নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১

আমি যখন থেকে পড়তে শিখেছি তখন থেকেই বাসার দৈনিক পত্রিকার সেই বিশেষ দিনটিই আমার বিশেষ প্রিয় ছিলো, যেদিন ছোটদের জন্য বিশেষ একটি পাতা থাকতো। ছোটদের জন্য লেখা সেসব ছড়া, কবিতা বা গল্প আমি মনের হরষে পড়ে ফেলতাম। খুব ইচ্ছে হত তখন থেকেই আহা আমার লেখাও যদি ওমন ছাপার অক্ষরে কখনও দেখতে পেতাম। কাব্যচর্চার সেই প্রানান্তকর প্রচেষ্টার শুরু আমার সেই শিশুবেলা থেকেই। একবার আমার মামা আমার এত শখ দেখে আমার লেখা অংবং একটি ছড়া কিছু কারেকশন করে পাঠিয়ে দিলেন ইত্তেফাকে। আর কিছুদিন পর আমাকে অবাক করে দিয়ে ঠিক ঠিক সেই ছড়াটাই আমার নামে দেখা গেলো দৈনিক পত্রিকার আমার সেই প্রিয় পাতায়। যদিও সেই লেখাটার প্রায় খানিকটাই মামাজানের সাহায্য নিয়ে লেখা ছিলো তাই পুরো ক্রেডিটটা নিজেকে দিতে পারছিলাম না। :(
এই ভাবে স্কুল, কলেজ পত্রিকা, ছোটখাটো ম্যাগাজিনের গন্ডি পেরিয়ে ও সামুতে নিয়মিত আবোল তাবোল মনের যা খুশী লিখতে লিখতে একটা সময় বুঝতে পারলাম আমি আমার কর্মক্ষেত্রে মানে আমার স্কুলে বাচ্চাদের জন্য অনেক কিছুই লিখতে পারছি। বিভিন্ন নাটক, পাপেট শো এর স্ক্রিপ্ট, উপস্থাপনা বা অনুষ্ঠানের ধারা বিবরণী লিখতে লিখতেই একদিন ষোলোই ডিসেম্বর আমাদের সাংস্কৃতিক স্কুলের বিজয় দিবসের একটা অনুষ্ঠানে বাচ্চাদের আবৃতির উপযোগী কবিতা দরকার হয়ে পড়লো। কিন্তু মনমত কিছু তেমন পাওয়া যাচ্ছিলো না। আমরা চাইছিলাম পুরো ইতিহাসটাই একটা কবিতায় ছোটো করে। অতঃপর আমি বসে গেলাম ইতিহাসটাকেই ফার্স্ট টু লাস্ট কবিতার ছন্দে লিখে ফেলতে। তারপর মেয়েদেরকে সবুজ শাড়ী আর ছেলেদেরকে লাল পাঞ্জাবী পরিয়ে যখন সেটা আবৃতি করানো হলো । এতটুকু পিচ্চিপাচ্চিদের সেই অসাধারণ পারফরমেন্সে সবচাইতে বেশী মুগ্ধ হলাম আমি। সাথে তাদের বাবা মা ও আমার সকল কলিগেরা। সেই হলো আমার অনুপ্রেরণা।
মনে পড়লো আমার ছেলেবেলা। এরপর একটা বছর বসে বসে শুধু বাবুদের জন্য লিখলাম। আসলে আমাদের বিজয় দিবস, আমাদের পতাকা, বাংলাদেশে ফুল ফল মাছ সবই যেন আমাদের বাবুরা শিখতে পারে মনের আনন্দে, ছড়া ও ছন্দে সে কথাটা মনে আসলো বলেই লিখতে শুরু করলাম ওদের জন্য।

লেখাগুলো শুধুই মজা করে লেখা না বরং কিছু শিক্ষনীয় বিষয় মাথায় রেখে লিখেছি আমি , ভাগ করেছি কয়েকটা ক্যাটাগরীতে। যদিও সেই ভাগাভাগির ব্যাপারটা লেখার সময় মাথাতেই ছিলো আমার। যেমন বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, এবং শিশুদেরও যে বড়দের প্রতি, গরীব মানুষদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে সে ব্যাপারগুলো আমি আমার কবিতায় আনার চেষ্টা করেছি। ক্রমশ নিষ্ঠুর হয়ে ওঠা এই পৃথিবীতে শিশুরা বড় হয়ে উঠুক সহমর্মিতা, ভালোবাসা আর মমতায় আমার চাওয়া এতটুকুই। গড়ে তুলুক তারা সুন্দর একটি পৃথিবী।

আমার লেখা কবিতাগুলোর মাঝে বাংলাদেশের ইতিহাসে রয়েছে....
ষোলোই ডিসেম্বর বা আমাদের বিজয় দিবসের কথা-

ষোলোই ডিসেম্বর
রোজ সকালে পাখির ডাকে ভাঙ্গে আমার ঘুম,
মায়ের ভাষায় মাকে ডাকি, মা চোখে দেয় চুম।
লাল সুরুযের আলো মেখে ভোরের গান গাই,
সবুজ সজীব হাওয়ায় ভেসে প্রান্তরেতে ধাই।
আমার দেশের মতন এমন দেশটি যে নেই কোনো,
একাত্তরের গল্প বলি চুপটি করে শোনো।
২৫শে মার্চ কালোরাতের অসীম অত্যাচারে,
শত্রুরা যে দিলো হানা হঠাৎ অন্ধকারে ।
লাল সবুজের প্রতিবাদে মুখর হলো দেশ,
উঠলো রুখে বীর বাঙ্গালী মুক্তি অনিঃশেষ।
নয়টি মাসে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে,
মুক্ত করে নিলো স্বদেশ নিজের পরিচয়ে।
হাতে নিয়ে বিজয় কেতন আসলো ফিরে ঘরে,
বাংলাদেশের মুক্তিসেনা ষোলোই ডিসেম্বরে।

আমরা আমাদের পতাকাকে ভীষন ভালোবাসি। একটি পতাকা যেন একটি দেশের প্রতিচ্ছবি। পুরো একটি দেশকে বহন করে একটি পতাকা। পতাকার মূল্য ও পতাকার ঐ লাল সবুজের মানেটা শিশুরা বুঝে নিতে শিখুক মনে প্রাণে তাই আমাদের প্রিয় পতাকাকে নিয়ে আমার লেখা-
ঐ পতাকার মানে
লাল সবুজে গড়া মোদের বাংলাদেশের কেতন,
কি তার মানে জানো তুমি, করো কি তার যতন?
নতুন দিনের সূচনাতে লাল সূর্য্য ওঠে,
তাহার আলোর পরশ নিয়ে কাননে ফুল ফোটে।
শস্য হাসে মাঠের পরে, ভাসে রোদের আলো,
রক্ত রাঙ্গা সূরুয তোমায় অনেক বাসি ভালো..........

