা। আমার ছবি আঁকা, নাচ, গান আর পুতুলখেলার দিনগুলি। আজও বৈশাখী মেলায় যাই, আজও গান গাই, নাচও করি আর ছোট্ট ছোট্ট বেবিদেরকে মন্চে নাচাই। নাচাই আমার পুতুলগুলোকেও।
বাঁশী কই আগের মত বাজেনা, মন আমার তেমন কেনো সাজেনা..
তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি........ গায়িকার কথাগুলোর সাথে ঠিক মেলেনা আমার। মাঝে মাঝে ভাবি, রুপকথার জীবন থেকে আমার আসলে কখনও বের হয়েই আসা হয়নি। ভালোই তো আছি। অথবা অনেক অনেক ভালো।![]()
![]()
আমার মৎস্যকুমারীর সাগরের জীবন...
এই যে সাগরতলে আমার এরিয়েল, অপেক্ষায় আছে তার রাজকুমারের। আমার রাজকুমার ময়ুরপঙখী ভাসিয়ে দিয়ে সেথা রোজ সকাল সন্ধ্যায় দেখতে আসে তারে। আমার সাত সাগরের পারে। রোজ সকালে উঠে বা বাইরে থেকে ফিরে কিছুটা সময় কেটে যায় আমার এই এরিয়েলের দুনিয়ায়।
![]()
টুল নিয়ে এ্যকুরিয়ামের সামনে বসি বা মেঝেতে শুয়ে শুয়ে দেখি গোল্ডফিস, মলি, পাখাওালা এ্যান্জেল, আর চন্চল ডোরাকাটা টাইগার মাছেদের ভালোবাসা। নিসঙ্গ ফাইটার ফিস বড়ই অমিশুক। সাজিয়ে দেই ওদের দুনিয়া নানারকম গাছ, পাথর আর মনিমুক্তোয়। সাগর তলে ওদের সাজানো দুনিয়াটা কেটে যায় ঠিক আমারই মতন। সাজাই এবং সাজি রতনে, যতনে, কুসুমে, কুমকুমে চন্দনে......
১০১ ডালমেশিয়ানের দুনিয়া থেকে একটি বন্ধু ডালমেশিয়ান....আমার ধারনা ডালমেশিয়ান ডগ বাচ্চাদের যতটা পছন্দ বড়দের ততটা না। আমি আমার দেখা সকল বাচ্চাদের ভেতর গবেষনা চালিয়ে এ তথ্যটাই পেয়েছি। আর তার কারণ হিসেবে পেয়েছি সেই ১০১ ডালমেশিয়ানের গল্প আর নানারকম বাচ্চাদের ম্যুভিতে ডালমেশিয়ানের এই ফ্রেন্ডলী ডগটাকে দেখা।
![]()
আমাদের ডালমেশিয়ানটার মত এত ভদ্র নম্র সম্র জীব মনে হয় কেউ কখনও এই দুনিয়াতে দেখেনি। আমার বাড়ি ফেরার সময় হলে সে যেখানেই থাকুকনা কেনো ছুটে এসে পায়ের কাছে চলে আসবেই। তাকে আদর না করে বাড়ি ঢোকার সাধ্য নেই আমার। তাকে কেউ বকা দিতেই পারেনা। এমন মায়া মায়া চোখে তাকায় সে। শুধু তার একটাই দোষ। ড্রাইভার দারোয়ান, যে কোনো মহামান্য গেস্ট বা গানের টিচার যেই আসুক না কেনো সবার প্রতিই তার সমান অবিচার। ভুল করেও যদি কারো স্যান্ডেল তার নাগালের মাঝে পেয়েছে, সেটা নিয়ে সে ভো দৌড় দেবেই। লুকিয়ে রেখে আসবে বাগানে। লুকানোর জায়গা হিসাবে তার ক্রিসমাস ঝোপ আর আঙ্গুরলতার পেছনের বেড়াটাই বেশী পছন্দের। তাই তাকে মাঝে মাঝে চেইন দিয়ে বেঁধে রাখা হয় আর তখন তার মনটা বড়ই খারাপ থাকে।![]()
![]()
পাখি সব করে রব রাতি পোহাইলো......
ভোরবেলা যখন ঘুম ভেঙ্গে উঠি। দরজা খুলে বারান্দার দোলনায় বসে সূর্য্যদয় দেখার সময়টা আমার খুব প্রিয় একটা সময়। আমাদের বাগানে অনেক অনেক পাখি। ভোরবেলার নীরব নিথর চারিপাশ জুড়ে পাখির কলকাকলী, আবছায়া অন্ধকারে ছাইরঙ গাছের পাতায় ধীরে জাগে আলোর ঝিকিমিকি। আমাকে চমকে দেয়, ঝলমলিয়ে হাসে বাগানের সবুজ সজীব পাতাগুলি। এক টুকরো স্বর্গ নামে রোজ সকালে আমাদের বাগানে। আমি চুপিচুপি তার নাম দিয়েছি লুকানো স্বর্গদ্যান। আমি তখন দোলদোল দুলুনী রাঙা মাথায় চিরুনী।
![]()
চিরুনী চালাই চুলে তড়িঘড়ি, ঘড়ি ধরে সাত টা থেকে সাড়ে সাতটা রেডি হবার সময়, বাসা থেকে বের হওয়া, কত কাজ তখন আমার। ঠিক দুপুরের পর পর আবার অবসর। আমার এ্যকুরিয়াম জীবন। সাজানো গোছানো। ঝকঝকে তকতকে, দুঃখ ভোলা, ভালো লাগা, হাসি গান আর আনন্দে ভুলে থাকা।
আমার মতন সুখী কে আছে!
আয় সখী আয় আমার কাছে..
সুখী হৃদয়ের সুখের গান , শুনিয়া তোদের জুড়াবে প্রাণ...
আমার ধারণা আমার জীবনের ১০০% হাবিজাবি কথন আজ আমি লিখতে পেরেছি। মাথা নেই মুন্ডু নেই , হাত, পা কিছুই নেই এ লেখার। কেনো লিখছি তাও জানিনা। আচ্ছা এইবার বলি আমার অতি অতি প্রিয় এই ব্লগটার কথা। এ ব্লগ আমাকে অনেক দিয়েছে। লাভ আর ক্ষতি পাল্লার দুদিকে চড়ালে লাভের পাল্লাটা ঝুঁকে পড়বে অনেক অনেক নীচে। আমি কৃতজ্ঞ তার কাছে যে আমাকে চিনিয়েছিলো এই ব্লগ দুনিয়াটা। যদিও সে আজ হারিয়ে গেছে ব্যাস্ততম পৃথিবীর শত ব্যাস্ততার কর্মযজ্ঞে।
যাইহোক আমার ধারনা ব্লগ লেখায় যারা লেগেই থাকে তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যায় অনেক অনেক বেশী। কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স। ব্লগ বা অনলাইন দুনিয়া আমাদেরকে মানুষ চেনায় যতটা হয়তো রিয়েল লাইফের মানুষগুলোকে কখনও ঠিক ততটা চেনা হতনা আমাদের।
![]()
আমার ব্লগিং হাতিয়ারের একটি প্রিয় হাতিয়ার( ফায়সালভাইয়ার ভকাব্যুলারী থেকে শেখা)![]()
ব্লগিং এর সাথে সাথে আমার ব্লগিং হাতিয়ারে একটি প্রিয় গেম।
যাইহোক অনেক বক বক করেছি সবশেষে বলতে চাই, একটা সময় সামুতে এসে মনে হয়েছিলো আমি একটা পরিবার পেয়েছি। আমি আজও ভাবি সামু আমার আরেকটা পরিবার। পরিবারের সবাইকে নিয়ে খুশী থাকতে চাই আমি। সবাই তো সুখী হতে চায়....যদিও সেটা এই নিষ্ঠুর দুনিয়ায় সম্ভবপর করে তোলা ভীষন কঠিন একটা ব্যাপার ।
পৃথিবীর সবখানেই মানুষগুলোর মাঝে দিন দিন দূরত্ব বেড়ে চলেছে। যার ছোঁয়া লেগেছে আমাদের এই ব্লগ পরিবারেও। আমি অতি তুচ্ছ, নগন্য একজন মানুষ হয়তোবা কিন্তু কাউকে দুখী দেখতে ভালো লাগেনা আমার। সবাই সুখে থাকুক, ভালো থাকুক এই আমার চাওয়া। আমার কাছেও ইদানিং কিছু কিছু মানুষের চাওয়া দেখে কুকড়ে যাই আমি। জানিনা কি করে তার সমাধান করবো আমি। কিছুদিন আগে ....
একজন নারী নিকের ব্লগার আমাকে এসে বললো, আপু আমি খুব বিপদে পড়ে আপনার এখানে মন্তব্য করছি । কিছু বাজে লোক আমাকে ...... ....... আমি জানিনা কি করে সাহায্য করবো আমি তাকে! কি করতে পারি আমি তার জন্য ???
আবার সেদিন........আরও একজন ব্লগার এসে বললেন, আপা আপনার কথা অবশ্যই সামু কর্তৃপক্ষ শুনবে আমার সমস্যর সমাধান টা করে দিন না ........আমার অন্যায় টা কি জানতে পারলে খুশি হতাম।
>>>>> আমি জানিনা কি উত্তর দেবো আমি তাকে?
শুধু মনটা খারাপ হয়ে যায়।
লেখোয়াড় ভাইয়ার লেখায় যখন হানিফ রাশেদীনভাইয়াকে বলতে দেখি, ভাঙ্গনকে আমার অনেক মনে পড়ে, মনে পড়ে সুরঞ্জনা আপাকে, হারিয়ে গেলে মনে পড়বে শায়মা আপাকে, এবং আরো অনেককে।
আমার চোখ ভরে ওঠে জলে। এই সব ভালোবাসার মূল্য কখনও শোধ করা হবেনা আমার আর আমি তা চাইওনা !!!!
কেন এ হিংসা দ্বেষ, কেনো এ ছন্দবেশ কেনো এ মান অভিমান???
বিতর বিতর প্রেম অসার হৃদয়ে জয় জয় হোক তোমারই............
যখনই পেছনে ফিরে তাকাই দেখতে পাই, আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক অনেক প্রিয় মানুষেরা। জানি এটাই জগতের নিয়ম। যাওয়ার আসার পথের ধারেই বসে থাকা পথিক আমরা। তবুও কষ্ট হয় যখন দেখি ছোট্ট এই মনিটরের মাঝে দেখা পাওয়া একদিনের সুখ দুঃখ বা হাসিখেলার অদেখা ভুবনের সাথীরা অনেকেই অনেক অভিমানে সব পোস্ট ড্রাফট করে ফেলেছে। গুটিয়ে নিয়েছে নিজেদেরকে, দূরে সরে গেছে বা চলে যাবে একদিন দূর থেকে বহুদূরে। ভীষন কষ্ট হয় আমার। সব রাগ দুঃখ মান অভিমান ভুলে ইচ্ছে হয় চেঁচিয়ে ডাকি, পথ রোধ করে দাঁড়াই।
বোবা বেদনা অন্তরে কুরে মরে.........
![]()
আমার এ শততম পোস্টে সবাইকে জানাই ভালোবাসা। আমি মোটেও মহামানবী নই। নই খুব একটা ভালোমানুষও। রেগে গেলে বদ্ধ উন্মাদ হয়ে যাই আমি। তবুও আমি চাই সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক আমাদের ছোট্ট এই এতটুকুন ব্লগ ভুবনে। রঙিন মাছেদের মত জলকেলীতে, আনন্দে ভরে তুলি আমাদের এই মনিটর বা এ্যাকুরিয়াম লাইফটা।
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৮
শায়মা বলেছেন: ফয়সালভাইয়া অনেক অনেক থ্যাংকস!!!
২|
১৭ ই মে, ২০১২ রাত ১০:২৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা!
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৩|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৩১
শিরোনাম বলেছেন: আমার এ্যাকুরিয়ামের মাছের খাবার শেষ। এই মুহুর্তে বিকল্প হিসাবে কি দিতে পারি? এ্যানি আইডিয়া?
শততম পোস্টের শুভেচ্ছা!
১৭ ই মে, ২০১২ রাত ১০:৫১
শায়মা বলেছেন: হায় হায় এই মুহুর্তেই খাবার কিনতে দোকানে যাও। অথবা এক বেলা না খাই্য়ে রাখো। নো প্রবলেম। এক বেলা না খেয়ে কি আর ওরা মরবে? মরা কি এত সহজ!!!
আমি একবার ছোটবেলায় ওদেরকে ভাত খাইয়ে দিয়েছিলাম। মাছ দিয়ে মেখে।
দাদী বলেছিলেন মাছের তেলে মাছ ভাজার মত তুই দেখি মাছের মাংসে মাছ খাওয়াস।
৪|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৩৩
জেমস বন্ড বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা জানাচ্ছি । ৩ নম্বর ভালো লাগা জানাচ্ছি ।
আমার মতন সুখী কে আছে!
আয় সখী আয় আমার কাছে..
এইটার জন্য একটা = ( + )
১৭ ই মে, ২০১২ রাত ১০:৫৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস জেমসবন্ড ভাইয়া।
৫|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৩৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অবশেষে শায়মাখালামণির চাদবদনখানা দেখে খুব ভালো লাগলো!! অভিনন্দন এবং শুভেচ্ছা ব্লগে সাফল্যের সাথে এতগুলো দিন পার করবার এবং সেইসাথে আপনার থেকে পাওয়া এত এত ভালোবাসা থেকে কিছুটা ফিরিয়ে দেবার সাধ্যও আমার নেই তবুও আশা রাখি এভাবে আরও ভালোবাসা পেয়েই যাবো :!>
একটা পরীকে খালামণি ডাকবার যে আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না ![]()
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: এই কমেন্টটা পড়ে হাসছি আমি তাই সবারটা স্কিপ করে এটারই জবাব লিখছি আগে। যদিও স্কিপ করে উল্টো দিক থেকে জবাব দেবার অভ্যাস আমার পুরোনো তবে তোমার জবাবটা দেবার কারণটা ........
হা হা হা।
থাক আর বললাম না ....![]()
৬|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৩৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অ্যাংরি বার্ডস খেলি না, ফ্রুট নিঞ্জা খেলি
১৭ ই মে, ২০১২ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: আর কি কি খেলো?
রেসলিং ফাইটিং এ নিশ্চয় এতদিনে নবেল পাওয়ার অবস্থা তাইনা??? ![]()
৭|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৩৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আমার অসম্ভব প্রিয় একটা গান আপনার জন্য শুভেচ্ছাস্বরূপ ![]()
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: কি জন্য হঠাৎ এত ভালোবাসা উথলে উঠলো বেবি ডক্টর?
বুঝতে পারছিনা ঠিকঠাক...
চোখে কি কম দেখছি নাকি !!!!
নাহ বয়স বেড়ে যাচ্ছে আসলেই......
![]()
৮|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪১
কালীদাস বলেছেন: ধুর!!
অভিনন্দন
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ কালীদাসভাইয়া।
৯|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন:
কোথায় হারিয়ে গেলেন পোস্ট দিয়ে? ![]()
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৭
শায়মা বলেছেন: হারাইনি।
জবাব দেবার ভাষা হারিয়ে ফেলেছিলাম তো। ![]()
ওহ আমারও এটা অনেক অনেক প্রিয় গান। আর সেটাই আমাকে দেবার জন্য অনেক অনেক থ্যাংকস পিচকা।![]()
১০|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৪
ঘুমন্ত আমি বলেছেন: আমিও আমার বাবাকে মনে করতে চাই না ।আপনি কাদতে পারেন আমি তাও পারিনা পুরুষদের নাকি কাদতে হয় না !সরি ব্যাক্তিগত আবেগ প্রকাশ করলাম । শততম পোষ্টের শুভেচ্ছা ।ব্লগারদের চাইলের ধরে রাখা যায় না ।যদি যেত আমার কিছু প্রিয় ব্লগারকে ধরে রাখতাম ।পোষ্টে প্লাস বলে গতানুগতিক কথা আজ বলবো না ।শুধু বলবো লিখে যান ।যতখন পারেন ।আবারো সেন্চুরীর শুভেচ্ছা ।
১৭ ই মে, ২০১২ রাত ১১:২২
শায়মা বলেছেন:
আয়রে আমার কাছে আয় মামনি
সবার আগে আমি দেখি তোকে.....
দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে .....