প্রিয় পতাকার কথা লিখতে গেলে যেন শেষই হয়না। বার বার লিখতে ইচ্ছে করে প্রিয় পতাকাকে নিয়ে আর তাই -
লাল সবুজের ঐ পতাকা
লাল সবুজের পতাকাটা উড়ছে উর্ধাকাশে,
বাংলাদেশের বিজয় গাঁথা ঐ পতাকায় ভাসে।
বলছে সে তো তাদের কথা ষোলোই ডিসেম্বরে,
বিজয় নিয়ে ফিরেছিলো যেই ছেলেরা ঘরে।
ফুটিয়েছিলো মায়ের মুখে বোনের মুখে হাসি,
মাতৃভুমি সোনার বাংলা তোমায় ভালোবাসি.......

শত শত বীর শহীদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা। মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জনকারী সেই সব মহান সৈনিকদের অবদান ভুলে যাবার নয়। তাদের স্মৃতির উদ্দেশ্যে গড়েছি আমরা স্মৃতিসৌধ। সেই প্রতিদান ভুলে যাবার নয় আর তাই তো স্মৃতিসৌধ আমাদের কাছে এতটা তাৎপর্য্যবাহী।
জাতীয় স্মৃতিসৌধ
চল মা যাই স্মৃতিসৌধে, ওদের চরণতলে,
দিয়ে আসি স্মৃতির অর্ঘ, ওদের বেদীমূলে।
জানিয়ে আসি শ্রদ্ধা আর ভালোবাসা আমার,
প্রানের বিনিময়ে যারা দিলো এ দেশ উপহার........

আমরা বাংলাদেশী। আমাদের আছে জাতীয়, ফুল, ফল ও বিশেষ বিশেষ বৈশিষ্ঠ আর সেসব নিয়ে লিখেছি-
জাতীয়তা
বাংলা দেশে বাস করি আমরা বাংলাদেশী
বাংলা মোদের জাতীয় ভাষা, আমরা বাংলা ভাষী ।
শাপলা শালুক ঝিলের জলে ঝিলমিলিয়ে দোলে
জানো নাকি শাপলা ফুলকে জাতীয় ফুল বলে ........

বাংলা আমাদের মাতৃভাষাা। পৃথিবীতে একমাত্র আমরা বাংলাদেশীরাই লড়াই করে জিনে নিয়েছি মায়ের ভাষাকে। সেই সব ভাষা শহীদদের অবদান কখনও ভুলে যাবার নয়।
বাংলা ভাষা
ভুলবোনা কোনোদিন, ভাষা শহীদের ঋণ
যে ভাষায় কথা বলি শুরু হয় প্রতিদিন
যে ভাষায় গান গাই প্রাণ খুলে হাসি
যে ভাষায় মাকে ডাকি মাকে ভালোবাসি........

স্বাধীনতা ছাড়া নিশ্বাসটুকু অর্থহীন। আর আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে-
স্বাধীনতা
স্বাধীনতা মানে মায়ের গলায় ঘুম পাড়ানিয়া গান
স্বাধীনতা মানে খুব ভোরে জাগা শিউলী তলার ঘ্রাণ।

স্বাধীনতা মানে লাঙ্গল জোঁয়ালে বাবার মুখের হাসি
স্বাধীনতা মানে এ দেশ আমার বাংলাকে ভালোবাসি .....


যাদের অবদানে পেয়েছি এ দেশ, পেয়েছি বাংলার কবিতা, সেসব মানুষের অবিস্মরণীয় অবদান, তাদের দুঃসাহসিক অভিযানের কাহিনী, জীবনী জানতে সেই সব বীরশ্রেষ্ঠদের নিয়ে -

বীরশ্রেষ্ঠদের কথা
ছিলো তারা সাতজনা, ছিলো সাত প্রাণ
সতেজ, সজীব দেহ, বুক ভরা গান।
এ দেশকে বেসেছিলো, বড় বেশী ভালো
আশা ছিলো জ্বালাবেই, ঘরে ঘরে আলো।
মুক্তিযুদ্ধে তারা শপেছিলো প্রাণ
ভুলি নাই ভুলবোনা তাহাদের দান .....

যার কারণে পেয়েছি এ দেশ। স্বাধীন দেশের আলো হাওয়ায় শ্বাস নিয়ে বেঁচে আছি। বাংলাদেশের জনক যিনি। সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জীবনি নিয়ে-

বঙ্গবন্ধু
বাংলাদেশে বাস করি বাংলা মোদের কৃষ্টি
জানো তুমি তোমার এ দেশ কে করলো সৃষ্টি?
বাংলাদেশের জনক তিনি বাংলাদেশের প্রাণ
জীবনবাজি করেছিলেন রাখতে দেশের মান।

উনিশো বিশ সতেরই মার্চ জন্মেছিলেন তিনি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বলে সে গ্রাম চিনি ........

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দুঃসাহসী, বিদ্রোহের সূর থেকে চির মমতা ঝরে পড়ে যার গান ও কবিতায় সেই জাতীয় কবির জীবনি নিয়ে-

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে
জৈষ্ঠমাসের এগারো তারিখ তেরোশো ছয় সনে,
জন্ম নিলেন দুখু মিয়া বাংলার বুলবুল
তিনিই মোদের জাতীয় কবি কাজী নজরুল.......


বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে-

বাংলাদেশের ঋতু
বাংলাদেশে ছয়টি ঋতু ছয়টি রকম রঙে
নানান সূরে গান গেয়ে যায় খেলে নানান ঢঙে
গ্রীস্মকালে তালের পাখায় জুড়োয় আদুল গা
নানান রকম ফলের স্বাদের হয়না তুলনা ........

নানান পেশায় বাংলাদেশ
কৃষকভায়া ধান বুনে যায় রোদ বৃষ্টি ঝড়ে
সে ধান ওঠে, চাল হয়ে যে আসে মোদের ঘরে।
ডাল সব্জী আলু পটল রোপন করেন চাষী
কৃষকভায়া, চাষীভায়া তোমায় ভালোবাসি......

বাংলাদেশের ফল
আমার দেশের ফলের কথা কি বলবো ভাই
নানান স্বাদে নানার পদে তুলনা তার নাই।
মধুমাসে মধুর স্বাদের নানান রকম আম
রঙিন মুখে খেতে মজা বাংলাদেশের জাম......

বাংলাদেশের পাখি
গানের পাখি দোয়েল, শ্যামা, পাপিয়া, বুলবুলি
রোজ সকালে গান গেয়ে যায় ভোরের দূয়ার খুলি
তোতা, টিয়া, ময়না দোলে সোনার খাঁচাটিতে
শিষ দিয়ে যায়, বলে কথা আকাশটা তার মিতে ........

পুতুল
আমার আছে মাটির পুতুল, পটুয়া রঙ দিয়ে
এঁকেছে তার রঙিন শাড়ি, অনেক যতন নিয়ে,
একেছে চোখ, এঁকেছে নাক, এঁকেছে তার চুল
কুমোর বাড়ির পুতুল সে যে, নেই তো কোনো ভুল .....

বাংলাদেশের পিঠা
আমার বাড়ি গন্ডগ্রামে শহর থেকে দূরে
রহীমুদ্দীর আসমানীদের সেই যে রসুলপুরে।
কাঁদি ভরা খেঁজুর গাছে পাকা খেঁজুর দোলে
শীতের দিনে সেই গাছেতেই রসের হাড়ি ঝোলে .......

হাজার নদীর গড়া মোদের সোনার বাংলাদেশ
কর্ণফুলী, শীতলক্ষা, পদ্মা, মেঘনা
কুশিয়ারা, তিতাসনদী, সুরমা, যমুনা
চিত্রা, করোতোয়া নদী, গড়াই আর সোনাই,
বাংলাদেশে নদীর খবর এবার বলে যাই .......


বাংলাদেশের পর্যটন
অবারিত সাগরের অনাবিল হাওয়া
দিগন্ত ছুঁয়ে যেথা করে আসা যাওয়া
প্রকৃতির সাথে মাতে উত্তাল স্রোত
ঘুরে এসো সেথা থেকে পতেঙ্গা সৈকত।


সুন্দর বন
সুন্দরী গাছে ভরা সুন্দর বন
গেওয়া, কেওয়া, ধুন্দুল, পশুর, গড়ান
তিনশত চৌত্রিশ প্রজাতির গাছে
সুন্দরবন সেথা সদা ভরে আছে ।

বাংলাদেশের ফুল
গোলাপ, বেলি, যুঁই, চামেলী, টগর, পলাশ, বকুল
আমার দেশে ফোটে যে ভাই নানান রকম ফুল ।
নাগকেশর আর কাঠালচাঁপার গন্ধে ব্যাকুল প্রাণ
রাতের বেলা সুবাস ছড়ায় হাস্নাহেনার ঘ্রান।

বাংলাদেশের খেলা
এক্কা দোক্কা
ছকঘর কেটে কেটে এক্কা ও দোক্কা
তেক্কা ও চৌকাতে পঞ্চমে ছক্কা
গুটি ফেলে এক পায়ে লম্ফ ও ঝম্প
খুকুমনি খেলে তাই হলো ভূমিকম্প ...

গোল্লা ছুট
গোল্লার দল থেকে দাও এক ছুট
হই হই রই রই ধর ধর হুট

পহেলা বৈশাখ
টাক ডুমা ডুম বাজছে ঢাক
তারই সাথে বাজছে শাঁখ।
আবার এসেছে ফিরে পহেলা বৈশাখ .......


ছোট, বড় ধনী, দরিদ্র ,সকল জাত পাত ধর্ম বর্ন নির্বিশেষে আমরা একই পরিচয়ই ধারণকারী আর তা হলো আমরা বাংলাদেশী। ঝড়, জল শীতে একজন কষ্ট পাবে অন্যেরা আয়েস করে ঘুমাবে এমন স্বার্থপরতার বেড়াজাল ছিন্ন করে আমাদের শিশুরা যেন শিশুকাল থেকেই বেড়ে ওঠে বুক ভরা মমতা ও একে অন্যের জন্য সহানুভুতি নিয়ে-

শীতবস্ত্র দান
মনে আছে ব্ল্যাকশীপ আর ছোট্ট ছেলের কথা,
বাস করতো পথের ধারে ছিলো অনেক ব্যাথা।
দুঃখী ছেলে অনাথ শিশু কেউ ছিলো না তার,
ছিলো না তার গরম জামা, ছিলো না আহার।
কালো ভেড়া তারে দিলো এক বস্তা উল
গরম জামা পরলো ছেলে আনন্দে দুলদুল।
এমন অনেক দুঃখী ছেলে আছে পথে পথে
নেই তো একটা গরম জামাও ভীষন শীতের রাতে ............

আমাদের অনেকের বাড়িতেই নানা রকম কাজে সহায়তা করেন দরিদ্র কিছু মানুষ। তাদের প্রতি আমাদের ব্যাবহার সদা ও সর্বদা যেন সুন্দর হয় সেই অভ্যাসটি শিশুকাল থেকেই গড়ে উঠতে হবে আমাদের শিশুদের মাঝে-

গরীবদের প্রতি ব্যাবহার
সকালবেলা যখন তুমি ঘুম ভেংগে রোজ ওঠো
নাস্তা খেয়ে টিফিন নিয়ে স্কুলেতে ছোটো
তোমার টিফিন, কাপড়, জামা সব গুছানো থাকে
ঘর বাড়ি সব ঝা চকচক সেই ঠিকঠাক রাখে।
তোমায় নিয়ে চড়িয়ে গাড়ি স্কুলে সে নেয়
যখন যেথায় ইচ্ছা তোমায় সেই যে নিয়ে যায়
সিটবেল্টটা বেঁধে দিয়ে সাবধানেতে রাখে ..........

পথশিশুদের জন্য-
বকুল
নামটি আমার বকুল, আমার বাড়ি পথের পরে
রোজ সকালে গাঁথি মালা অনেক যতন করে।
একটা গাড়ি যেই ছুটে যায়, মালা নিয়ে ছুটি

শিশু মনের নানা রকম আনন্দ আর আবিষ্কার এবং তাই নিয়ে লেখা কবিতা-
ছেলেবেলায় রঙ নিয়ে খেলতে ভালোবাসেনা এমন কাউকেই মনে হয় খুঁজেই পাওয়া যাবেনা। আর শুধু তাই নয় রঙের সাথে রঙ মিলিয়ে নানা রঙ তৈরীর খেলাও যে কত মজার-

রঙ্গের খেলা
এক দুপুরে আবিষ্কারে ভীষন অবাক হলাম
রঙ্গের খেলা যাদুর খেলা জানতে আমি পেলাম।

লাল আর সাদা মিলিয়ে দিলে গোলাপী রঙ হয়
লাল কালোতে খয়েরীটাও দেখতে মন্দ নয় ......

ছেলেবেলায় গান, নাচ বা আঁকাআঁকি শেখার অভিজ্ঞতাটাও কম মজার নয়। একেকজনের জন্য অবশ্য একেকরকম। তবে মজার সেই স্ম্বতিগুলি নিয়ে লেখা-

গান শেখা
হারমোনিয়াম বাজিয়ে আমি গাইছি নিধাপাধা
সেটাই নাকি করতে হবেই সেটাই গলা সাধা ।
পাশের বাসার রুম্মামনি হারমোনিয়াম নিয়ে
তরতরিয়ে বাজায় কেমন আলগোছে মন দিয়ে
ইষ্টি কুটুম মিষ্টি কুটুম কুটুমপাখির ছা ............