আর কাঁদতে চাইনা রাত দুপুরে ভাইয়া। ![]()
তোমাকে অনেক অনেক থ্যাংকস মন দিয়ে আমার এই হাবিজাবি লেখাটা পড়ার জন্য।![]()
১১|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শততম পোস্টের শুভেচ্ছা।
১৭ ই মে, ২০১২ রাত ১১:২৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।![]()
১২|
১৭ ই মে, ২০১২ রাত ১০:৫৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালোবাসা জমে উপচে পরার দশা হয়ে গিয়েছিল, ভার কমালাম আরকি, আমি আবার একটু বেশি কিপ্টা, পরীর মত এতটা উদার হতে পারলাম না ![]()
১৭ ই মে, ২০১২ রাত ১১:২৫
শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=7QW-6CZb5G0
হইসে হইসে এত কিপটামী ভালো না।
পরীখালা ফুপিদের কাছ থেকে একটু উদারতা শেখো আর এই গান শোনো।![]()
১৩|
১৭ ই মে, ২০১২ রাত ১১:০০
আমি বীরবল বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা।
১৭ ই মে, ২০১২ রাত ১১:২৯
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
১৪|
১৭ ই মে, ২০১২ রাত ১১:১০
অনন্ত দিগন্ত বলেছেন: শায়মামনির বাসায় এত্তগুলো ইংরেজী বই দেখে প্রথমে থমকে গিয়েছিলাম , এর পর ডালমেশিয়ানটাকে দেখে মনে হলো ... উমমম ... দরজায় কড়া নাড়বো নাকি এখান থেকেই ভাগবো ... এর পর ট্যাবের মধ্যে এ্যাঙ্গরি বার্ড দেখে মনে হলো যাই হোক ... তোমার বাড়ী যখন আসলাম ই তখন ডাইনিং এ না বসে গেলে পরে সবাই বলবে অন্তু বদলে গিয়েছে ... জনগন কে , কি সেই কথা বলার সুজোগ করে দিতে পারি বলো ?
নাহ , আজ তোমায় খিদে লেগেছে বলে জ্বালাবো না , শততম পোষ্ট উপলক্ষে আজ অন্তু তোমায় দাওয়াত দিবে ... এই দেখ সব রেডি আছে ... বসে পড় ঝটপট ----- ![]()
শততম পোষ্টের অনেক অনেক শুভেচ্ছা নিও ,
ভাল থেক ..... সবসময়
১৭ ই মে, ২০১২ রাত ১১:১৮
শায়মা বলেছেন: আরে ইংরেজী বইগুলো একটু ভালো করে দেখো......
সবই সেইসব ফেইরী টেলস লেডিবার্ড সিরিজ.........
আমি তো সেসব বই এর কথা বললাম বলেই সেই পিচ্চিবেলার বইগুলোর ছবি দিলাম। ওকে একটু পর বাংলাগুলোর ছবি তুলে আনছি।
আর বলেছি না আমার ডালমেশিয়ানটার মত এমন ভালোমানুষ আর নেই। তবুও ভয় পাও?
আর তোমার এত সুন্দর সাজানো গোছানো দাওয়াৎ খেয়ে আমি আবার উড়ে গেলাম আকাশে। ![]()
জানোই তো আমি একজন সুন্দরের পূজারী!!!
খানা পিনার সাথে টেবিল ডেকোরেশন!!! আমি মুগ্ধ হলাম অন্তমনি!!![]()
১৫|
১৭ ই মে, ২০১২ রাত ১১:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার ব্লগ পড়লে মনে হয়, আপনার জীবনটা কোন শিল্পীর পেইন্টিং, সে খুব মন দিয়ে সেটা আকছে... পেইন্টিংটা বড়ই স্বপ্নীল...
শততম পোস্টের শুভেচ্ছা, আর কুকুরটাকে একটু সামলে রাখবেন...
++++++++
১৭ ই মে, ২০১২ রাত ১১:২৮
শায়মা বলেছেন: হুম আমারও একদমই সেটাই মনে হয় ভাইয়া।
তবে আমার মনে হয় সবাই এই জীবন নাট্যের শিল্পী। সবাই তুলি দিয়ে একে একে যায় তাদের জীবনের প্রতিটা দিনের ছবি। কেউ কেউ মন দিয়ে আর কেউ কেউ অবহেলে......
অনেক অনেক থ্যাংকস তোমাকে জহিরুলভাইয়া।
১৬|
১৭ ই মে, ২০১২ রাত ১১:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন:
১৭ ই মে, ২০১২ রাত ১১:৩৩
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!
অনেক অনেক থ্যাংকস!!!![]()
মায়শা ডাকের মত আবারও তো নস্টালজিক করে দিলে ভাইয়ামনি।
এমন একটা টেডি তো আমি সত্যিকারেই একদিন উ প হার পেয়েছিলাম......
তোমার জন্যও একটা গান....![]()
Click This Link
১৭|
১৭ ই মে, ২০১২ রাত ১১:১৬
বাঘ মামা বলেছেন: শততম পোস্টে বাঘের শুভেচ্ছা নিন শায়মাজী
১৭ ই মে, ২০১২ রাত ১১:১৯
শায়মা বলেছেন: বাঘ মামাজী
আপনি এতদিন কোন বনে লুকাই ছিলেন???
জাল আনি এইবার........
আটকে রাখি ওকে???
১৮|
১৭ ই মে, ২০১২ রাত ১১:১৭
রাশেদ হাসান নোবেল বলেছেন: আলিশান।
১৭ ই মে, ২০১২ রাত ১১:৩৪
শায়মা বলেছেন: ![]()
মানে কি ভাইয়া???
কার কমেন্ট কাকে দিয়ে ফেললে ভাইয়ামনি???![]()
১৯|
১৭ ই মে, ২০১২ রাত ১১:১৭
রাহি বলেছেন: অভিনন্দন ভগিনী/নানী। আপনার পোষ্টে আসলেই মনে হয় যে দুনিয়ার সব থেকে সুখী মানুষের পোষ্টে আসলাম
ভাল থাকবেন সব সময় এটাই প্রত্যাশা
১৭ ই মে, ২০১২ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: হা হা হা
ভালো বলেছো রাহীভাইয়া.....
আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে.....
সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।![]()
http://www.youtube.com/watch?v=emvIYPWbqDk
২০|
১৭ ই মে, ২০১২ রাত ১১:১৮
নাইটফল বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++
খুবই গুছানো মানুষ মনে হচ্ছে আপনাকে। অভিনন্দন।
১৭ ই মে, ২০১২ রাত ১১:৪১
শায়মা বলেছেন: হুম আসলেই আমি ভীষন গুছানো মানুষ ভাইয়া। ![]()
আমার বাসায় একটা সুইও কোথায় আছে আমি তা বলে দিতে পারবো। ![]()
আর সারাদিন তো শুধু এধারের জিনিস ওধারে, ওধারের জিনিস এধারে করি। ![]()
স্কুল থেকে ফিরে আমার প্রথম কাজ সারাবাড়ি একবার চক্কর দেওয়া। একটা ছোট্ট জিনিসও কেউ এক ইন্চি সরালে আমি ঠিক ঠিক বুঝে যাই।
আমার সাথে চলা তাই যেকোনো নরমাল মানুষের জন্য ভীষন কষ্টেরও।
অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়ামনি।
২১|
১৭ ই মে, ২০১২ রাত ১১:১৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ছোটবেলায় মারিও খেলতাম আর রেসিং!! বড় হয়েও রেসিং এর মায়া কাটেনি তবে শুটিং গেম খুব একটা পছন্দ নয়, যেসব খেলি সবগুলোই একশনই
১৭ ই মে, ২০১২ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: তুমি বড় হয়েছো নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
গুড গুড রেসিং ইজ গুড!!!!
যা কম্পিটিশনের দিন পড়েছে আজকাল......সব বাচ্চাদেরকেই রেসিং খেলা শিখাতে হবে। হুম গুড আইডিয়া।![]()
২২|
১৭ ই মে, ২০১২ রাত ১১:২০
জল ছাপ বলেছেন: শিরোনামটা ভাল লাগল বেশ।
শততম পোস্টের শুভেচ্ছা।
১৭ ই মে, ২০১২ রাত ১১:৫১
শায়মা বলেছেন: জলছাপ আপুনি।
তুমি আর তোমার নিকটাই তো একটা কবিতা।
শিরোনামটা তুমি খেয়াল করেছো দেখে হাসছি।
একটু ভেবে দেখোতো এই মনিটররা আমাদের একটা এ্যকুরিয়াম আর এরই মাঝে হাসি আনন্দে খেলে যাওয়া মানুষগুলো সব রঙিন মাছ।
হা হা হা কেমন মজা তাইনা?
অনেক অনেক ভালো থেকো আপুনিমনি।
২৩|
১৭ ই মে, ২০১২ রাত ১১:২২
দা লর্ড বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা। ++++++++++++++++++++++
আশাকরি আরও অনেক অনেক, অনেক দিন লিখে যাবেন আমাদের সবার জন্য। আপনার জীবন সর্বাঙ্গীণ সুন্দর হোক এই কামনা।
১৭ ই মে, ২০১২ রাত ১১:৫২
শায়মা বলেছেন: তোমাকে অনেক অনেক থ্যাংকস আর অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি।
২৪|
১৭ ই মে, ২০১২ রাত ১১:২৬
মাহমুদা সোনিয়া বলেছেন: প্রিয় পরী আপুর লেখা মানেই বিশেষ কিছু।
শততম পোস্টের অনেক অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ব্লগার।
এই সংখ্যা হাজার ছাড়িয়ে যাক।
লেখাটা অনেক স্নিগ্ধ। বেশ কিছু জায়গায় যেন নিজেকেই দেখছিলাম।
১৭ ই মে, ২০১২ রাত ১১:৫৩
শায়মা বলেছেন: আপুনি অনেক অনেক বড় হও।
আর তুমি যে সেটা হবেই তা বুঝাই যায়।![]()
অনেক অনেক ভালো থেকো আপুনিমনি।![]()
২৫|
১৭ ই মে, ২০১২ রাত ১১:২৮
এস. এম. রায়হান বলেছেন: ভাল লাগলো +
১৭ ই মে, ২০১২ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
২৬|
১৭ ই মে, ২০১২ রাত ১১:৩৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: মায়শাপু@
কোন এক ব্লগারের প্রিয়তে থাকা পোস্টের সূত্র ধরে আপনার ব্লগে প্রথম আসা।সেই থেকে এখনো আপনার প্রতিটি পোস্ট দেয়ার পর এসে ঢু মেরে যাই।মাঝে মাঝে এমনিতেই আসি আপনার পুরনো কোনো পোস্ট দেখতে বা কমেন্টের জবাব পড়তে।আমার মনে হয় এই বারবার ঘুরেফিরে আপনার ব্লগে শুধু মাত্র আমি নই অনেকেই আসে।এর কারন হচ্ছে প্রতিটি ব্লগারের কমেন্টের প্রতি আপনার সমান গুরুত্ব ,আগ্রহ,আন্তরিকতা ও সন্মান।
আপনার বাসা দেখে খুব ভালো লাগলো।তবে আসার সাহস হবেনা।কারন ডালমেশিয়ান ভয় পাই
শুধু শততম পোস্ট কেন,দোয়া করি সামুতে আপনার হাজারতম পোস্ট লিখেও যেনো আপনি না থামেন।আপনার মতো ব্লগারদের এখনো সামুর খুব খুব বেশী দরকার।আমাদের যদি কখনো ভূল ত্রুটি হয়ে যায় তা ধরিয়ে দিয়ে আদর,শাসন বা শ্রদ্ধার জালে আমাদের জড়িয়ে রাখবেন।কখনো অভিমানে ছেড়ে যাবেন না।
আমি সাধারনত রম্য লেখি ( চেস্টা করি) । শুদ্ধ চলিত বাংলায় গুছিয়ে লেখতে পারিনা।![]()
তাই যা মনে আসলো পাগলের মতোন লিখে ফেললাম।![]()
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।হাজারো ক্রোশ দূর থাকলেও প্রার্থনা করি ভালো থাকুন ,খুব ভালো ।
১৮ ই মে, ২০১২ রাত ১২:০০
শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার আমার ব্লগে আসা যাওয়ার কথা শুনে হাসছি আমি। আমিও এমন অনেকের বাড়িতে এমনি এমনি যাই। ঘুরে বেড়াই। কখনও কমেন্ট করি কখনও না। যেমন সবার কমেন্ট জবাব দেবার চেষ্টা করি তেমনি কিছু কিছু পোস্টে কমেন্ট দেওয়া থেকে বিরত থাকি অকারণ অশান্তির ভয়ে।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া। তোমার কমেন্টেই বোঝা যায় তুমি কতখানি আন্তরিক। অনেক ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি।
২৭|
১৭ ই মে, ২০১২ রাত ১১:৩৬
হিবিজিবি বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা।
১৮ ই মে, ২০১২ রাত ১২:০০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।![]()
২৮|
১৮ ই মে, ২০১২ রাত ১২:০১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: গানটা শুনে ঘুম ধরে গেল, ঠিক মুড নেই একটু আগে রেইড্রপটা শুনছিলাম তো
ফার্মভিন কিনা সিটিভিল আছে, ওগুলো খেলেন নাই?
১৮ ই মে, ২০১২ রাত ১২:২২
শায়মা বলেছেন: হা হা হা
না খেলি নাই
ওকে ঘুম যখন ধরেই গেছে তখন এইটা শুনতে শুনতে ঘুমাই যাও...![]()
http://www.youtube.com/watch?v=s93Z_5f_ZiQ
২৯|
১৮ ই মে, ২০১২ রাত ১২:১১
ভিয়েনাস বলেছেন: শততম পোস্টের অনেক অনেক শুভেচ্ছা
১৮ ই মে, ২০১২ রাত ১২:২৪
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।![]()
৩০|
১৮ ই মে, ২০১২ রাত ১২:১২
ইকরাম উল্যাহ বলেছেন: অভিনন্দন!
আপনার লেখা নিয়মিত পড়ি।
তারপর যে কথা... যাইবেন কোথাও ব্লগ ছাড়ি।
(ব্লগার রেজোয়ানা চলে যাওয়ায় মিজাজ খ্রাপ হইছে খুব, তাই বিনা নোটিশে এই কাজ করবেন না প্লিজ
)
তারো উপ্রে যেই কথা, ডালমিশানো কুকুরটা সামলান, দুইটা কথা কইতে আইছি মাত্র
১৮ ই মে, ২০১২ রাত ১২:২৮
শায়মা বলেছেন: ![]()
একে একে সবাই চলে যাবে আমাদেরকে ছেড়ে .......
ডালমেশিয়ানটা অনেক অনেক ভালো ভাইয়া। ওর শুধু স্যান্ডেল প্রিয়, কোনো মানুষের হাত পা প্রিয় না মোটেও।
৩১|
১৮ ই মে, ২০১২ রাত ১২:২৩
রাশেদ হাসান নোবেল বলেছেন: আপনার কমেন্ট আপনাকেই দিছি আপুমনি
আপনার জীবন যাত্রা আলিশান
১৮ ই মে, ২০১২ রাত ১২:২৫
শায়মা বলেছেন: আরে ভাইয়া তুমি এতদিনেও জানোনা আমি যে পরীরাজ্যে বাস করি।![]()
৩২|
১৮ ই মে, ২০১২ রাত ১২:২৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: এখন ঘুম আসছে না, তবে গানটা ভালোই লাগছে
আ্যাংরি বার্ডের বার্ডগুলো খুব পছন্দ আমার। আপনার কুকুরটা পছন্দ হয়েছে। আমি অনেক কিছু পুষেছি। একটা কাকাতুয়া ছিল সারাক্ষণ আমার সাথে থাকত। এমনকি পড়তে বসলেও টেবিলে বসে থাকত। আমি না উঠলে চুপ করে ওখানেই থাকত। উড়ে গেল আমার ফেলে
খুব কষ্ট পেয়েছিলাম কারণ কাকাতুয়া পাওয়া যায় না খুব একটা আর মায়া পড়ে গিয়েছিল ওর উপর। টিয়া ছিল, সেটাও বেঈমান
আরও ছিল খরগোস, ওগুলো অবশ্য ভালো ছিল। বিড়াল ছিল দুষ্ট। তবে কুকুর পালতে পারিনি আম্মুর জন্য ![]()
১৮ ই মে, ২০১২ রাত ১২:৩৩
শায়মা বলেছেন: হুম পাখিরা তো উড়ে যাবেই.......