শামার নাচ
প্রথম শামা নাচতে গেলো স্টেজটার পরে
সাজিয়ে দিলেন মা যে তাকে অনেক যতন করে।
লাল শাড়িটা কুঁচিয়ে তাতে লাগিয়ে জরীর লেস
ঘাঘরি করে দিলেন যেন দেখতে লাগে বেশ ........

ছবি আঁকা
ছোট্ট ববি আঁকছে ছবি মনের সুখে রঙ্গে
কত্ত কিছু আঁকছে ববি নানান রকম ঢঙ্গে,
আঁকছে পুশি, বাঘের মাসী, আঁকছে হলুদ হুলো ..........

ছবি আঁকা
ডরু যখন ছোট্ট তখন শিখলো প্রথম আঁকা
যা দেখে তা আঁকতে হবেই হোক না আঁকা বাঁকা।
স্কুলেতে ছবির খাতায় আঁকলো মন দিয়ে
নদীর ঘাটে বউ চলছে কলসী কাঁখে নিয়ে।
কলাগাছটা দাঁড়িয়ে আছে নদীর ধার ঘেসে .........

ছোটবোন তো সকলেরই অনেক অনেক আদরের। তেমনি একজনকে নিয়ে লেখা-
ছোট বোন
সে যে আমার ছোট বোন
প্রানের চেয়েও প্রিয় আমার ভালোবাসার কোন
লাল নীল রঙ সবুজ জামায় সাজিয়ে দিতাম ওকে
কি সুন্দর লাগতো ওকে বলতো পরী লোকে ............


কবিতাগুলো লিখছিলাম বটে এবং সেসব কখনও কোনোদিন ছাপার অক্ষরে বের করবার সুপ্ত বাসনাটুকুও হয়তো মনের মাঝারে মাঝে মধ্যে উঁকিঝুকিও দিত কিন্তু তারপরও কখন বা কবে সেটার বাস্তবায়ন ঘটাবো এমন কোনো ভাবনা মাথায় ছিলোনা। কিন্তু একদিন ফেসবুকে হানিফ রাশেদীন ভাইয়া বললো ভাইয়া নাকি তার প্রকাশনী থেকে এবারে কিছু বই ছাপাবে এবং আমাকে আমার খোকাভাই সিরিজসহ কবিতার বই বের করবো কিনা জিগাসা করলো। যদিও আমার খোকাভাই কবিতাগুলি আর বসন্তদিন সিরিজ আমার খুব প্রিয় একটা কবিতা ও গল্প সিরিজ। তবুও আমি ভাইয়াকে বললাম এই সব কে পড়বে ভাইয়া তার থেকে বাচ্চাদের জন্য লেখা আমার এই কবিতাগুলো দেখো। ভাইয়া কবিতাগুলো দেখে বললো, আপু আমার তো এখনই এইগুলো ভাল লাগছে আর বাচ্চাদের জন্য এটা হবে দারুন উদ্যোগ! ব্যাস ভাইয়াকে কথা দিয়ে দিলাম যে ভাইয়া এ বছরেই হবে বাচ্চাদের জন্য আমার কবিতার বই। আর তার পর আমার স্বপ্ন আর ইচ্ছেটাকে সফল রুপে চোখের সামনে হাজির করলো আমার প্রিয় হানিফ রাশেদীন ভাইয়া।

তবে এই ব্যাপারে যখন কথা হচ্ছিলো এবং ভাইয়া আরও দু একটা কবিতা চাইলো আর ঠিক সেদিনই সারাদেশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলো একটি ভয়ংকর নাটকীয় মুহুর্তের জন্য। আমরা অপেক্ষা করছিলাম ছোট্ট শিশু জিহাদকে যেন মৃত্যুকুপ হতে মায়ের বুকে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু সবার সব আশা নিরাশা করে দিয়ে জিহাদ চলে গেলো না ফেরার দেশে। শিশুর নিরাপদ বাসস্থানের চাহিদাটুকু পূরনের স্বপ্ন বা অভিমান নিয়েই বুঝি এই ভাবে প্রতিবাদ করে গেলো সে। আমার মনটা খুব খারাপ ছিলো- লিখলাম আমি জিহাদের জন্য-
জিহাদের স্নপ্ন
রন্টু বাবুল, দুলাল, সেতু ডাকলো ওরে আয়
শীতের ডরে ডরেনা বীর খেলতে মোরা যাই।
বিকেল বেলা ঘরের মাঝে বসে কি কেউ থাকে?
শিগ্গিরি আয় বোকনু ছেলে সঙ্গীরা সব ডাকে।

শিশুদের জন্য চাই নিরাপদ বাসস্থান, খাদ্য, বস্ত্র , শিক্ষা ও চিকিৎসা ব্যাবস্থা।
৩৫ টি কবিতা নিয়ে আমার লেখা শিশুকিশোরদের উপযোগী বই " হৃদয়ে বাংলাদেশ" বাংলাদেশের সকল শিশুদের জন্য উৎসর্গ করলাম। বইটি গত বৃহস্পতিবারে বইমেলায় এনেছে হানিফ রাশেদীনভাইয়া তার প্রতিকথা প্রকাশনী থেকে যা লিটল ম্যাগ চত্বরে ভাইয়ার প্রতিকথা স্টলেই পাওয়া যাচ্ছে।

"হৃদয়ে বাংলাদেশ" এই বইটি বিষয়ক কিছু কথা-

বই এর নাম- হৃদয়ে বাংলাদেশ
বই এর ধরন- শিশু কিশোর বিষয়ক কবিতাবলী
বিষয়- বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি
মানবিক উন্নয়ন ও সুঅভ্যাস চর্চা
শিশু মনের নানারকম অনুভুতি
প্রকাশনী- প্রতিকথা
প্রচ্ছদ - মোস্তাফিজ কারিগর
পাওয়া যাবে- প্রতিকথা স্টলে ( লিটিল ম্যাগ চত্বর)
মূল্য : ৮০ টাকা

উপযোগীতা- বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, পহেলা বৈশাখ ও দেশাত্ববোধক এবং শিশুদের যে কোনো অনুষ্ঠানে আবৃতিযোগ্য।


সবাইকে ভাষার মাসের শুভেচ্ছা---

মন্তব্য ৩৬১ টি রেটিং +৩৮/-০

মন্তব্য (৩৬১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লেখাগুলো খুব ভালো লাগছে ।

আর একটা আবদার , স্ক্রিপ্ট নিয়ে আপনার পোস্ট চাই ।


শুভেচ্ছা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

শায়মা বলেছেন: ভাইয়া স্ক্রিপ্ট নিয়েও লিখবো!!!!!!!:)


অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।:)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

আমি ভাল আছি বলেছেন: Congratulations

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

শায়মা বলেছেন: :)


:)


:)

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর কাব্যগ্রন্থখানি রচিয়া ইতিহাস হয়ে গেলেন।
সেই সাথে চন্দ্রের পরী হয়ে মর্ত্যে নেমে এলেন !