পাখিকে কি আর বেঁধে রাখা যায়???![]()
পাখিরা একটু আধটু বেঈমানই হয়। তাই মন খারাপ করোনা।
তুমি আমাকে আমার একটা অনেক অনেক প্রিয় গানা মনে করাই দিলে।
http://www.youtube.com/watch?v=br8_TSPSqjI
৩৩|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৩০
নাইটফল বলেছেন: আপুনি, আপনের ছবিসমগ্র দেখে বুঝেছি আর কি ... :!> :!> :!> কিভাবে যে মানুষ এত গুছালো হয়??? অবাক হই।
১৮ ই মে, ২০১২ রাত ১২:৩৪
শায়মা বলেছেন: হা হা বুঝা যাচ্ছে তুমি একটা নাম্বার ওয়ান অগোছালো। ![]()
৩৪|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৩৫
নোমান নমি বলেছেন: সেঞ্চুরী শুভেচ্ছা।
পার্টি হওয়া উচিততো
১৮ ই মে, ২০১২ রাত ১২:৩৮
শায়মা বলেছেন: পার্টি!!!
এত রাতে খানা পিনা লেট নাইট পার্টি!!![]()
না না এখন ঘুমানোর সময় হয়ে গেছে তো ...... সবার ডিনার শেষ...![]()
নোমানভাইয়া অনেক অনেক থ্যাংকস!!!!!!!![]()
৩৫|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৩৭
হানিফ রাশেদীন বলেছেন: অভিনন্দন আপূ।
ভালো লাগলো এই শততম পোষ্টে যে-অনুভূতি আপনার প্রকাশ হল। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
লেখোয়ারের সেই লেখাটা পড়ে আমার খারাফ লেগেছে। খারাফ হয়তো একটু বেশি লেগেছে এ-জন্য যে আমিও আর তেমন রেগুলার না বলা যায়। অনেক সময় দেখি, অনুসারিত ব্লগারদের পোষ্টেও যাওয়া হয় না। আগের মত সময়ও হয় না, ভালোও লাগে না।
আপনার পোষ্ট অনেক সময়ই বেশ স্পর্সকাতর, অন্তরিক।
১৮ ই মে, ২০১২ রাত ১২:৪৬
শায়মা বলেছেন: রাশেদীনভাইয়া অনেক অনেক থ্যাংকস তোমাকে।
আমার দেখা খাঁটি মানুষদের মাঝে তুমিও একজন।
অনেক অনেক ভালো থেকো ভাইয়ামনি।![]()
৩৬|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৪১
নাফিজ মুনতাসির বলেছেন: শততম পোষ্টের অনেক অনেক শুভেচ্ছা শায়মা আপু..................
একটা ভালো গান দিয়েন আমারেও
১৮ ই মে, ২০১২ রাত ১২:৪৮
শায়মা বলেছেন: আমার অনেক অনেক প্রিয় একটা গান.....![]()
http://www.youtube.com/watch?v=sP5A4-uIxJU
৩৭|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৪৪
ফাহিম আহমদ বলেছেন: অভিনন্দন সামাপ্পি,,,, কি বলবো,,, মুখ কে বললাম তুই পড়ে যা, চোখ কে বললাম তুই দেখে যা, কান কে বললাম তুই শুনে যা,আমার শামাপ্পির কথা গুলো,,, আর কিছু বলার নাই,,,,,
১৮ ই মে, ২০১২ রাত ১২:৫০
শায়মা বলেছেন: হা হা হা
ফাহিমভাইয়া অনেক অনেক থ্যাংকস এত কষ্ট করার জন্য।![]()
তোমার বোনদের জন্য অনেক অনেক অনেক ভালোবাসা।
৩৮|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৪৮
শেখ আমিনুল ইসলাম বলেছেন: Onek onek ovinondon r shuveccha ![]()
১৮ ই মে, ২০১২ রাত ১২:৫২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি।![]()
৩৯|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৫২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: এটা আমারও প্রিয় তবে আমি লতা'জ্বির গাওয়াটা শুনি ![]()
১৮ ই মে, ২০১২ রাত ১২:৫৩
শায়মা বলেছেন: আমিও।
কিন্তু হাতের কাছে যেটা পেলাম সেটাই দিয়ে দিলাম।
এটা শুনেই আপাতত পক্ষীকুলের স্বভাব বুঝিয়া দুঃখ দূরীভুত করো পিচকু।![]()
৪০|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৫৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: তাছাড়া সলিল চৌধুরীর সুর দেয়া অনেক গানই আমার প্রিয়। ছোটবেলায় আম্মুর জন্য শোনা হয়েছে বেশি টাই প্রিয় লিস্টে সহজেই ঢুকে গেছে
১৮ ই মে, ২০১২ রাত ১:০০
শায়মা বলেছেন: হুম আম্মুর লক্ষী ছেলে। ![]()
৪১|
১৮ ই মে, ২০১২ রাত ১২:৫৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আমি কিন্তু লতা'জির টাই খুজে বের করে শুনছি,
অন্যদের সুরে শুনলে মেজাজ খারাপ হয়
১৮ ই মে, ২০১২ রাত ১২:৫৮
শায়মা বলেছেন: হা হা
গুড বয়।
সিরিয়াস আর গুড স্টুডেন্টরা এমনি করে।![]()
৪২|
১৮ ই মে, ২০১২ রাত ১:০১
বেঈমান আমি বলেছেন: বাহ বাহ শায়মা আপু সেন্চুরি মাইরা দিলেন?শুভ কামনা রইলো।
১৮ ই মে, ২০১২ রাত ১:১০
শায়মা বলেছেন: বেইমান ভাইয়া অনেক অনেক থ্যাংকস!!!![]()
৪৩|
১৮ ই মে, ২০১২ রাত ১:০২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অনেকদিন পর কারও মুখে শুনলাম সিরিয়াস এবং গুড :#> যদিও আমি এখন এসব উপমার যোগ্য নই তবুও শুনে আপ্লুত ![]()
১৮ ই মে, ২০১২ রাত ১:১৩
শায়মা বলেছেন: ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মত
মিষ্টি সে পিছু ডাক শুনতে পায় ....
http://www.youtube.com/watch?v=L_UtsuMVJBI
৪৪|
১৮ ই মে, ২০১২ রাত ১:২১
রিমঝিম বর্ষা বলেছেন:
তোমাকে এত রাতে এখানে দেখে অবাক হয়ে আসা। তুমি - আমি না রাত ১২টায় নিদ্রাপুরীতে যাই? হাহাহাহা। আজ আমারও লেইট হয়ে গেল।
শুরুতেই আমার নাম দেখেতো পুরা টাশকি আপু। তারপর লেখা দেখে বুঝলাম এটা এখন পড়া যাবেনা। এত্ত সুন্দর একটা পোস্ট...ঘুম জড়ানো চোখে কিছুতেই পড়া যাবেনা।
গুড নাইট আপি।
১৮ ই মে, ২০১২ রাত ১:২৩
শায়মা বলেছেন: রিমঝিমনি.......
আজ ছিলো হরতাল কাল আবার ছুটি......
রাত জাগলে আর সকালবেলা ঘুম না ভাঙলেও নো ভয়.....
আর তোমার নাম প্রথমেই তো আসবে তোমার জন্যই তো এ লেখাটা
আমার জীবনপাত্র উচ্ছলিয়া উঠে আসলো।
৪৫|
১৮ ই মে, ২০১২ রাত ১:২৪
মুনসী১৬১২ বলেছেন: শ্যাম্পু ভালো থেকও এমনি আর ভালোবেসে যেও সবাইকে সবসময়
১৮ ই মে, ২০১২ রাত ১:২৭
শায়মা বলেছেন: আই লাভ ইউ অল ভাইয়ামনি।![]()
৪৬|
১৮ ই মে, ২০১২ রাত ১:২৮
মামুন হতভাগা বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা
১৮ ই মে, ২০১২ রাত ১:৩৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৪৭|
১৮ ই মে, ২০১২ রাত ১:৪৬
মুনসী১৬১২ বলেছেন: এক যে মিষ্টি পরী
পরীটা ছিল দুষ্ট ভারী
হাসত খেলতো ফুলে ফুলে
গাইত গান দোদুল দুলে
জোছনা রাঙা পরীর ঘরে
পাখপাখালিতে যেত ভরে
মেঘের পালক এলো চুলে
চাঁদের নোলক তারার দুলে
স্বপ্নরা সব করত খেলা
দু:খ সুখে কাটত বেলা
পরীর নাচে ফুলের গানে
উঠত হেসে জনে জনে
আরশি সম পরীর মনে
গাইছে রাখাল সবুজ বনে
বুকল মালায় শিউলি জরি
পরীর পড়েছে রামধনু শাড়ি
ঝিনুক বেলার মুক্তদুল
পরীর নাকে বৃষ্টিফুল
পরীর দেশে পরীর বেশে
শায়মা মণি থাকুক মিশে
............তোমার শতমত মায়া পোস্টে
আমার সামান্য ................
১৮ ই মে, ২০১২ রাত ১:৫০
শায়মা বলেছেন: হা হা হা থ্যাংক ইউ ভাইয়ামনি.....
এত সুন্দর একটা কবিতার জন্য.....
এবার আমি ঘুমাতে যাই।
টা টা বাই বাই.....![]()
৪৮|
১৮ ই মে, ২০১২ রাত ৩:৩১
মিরাজ is বলেছেন: এরই নাম জীবন। তাকে চলতেই হবে, চলবে নিজের মত করেই। শততম পোষ্ট সুন্দর হয়েছে। অভিনন্দন রইলো।
শুভকামনা সবসময়ের জন্য।
১৮ ই মে, ২০১২ সকাল ৯:৩০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ মিরাজভাইয়া।
তোমার কথাবার্তায় মনে হয় তুমি খুবই একজন সংযত ও উদার মনের মানুষ। জানিনা কেনো এমন মনে হয় তোমাকে। তোমার প্রোপিক, তোমার কথাগুলোয় আর লেখায় তুমি একজন অনেক অনেক প্রিয় মানুষ আমার।
৪৯|
১৮ ই মে, ২০১২ সকাল ৮:২০
অপু তানভীর বলেছেন: শততম পোষ্ট দিলা
মিষ্টি দিলা না
মিষ্টি চাই , মিষ্টি
কোন কথা শুনবো না, মিষ্টিতো খাওয়াইতেই হবে
শতকে মন ভরবে না আামর ইচ্ছা তুমি হাজার অথবা লক্ষতম পোষ্ট দিবা !! এবং অবশ্যই দিবা !!!
অভিনন্দন এখন জানাবো না । আগে ১০০০০০০০০০০০০০০ তম পোষ্ট দিবা তারপর জানামু
যদি ব্লগ থেকে হারিয়ে যাও খবর আছে কিন্তু কইয়া দিলাম ।
সবসময় ভাল থাকো আপু, অনেক অনেক শুভ কামনা !!
১৮ ই মে, ২০১২ সকাল ৯:৩২
শায়মা বলেছেন: কততম!!!!!!!!!!!
গুনতে পারবোনা।![]()
এই জীবনের ভুত প্রেত দৈত্য, ডাইনী সবথেকে ভয় আমার অংককে।![]()
যাইহোক অনেক অনেক ভালোবাসা ভাইয়া।
তুমি জানো আমি তোমার গল্পের ফ্যান।![]()
৫০|
১৮ ই মে, ২০১২ সকাল ৮:৪৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অনেকদিন পর গানটা শুনলাম! মাঝে মাঝে ভাবি নিজেদের এসব অমূল্য সম্পদ ঠেলে ফেলে কেন মানুষ হিন্দি উটকো সংস্কৃতির দিকে ঝুকে
১৮ ই মে, ২০১২ সকাল ৯:৩৩
শায়মা বলেছেন: জানিনা......![]()
কেনো জানিনা......![]()
আমি আজীবন নিজের দেশের সংস্কৃতিকেই সবচাইতে বেশী ভালোবাসি।![]()
৫১|
১৮ ই মে, ২০১২ সকাল ৯:৪৯
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ১০০!!!
উরিব্বাপ্স।
১৮ ই মে, ২০১২ সকাল ৯:৫৯
শায়মা বলেছেন: ![]()
অনেক অনেক থ্যাংকস দুত্তু ভাইয়া।
৫২|
১৮ ই মে, ২০১২ সকাল ৯:৫৯
অন্তি বলেছেন: সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানিনা তো কেমন করে কি দিয়ে সাজাই।
শততম পোস্টের অভিনন্দন। ৩১তম ভালো লাগা।![]()
১৮ ই মে, ২০১২ সকাল ১০:২২
শায়মা বলেছেন: সাদা রঙের জামা, সেতো ভালো নয়
হলুদ না হয় নীলে কেমন জানি হয়
লাল টুকটুক মানায় যদি দিতে পারি তাও .....
অনেক অনেক থ্যাংকস আপুনিমনি।![]()
৫৩|
১৮ ই মে, ২০১২ সকাল ১০:৩৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: অভিনন্দন....... ![]()
অনেক অনেক........ ![]()
১৮ ই মে, ২০১২ সকাল ১০:৪২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা।
৫৪|
১৮ ই মে, ২০১২ সকাল ১১:১৯
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
পরী কে শততম পোষ্টের সতত উষ্ণ শুভেচ্ছা ।
পরী উৎসবের আসরে এমন মুখ ঘুরিয়ে কি কেউ থাকে ?
মুখ তোলো কন্যা , দেখে ধন্য হই ,
নয়তো আড়ি
তারপর গান শোন
Click This Link
অনেক অনেক শুভেচ্ছা সারা জীবনের জন্য
( আর ওই বীথি আপুকে আমিই বলেছিলাম ---আপনার সাথে কথা বলতে )
১৮ ই মে, ২০১২ সকাল ১১:২৮
শায়মা বলেছেন: ওহ তাই বলো।![]()
ইনশাল্লাহ তার সমস্যার সমাধান হয়ে যাবে।
বিথী আপুনিকে আরও একটু চালাক হতে হবে চলতে গেলে নিঠুর এই ভবে।
যাইহোক আপুনি অনেক অনেক অনেক থ্যাংকস। মুখ ঘুরিয়ে থাকিনি তো শুধু। ফিরেওছিতো। শুধু এখনও মুখটা তুলিনি। ![]()
১৮ ই মে, ২০১২ সকাল ১১:৩১
শায়মা বলেছেন: মন খারাপ করাই দিলে তো আপুনি।
আবিদের জন্য আমার এখন কষ্ট হচ্ছে।
রবিঠাকুরের গান গাওয়া নতুন এক প্রজন্মের অকাল প্রয়ান সহ্য করা যায়না আপু।![]()
১৮ ই মে, ২০১২ সকাল ১১:৩২
শায়মা বলেছেন: Click This Link
সাত সাগর পাড়ি দেবার পরও
আমাদের মনেই থেকে গেলো সে.....![]()
৫৫|
১৮ ই মে, ২০১২ সকাল ১১:৫৮
আরমিন বলেছেন: পোস্ট পড়ে যে মন্তব্য মাথায় এসেছিলো, কমেন্ট পরতে পরতে তা ভুলে গেছি!
অনেক সুন্দর গোছানো তোমার ঘরবাড়ি, তুমি , তোমার লেখা আপুনি!!
শততম পোস্টের অনেক অনেক শুভেচ্ছা!
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:০৮
শায়মা বলেছেন: ![]()
তোমার জন্য আমার আরও দুইটা মৎস্যকুমারী আপুনি।![]()
৫৬|
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:০৩
ঈষাম বলেছেন: অভিনন্দন!
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:০৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৫৭|
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:২২
গোলাপি রাজকন্যা বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:৪৩
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ আপুনিমনি। তোমার জন্য আমার প্রিয় পুতুল।
পুতুল আমার অনেক প্রিয়। আমার অনেকগুলো পুতুল আছে। একদিন একজনকে আমার পুতুলের আলমারী দেখালাম সে বললো, বুঝেছি সব তোমার মেয়ের পুতুল নইলে এই বুড়া ধাড়ি বয়সে কারো পুতুল থাকে।
তাকে কি করে বুঝাই আমার কোনো মেয়ে নেই। এসব আমার নিজেরই পুতুল।![]()
![]()
![]()
৫৮|
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:২৫
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
উহ বুঝেছি, আপনাকে এইভাবে বললে হবে না বলতে হবে
"পরী বিবি এমন এক খানা তছবীর লাগাও যেন শ্রাবস্তীর কারুকার্য পুরোপুরি বুঝা যায়"
আপনি কি আসলেই রাগেন ? আমার কিন্তু মনে হয় না ।
আমার একজন ভালো বন্ধু আছে , প্রতি সেকেন্ডেই রেগে যায় --- আমি তাঁকে বললাম শোন আসলে রাগ বলতে কিছুই নেই , শুধু রাগের ভান ধরে থাকা , ছোট বাচ্চাদের মতো রাগের ভান ধরে থাকা এক ধরণের ন্যাকামি , সুতারাং নো ভান , আর সে তো রাগ ফেলে হেসেই গড়াগড়ি।
![]()
বলে কিনা কি বলছিস এই সব , একবার রাগ উঠলে তো আমার দম বন্ধ হয়ে যেতে চায় ।
আমার কিন্তু রাগ টাগ কিসসু নাই
আছে এক ধরনের জেদ :-<
এক বার জেদ ধরলে একেবারে চুপচাপ হয়ে যাওয়া , এবং তা ও খুবই রেয়ার ।
হুম, আবিদের জন্য অনেক অনেক মন খারাপ হয়েছিল ,
গানের কথা গুলো একবারে সত্যি হয়ে রইল --- সত্যিই সহ্য করা যায়না ।
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:৫৫
শায়মা বলেছেন: হা হা
শ্রাবস্তীর কারুকার্য কি আর পুরোপুরি বুঝা যায় আপুনিমনি!!!!!!!!!!!!!!