অনেক ভালোলাগা রইল ! +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

শায়মা বলেছেন: ঐ ভাইয়া তুমি গিয়েছিলে তাইনা???


হানিফভাইয়া আর রানাভাইয়া বলেছে আমাকে!:)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: বইটির সাফল্য কামনা করছি। বেশ কিছু পড়লাম। সুন্দর।

ভাল থাকুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!

অনেক অনেক থ্যাংকস!!!!!!:)

আমি চাই বাবুরা এই কবিতাগুলি বিভিন্ন অনুষ্ঠানে আবৃতি করুক।:)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০

নিলু বলেছেন: এক লেখায় , অনেক লিখা , অভিন্ন লেখার দিক , ভালো দিক , ভালো লিখা , লিখতে থাকুন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

শায়মা বলেছেন: আপুনি আমি আমার বইটাকে বিশ্লেষন করেছি। এই লেখাগুলিই আছে সেখানে।:)


অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!!!!!!!:)

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:




সবকিছু মিলে ভালো লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া। এটা আমার এবার প্রথম ছাপার অক্ষরে বের হওয়া বই এর গল্প!!!:)

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: অটোগ্রাফ কেমনে নিবো ?
অটোগ্রাফ ছাড়া বই কিনবো না কিন্তু ;);)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!


তোমাকে স্পেশাল অটোগ্রাফ উইথ ফোটোগ্রাফ বাড়ি পৌছে দেওয়া হবে!:)



আর মোড়ক উন্মোচন তুমি করবে আমার তরফ থেকে ছোটভাইয়া আমার!!!!!:)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: হৃদয়ে বাংলাদেশে কথা জানলাম। মনে হচ্ছে এটি বাংলা সাহিত্যের একটি সম্পদ হতে যাচ্ছে।

অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য ও আপনার শিশুদের জন্য।


০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

শায়মা বলেছেন: আরে কি বলো ভাইয়ামনি!!!!!!!


আমার ধারনা থিমটা অনেক সুন্দর কিন্তু আমার চাইতে এই বিষয়গুলো নিয়ে আরও ভালো কেউ লিখলে কত যে ভালো হতো!!! উপকার হত!!!

আজকাল তো শিশুদের নিয়ে কেউ লিখেই না। সেই আগে যারা লিখে গেছেন!!!:(

আর কিশোরদের কথা তো মনে হয় সবাই ভুলেই যাচ্ছে। :(


অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: মোড়ক উন্মোচন কবে । বইয়ে অনেকেই চায় লেখিতার অটোগ্রাফ থাকুক ।হুমায়ূন আহমেদ স্যার তো মেলায় বসে অটো গ্রাফ দিতেন । পাঠকের ওটুকু দাবী মেটাতে না পারলে তারা মনে কষ্ট পাবে । তাছাড়া ব্লগাররা তোমার অটোগ্রাফ নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ।
মোড়ক উন্মুচনের লাইসেন্স থাকলে না হয় আমিই করতাম। ;) ;) ওতেও বিপত্তি তোমার ফ্যানদের হাতে মার খাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকছে ।

বইয়ের কন্টেন্ট খুব ভাল বলেই মনে হচ্ছে ।শুধু অটোগ্রাফের অভাবে লোকজনের আগ্রহ কমে যাবার আশংকা করছি ।প্রচারেই প্রসার একটা কথা আছে না ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

শায়মা বলেছেন: মোড়ক উন্মোচন কবে জানিনা।:( রাশেদীনভাইয়া জানে আমাকে জানালে সেটা উন্মোচন করবে আমার অপুভাইয়া। আর আমার অটোগ্রাফ দেবে রাশেদীন ভাইয়া।:)


আর আমি কি হুমায়ুন আহমেদ নাকি !!!!!!!!!!! কোথায় হুমায়ন আহমেদ কোথায় আমি!!!:(

আমার অটোগ্রাফ দরকার নেই। তার থেকে বাবুদেরকে দিয়ে পড়ালেই চলবে। আমি তাতেই খুশী।:)

বই এড় কন্টেন্ট আমার চাইতেও ভালো কেউ যদি লিখতো আসলেই অনেক অনেক ভালো হত।

তবে আমিও অনেক অনেক যথাসাধ্য চেষ্টা করেছি যেন বাচ্চাদের জন্য যথার্থ উপযোগী হয়।

প্রচার ফ্রচার জানিনা আমার মনে হলো আমার লেখার উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে একটা লেখা থাকা উচিৎ আর তাই লিখলাম।


তবে আমি সত্যিই চাই বাংলাদেশের গ্রামে গঞ্জেও শিশু কিশোরেরা পড়ুক আমার কবিতা তাদের নানা অনুষ্ঠানে। :)

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: আবারো আবোল তাবোল বকা শুরু করেছো । :P :P

তোমার বই তুমি অটোগ্রাফ দিলে বেশি লোকে কিনত আর পড়ত । রাশেদীন ভাই খুশি হতেন অপু তানভীর ভাই খুশি হতেন । সব ব্লগার একত্রিত হয়ে বই কিনতেন ।

লেখকের উপস্থিতি গুরুত্বপূর্ণ প্রচালনার ক্ষেত্রে আর তুমি তো মহা তারকা ব্লগার । সোনাবীজ ভাই যেখানে তার মোড়ক উন্মুচনে তোমাকে চাচ্ছে । সেখানে তুমি নিজেই নিজরটাতে থাকছো না ।

প্রকাশক মনে মনে কষ্ট পাবেন আমি জানি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

শায়মা বলেছেন: অটোগ্রাফ ছাড়া বুঝি মানুষ পড়েনা???

এই তথ্য কই পেলে???



রাশেদীন ভাইয়া খুশী হলে রাশেদীনভাইয়াকে অটোগ্রাফ দিয়ে দেবোনে।:)


আমি মহা তারকা!!!!!!!!!!!!!

হায় হায় এমনিতেই আসমানে ছিলাম এখন হঠাৎ দেখি আমি মহাশূন্যে !!!!!!! B:-)



আর সোনাবীজভাইয়ার কথা বলতে এসোনা ভাইয়া। সোনাবীজভাইয়াকে আমার চাইতে তো আর তুমি বেশি চেনোনা। ভাইয়া নিজেই তো থাকছে না ।:)


যাইহোক বইমেলায় তো যাবোই। তবে আমার সত্যিই লজ্জা লাগে অটোগ্রাফ মটোগ্রাফ।:(

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: দেশপ্রেম, মানবতা, আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য সবইতো কবিতায় কবিতায় বাচ্চাদের জন্য তুলে এনেছ। নিঃসন্দেহে একটা চমৎকার শিশুতোষ বই হয়েছে, যা পড়ে আমাদের বাচ্চারা এগুলো সম্বন্ধে অনেক ধারণা পাবে এবং ছোট বেলা থেকেই এগুলো হৃদয়ে পোষণ করবে। ফলে বড় হলেও তাদের মধ্যে দেশ অনেক প্রিয় হয়ে থাকবে। খুব ভালো উদ্যোগ মাস্টারনী। অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইলো। বইটি বাচ্চারা আগ্রহ ভরে পড়বে এটাই প্রত্যাশা করছি। ভালো থেকো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

শায়মা বলেছেন: আগ্রহ ভরে পড়বে কিনা জানিনা তবে এই বিষয়গুলো পড়তে বাবা মায়েরাও যদি উৎসাহিত করে তাহলে ভালোই হবে। আজকাল তো ডিজিটাল যুগে বাচ্চারা বই পড়া ভুলতে বসেছে ভাইয়া।:(

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০

আবু শাকিল বলেছেন: লেখাগুলো পড়লাম। বেশ ভাল লিখেছেন।
মজার এবং শিক্ষনীয়।

আপনার চাওয়া পূর্ণ হোক -

"
ক্রমশ নিষ্ঠুর হয়ে ওঠা এই পৃথিবীতে শিশুরা বড় হয়ে উঠুক সহমর্মিতা, ভালোবাসা আর মমতায় আমার চাওয়া এতটুকুই। গড়ে তুলুক তারা সুন্দর একটি পৃথিবী।

ধন্যবাদ শায়মাপু ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

আমি সত্যিই চাই বাচ্চারা আমার লেখাগুলো পড়ুক।:)

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

আরজু পনি বলেছেন:

ঘুমাতে যাব ভাবছি তখন সাম্প্রতিক মন্তব্যের ঘরে আপনার পোস্ট...
বইটি আমার কন্যার জন্যে সংগ্রহ করবো আগেই ঘোষণা দিয়েছি।


খুব অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করছি। এই নিয়ে পরপর তিনটি পোস্টে আমি লাইক বাটন চেপেছি ৪ নম্বরে !


বইটির জন্যে অনেক শুভকামনা রইল ।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!



কন্যার জগ্য শুধু সংগ্রহ না। বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে আবৃতি করতে শিখিয়েও দিও আপুনি!!! আর সেটা রেকর্ড করে আমাকে শুনাবে প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!!!!!!!



অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!!!!!

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

বিদ্রোহী বাঙালি বলেছেন: হুম! ডিজিটাল যুগের বাচ্চারাও ডিজিটালে মজে থাকতে চায়। দায়িত্বটা অবশ্যই বাবা মার তারা বাচ্চাদের হাতে কী তুলে দিবেন। তুমি তোমার কাজ করেছ। এখন বাবা মাকে তাদের কাজটা করতে দাও।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪

শায়মা বলেছেন: ভাইয়া আমাদের একটা ঠাকুমার ঝুলি আমরা কত শত বার পড়েছি আর এখন সেসবের বদলে এসেছে সিডিতে ঠাকুরমার ঝুলি থেকে টম এ্যান্ড জেরী।

কম্পিউটার গেমস, এক্স বক্স, প্লেস্টেশন, গেম বয়,, পিএসপি, জে এক্সডি

মাই গড মাথা খারাপ হয়ে যাবে সব নাম মনে করতে গেলে। এসব ছেড়ে কেনো কষ্ট করে বই পড়তে যাবে!!!:(

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক অভিনন্দন শায়মা।

সাফল্য কামনা করছি আপনার এই উদ্যোগের।

অনেক পাঠক প্রিয়তা অর্জন করুক বইটি।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া।

অনেক ভালো থাকো ।:)

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

জাফরুল মবীন বলেছেন: ভূত দেখলেও জীবনে কখনও পরী দেখিনি।তাই অপ্সরা দেখার অভিলাষ তাঁর কর্মের মাঝেই খুঁজে নিতে হবে :)

অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ব্লগ পরীর জন্য :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

শায়মা বলেছেন: ভুত দেখেছো নাকি ভাইয়া???


:P


যাইহোক ভাইয়া আমার এই সারাবছর ধরে লেখা কবিতাগুলো বাচ্চারা আবৃতি করবে আর সহজে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতিগুলি শিখবে এই আমার চাওয়া।


অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়া।:)

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

কলমের কালি শেষ বলেছেন: বেশ সুন্দর এবং স্বদেশ প্রেমী শিশুতোষ বই ।

শুভ কামনা । :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

অনেক ভালো থেকো।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: তুমি ব্লগ ভালবাসলেও ব্লগার ভালবাসতে পারলে না শায়মা ।রাগ করোনা কথাটির পিছনে যুক্তি আছে ।তা নাহলে সবাইকে এড়িয়ে দূরে থাকতে পারতে না।


অটোগ্রাফ ছাড়া বই পড়ে । তোমার বই পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে । :-P :-P

তোমার বইয়ের চেয়ে তোমার অটোগ্রাফ বেশি জনপ্রিয় ।


যা খুশি তাই করো
নিজের গলায় শক্ত রশি ঝুলিয়ে তুমি ধরো

আমার তাতে কি?
রেশমি কাপড়ে মেখে বেড়াও তোমার নাকের ঘি ।

আমাদের তাতে কি ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

শায়মা বলেছেন: ঐ ভাইয়া

তোমার নোংরা মোংরা কবিতা নিয়ে দূরে গিয়ে মরো
অটোগ্রাফের হাত থেকে আমাকে মাফ করো



আর ব্লগ ভালোবাসি আর ব্লগারদেরকে ভালোবাসিনা !!!!!!!!!!!!


এই কথা পাগলে শুনলেও হাসবে।

এই ব্লগে আমার হাজার হাজার প্রিয় মানুষেরা আছে।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বই দেখেছি। চমৎকার হয়েছে। কিন্তু কিনি নাই। কিনবো কিভাবে? আগেই ঘোষণা দিয়েছি, কোনো ব্লগারের বই অটোগ্রাফ ছাড়া কিনবো না। =p~ :P

ভালো থাকবেন আপি। সব সময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

শায়মা বলেছেন: তোমার ঘাড়েও সেলিমভাইয়ার ভুত চাপলো নাকি ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!



B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫

শায়মা বলেছেন: ভাইয়া বইটা কোথায় পাওয়া যাবে আর স্টল নাম্বার সব বলো প্লিজ!

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সেলিম ভাইয়ের ঘাড়ে কোন ভুত জানি না। আমার ঘাড়ে ব্লগারদের অটোগ্রাফের ভুত!