আমি সহজে না হলেও খুব সহজেই রেগে যাই মাঝে মাঝে। পুরাই বদ্ধ উন্মাদ হয়ে যাই। সামনে পিছে আগ পাশ তলা কিছুই চোখে পড়েনা তখন আমার। ভেরী ব্যাড হাবিট।
এখন অবশ্য আগের চেয়ে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ঠ হয়ে গেছি।
যাইহোক তোমাকে বুঝি বুঝি । হি হি আমি এইখান থেকেই দেখতে পাই তুমি একটু না অনেক অনেক জেদিই ই ই আছো।![]()
৫৯|
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:৫৬
শিশিরের শব্দ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা,আপু....
১৮ ই মে, ২০১২ দুপুর ১২:৫৮
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ভালোবাসা আপুনিমনি!!!![]()
৬০|
১৮ ই মে, ২০১২ দুপুর ১:২২
সায়েম মুন বলেছেন: সুন্দর পোষ্ট। অভিনন্দন বিউটি আপি। দ্রুত ২য় শতকের দিকে এগিয়ে যাও।
১৮ ই মে, ২০১২ দুপুর ১:২৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ বেবিভাইয়া।![]()
ঠিক এই রকম কার্ডগুলো ছোট থেকে আজও আমার সমান প্রিয়।![]()
৬১|
১৮ ই মে, ২০১২ দুপুর ১:৪৭
নীরব দর্শক বলেছেন: শততম পোস্টে সহস্র শুভেচ্ছা।
১৮ ই মে, ২০১২ দুপুর ২:৫৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।![]()
৬২|
১৮ ই মে, ২০১২ দুপুর ২:৪০
তাসনোভা সাখাওয়াত বিথী বলেছেন: শততম পোস্টে সহস্র শুভেচ্ছা। সমবেদনার জন্য অনেক ধন্যবাদ । আমার যে প্রব্লেমটা হয়েছিল তা এখন শেষ । দুই একজন এখনো ভূল বুঝে আছেন ।
আপনার লেখা গুলো অনেক কিউট ।
১৮ ই মে, ২০১২ দুপুর ২:৫৮
শায়মা বলেছেন: তোমাকে খুশী দেখে আমিও খুশী আপুনি।![]()
৬৩|
১৮ ই মে, ২০১২ বিকাল ৩:১৮
চতুষ্কোণ বলেছেন: শুভেচছা শততম পোষ্টের জন্য। ![]()
১৮ ই মে, ২০১২ বিকাল ৩:৩৪
শায়মা বলেছেন: চতুষ গতুষ!!!!!
অনেকদিন পর দেখলাম।
৬৪|
১৮ ই মে, ২০১২ বিকাল ৩:৫৩
রাতুল_শাহ বলেছেন: ![]()
আপনাকে চিন্তায় ফেলে দেওয়াতে আমরা আন্তরিকভাবে দু:খিত।
ভাবছিলাম আপুর শততম পোষ্টে কি উপহার দিব- কিন্তু অতিরিক্ত চাপ
আর অতি সাধারণ বুদ্ধির মাথাতে অসাধারণ কিছু আসলনা।
তাই সামান্য উপহার--
............![]()
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:০৪
শায়মা বলেছেন: বাহ বাহ ভাইয়া!!!
উপহার দেখে আমি মুগ্ধ!!!!
অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা ভাইয়ামনি।![]()
৬৫|
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:০১
রাতুল_শাহ বলেছেন: আপনার ছোটবেলা সুখেই আছে। মজাই আছে। ছেলেবেলার সেই সুখের বাগানে নতুনরা এসে সুখের মেলা গড়েছে। নতুন কল্পনা আর স্বপ্ন নিয়ে তারা বড় হবার গল্প রচনা করছে।
সেখানে গিয়ে জায়গা পেলাম না। বড়দের নাকি সেখানে প্রবেশ নিষেধ।
তাই কিছুটা মন খারাপ করে ফিরে এলুম।
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:০৪
শায়মা বলেছেন: তুমিও কি বড় হয়ে গেছো নাকি!!!!!![]()
আমি তো ভেবেছিলাম এখনও পিচকাই আছো।![]()
৬৬|
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:০৩
লিন্কিন পার্ক বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা!
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:০৪
শায়মা বলেছেন: ![]()
থ্যাংক ইউ ভাইয়া।
৬৭|
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:১১
রাতুল_শাহ বলেছেন: এটা ঠিক এখনও পিচকাই আছি । কিন্তু আপনার উল্লেখিত ছেলেবেলায় ভ্রমণ করতে গিয়েছিলাম।
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:১৭
শায়মা বলেছেন: গুড গুড !!!
ভ্রমন করা খুবই ভালো ভাইয়া।![]()
৬৮|
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:১৮
রাতুল_শাহ বলেছেন:
আব্বাজানরে ছোটবেলায় বলতাম, আব্বা একটা জিপ কিনে দেন, কিন্তু আব্বাজানে দিত না।
রাগ করে কাঠের জিপ বানাইতাম, পাঠখড়ির পিস্তল, তালের পাতার ডগা দিয়ে ব্যাট, পলিথিন আর দড়ি দিয়া বল, লাল-মাটি দিয়ে পুতুল। লাল-মাটি দিয়ে অনেক খেলার জিনিস তৈরি করতাম।
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: হা হা হা
গুড ।
বুঝা যাচ্ছে তুমি ছোট থেকেই ইন্জীনিয়ার ছিলে।
৬৯|
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:২৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
কবে যে আমার ১০০ পোস্ট হবে
যাহোক, এরকম আনন্দের দিনে [পোস্টে]
ব্যক্তিগত পাওয়া না পাওয়া
নিয়ে আর না বলি। শায়মাকে ১০০ পোস্টের জন্য এক হালি শুভেচ্ছা
১৮ ই মে, ২০১২ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন: তোমাকে দুইহালি থ্যাংকস ভাইয়া।![]()
৭০|
১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৩
টানজিমা বলেছেন: রিমঝিমমনি, রাতুল, জহিরুল,জেনারেশন সুপারস্টারভাইয়ারা আর........ "অজানা এক জন" (?)
১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২২
শায়মা বলেছেন: কি হলো টানজু??
এইটা তুমি ছিলে নাকি??? জানিনা তো.....![]()
৭১|
১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৫
কাউসার রুশো বলেছেন:
শততম পোস্টের অনেক অনেক শুভেচ্ছা
হ্যাপী ব্লগিং
১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।![]()
৭২|
১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫২
অভিবাসী বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা
১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।![]()
৭৩|
১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শায়মা আপু, অনেক কষ্ট করে আপনার পোষ্টটি খুঁজে পেলাম। (অনুসন্ধান কাজে আসে না।) আগে থেকেই মাথায় ছিল আপনার শততম পোষ্টের কথা। কি লিখলেন? কবে লিখলেন? এই সব আর কি।
শিরোনামটাই অদ্ভুত! অনেক কিছু জানলাম। এত ভালো লাগলো। জীবনের এলেবেলে কিছু কথার সাথে সুন্দর সুন্দর ছবি গুলো আপনার জীবনকেও প্রতিফলিত করে। আমি এর সাথে আগে পরিচিত নই। খুব অল্প কয়েকদিন ধরে আপনার নিয়মিত পাঠক। বলা যায় মুগ্ধ পাঠক। যা লেখেন, তাই পড়ি, তাই ভালো লাগে।
আপনাকে অভিনন্দন শততম লেখার জন্য। আরো আরো লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
১৮ ই মে, ২০১২ রাত ৮:৪২
শায়মা বলেছেন: এত কষ্ট করে খুঁজে বের করেছো ভাইয়া সে জন্য অনেক অনেক থ্যাংকস তবে খুঁজে পাবার আরও অনেক নিয়ম আছে। আস্তে আস্তে সব শিখে যাবে।
আমার লেখা পড়ো জেনে অনেক ভালো লাগছে ভাইয়া। ভালো থেকো অনেক অনেক ......
তোমাকে আবারও অনেক অনেক থ্যাংকস আমার লেখাটা পড়বার জন্য।![]()
৭৪|
১৮ ই মে, ২০১২ রাত ৯:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শততম পোস্ট নাকি? অভিনন্দন। লেখা ভালো লেগেছে।
শুভ কামনা।
১৮ ই মে, ২০১২ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!
৭৫|
১৮ ই মে, ২০১২ রাত ১০:১৬
কবির চৌধুরী বলেছেন: কাকে যেন দেখা গেল। চিনলাম না!
আজকে একটা ছবি তুললাম। শত তম পোস্টের শুভেচ্ছা।
http://www.flickr.com/photos/ashfi/7221760738/
১৮ ই মে, ২০১২ রাত ১০:৪৪
শায়মা বলেছেন: ভুত বা পেত্নী বা পরীকেই দেখেছো ভাইয়া।
না চেনার জন্যই তো দিয়েছি।
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
আমার লেখাটা পড়ার জন্য।
ওকে তোমার ছবিগুলো দেখে আসি।![]()
৭৬|
১৮ ই মে, ২০১২ রাত ১০:১৯
কবির চৌধুরী বলেছেন: ![]()
১৯ শে মে, ২০১২ রাত ১২:৩৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!![]()
৭৭|
১৮ ই মে, ২০১২ রাত ১০:২২
কবির চৌধুরী বলেছেন: আর একটা গান-------
When I was young
I'd listen to the radio
Waitin' for my favorite songs
Waiting they played I'd sing along
It made me smile
Those were such happy times
And not so long ago
How I wondered where they'd gone
But they're back again
Just like a long lost friend
All the songs I loved so well
every sha-la-la-la
Every wo-wo-wo
Still shines
Every shing-a-ling-a-ling
That they're starting to sing's
So fine
When they get to the part
Where he's breakin' her heart
It can really make me cry
Just like before
It's yesterday once more
Lookin' back on how it was
In years gone by
And the good times that I had
Makes today seem rather sad
So much has changed
It was songs of love that
I would sing to then
And I'd memorize each word
Those old melodies
Still sound so good to me
As they melt the years away
All my best memories
Come back clearly to me
Some can even make me cry
Just like before
It's yesterday once more
১৯ শে মে, ২০১২ রাত ১২:৩৯
শায়মা বলেছেন: বাহ!!!
অনেক অনেক থ্যাংকস গানটার জন্যও !!!!!!!!!
৭৮|
১৮ ই মে, ২০১২ রাত ১০:৫২
ইসরা০০৭ বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা আপু।
তোমার পোষ্ট কালকেই পড়েছি আপু ।অনেক কষ্টের লিখা কি কমেন্ট করবো ভেবে পাইনি তাই নিঃস্বশব্দ চরনে চলে যাই।
অনেক অনেক ভালো থেকো আপু।
তুমি হারিয়ে যেওনা।
১৯ শে মে, ২০১২ রাত ১২:৪১
শায়মা বলেছেন: না হারাবোনা ......
অনেক অনেক থ্যাংকস তোমাকে ইসরা আপুনি।
তুমিও ভালো থেকো......
৭৯|
১৮ ই মে, ২০১২ রাত ১০:৫৫
নিমা বলেছেন: অভিনন্দন আপু
কতোটা সময় চলে গেলো কতো দূরের মানুষ গুলো কতো কাছে চলে এলো।
পোষ্ট পড়তে কিন্ত অনেক ভাললেগেছে ![]()
১৯ শে মে, ২০১২ রাত ১২:৪২
শায়মা বলেছেন: যাওয়া আসার পথের ধারে বসে থাকি সারা বেলা....
অনেক অনেক থ্যাংকস আপুনিমনি......
অনেক ভালো থেকো......
৮০|
১৮ ই মে, ২০১২ রাত ১১:০৬
মুনলাইট বলেছেন: অভিনন্দন আপু। পোষ্টটা ভালো লাগল।
ছবিগুলা বেশী ভালো লাগল। ![]()
তোমার বাসাত দেখি একটা ছোটখাট পুতুলের দোকান।
১৯ শে মে, ২০১২ রাত ১২:৪৫
শায়মা বলেছেন: ![]()
ছোটখাটো পুতুলের দোকান থেকে আমি একটা অনেক বড় দোকান চাই....![]()
মানে আরও আরও কিনবো আবার আমি কিন্তু পুতুল বানাইও।
৮১|
১৮ ই মে, ২০১২ রাত ১১:১৯
যাযাব৮৪ বলেছেন: ভাল লাগলো লেখাটা..
ফুচকা পাওনা থাকলা...........
১৯ শে মে, ২০১২ রাত ১২:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া!!!!
থ্যাংক ইউ !!! থ্যাংক ইউ !!! থ্যাংক ইউ!!! ![]()
৮২|
১৮ ই মে, ২০১২ রাত ১১:৩১
অরুনাভ বলেছেন: শত তম পোষ্টের জন্য শুভেচ্ছার সাথে আমার মিলিয়ন ডলার হাসি দিয়ে দিলাম.....
কেন জানি আমি আমার অতীত কে অনেক অনেক ভয় পাই , তাই মনে করতে চাই না...
কিন্তু মজার কথা কি জানো ঘুরে ফিরে কেনো জানি সেটাই প্রায় সব সময় ফ্লাশ ব্যাক করে.....
তোমার লেখা পরে আবারও এক ঝলক পুরানো দিনে ঘুরে আসলাম.....![]()
...সবাই সবার মতো সবসময় ভালো থাকুক......সব সময় হাসি খুশি......![]()
![]()
১৯ শে মে, ২০১২ রাত ১২:৫৭
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়ামনি!!!!!!!!!!!
৮৩|
১৮ ই মে, ২০১২ রাত ১১:৫১
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু, সহস্রতম পোস্টেও অভিনন্দন জানাতে চাই।
১৯ শে মে, ২০১২ রাত ১২:৫৯
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়া।
৮৪|
১৯ শে মে, ২০১২ রাত ১২:১৬
ইউসুফ খান বলেছেন:
১৯ শে মে, ২০১২ রাত ১:০০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!![]()
৮৫|
১৯ শে মে, ২০১২ রাত ১২:৫৬
অর্থহীন স্বপ্ন বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা
আপনার কুকুরটা কোন ছানা নাই? আমার এমন একটা কুকুর ছানার দরকার ছিলো
পরী আপু বুঝছো আমি কি বলতে চাইছি?
১৯ শে মে, ২০১২ রাত ১:০১
শায়মা বলেছেন: না নাই!!!
এইটা ছেলে ডালমেশিয়ান আর ওর কোনো বউ বাচ্চা নাই।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য।![]()
৮৬|
১৯ শে মে, ২০১২ রাত ১:৫৩
সিদ্দিক আহমেদ বলেছেন: ব্লগে এলে আর কারো লেখা পড়ি বা না পড়ি আপনারটা পড়বই হাজার হলেও ফেসবুকে ব্লগের একজন মানুষ আমার খোঁজ নেয় তাই না ।
আমার কোন বোন নেই এখন আপনাকে দেখে মাঝে মাঝে মনে হয় একটা বড়বোন থাকা অনেক ভাল অনেক জরুরি ।
১৯ শে মে, ২০১২ সকাল ৯:৩৫
শায়মা বলেছেন: লাভ ইউ ভাইয়ামনি.......![]()
৮৭|
১৯ শে মে, ২০১২ রাত ২:১৯
শিপন মোল্লা বলেছেন: ?
১৯ শে মে, ২০১২ সকাল ৯:৩৭
শায়মা বলেছেন: হা হা ভাইয়া......
প্রশ্নটা বুঝতে পারিনি। বুঝিয়ে দাও।
৮৮|
১৯ শে মে, ২০১২ ভোর ৪:৫৬
শোশমিতা বলেছেন: অনেক সুন্দর পোষ্ট +
শততম পোস্টের অভিনন্দন আপু
১৯ শে মে, ২০১২ সকাল ৯:৩৭
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা শোশিমনি।![]()
৮৯|
১৯ শে মে, ২০১২ ভোর ৫:০৯
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছান্টি বেইবি!
১৯ শে মে, ২০১২ সকাল ৯:৩৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ হামুবেবি।![]()
৯০|
১৯ শে মে, ২০১২ সকাল ১১:২৩
নস্টালজিক বলেছেন: শততম পোস্টের অভিনন্দন, শামা!
অনেক, অনেক ভালো সময় কাটুক তোমার!
১৯ শে মে, ২০১২ সকাল ১১:৩৩
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ !! থ্যাংক ইউ !! থ্যাংক ইউ !!!!
অনেক অনেক থ্যাংকস তোমাকেও।![]()
৯১|
১৯ শে মে, ২০১২ দুপুর ১২:২০
টুকিঝা বলেছেন: সেঞ্চুরি পোস্ট মুবারাক আপি।
লাইকে হাফ সেঞ্চুরি কিন্তু আমিই করলাম!
১৯ শে মে, ২০১২ দুপুর ১:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ টুকিঝামনি!!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস!!!![]()
৯২|
১৯ শে মে, ২০১২ দুপুর ১:১৫
লেডি বার্ড বলেছেন: অভিনন্দনু
১৯ শে মে, ২০১২ দুপুর ১:৩০
শায়মা বলেছেন: আপুনি!!!![]()
৯৩|
১৯ শে মে, ২০১২ দুপুর ১:২৫
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: সেঞ্চুরি পোস্টের শুভেচ্ছা আর অনেক অনেক শুভ কামনা
১৯ শে মে, ২০১২ দুপুর ১:৩০
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
৯৪|
১৯ শে মে, ২০১২ দুপুর ১:৫০
আবু সালেহ বলেছেন: ৫২তম ভালো লাগা......
শততম পোস্ট এর অপেক্ষায় ছিলাম......কিন্তু অনেকটা ব্যস্থা থাকায় নজরটা পড়েনি এদিকে.........
একটু দেরীতে হলেও..
অনেক অনেক শুভকমানা.....সেই সাথে একরাশ ফুলের শুভেচ্ছা.............
১৯ শে মে, ২০১২ দুপুর ১:৫৪
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা সালেহ ভাইয়া।
৯৫|
১৯ শে মে, ২০১২ বিকাল ৪:০৭
সালমাহ্যাপী বলেছেন: ্কিছুক্ষন আগেও এসে তোমাকে উইশ করতে চাইসিলাম বাট কারেন্ট চলে গিয়েছিল
আপু দিন দিন আমি তোমার ভক্ত হয়ে যাচ্ছি।এত সুন্দর করে যে কেও লিখতে পারে তুমিই তার উদাহরন।
ভালো থেকো সবসময়।আর অনেক শুভকামনা
১৯ শে মে, ২০১২ বিকাল ৪:৩৬
শায়মা বলেছেন: এইটা তো সুন্দর করে লেখা না আপুনি। এইসব তো হৃদয়ের কথা...
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইলো কেহো.............. ![]()
অনেক অনেক থ্যাংকস আপুনিমনি।![]()
৯৬|
১৯ শে মে, ২০১২ বিকাল ৪:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শততম পোস্টের শুভেচ্ছা ।
১৯ শে মে, ২০১২ বিকাল ৪:৫৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৯৭|
১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫২
দেবদূত বলেছেন: কেমন আছো দেবলীনা?
(দেবলীনা মানে যেন কী?
)
১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
শায়মা বলেছেন: দেবতার পায়ে যে বিলীন হয়ে যায় সেই দেবলীনা!![]()
৯৮|
১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
দেবদূত বলেছেন: ও হ্যাঁ, শততম পোস্টের শুভেচ্ছা। আমার যে কবে শ পেরুবে ![]()
১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
শায়মা বলেছেন: তুমি তো স্বর্গ হতে বিতাড়িত।![]()
জীবনেও কি আর শাপ মোচন হবে দেবদূত?
৯৯|
১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
আরমিন বলেছেন: তুমি কিভাবে জানলে আপুনি, মারমেইড আমার সবচেয়ে পছন্দ!উপহার অনেক পছন্দ হয়েছে! তোমার উপহারটাও কিন্তু এক ফাঁকে নিয়ে এসো আমার ব্লগবাড়ী থেকে!
১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: ওওওওওওও আমার জন্যও আছে নাকি!!!
এখুনি যাচ্ছি আনতে তোমার উপহার!!!
১০০|
১৯ শে মে, ২০১২ রাত ৮:১৬
কান্টি টুটুল বলেছেন:
মনে হল দূর থেকে আপনাকে দেখলাম......
"Heaven gives its glimpses only to those
not in position to look too close."
কাছের,দূরের সবার কাছেই সমান সুন্দর হয়ে থাকেন,
শততম পোস্টের শুভেচ্ছা
১৯ শে মে, ২০১২ রাত ৮:৩৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
এত সুন্দর একটা মন্তব্যের জন্য।
১০১|
১৯ শে মে, ২০১২ রাত ৮:৩৮
বান_দর বলেছেন: বাহ বাহ আপনেতো আমার মতই ভাল লেখেন
![]()
১৯ শে মে, ২০১২ রাত ৮:৪০
শায়মা বলেছেন: হা হা
ঠিক বলেছো বান্দর ভাইয়া।![]()
১০২|
১৯ শে মে, ২০১২ রাত ৯:১০
~মাইনাচ~ বলেছেন: শততম পোষ্টে ১০০ মাইনাচ
১৯ শে মে, ২০১২ রাত ৯:৪৫
শায়মা বলেছেন: ওকে ওকে মাইনাস ভাইয়া.........
১০০ মাইনাসে ১০০০০০ প্লাস!!!![]()
১০৩|
১৯ শে মে, ২০১২ রাত ৯:১৫
আরজু পনি বলেছেন:
বাহ আপনিতো মহা সুন্দরী! ছবিটা দারুণ লাগছে, সাম্প্রতিক সময়ের তোলা নাকি? আর ডালমেশিয়ানের আগের দীঘল কেশী কে গো?
আপনি অনেক গোছানো...ভালো লাগলো বেশ।
শততম পোস্টের শুভেচ্ছা
১৯ শে মে, ২০১২ রাত ১০:০৯
শায়মা বলেছেন: আরে আপুনি সুন্দরী টরী আবার কি!! এটা নাচের সাজের ছবি। সবাইকেই একি রকম লাগে।
আড় ডালমেশিয়ানের আগের দীঘলকেশী না হাফ দীঘলকেশী একজন পরীরাজ্যের বাসিন্দা।![]()
আমি অনেক অনেক অনেক গোছানো!!!!!!!!!!!!!! এই কথা ১০০% সত্যি।
অনেক অনেক থ্যাংকস আপুনিমনি।![]()
১০৪|
১৯ শে মে, ২০১২ রাত ৯:৫৯
মাস্টার বলেছেন: পোস্ট টা সেদিন ই পড়ে গিয়েছিলাম। মন্তব্য করার আগেই কাজের জন্য দৌড়ুতে হয়েছিলো। আজকে আবার আসলাম মন্তব্য করতে, প্রিয়তে নিতে
আপনি তো খুব খারাফ
শততম পোস্টে ভালোলাগা না ছড়িয়ে মন খারাপ ছড়িয়েছেন
ছোটবেলা মিস করি। আর কখনো হয়তো তীর-ধনুক বানিয়ে রবিন হুড হওয়া হবেনা। কখনো হয়তো গলায় পর্দা বেধে বিছানা থেকে লাফ দিয়ে নিজেকে সুপারম্যান ভাবা হবেনা। হয়তো পেয়ারা গাছের ডাল দিয়ে তলোয়ার বানিয়ে টিপু সুলতান ও হওয়া হবেনা।
বড়বেলা ভালো লাগেনা
সবাই পোস্টিয়ে যাচ্ছে।
১০০/২০০ পোস্ট কোন ঘটনাই না
আমি তোমাদের কাঁধ ছুয়ে বললাম - দেখিস, একদিন, আমিও .........
১৯ শে মে, ২০১২ রাত ১১:০৫
শায়মা বলেছেন: এত তোমার কি কাজ মাস্টার ভাইয়া???? ছবিতে তো একটা
পুচকিভাইয়াকে দেখতে পাচ্ছি। তুমি কি সত্যি মাস্টারি করো নাকি!!
যাইহোক, মন খারাপ করতে বা করাতে কোনোটাই আমার ভালো লাগেনা। তবুও কেনো যে হঠাৎ হঠাৎ ভুল করে ফেলি!!![]()
তবে সবকিছু ছাপিয়ে আমার ছোটবেলাতেই আটকে আছি আমি।
বড় বেলা না ভালো লাগার কিছু নেই এই যে আমি ছোটবেলাতেইআছি। ![]()
ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়..
জানিনা ক জনে আমার মত
মিষ্টি সে পিছু ডাক শুনতে পায়???
১০৫|
১৯ শে মে, ২০১২ রাত ১১:২৫
মাস্টার বলেছেন:
ছবিতে নাহয় আমাকে নায়কের মতো লাগে, তাই বইলা বয়স টাও কম লাগে??
অনেক কাজ, অনেক... লিস্ট দেইঃ
জব
বাজার করা
রান্না করা
ব্লগ (৭টা)
ফোরাম
ফেসবুক (প্রচুর প্রশ্ন ফেস করতে হয়)
সিনেমা (দেখা)
সিনেমা (চিন্তা)
সিনেমা (বানানো)
বই পড়া (মাঝে মাঝে)
আদার অ্যাক্টিভিটিজ (অনলাইন প্রতিযোগিতা/ফ্যাস্টিভ্যাল)
মাঝে মাঝে অনুরোধরের ঢেঁকি গেলা ![]()
যাইহোক, আমি আরেকটা কাজ করি
... মাঝে মাঝে হুট করে মন খারাপ করে ফেলা। কাউকে বইলেন না
এইটা সিক্রেট
আর হ্যা, গানটা শুনলাম। 'ভুলিতে পারিনা তারে' ...
১৯ শে মে, ২০১২ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: হুম তাইলে আমার ধারণা ঠিকই আছে।
আমি আমার গেস গেইমে খুবই এক্সপার্ট ভাইয়া।
তোমার এত শত এ্যাকটিভিটিস দেখে বুঝতে পারছি তুমি একদিন জীবনে অনেক বড় হবে। ![]()
ম্যুভি দেখতে দেখতে দেখছি তুমি আজকাল নিজেকেই নায়ক নায়ক ভাবছো!!! সর্বনাশ!!! কবে যেন আবার অভিনেতাই না হয়ে যাও।
অবশ্য আমরা সবাই জীবননাট্যে অভিনয় করতে করতে সেটা বেশ ভালোই পারি আর কেউ কেউ বেশী ভালো পারি তাইনা বলো??
আচ্ছা ৭টা ব্লগ মেইনটেইন!!! সাধে কি আর তুমি মাস্টার!!! তো তোমাকে তো আগে তেমন এ্যাকটিভ দেখিনি ভাইয়া?? হঠাৎ কিছুদিন যাবৎ দেখছি। এতদিন কোথায় ছিলে???
মমির মত চুপ করে শুয়েছিলে নাকি!!!!
হুট করে মাঝে মাঝে মন খারাপ তোমারও হয় নাকি!!! ওহ না না সেটা তো আবার সিক্রেট বলা বারণ ভরা মজলিশে।
আর আমি এখন গানটা শুনছি। হুট করে আমারও মন খারাপ। মন খারাপের কোনো কারণ ছিলোনা। তবে কবির ভাষায় দুঃখবিলাস বলতে পারো। আর আমার মায়ের ভাষায়
সুখে থাকতে ভুতে কিলানো......![]()
আমার গানটা আরও শোনো....
এত খুশী ভালো নহে .....একটু একটু মন খারাপ হোক
১০৬|
২০ শে মে, ২০১২ রাত ১:৪৮
মাস্টার বলেছেন: আমি আর কত বড় হবো নাদের আলি!
[কপাল বাইড়াইয়া মাথা ফাটায়া হস্পিটালে যাবার ইমো হইবে]
আন্টিকে আমার সালাম দিয়েন।
কি গেস করছিলেন? :O আমারো গেস পাওয়ার খুব ভালো।
আপনি ছোটবেলায় পুতুলের বিয়ে ভেঙ্গে যাওয়ায় খুব কাঁদছিলেন, তাই না??
ইয়ে মানে, আমার শর্ট ফিল্ম আর নাটকে আমি কিঞ্চিত অভিনয় করেছিলাম বটে :#> চেহারা সুন্দর তো, তাই অন্যান্যদের অনুরোধ ফেলতে পারলাম না
মাঝে বড় দুঃসময় ছিলো। ব্লগ/ফোরাম সব কিছু থেকে ছুটি নিয়েছিলাম। ইন ফ্যাক্ট ফেসবুক থেকেও। দুঃখ আমায় মমি বানিয়েছিলো, চন্দনা।
আমার মন খারাপ কেউ বুঝতে পারেনা... মন খারাপ কে মেজাজ খারাপে কনভার্ট করে ফেলি
২০ শে মে, ২০১২ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন: হা হা গেইস পাওয়ারের সাথে সাথে মেমোরীও দেখছি অসাধারণ তোমার! চন্দনার কথা মমি হয়ে গিয়েও ভুলোনি তাইলে!!!
এতদিন নিজের মেমোরী আর গেইসিং পাওয়ার দেখেই মুগধ ছিলাম!
পাগল হইয়া বনে বনে ঘুরি আপন গন্ধ মম
কস্তুরী মৃগ সম!!!
আজ তো তোমাকে দেখে অবাক হবার পালা! সাধে কি আর বলেছি জীবনে অনেক উন্নতি করবে তুমি!![]()
হ্যা ছোটবেলায় পুতুলের বিয়ে ভেংগে গেলে কেঁদেছি আর বড়বেলায় কেঁদেছি স্বা্রথপর দুনিয়াটা দেখে.....অবশ্য এ দুনিয়ার সাথে খুব ছোট থেকেই পরিচয় আমার!
আমি তো দেখেছি পা্রণের
স্বা্রথের টানে প্রিয়জন সেতো দূরে সরে চলে যায়.....
অভিনয় করেছিলে কিনচিৎ!!!
কেনো???
অনেক বেশী করবে!!! চেহারা সুন্দর তো কতই আছে !গুণ না থাকলে তাকে মাকাল ফল বলে, তোমার অভিনয় প্রতিভা খুব সাংঘাতিক বলেই মনে হচছে আমার।
এবার একটা তাক লাগানো অভিনয় পারফরমেন্স আশা করছি তোমার থেকে! ![]()
তোমার দুঃসময় কেটে যাক! মন মেজাজ প্রফুল্ল থাকুক! সবখানে জয়ী হও!
বসন্ত ফুল গাঁথুক তোমার জয়ের মালা....।
আগুনজ্বালা......![]()
১০৭|
২০ শে মে, ২০১২ সকাল ৭:০৪
আমি ভাল আছি বলেছেন: খ্রাপ না।
২০ শে মে, ২০১২ বিকাল ৪:৪৮
শায়মা বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!![]()
১০৮|
২০ শে মে, ২০১২ সকাল ৯:৫১
রেজোওয়ানা বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন শায়মা।
ভাল থেকো
২০ শে মে, ২০১২ বিকাল ৫:২৯
শায়মা বলেছেন: রেজুমনি অনেক অনেক থ্যাংকস!!!![]()
১০৯|
২০ শে মে, ২০১২ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: শততম পোস্টের জন্য অজস্র অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা।।
চমতকার একটি পোস্টের জন্য ৫৮তম প্লাস।
@ রেজোওয়ানা, তোমার পোস্ট ড্রাফট করে ভাল করোনি। তোমার লেখাগুলো পাঠকদের সম্পদ-যা থেকে আমাদের বঞ্চিত করার দ্বায় তোমার। আমি আশা করবো তোমার লেখাগুলো আমাদের ফিরিয়ে দেবে এবং নিয়মিত লিখবে।
নিরন্তর শুভ কামনা।
২০ শে মে, ২০১২ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!
১১০|
২০ শে মে, ২০১২ দুপুর ২:৩৮
ইন্জিনিয়ার জনি বলেছেন: অভিনন্দন সেঞ্চুরী করার জন্য। ![]()
আবারো অনেক সুন্দর একটি লেখা পড়লাম।
তুমি ভালো আছো তো আপু?
২০ শে মে, ২০১২ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: আমি ভালো আছি ভাইয়া!
লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!