আপি আমার বই ও আসছে সোনামনিদের জন্য। কিন্তু বলতে লজ্জা লাগে। তাই কিছুই বলি নাই। থাক সে কথা। আমার জন্য অটোগ্রাফ দিয়ে পাঠিয়ে দিয়েন রাশেদীন ভাইয়ের কাছে। আমি নিয়ে নিবো। সমস্যা নেই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

শায়মা বলেছেন: যাক বাবা তাইলে তোমার জন্য আমার আর টেবিলের নীচে ঢুকতে হলোনা।:)


তোমার সোনামনিদের বই এর বিষয়বস্তু কি ভাইয়া?:)

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইউক্রেনের রূপকথা। অনুবাদ গ্রন্থ। এটা এই সিরিজের প্রথম বই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১২

শায়মা বলেছেন: ভাইয়া ইউক্রেনের রুপকথা তো আমারও ভীষন প্রিয়! তোমার বইটা আমিও চাই আমার বাবুদের জন্য!
স্কুলে রাখবো!:)

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩

অক্টোপাস পল বলেছেন: নস্টালজিয়া নস্টালজিয়া! আহা শৈশব।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩

শায়মা বলেছেন: ভাইয়া আমার কাছেও শৈশবের মত অমূল্য সময় আর নেই!

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৪

ফিল্ড মার্শাল গালিব বলেছেন: পড়ে ভালো লাগল। তবে নিজের বই প্রকাশ করতে না পারার কষ্টটাও বেড়ে গেল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১

শায়মা বলেছেন: কষ্ট পেয়োনা ভাইয়া! তুমিও বইটা প্রকাশ করে ফেলো খুব শিঘরী!:)

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬

জুন বলেছেন: এটুকুই বলবো অসাধারণ হয়েছে শায়মা । সত্যি আমি তোমার প্রতিভায় আভিভুত ।
১০০ তে ১০০০ নম্বর :)
+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

শায়মা বলেছেন: জুনআপুনি!!!!!!!!!!!


তোমার ১০০০ নম্বর পেয়ে আমি একদম স্পেসে চলে গেছি!!!


আর নামতেই পারছিনা।:)

আপু আসলেই আমি বইটা লিখেছি বাচ্চাদের কথা মনে করে যে তারা মজা করে সেসব আবৃতি করবে তাদের নানা রকম শিশুতোষ অনুষ্ঠানে।


২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

সায়েদা সোহেলী বলেছেন: এক কথায় অসম্ভব ভালো একটা কাজ করেছ। যা একবাক্যে সম্মিলিত প্রশংসার দাবিদার !!!!

জুন আপুর মতো বলতেই হচ্ছে ১০০ তে ১০০০ নাহ !! কিপটেমি করা যাবেনা এখানে ২০০০ + :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

শায়মা বলেছেন: আপু জুন আপুর ১০০০ পেয়ে স্পেসে উঠেছি তুমি কি চাও এখন এক্কেবারে আরও উপরে মানে .......আল্লার কাছে চলে যাই?

মানে খুশীতে অক্কা পাই????? :P


আমার সুন্দরী রাজকন্যা আপু ভাবছি রবিঠাকুর আর নজরুল তোমাকে দেখলে কতইনা গান আর কবিতা লিখতো।


আচ্ছা বলো ভাইয়া কি তোমাকে নিয়ে গান কবিতা লিখেছে??? লিখলে আমাকে একটু জানিও।:P

প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!:)

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

শায়মা বলেছেন: আপু!!!!!!!!!

দুই আপু জ্ঞানি গুনী ইবনে বতুতা আপু আর সুন্দরী রাজকন্যা আপু আমি ডেস্কটপ থেকে আসছি ! ওয়েট! ফুল চন্দন,লতা,পাতা,ক্ষীর,প্রসাদ,অর্ঘ,পূজার ডালি,থালা,গেলাস সব নিয়ে আসছি ওয়েট!:)

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

মহান অতন্দ্র বলেছেন: অভিনন্দন আপু।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: আপু আমি এতদিন তোমাকে ভাইয়া ভাবতাম তাই ফেসবুকে তোমার আইডি নিয়ে চিন্তায় ছিলাম কে এইটা। আজ আরজুপনি আপুর পোস্ট দেখে সেই ভুলটা ভাঙলো।


কেমন আছো আপু?

অনেক অনেক থ্যাংকস তোমাকে আপুনিমনি!

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

তুষার কাব্য বলেছেন: মৃদুল শ্রাবন বলেছেন: হৃদয়ে বাংলাদেশে কথা জানলাম। মনে হচ্ছে এটি বাংলা সাহিত্যের একটি সম্পদ হতে যাচ্ছে।

আমিও এমনটাই বিশ্বাস করি মৃদুল ভাইয়ের মত।অসাধারণ একটা কাজ করেছ তুমি ।যেহেতু আমিও আবৃত্তির মানুষ ছিলাম একসময় আর তখন আমিও ব্যাপারটা খেয়াল করেছি বাচ্চাদের আসলেই আবৃত্তি করার (দেশের কবিতা) মত তেমন বেশি কবিতা নেই ।বিশেষ করে তোমার কবিতায় যেভাবে দেশের সৃষ্টি,ইতিহাস,গৌরব,ঐতিহ্য,কৃষ্টি,কালচার উঠে এসেছে তাতে বাচ্চারা আবৃত্তি করতে করতে অনেক কিছু জানতে পারবে এবং নিঃসন্দেহে "হৃদয়ে বাংলাদেশ" সবার হৃদয়ে স্থান করে নিতে যাচ্ছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

শায়মা বলেছেন: ভাইয়া এই কমেন্টে তুমি ঠিকঠিক আমার মনের কথাটাই বলেছো।

আবৃতির মজা কি এবং সেটা যে কি রকম আনন্দ দেয় সে যারা করে বা করেছে তারাই জানে।

আজকাল তো উঠেই যাচ্চে সাংস্কৃতিক চর্চাগুলো। কিন্তু আমি আমার শৈশবে বিজয় দিবস কি একুশে কি তা নানা রকম সাংস্কৃতিক কর্মকান্ড থেকেই শিখেছি।

সেই গান কবিতা আলেখ্য বা আলোচনা থেকে যা শিখেছি তা কখনও আর বই পড়ে আমাকে কষ্ট করে মুখস্থ করে শিখতে হয়নি।

ভাইয়া বাংলাদেশের সব ঐতিহাসিক স্থান থেকে শুরু করে শুধুই ভালোলাগায় ঘুরে বেড়িয়েছি আমি আর তা এত এত বার!!!!!!!!!তাই কোথায় কান্তজী মন্দির আর কোথায় পাহাড়পুর আমাকে ইতিহাস বই পড়ে কষ্ট করে শিখতে হয়নি। একটু পড়লেই চোখের সামনে ভেসে উঠেছে আমার বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ!!!


আমার দেশেরও মাটির গন্ধে ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন!!!!!!