১১১|
২০ শে মে, ২০১২ বিকাল ৪:৩০
এস এম ফারুক হোসেন বলেছেন: শততম পোষ্টটি পড়ার অপেক্ষায় ছিলাম,ভাল লাগলো,ধন্যবাদ।
২০ শে মে, ২০১২ বিকাল ৫:৩৮
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়ামনি!
১১২|
২০ শে মে, ২০১২ বিকাল ৫:৪৭
লেখোয়াড় বলেছেন:
১০০ তম পোস্ট একটা মাইলফলক বটে
যাহা ঘটে তাহা কিছু রটে,
চিরদিন থাকুন আমাদের মানসপটে।
আরো সুন্দর আর মসৃণ হোক আপনার স্বপ্নদেখা।
@ হানিফ রাশেদীন ভাই........... আমি লেখোয়ার নই, আমি লেখোয়াড়।
ধন্যবাদ।
২০ শে মে, ২০১২ বিকাল ৫:৫৬
শায়মা বলেছেন: হা হা কি রটে আর ঘটে বললে ভাইয়া!
বুঝলাম নাতো!![]()
আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
১১৩|
২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৫
জুন বলেছেন: শততম পোষ্টের অভিনন্দন শায়মা ... সত্যি এ্যকুরিয়াম জীবন আমাদের। কিন্ত মাঝে মাঝে আমাদের রিএ্যকশন বাস্তবকেও হার মানিয়ে যায়।আমিও আপনার মত নির্বিবাদী থাকতে চাই বাস্তবে যেমন আছি তেমনি ভার্চুয়াল জগতেও । আপনার মানষিকতার সাথে মিল খুজে পেলাম। অনেক ভালোলাগলো আত্নচরিত।
৬২ নং +
২০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৭
শায়মা বলেছেন: আপুনি তুমি আমার চাইতে হাজারগুণ ভালোমানুষ! এই ব্লগে আমার দেখা মেহবুবা আপু আর তুমি হলে সবচাইতে নিরবিবাদী মানুষ!
আমার ধারণা তাই তুমি জগৎ সুখী একজন! পাখীর মত ভেসে বেড়াও দেশে দেশে!
গন্ডগোলপ্রিয় মানুষগুলোকেই আমার বোকা বোকা লাগে!
অযথা কষ্ট ডেকে আনা জীবনে কি বুদ্ধিমানের কাজ হলো বলো?
১১৪|
২০ শে মে, ২০১২ রাত ৮:১০
বড় বিলাই বলেছেন: সেঞ্চুরি পোস্টের শুভেচ্ছা। ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি......(আর পরেরগুলোর নাম জানি না)........হওয়া চাই আপু।
২০ শে মে, ২০১২ রাত ৯:০০
শায়মা বলেছেন: ততদিন কি আর বাঁচবো আপুনি?
দিন দুনিয়া দেখে দেখে বেঁচে থাকার সাধ মিটে গেলো তো!![]()
![]()
অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!
১১৫|
২০ শে মে, ২০১২ রাত ৯:০৪
~মাইনাচ~ বলেছেন: আমাকে একটা পরী বাবু দেন নি কেন?
২০ শে মে, ২০১২ রাত ৯:১৫
শায়মা বলেছেন: আমার বাসায় অনেকগুলা পরী আছে! আচছা একটা তোমাকে দিয়ে দেবো! উড়ে গেলে জানিনা!![]()
১১৬|
২০ শে মে, ২০১২ রাত ৯:১৫
রুদ্রাক্ষী বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা রইল।আপনার আরও অনেক পোস্ট এভাবেই পড়ে যেতে চাই।অ্যাকুরিয়াম পোস্টে প্লাস।
২০ শে মে, ২০১২ রাত ৯:১৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১১৭|
২০ শে মে, ২০১২ রাত ৯:২৪
জামিনদার বলেছেন: এই পোস্টটা আরো আগে দেখলে কবিতায় আরো দুইটা লাইন বাড়ানো যেত।
২০ শে মে, ২০১২ রাত ৯:২৭
শায়মা বলেছেন: কোন কবিতায় ভাইয়ামনি?
১১৮|
২০ শে মে, ২০১২ রাত ১০:৩১
রাতুল_শাহ বলেছেন: বড় বিলাই বলেছেন: সেঞ্চুরি পোস্টের শুভেচ্ছা। ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি......(আর পরেরগুলোর নাম জানি না)........হওয়া চাই আপু।
আউট হলে চলবেনা,,,,,,,,,,,,
২০ শে মে, ২০১২ রাত ১০:৩৮
শায়মা বলেছেন: ![]()
১১৯|
২০ শে মে, ২০১২ রাত ১০:৫০
রাতুল_শাহ বলেছেন: বাহ!!!!! কি অমায়িক হাসি................
অ্যাম্প্যার আর ভুল করেও আউট দিবেনা।
২০ শে মে, ২০১২ রাত ১১:২২
শায়মা বলেছেন: ঠিক!! ঠিক!!!
১২০|
২০ শে মে, ২০১২ রাত ১১:৩৯
সিদ্দিক আহমেদ বলেছেন: love u too আপু
২০ শে মে, ২০১২ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: ![]()
ভাইয়া পিজা বানিয়েছিলে শেষ মেস????
১২১|
২১ শে মে, ২০১২ ভোর ৫:৫১
আমি ভাল আছি বলেছেন: আমার মোটেও কষ্ঠ হয়নি আপু
আমি শুধু শিরোনামটাই পড়েছি যে!!!! হেহেহেহেহেহে
২১ শে মে, ২০১২ বিকাল ৩:১৪
শায়মা বলেছেন: শিরোনাম পড়ার কষ্টের জন্যও হাজার হাজার থ্যাংকস ভাইয়া!![]()
১২২|
২১ শে মে, ২০১২ সকাল ৭:৩৭
েরজা , বলেছেন:
আমার রুমের ছবি দেখলেতো তুমি হার্টফেল করবা - পুরাই ভাগাড় ।
গুছালেই আবার এলোমেলো হয়ে যা্য় -তাই কস্টকরে গোছগাছ করি না ।
শুভেচ্ছা ।
২১ শে মে, ২০১২ বিকাল ৩:১৫
শায়মা বলেছেন: বুঝেছি খুব শিঘলী আমাদের একজন ভাবীজি লাগবে! ![]()
১২৩|
২১ শে মে, ২০১২ সকাল ৭:৪০
েরজা , বলেছেন:
গত কাল রাতে গুনে দেখলাম - আমার রুমে রিমোট-ই আছে ছয়টা ।
যখন যেটা খুজি সেটাই তখন পাই না ।
কী করি বলতো ?
২১ শে মে, ২০১২ বিকাল ৩:৫০
শায়মা বলেছেন: সব রিমোর্টগুলায় রিমোর্ট কন্ট্রল লাগাও ভাইয়া!
যেনো হারিয়ে গেলেই শিষ দিলেই তোমার কাছে ফিরে আসে!![]()
১২৪|
২১ শে মে, ২০১২ সকাল ৯:৫৫
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: ওরে সব্বোনাশ , সেঞ্চুরি পোস্ট
বেশি লেট করে ফেললাম মনে হয়
২১ শে মে, ২০১২ বিকাল ৩:৫১
শায়মা বলেছেন: নাহ! বেশি লেট করোনি ভাইয়া!
১২৫|
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০২
সাইফুলহাসানসিপাত বলেছেন: ইয়াক ডিসুম ডিসুম , সবকিছু এরকম গোছালো দেক্লে উলোট পালট কর্তে ভালো লাগে
।
মাছগুলো দেখতে সুন্দর , খাইতেও নিশ্চই সেইরাম হপে
।
এতগুলা পুতুল অথচ হাত পা ভাংগা নেই , চুল ছিড়া নেই
!!
নাহ , ইদানীং একটু দুষ্টামি বেশি করছি । দুষ্টামি কমাতে হবে :!> ।
সবাই সুখে থাকুক, ভালো থাকুক এটা আমারও চাওয়া
।
তোমার মত আমিও আমার রুম সাজাবো কি কি রাখলে ভালো হবে । আমার রুম মনেহয় ১২*১২ ফুট ।
সবশেষ অভিনন্দন অভিনন্দন , এতগুলো মায়া মায়া লেখার জন্য অনেক ভালোবাসা নিও ।
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১৩
শায়মা বলেছেন: হা হা
ইশ ভাইয়া উলোট পালট হলে খবর আছে!!
আমার ক্লাসে ৪ থেকে ৫ বছরের বাচ্চাগুলোও নিজদের ব্যাগ সারে সারে গুছিয়ে রাখে। পানির বোতলগুলো পেগ ছেড়ে কখনও এদিক ওদিক হয়না।
হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক যে যার জায়গায় গুছিয়ে রাখে এই এত টুকু বেবিগুলো। সব এই আমার কল্যানে ভাইয়াজী।
আর এই মাছগুলো খাবে!!!!!!!!!
সর্বনাশ!!![]()
আর অনেক অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা তোমাকে ভাইয়াজী।![]()
১২৬|
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৪
দেশের_কথা বলেছেন: শততম পোস্টের অনেক অনেক শুভেচ্ছা! পোস্টে +++
ছোট বেলায় আমার অ্যাকুরিয়ামে ১টা মাছ মারা যাওয়ায় অনেক কস্ট পেয়েছিলাম।
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি।
আসলেই এত সুন্দর সুন্দর মাছ মরে গেলে ভীষন কষ্ট লাগে।![]()
১২৭|
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৪
শ।মসীর বলেছেন: শায়মার ১০০ পোস্টের জন্য শুভেচ্ছা , আর টোটাল কত পোস্ট হল তোমার আপু ![]()
![]()
কিছু কিছু মানুষ আছে যাদের লেখা পড়েই মনে হয় তারা অনেক ভাল মানুষ, মায়া আর স্নেহ বিলিয়ে বেড়ান তারা- তুমি অবশ্যই তাদের একজন ।
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩১
শায়মা বলেছেন: হা হা টোটাল কত গুনিনি ভাইয়া।
সেই কারনেই তো ১০০ তম পোস্টের কথা মাথাতেও ছিলোনা কিন্তু রিমঝিমনি, রাতুল ভাইয়াদের জালায় কি আর করা!!!![]()
আমি কিনতু সত্যিই একজন ভালোমানুষ তবে অনেকেই তা মানতে চায়না ভাবে ঢং ।
তোমাকে অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা ভাইয়ামনি।
১২৮|
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
কান্টি টুটুল বলেছেন:
বলতে ভুলে গেছিলাম......
পোষ্ট আর কমেন্ট পড়ে বিভা'র কথা মনে হচ্ছিল,
শুধু রবিবারের জন্য না,সপ্তাহের প্রতিটা দিনের জন্যই
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
শায়মা বলেছেন: বিভা কে ভাইয়া?
১২৯|
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
আমি ভাল আছি বলেছেন: খাতার গাছের গল্পটা কবে রিলিজ করবে আপু
?
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
শায়মা বলেছেন: করবো করবো!!!!!!!
সেটা আমার সবচাইতে প্রিয় গল্প তো তাই কাউকে দেখাতেই ইচ্ছে করেনা।
আমার পরিয় জিনিষগুলো আমি আবার লুকিয়ে রাখি এখনও ছোটবেলার মত ভাইয়া।![]()
১৩০|
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
আমি ভাল আছি বলেছেন: কিন্তু আমি তো অনেক আগ্রহ নিয়ে তোমার ব্লগ বাড়িতে আসি শুধু ঐ গল্পটা দেখব বলে!!
২১ শে মে, ২০১২ রাত ৮:০৬
শায়মা বলেছেন: আহালে ভাই্য়া ধৈর্য্য ধরো। উহা তোমাকেই উৎসর্গ করা হইবেক। আমি কি এত বড় বেঈমান হতে পারি!!!!!!!
কখনও কারো অবদান আমি এই জীবনে অস্বীকার করিনি। তাইতো আল্লাহ আমাকে এত ভালোবাসেন।![]()
১৩১|
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
আমি ভাল আছি বলেছেন: এইবার একটু বড় হও না আপু ![]()
![]()
২১ শে মে, ২০১২ রাত ৮:০৭
শায়মা বলেছেন: আর কি বড় হওয়া যায়!!
এরপর তো বুড়ি!!!![]()
১৩২|
২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
জিয়াদ ইবনে হাফিজ বলেছেন: nicely sharp
২১ শে মে, ২০১২ রাত ৮:০৭
শায়মা বলেছেন: ![]()
১৩৩|
২১ শে মে, ২০১২ রাত ৮:০২
কামরুল হাসান শািহ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা
পরীদের angry birds খেলা মানায় না
২১ শে মে, ২০১২ রাত ৮:০৭
শায়মা বলেছেন: পরীদের এ্যান্জেল বার্ড খেলতে হয় তাইনা ভাইয়া???![]()
১৩৪|
২১ শে মে, ২০১২ রাত ৮:৩৫
কান্টি টুটুল বলেছেন:
বলেন কি বিখ্যাত লোকের এই বিখ্যাত চরিত্রটির কথা শুনেন নাই!!!
আগে একটু শুনে দেখুন তো........বিভা চরিত্রটি আসবে ০৭:৪৫ মিনিট পর,সবটা এখানে নেই,শুনে দেখবেন নিশ্চয়ই,
২১ শে মে, ২০১২ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: ও এই বিভা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
থ্যাংক ইউ আমাকে বিভা বলার জন্য ভাইয়া!!!!!!!
তার কথা আমি কি না জেনে পারি তুমি বলো!!!!
১৩৫|
২১ শে মে, ২০১২ রাত ৮:৪১
গাধা মানব বলেছেন: সেঞ্চুরী করনের লাইগা অভিনন্দন।
২১ শে মে, ২০১২ রাত ৯:১৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ গাধাভাইয়া।![]()
১৩৬|
২১ শে মে, ২০১২ রাত ১১:৩৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অয় অয়
২১ শে মে, ২০১২ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: আয়ময় হবে তাইনা?![]()
১৩৭|
২২ শে মে, ২০১২ রাত ১২:৫৪
টিনটিন` বলেছেন: পরীক্ষার জন্য একুইরিয়ামে বেশী আসতে পারিনি। শততম পোষ্টের শুভেচ্ছা, শায়মাপু। :")
২২ শে মে, ২০১২ রাত ১২:৫৬
শায়মা বলেছেন: হা হা পরীক্ষা শেষ হয়েছে ভাইয়া?
১৩৮|
২২ শে মে, ২০১২ রাত ১২:৫৭
টিনটিন` বলেছেন: হু, শেষ হয়েছে। ভালো হয়নি।
২২ শে মে, ২০১২ রাত ১:০৪
শায়মা বলেছেন: ধ্যাৎ ভালো হয়নি তো কি হয়েছে???
এবার আনন্দে এ্যকুরিয়ামে সাতার কাটো।![]()
১৩৯|
২২ শে মে, ২০১২ রাত ৩:৩০
মোঃমোজাম হক বলেছেন: শত শত মন্তব্যের মধ্যে আমার ছোট্ট মন্তব্য
ভাল লাগলো লেখাটা
২২ শে মে, ২০১২ দুপুর ২:২১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!
১৪০|
২২ শে মে, ২০১২ ভোর ৪:২৮
সৈয়দ নাসের বলেছেন: অপুর্ব কথামালা । কেমন আছো একশ সায়মা ? তোমারজন্য অ---নেক শুভকামনা । ভালো থেকো প্রতিদিন
২২ শে মে, ২০১২ দুপুর ২:৩৪
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া!
অনেক অনেক থ্যাংকস তোমাকে!![]()
১৪১|
২২ শে মে, ২০১২ ভোর ৫:৩৭
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আপু অনেক অনেক শুভেচ্ছা রইল....
আগে জীবনের মানে খুজে হায়হুতাস করতাম..
এখন মনে হয় তোমাদের মাঝেই জীবনের মানে.... কত দুরের মানুষগুলিকে এত আপন মনে হয়... জীবনের শেষ মহুত্ব পর্যন্ত এভাবেই থেক.. শততম হলো.... সহশ্রতমের পরেরটুকু পাড়িদিয়ে লক্ষতম পোষ্টের শুভেচ্ছা জানাতে চাই। তুমি শুধু লিখে যাও এমনটি করে।
২২ শে মে, ২০১২ দুপুর ২:৩৫
শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা তোমার জন্য ভাইয়ামনি!
১৪২|
২২ শে মে, ২০১২ দুপুর ১২:৫৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: না
অন্য কিছু
২২ শে মে, ২০১২ দুপুর ২:৩৭
শায়মা বলেছেন: কি আবার?
বুঝলাম নাতো..... ![]()
১৪৩|
২২ শে মে, ২০১২ বিকাল ৫:০৩
আমি ভাল আছি বলেছেন: পেত্নী বুড়ি???? হেহেহেহে
২২ শে মে, ২০১২ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন:
হি হি হি ![]()
১৪৪|
২২ শে মে, ২০১২ বিকাল ৫:২১
আমি ভাল আছি বলেছেন: হাসিটা তো ঠিক পেত্নীর মতই লাগতাছে ![]()
২২ শে মে, ২০১২ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: আরে পেত্নী হয়ে গেছি তো সেই কবেই। লাগবেনা আবার!!!
হি হি হি ( শাকচুন্নির হাসি)
১৪৫|
২২ শে মে, ২০১২ বিকাল ৫:৪৪
আমি ভাল আছি বলেছেন: বড়ই দুঃখজনক!! দেখতে দেখতে একটা পরী কেমন করে শাকচুন্নি হয়ে গেল!!!!
২২ শে মে, ২০১২ বিকাল ৫:৫৪
শায়মা বলেছেন: হা হা হা
এমনি তো হবার কথা!!!!!!!!!!!
এ জীবনে সবই যে হারায় .........![]()
![]()
১৪৬|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৬
আমি ভাল আছি বলেছেন: এই হারানোর লিস্টে আর কি কি আছে? প্রথমে খোকাভাই তারপর...... ![]()
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: আরও কত!!!!!!!!!!
তারপর বোকা, তারপর ধোকা, তারপর বেঁকা...... ছেকা....... ![]()
কত আর শুনাবো????
![]()
১৪৭|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১০
আমি ভাল আছি বলেছেন: ও!!!! ছেকা বেকা? এইসব কি!!!
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: বলা যাবেনা
সবকিছুই বলতে হবে নাকি?![]()
১৪৮|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৫
আমি ভাল আছি বলেছেন: বলতে হবে না শুধু এখানে লিখলেই হবে![]()
![]()
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
শায়মা বলেছেন: তুমি কিনতু ........
তুমি কিনতু ...........![]()
![]()
![]()
১৪৯|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
সরলতা বলেছেন: হ্যাপী শততম পোস্ট শায়পা আপু!
আমি কিন্তু শায়মা আপুর চেয়ে "বরুণা"-র বেশি ভক্ত! :!>
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
শায়মা বলেছেন: তুমি আমার সাথে বরুণার তুলনা করলে!!!!!![]()
ঐ পুচকে ফড়িংকে কে চেনে???![]()
![]()
![]()
আল্লাহ যেনো বরুণা না শুনতে পায়।![]()
![]()
১৫০|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
সরলতা বলেছেন: বরুনার তুইময় পোষ্টগুলো বড় ভাল ছিল!
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
শায়মা বলেছেন: ওহ তুমি আমাদের সেই বরুণার কথা বলছো!!!!!!!!!!!!!!!!
আমি তো ভেবেছিলাম সুনীলের বরুণা।![]()
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫০
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=t_L2qgZ-2_8
দুইটাই তোমার জন্য!!!![]()
১৫১|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
সরলতা বলেছেন: না না আপু! সুনীলের বরুনা না। আমি জানি!
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০০
শায়মা বলেছেন: পুচকিরা ভাবে তারাই বুঝি তব দানে।![]()
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০৩
শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=tgIPQC_idyw
তোমার জন্য একটা স্পেশাল মিউজিক ভিডিও......
ছবিতা, কবিতা, গান, গায়ক সব কিছু মন দিয়ে দেখো আপুনিমনি।![]()
১৫২|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০৬
সরলতা বলেছেন: থ্যাঙ্কু আপু!
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৪
শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=1CuXWlfAGuc
আরও একটা গান দিলাম তোমার জন্য।![]()
১৫৩|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২১
নাজনীন১ বলেছেন: তুমি এই পোস্টে তোমার সুখ- দু:খ শেয়ার করলে, দেখে আমারো লোভ হলো কিছু বলি।
এই ব্লগ জীবনটা বিদেশের মাটিতে পরিবার থেকে দূরে একাকী থাকায় অবস্থায় অনেক কাজে এসেছে, যেমন অনেক কিছু শিখেছি, সেই সাথে মনে হয়েছে আমি সারা পৃথিবীজুড়ে কিছু মানুষের সাথে বসবাস করছি, পৃথিবীর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত নানান মানুষের সাথে কথা বলতে পারছি, যেটা দেশে থাকলে হয়তো সেভাবে ব্লগিং করার আগ্রহ হতো না, বুঝতেও পারতাম না।
আর দু:খের কথা হলো, ব্লগে এবং ব্লগের বাইরে ব্লগারদের সাথে ইন্টারেকশান করতে গিয়েই জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো, অপমানগুলো উপহার পেয়েছি, আমার আগেকার বাস্তব জীবনটা কোনদিনই এতোটা কষ্টের বা অপমানের ছিল না। নিজেকে আমি সবসময়ে মোটের উপর সুখীই ভাবতাম, ছোটখাট না পাওয়া কখনোই বড় কোন ব্যাপার ছিল না আমার কাছে।
তোমাকে শততম পোস্টের শুভেচ্ছা। ![]()
২২ শে মে, ২০১২ রাত ৮:০২
শায়মা বলেছেন: আপুনি তুমি অনেক অনেক ঠিক কথা বলেছো একটা। ভার্চুয়াল লাইফের এই মোহময় জগতটাকে যারাই রিয়েলিটিতে টেনে এনেছে তাদের জীবনেই নেমে এসেছে দূর্বিসহ নানা ঘটনা।
আমরা আসলে পারিনা কলুষতা পূর্ণ এই এই পৃথিবীর কলুষতা কাটিয়ে দুদন্ড কোথায় স্থির সময় কাটাতে।
এতটুকু একটা দুনিয়ায় কেনো যে অযথা অশান্তি করা বা পাওয়া।![]()
আই লাভ ইউ আপুনি। তুমি স্পষ্টবাদি এবং একজন জেন্টেল লেডি। তাই তোমাকে অনেক ভালোবাসি।
তবে কিছু মানুষ স্পষ্টবাদিতাকে অভদ্রতার সাথে মিলিয়ে ফেলে।
অনেক ভালো থেকো আপুনিমনি।
১৫৪|
২২ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৫
নাজনীন১ বলেছেন: তোমার সাথে একটা অনুভূতি মিলে গেছে আমার। ব্লগে এসে আমি যে কঠিন বাস্তবতা শিখেছি, আমার আশপাশের বাস্তবতাটা কখনোই এতো কঠিন ছিল না।মানুষগুলো এতো বেশিমাত্রায় বিচিত্রও ছিল না।
২২ শে মে, ২০১২ রাত ৮:০৫
শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!
আমার বাস্তবতা থেকেই আমি কঠোর বাস্তবতা চিনেছি। তাই তো আমি বাস্তবতা ছেড়ে পরী হয়ে গেছি।
সহেলীমনিকে মাঝে মাঝে মনে পড়ে......
মনে পড়ে কত শত হারিয়ে যাওয়া মানুষের কথা....
http://www.youtube.com/watch?v=ic24qpeGegs
২২ শে মে, ২০১২ রাত ৮:২০
শায়মা বলেছেন: Click This Link
এইটাও শোনো আপু। মনে আছে খুব রাগ করেছিলে আমার উপর অকারণে একদিন।
ভুল বুঝেছিলে....
দেখলে তো তোমার ভুল ভাঙ্গিয়েই ছাড়লাম।
এত না অকারণে অকারনে আমাকে ভুল বুঝে কষ্ট পেয়ে চলে যাবে।
আমি
রুপে তোমায় ভোলাবো না
ভালোবাসায় ভোলাবো .....![]()
http://www.youtube.com/watch?v=9vhNL3rfWIk
১৫৫|
২২ শে মে, ২০১২ রাত ৮:২২
অনন্ত দিগন্ত বলেছেন:
আর কত দিন দেখবে
মাছের ঐ চোখ দিয়ে ?
লিখবে কবে আবার তুমি
ছোট্ট বাবুদের নিয়ে ?
২২ শে মে, ২০১২ রাত ৮:২৭
শায়মা বলেছেন: অন্তমনি ছোট্ট বাবু
বড় হবে যবে??
রাজার মেয়ের সাথে
তোমার বিয়ে দেওয়া হবে।![]()
লাল টুকটুক অন্তমনি
যাবে শ্বসুরবাড়ি
দিয়ে সবার সাথে আড়ি.....
সঙ্গে যাবে কে?
ঘরে আছে হুলো বেড়াল
কোমর বেঁধেছে।![]()
১৫৬|
২২ শে মে, ২০১২ রাত ১১:২৩
নাজনীন১ বলেছেন: আমি কোনো ব্লগারের সাথে রাগ করলেও কখনো তাকে নিচুশ্রেণীর কেউ বা অধীনস্ত বা আমি উচ্চপদস্থ এরকম ভাবি না। ![]()
কেবলি একজন সহব্লগার হিসেবেই নিজের ক্ষোভগুলো প্রকাশ করি।
তোমার গানের লিন্কগুলোর জন্য ধন্যবাদ।
২২ শে মে, ২০১২ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: জানি আপুনিমনি!
তাই তো আই লাভ ইউ সো মাচ আপুনিমনি!![]()
১৫৭|
২৩ শে মে, ২০১২ রাত ১২:০২
প্রজন্ম৮৬ বলেছেন: খুব চমৎকার লেখেন আপনি।
শততম পোস্টে'র শুভেচ্ছা এবং আগামী'র জন্য অনেক দোয়া / শুভকামনা।
২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৪
শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!![]()
১৫৮|
২৩ শে মে, ২০১২ রাত ১২:৫৭
নাঈম আহমেদ আকাশ বলেছেন: শততম পোষ্টের জন্য শুভকামনা আপু ।
আপনার পোষ্টের মধ্যে ঢুকলেই খালি ভালো লাগে তাই ৭৪ তম ভালোলাগা ।
২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
১৫৯|
২৩ শে মে, ২০১২ ভোর ৪:০৩
আমি ভাল আছি বলেছেন: কিনতু কিনতু করে লাভ নেই। তোমাকে কিছু কিনে দিতে হবে না![]()
২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
শায়মা বলেছেন: কেনো তুমি না সেদিন কড়কড়া দশ টাকার নোট দিয়ে একটা চকলেট কিনে দিতে বলেছইলে!![]()
১৬০|
২৩ শে মে, ২০১২ সকাল ১০:৪৩
একজন ঘূণপোকা বলেছেন: +++++++++
২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
শায়মা বলেছেন: থ্যংক ইউ!![]()
![]()
![]()
১৬১|
২৩ শে মে, ২০১২ দুপুর ১২:১৮
ধীবর বলেছেন: হুম।। বাস্তব জীবনে এত ব্যস্ততার মাঝেও কি করে সেঞ্চুরি পুরণ করলে সেই প্রশ্ন করবো না।
তোমার লেখনির কোন গুণে বিপরীত আদর্শের সব ব্লগার তোমার পোস্টে উপস্থিত, সেই প্রশ্নও বাদ দিলাম।
চাপাভাঙ্গা চুল দাড়ি না কামানো প্রাগৈতিহাসিক কবিবর কি করে তোমার মন জয় করলেন, থাক সেই প্রশ্ন।
আমার প্রশ্ন একটাই।
তোমার কুকুরটা এত এত স্যান্ডেল চুরি করে বিক্রি করে কোন মার্কেটে? ![]()
শততম পোস্টের জন্য অনেক অভিনন্দন। এই নাও উপহার। 
গুণে নাও ঠিক মত। কম হলে আমার দোষ নেই। না জিজ্ঞেস করে এই কয়টাই আনতে পারলাম। না চেয়ে জিনিস আনা যে কি ঝক্কির ! একারণে সামান্য দেরিও হলো। ![]()
২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২১
শায়মা বলেছেন: ভাইয়ামনি অনেক অনেক অনেক ভালোবাসা আর ভালোলাগা!![]()
তোমাকে দেখে!একটু আগে আমার মন হঠাৎ অনেক অনেক খারাপ হয়েছিলো!![]()
এখন তোমাকে দেখে একদম ভালো!![]()
![]()
![]()
আর ভাইয়া আমাকে এই জীবনে এমন অপবাদ কত যে শুনতে হয়েছে তার ইয়ত্বা নেই! আমার যতসব আজগুবী কাজ দেখে সবাই বলে খেয়ে দেয়ে এত কাজ কম এইটার এই জীবনে!![]()
যাইহোক কোন গুণে বাঁধিবো সকলে সেই কথা অতি গোপন!![]()
ভাইয়া কুকুরটা স্যান্ডেল চুরি করে খেলাধুলা ও খানাপিনার জন্য!
বিক্রি করার কোনো ইচ্ছেই নেই ওর!
যেদিন উনি তার শিকার করা জুতা খান সেদিন বিরিয়ানী পোলাও ও মুখে তুলেন না!![]()
ভালো থেকো ভাইয়ামনি!
অনেক অনেক এবং অনেক!![]()
PP
১৬২|
২৩ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪২
নিশাচর ভবঘুরে বলেছেন: শততম পোষ্টে ৩২৪তম শুভেচ্ছা
ঠিকমতো ব্লগিং করবেন। কী-বোর্ড নিলাম আর লিখলাম, এমন করে না। আপনাকে আরো বেশি ভালো লিখতে হবে। লেখালেখি শিখতে চাইলে কিছু ভালো ব্লগারকে ফলো করতে হবে। এই লেখকের লেখা দেখুন, এ বেশ ভালো লেখে। কিছু শিখতে পারবেন, তার কাছ থেকে।
হ্যাপি ব্লগিং
২৩ শে মে, ২০১২ রাত ৮:২৪
শায়মা বলেছেন: ![]()
এইটাকে ফলো করতে করতেই তো জীবন পার করে দিলাম ভাইয়া।![]()
১৬৩|
২৩ শে মে, ২০১২ রাত ৯:০৮
কাজী রিদয় বলেছেন: যে গল্পের শেষ নেই। এমন লেখা অনেকদিন পড়ি না। বড় কষ্টের শেশব। যখন আমি ক্লাস ফোরে তখন পাহাড়ে যেতাম কাঠ কাটতে..না হলে যে রান্না হতো না। চট্টগ্রাম সেনানিবাসের পাহাড়ে যখন ফায়ারিং হতো তখন শুয়ে পড়তাম। কতই বা বয়স..এতটুকুন একটি ছেলে তার সঙ্গিদের নিয়ে দীর্ঘ ৩ মাইল পথ হেটে বাড়ি ফিরতাম। মা মুখের ঘাম মুছে দিতো। মনে করেছিলাম এটাই বোধ হয় জীবন। ক্লাস সিক্সে উঠার পর স্কুল পালানো অভ্যাস হয়ে গেল। আসলে অভাব যাদের নিত্য সঙ্গি তাদের স্কুল দিয়ে কি হবে। তাই পালিয়ে যেতাম বহুদুরে। শৈশবে বুঝি নি ভালোবাসা কি জিনিস। সাত ভাইবোনের সংসারে জীবন চলার পথ কঠিন হবে। শৈশবে স্বপ্ন দেখতাম দুবাই যাবো। কাড়ি কাড়ি টাকা কামাবো। আমার আশেপাশের ঘরে ঘরে দুবাই ওয়ালা পরিবার। সেই আমি পাড়ি দিয়েছি অনেক কঠিন পথ। কোনদিন চিন্তা করিনি আমি একজন সাংবাদিক হবো। এত অভাবের মাঝে বাবা-দাদা শিক্ষা দিয়েছে জীবনে অনেক লোভনীয় বস্ত হাতের নাগালে আসবে..ঐদিকে ফিরে থাকিয়ে সময় নষ্ট করো না। সত জীবন যাপন করো...সততার কাছে সবকিছু হার মানতে বাধ্য। জীবন চলার পথে এ শিক্ষাটা গ্রহণ করেছি। এখনো মনের মধ্যে শান্তি লাগে..যখন মনে পড়ে আমি তো অসত নই। যেদিন আমি এসএসসিতে প্রথম বিভাগ ফেলাম সেদিন আমার মতো সুখি কেউ ছিল না। রেজালেটর পরের দিন বাবা জানিয়ে দিলো তার পক্ষে আর লেখা পড়া করানো সম্ভব না। আমিও দেখলাম বাবার আসলে সে সামর্থ নেই। কেমন করে মনের মধ্যে জেদ চাপলো..লেখাপড়া করতে হবে। তারপর শুরু করলাম টিউশনি। আমার পথ চলা আর থেমে থাকে নি। যখন প্রথম বিভাগে এইসএসসি পাশ করলাম তখন আমি চট্টগ্রামের খাতুনগঞ্জে ৬০০ টাকা বেতনের চাকরি করছি। রাত আড়াইটার পর চাকরি থেকে মুক্তি মেলতো।
আপনার লেখা পড়ে কেমন একটা নস্টালজিয়া পেয়ে বসেছে। মনে পড়ে গেলো নিজের শৈশবের কথা। জীবন চলার পথে ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে ৪৪টি বছর। এ জীবনে হার মানা হয় নি। আমি যখন মাস্টার্স শেষ পর্বের ছাত্র..তখন আমাকে জাপান দুতাবাস সিলেক্ট করলো জাপান ভ্রমনের। এক বন্ধুর কাছ থেকে ৩০০ ডলার ধার করে গেলাম জাপানে। সেই জাপান দেখার পর আর বুঝলাম আমরা কোথায় আছি। তখন অনেকে আমাকে বললো পাসপোর্ট ফেলে দিয়ে জাপানে থেকে যেতে। কিন্ত সেই যে সততা, ফিরে এলাম। আজ আমি নিজের জীবন নিয়ে সন্তষ্ট। এ জীবনে একটি কথাই সবার শেখা উচিত..আগে সবাইকে ভালো মানুষ হতে হবে।...১০০তম পোস্টের জন্য ধন্যবাদ..১০০ বছর বেচেঁ থাকেন..
২৩ শে মে, ২০১২ রাত ৯:১৩
শায়মা বলেছেন: ভাইয়া
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য।
তোমার জীবনের গল্প শুনে বুঝা যায় সততা অনেক বড় একটা জিনিস যা একদিন না একদিন সন্তুষ্টি দেয় মানুষকে।সেটাই বড় পাওয়া।
অনেক অনেক ভালো থেকো সবসময় ভাইয়ামনি।
১৬৪|
২৩ শে মে, ২০১২ রাত ১১:৫৯
আজম বলেছেন: শুভেচ্ছা
২৪ শে মে, ২০১২ বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১৬৫|
২৪ শে মে, ২০১২ ভোর ৬:২৪
আমি ভাল আছি বলেছেন: তুমি আসলেই বুড়ি হয়ে গেছ। কিচ্ছু মনে রাখতে পার না। আমি চকলেট নয় চা কিনে খাওয়াতে বলছিলাম। বাসায় গেলে তো কিছুতেই চা জুটবে না তাই বলেছিলাম কিনে খাওয়াতে
বুড়ি তুমি সেটাও ভুলে গেলে!!!!
২৪ শে মে, ২০১২ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: চকলেট চায়ের চাইতে বেশী ভালো তো! আর বুড়িরা তক্কেত বেশী লাইক করে দানোনা?
১৬৬|
২৪ শে মে, ২০১২ সকাল ১০:২২
হাসান যোবায়ের বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা!
আপনার বাড়ির ছবি দেখে মনে হচ্ছে আপনে অনেক শান্তিতে থাকেন। পুতুল ফুতুল নিয়া ভালই মজায় আছেন
আপনার ছবিগুলাও সুন্দর হইছে
২৪ শে মে, ২০১২ বিকাল ৩:৪৫
শায়মা বলেছেন: হা হা পিচকা
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস...
ওপারেতে যত সুখ আমার এ বিশ্বাস....
তোমার কথা শুনে হাসছি ভাইয়া...![]()
১৬৭|
২৪ শে মে, ২০১২ সকাল ১০:৪২
ধীবর বলেছেন: তোমার মন ভালো হয়েছে জেনে আমার নিজেরো খুব ভালো লাগলো। না বলিয়া দ্রব্যাদি সংগ্রহ সার্থক হইলো। আগে জানিলে একখানা কাঙ্গই এর ব্যাবস্থা করা যাইতো ! ![]()
ভাত রান্না করার রেসিপি চাহিয়া নিরার নিকট পত্র প্রেরিত হইয়াছিল। জবাব পাহি নাই। পথিমধ্যে কি ডাকহরকরা পথ হারাইয়াছিল?
খুশি আছো, ভালো আছো খুব ভালো কথা। এখন কি কি রান্না করেছো, তার সব আইটেম পেশ করো। খেয়ে আমারও মন ভালো হোক।
২৪ শে মে, ২০১২ বিকাল ৫:০৬
শায়মা বলেছেন: নীরার আজকাল মনেই থাকেনা
কোনো এক জনমে সে নীরা ছিলো
ডাক হরকরার হলুদ রং খামে
দুগ্ধ ধবল চিঠি
বকের পাখায় ভেসে আসা চৈতালী বিকেল
ভুলতে বসেছে আজ সবই সে...![]()
নতুন কোনো রেসিপি এক্সপেরিমেন্টে
মন নেই আজ আর...
গোধুলীবেলায় গবাক্ষের গরাদছোঁয়া
দৃষ্টি নিয়ে যায় আজ তাকে অন্তহীন ....
দূরদেশে....দূর অতীত হতে ভেসে আসে
কালের যাত্রার ধ্বনী....।![]()
১৬৮|
২৫ শে মে, ২০১২ ভোর ৬:২৬
আমি ভাল আছি বলেছেন: বুঝেছি! দাঁত নেই তো তাই। ঠিক না?
২৫ শে মে, ২০১২ সকাল ৮:৪০
শায়মা বলেছেন: কে বলেছে দাঁত নেই!!!!
বুড়ি হতে পারি কিন্তু আমার আছে দুইপাটি শক্ত মজবুত মুক্তোর মত ঝকঝকে সারি সারি দাঁত বুঝলা!!!!!!!!!!!
প্রমান চাইলে প্রমান দিতে পারি এখুনি।![]()
তাইতো একদিন আমাকে পেপসোডেন্ট থেকে টুথপেস্টের এ্যড করার অফার দেওয়া হয়েছিলো।
সে গল্প একদিন বলবো ওকে????
১৬৯|
২৫ শে মে, ২০১২ সকাল ৯:০১
নীল-দর্পণ বলেছেন: সোয়েটার এর টুপি পড়া কিউটি পুতলুটা দিয়ে দাওনা আমাকে
২৫ শে মে, ২০১২ সকাল ৯:০৬
শায়মা বলেছেন: ওকে ওকে আজকেই পাঠিয়ে দেবো।![]()
১৭০|
২৬ শে মে, ২০১২ ভোর ৬:৫৮
আমি ভাল আছি বলেছেন: অবশ্যই বলবা।
২৬ শে মে, ২০১২ সকাল ৭:০৩
শায়মা বলেছেন: ![]()
১৭১|
২৬ শে মে, ২০১২ বিকাল ৫:৫৪
আমি ভাল আছি বলেছেন: জিহবা দেখিয়ে লাভ নাই।
২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৯
শায়মা বলেছেন: ![]()
![]()
১৭২|
২৭ শে মে, ২০১২ ভোর ৫:৫৮
আমি ভাল আছি বলেছেন: আবারও জিহবা দেখাচ্ছ????
২৭ শে মে, ২০১২ বিকাল ৫:৪৮
শায়মা বলেছেন: হ্যাঁ....![]()
এইবার দেখালাম না....
১৭৩|
২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৩
উপপাদ্য বলেছেন: ব্রাভো, সেন্চুরী...
অনেক অনেক শুভেচ্ছা থাকলো
ব্লগার শায়মা বেঁচে থাকুন চিরকাল
২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১২
শায়মা বলেছেন: ![]()
![]()
থ্যাংক ইউ![]()
১৭৪|
২৮ শে মে, ২০১২ ভোর ৪:৫২
আমি ভাল আছি বলেছেন: আস্তে আস্তে ভাল হয়ে যাচ্ছ দেখা যাচ্ছে ![]()
২৮ শে মে, ২০১২ ভোর ৬:৪৮
শায়মা বলেছেন: ![]()
১৭৫|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৩০
আমি ভাল আছি বলেছেন: কথা হারিয়ে ফেললে? খালি তো ইমো ই দিয়ে যাচ্ছ!
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৩৬
শায়মা বলেছেন: আমি বোবা হয়ে যাচ্ছি! ![]()
১৭৬|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৪৭
মাইশাআক্তার বলেছেন: অভিনন্দন আপু। শততম পোস্ট ভাল হয়েছে ![]()
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৫২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!![]()
১৭৭|
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:০২
আমি ভাল আছি বলেছেন: তুমি বোবা হয়ে ত লাভ নাই। তোমার কলম ত বোবা হবে না!!!!
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: উফফ! তোমার জালায় দেখছি খাতার গাছের গল্পটা আজকেই দিতে হবে!
সেই লেখা না দিয়ে মরে গেলে তুমি তো কবর থেকে আমাকে টেনে আনবে!
ছাড়বে না!![]()
![]()
১৭৮|
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:১৮
আমি ভাল আছি বলেছেন: যে চলে যেতে চায় তাকে ফেরাতে নেই ![]()
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:৩৭
শায়মা বলেছেন: ঐ![]()
১৭৯|
২৮ শে মে, ২০১২ বিকাল ৫:২৭
আমি ভাল আছি বলেছেন: ঐ দেখা যায় তালগাছ ঐ দেখা যায়......
২৮ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৮
শায়মা বলেছেন: ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ
ঐখানেতে বাস করে ভালো আছি ভাইয়া ![]()
১৮০|
২৯ শে মে, ২০১২ ভোর ৪:০৮
আমি ভাল আছি বলেছেন: টাতাবিক রমাআ শবে ন্দছপ ছেয়েহ!!!
২৯ শে মে, ২০১২ বিকাল ৪:০৮
শায়মা বলেছেন: মলাহ শীখু ইবিখু নেশু!
১৮১|
২৯ শে মে, ২০১২ বিকাল ৫:০১
আমি ভাল আছি বলেছেন: বাহ তুম ত একদাম সাত্তে পে সাত্তা হ জি ![]()
২৯ শে মে, ২০১২ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: হে হে হো হো জী!
১৮২|
২৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
আমি ভাল আছি বলেছেন: কিচ্ছু বুঝ নি তো তাই শুধু হে হে হো হো করেই গেলে!!!
২৯ শে মে, ২০১২ রাত ৮:২৭
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!
জানোনা আমি কত চালাক!![]()
১৮৩|
০১ লা জুন, ২০১২ ভোর ৫:৫৮
আমি ভাল আছি বলেছেন: কত চালাক?
০১ লা জুন, ২০১২ সকাল ১০:৩৪
শায়মা বলেছেন: এত!
এত!
এত!![]()
১৮৪|
০১ লা জুন, ২০১২ সকাল ১১:২৩
মেহবুবা বলেছেন: শততম পোষ্টে শত সহস্র শুভেচ্ছা তোমার জন্য।
তোমার ডালমেশিয়ানের আলস্যভঙ্গী দেখে আর তোমার অন্য সব সুখ সুবিধার বিষয়বস্তু দেখে বোঝা যায় তুমি সমাজের সেই স্তরের মানুষ যারা ভাগ্যবান বা ভাগ্যবতী । আবার তাদের জন্য এক ভাবনাও আসে মনের মধ্যে যে তারা জীবনকে জগতকে দুই চোখ মেলে দেখে নিয়ে মনের জগতে ধনী হতে পারে না ; তুমি পেরেছো আর সেই পেরে যাওয়া অংশে আমরা বাইরের লোকেরা মহা আনন্দে ভাগ বসিয়ে বসে আছি ।
তোমার মত আরো অনেকের প্রয়োজন, যারা মনে রাখতে পারে এই দেশের মানুষ আমরা পরস্পরের নিকটাত্মীয়, কেউ বিচ্ছিন্ন নয় ।
সুন্দর ঝলমলে পোষ্টে কেমন গালভরা সব কথা হয়ে গেল ।
মঙ্গলে আর কল্যানে থেকো চিরন্তন ।
০১ লা জুন, ২০১২ সকাল ১১:৫৩
শায়মা বলেছেন: আপুনিমনি
এতদিন কোথায় ছিলে???
কতদিন পর দেখলাম!!!!!!!!!!!!!!!!
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুণে
দেখা পেলেম ফাল্গুনে.......
প্রিয়গান মনে পড়ে গেলো তোমাকে দেখে।
অনেক অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা আপুনিমনি।![]()
১৮৫|
০২ রা জুন, ২০১২ ভোর ৫:২৯
আমি ভাল আছি বলেছেন: আহা ঠিক করে বলই না!
০২ রা জুন, ২০১২ সকাল ৯:০১
শায়মা বলেছেন: আরে ঠিক করেই তো বললাম!!!!!!!!!![]()
১৮৬|
১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:০২
রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার পোস্ট শায়মাজী
একদম টিপিক্যাল শায়মা পোস্ট।
খুব ভাল লাগল উৎযাপন।
কিন্তু একটা কথা জানতে মন চাইছে। এটা আপনার কততম শততম পোস্ট ?
১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: কততম শততম জানিনা জী।![]()
হবে কিছু একটা।![]()
![]()
যাইহোক কবিবরের এই রকম অং বং উদযাপন পোস্ট ভালো লাগায় ধন্য হলাম।![]()
১৮৭|
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: আপনি তখন বলছিলেন আমার শেষ পোস্টে কমেন্ট করতে পারছেন না।সমস্যাটি কি এখনও আছে?সবাই তো কোন প্রবলেম ছাড়াই করতে পারছে।বি:দ্র: আপনাকে আমি ব্লক করিনি।
১৭ ই জুলাই, ২০১২ রাত ১২:২৩
শায়মা বলেছেন: জানি তো!!!!!!!!!!!!
আমাকে ব্লক করবে কেনো!!!!!!!!!
তাই কি হয়!!!
ব্লক করার মত কোনো কাজই আমি করিনা।
না মনে হয় এখন নিশ্চয় প্রবলেমটা নেই।![]()
আমাকে চেক করতে হবে!
১৮৮|
২৩ শে জুলাই, ২০১২ রাত ১১:৪২
মিনহাজুল হক শাওন বলেছেন: শায়মাপু আসলেই অনেক ভাল লেখে, শোনা কথা না, নিজেই দেখলাম।
উম ইয়া ট্যাব-এর ছবিটা দেইখা আমি ... :#>
২৪ শে জুলাই, ২০১২ রাত ১২:১৪
শায়মা বলেছেন: কি??????
ট্যাব এর ছবিটা দেইখা তোমার কি হলো ভাইয়া???
এত লুইজ্জা পেলে চলবে???![]()
১৮৯|
২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৪
নিউ সায়মা বলেছেন: অনেক ভালো লাগলো
২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!![]()
১৯০|
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: শততম পোস্টে আন্তরিক অভিনন্দন! খুবই সুন্দর একটা 'হাবিজাবি' পোস্ট লিখেছিলেন শততম পোস্ট হিসেবে। শেষের অনুচ্ছেদ দুটো হৃদয়স্পর্শী। আমার মত নিশ্চয় আরও অনেকের মনের কথা বলেছেন অনুচ্ছেদ দুটোতে।
"একটা সময় সামুতে এসে মনে হয়েছিল আমি একটা পরিবার পেয়েছি" - এটাতো একটা বিশাল 'পরিবার'ই!
২৮৪০তম পাঠক হিসেবে পোস্টে ৮৪তম 'লাইক' রেখে গেলাম। + +
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৫
শায়মা বলেছেন: ভাইয়া এত ইমোশনাল ছিলাম কেমনে ভেবে অবাক হই আমি।
এখনও ইমোশনাল আছি।
কিন্তু ইমোশন লুকাতে শিখেছি।
১৯১|
১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা চমৎকার হয়েছে।
কাজী রিদয় এর হৃদয়স্পর্শী মন্তব্যটা (১৬৩ নং) পড়ে সত্যিই অভিভূত হয়ে গেলাম!
১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৪
শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া।
কত মানুষ হারিয়ে গেলো এই অনলাইন আর অফলাইন জীবন থেকে।
একদিন আমরাও হারিয়ে যাবো।
আজ সকালে এক ভাইয়া বলছিলো আমি অনেক পাঁজি আছি। কেনো মিলেমিশে থাকি না?
কি করে বুঝাই?
আমি ঠিকই মিলেমিশে থাকি শুধু মানুষেরাই তার এক্সপেকটেশন লেভেল বাড়িয়ে দেয়।
আর এই এক্সপেকটেশন পৃথিবীর সবচাইতে ভুল করা ভুল।
যাইহোক আরও হেসেছি ভাইয়াটা বলে, সে নাকি আমার নামে অনেক সমালোচনা লিখতে চায় রাগে কিন্তু ব্যান খাবার ভয়ে লিখে না হা হা হা হা হা হা হা হা
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১২ রাত ১০:২৮
ফয়সাল তূর্য বলেছেন: ১ম ভালো লাগা!