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

তুষার কাব্য বলেছেন: উপরে সেলিম ভাই,অপু তানভীর ভাই যা বলল ত়া একটু গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ করতে আবার আসলাম :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

শায়মা বলেছেন: ওকে ওকে স্পেশাল গুরত্ব সহকারে বিবেচনা করার জন্য হাবিফ রাশেদীন ভাইয়ার সাথে গুরুত্বপূর্ণ মিটিং হইতেছে আর তাছাড়া স্টলে বসে এমন একজন বলছিলো আপু আমি আপনাকে দেখতে চাই। আমি বললাম কেনো?

সে বলে যেই এসে বইটা দেখে সেই বলে লেখিকাকে দেখতে চাই!!!!!!!!!!


হায় হায় এরপরেরবার ছবির এ্যালবাম বের করবো!!!!!!!!!!

বই এর নাম আমার যত ছবি!!!!!!!! ছেলেবেলা টু বুড়াবেলা!!!!!!:)

৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

সায়েদা সোহেলী বলেছেন: ২৬ নম্বর কমেন্টে লাইক

চন্দন বেটে দুধের সর দিয়ে এনো , ক্ষীরে খেজুরের গুর . আর গ্লাস বাটি যেন ধব ধবে সাদা হয় :) ;)


হেয় এইসব কি করবো! !তার আগেই ত আন্ধা কালা বোবা হই গেছে :'(

:P :P :P :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

শায়মা বলেছেন: চন্দন বেটে দুধের সর দিয়ে এনো ,
তোমার আবার এসব লাগে!!!!!!!!!! ঢঙ্গ না!!!!!!!!! এমনিতেই তো সরের মত মুখ!!!!!!!!!! আবার সর লাগাতে হবে!!!!!! তার চাইতে সর দিয়ে সরভাজা বানিয়ে দেই। খেয়ে ফেলো!!!!!!!!!!:):):)

ক্ষীরে খেজুরের গুর . আর গ্লাস বাটি যেন ধব ধবে সাদা হয় :) ;)

ক্ষীর সেতো এখুনি আনতে পারি তবে মাটির পাত্রে!!!!!!!!!!!:) :) :)


আর ভাইয়া কেনো আন্ধা, কানা বোবা হয়েছে বলছি। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও সব আনছি!!!!!!!!!:)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

শায়মা বলেছেন:


এই যে গুড়ের ক্ষীর :)


সাথে বোনাস


গরুর মাংস, রুমালি রুটি আর মোগলাই পোরোটা!:)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=iSXFHvCQTa0


এই যে তুমি আর বোবা হয়ে যাওয়া ভাইয়া :P

৩১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
স্বাধীনতা

স্বাধীনতা মানে মায়ের গলায় ঘুম পাড়ানিয়া গান
স্বাধীনতা মানে খুব ভোরে জাগা শিউলী তলার ঘ্রাণ।

স্বাধীনতা মানে লাঙ্গল জোয়ালে বাবার মুখের হাসি
স্বাধীনতা মানে এ দেশ আমার বাংলাকে ভালোবাসি .....

চমৎকার লাগলো এটা।

পুরো আয়োজনটাই অসাধারণ। 'হৃদয়ে বাংলাদেশ' নামকরণ যথার্থ।


অনেক অনেক শুভেচ্ছা থাকল আপু।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

শায়মা বলেছেন: ভাইয়া শুধু একটাই চমৎকার মনে হলো!!!!!!!!!!:(


পুরোটা পড়ে ভালো করে বলো!!!!!!!!


হৃদয়ে বাংলাদেশ নামাকরণ রাশেদীনভাইয়া আর তার কবি মন্ডলী দলের......

আমি নাম দিয়েছিলাম

ছড়া ও ছন্দে বাংলাদেশ!!!!!!


অনেক অনেক ভালো থেকো ভাইয়া।:)


৩২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

সায়েদা সোহেলী বলেছেন: ভাজা খাবারে আমার না নেই কখনোই :) সর ভাজা দিয়ে কি যেন একটা পিঠা বানায়? ? ।নাম মনে করতে পারছিনা , খুব মজা! !!!

মাটির পাত্রে দেশীয় সুবাসে ক্ষীর নিশ্চয়ই আরও মজা হবে! ! আনো আনো জলদি! !!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

শায়মা বলেছেন:

এই নাও সরভাজা!!!!!!!:)


ইয়াম্মী!!!!!!!!!!!!

৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন....
অনেক অনেক শুভ কামনা :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: মনিরা আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!

অনেক অনেক থ্যাংকস তোমাকে প্রিয় আপুনি!!!!!!!!:)

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

শায়মা বলেছেন: আমি আমার ভিজিটর লিস্টে কস্কিকে দেখতে পাচ্ছি!!! তার ব্লগে কিছু নেই তাই কিছু লিখতে পারছিনা । এখুনি তার কমেন্ট এইখানে দেখতে চাই তার সাথে আমার কথা আছে!!!!!!! X(( X(( X((

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

সুরঞ্জনা বলেছেন: ক্রমশ নিষ্ঠুর হয়ে ওঠা এই পৃথিবীতে শিশুরা বড় হয়ে উঠুক সহমর্মিতা, ভালোবাসা আর মমতায় আমার চাওয়া এতটুকুই। গড়ে তুলুক তারা সুন্দর একটি পৃথিবী।

সত্যি অসাধারন উদ্যোগ! ধন্যবাদ তোমাকে আর প্রিয় রাশেদীন ভাইয়াটাকে। আশা করছি ছোট ছোট শিশু কিশোরেরা এই বই পড়ে নিজের দেশ সম্পর্কে সঠিক কিছু জানতে পারবে, তাদের জানার আগ্রহ বাড়বে।

অনেক অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা শামা-বুলবুল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!


তোমার পরীটাকে অবশ্যই এই বই থেকে কবিতা শেখাবে আপুনি!!!!!!!!!!!

আর রেকর্ড করে আমাকে শুনাবে অবশ্যই অবশ্যই অবশ্যই!!!!!!!!!!!!:)

৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

সায়েদা সোহেলী বলেছেন: .থাক থাক আর এই ভার্চুয়াল খাবার দিওনা মাঝ রাত্রিতে । । ।মোগলাই পোরটা! ! । আমি লোভে মরে যাচ্ছি :'(


মনের দুঃখে ডালপুড়ি চিপস ভেজে খাচ্ছি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!


:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

সরভাজাটা আমারও খেতে ইচ্ছে হচ্ছে!!!!!! কেনো যে তোমাকে বলতে গেলাম!!!!!!!!!:(


সুরঞ্জনা আপু নাকি কালকে ইন্ডিয়া গিয়ে খাবে।:(

৩৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: কস্কি আবার আাসছো!!!!!!!!!!!!!

বাট বোবা!!!!!!!!!!!! X(( X(( X(( X(( X((

৩৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

ইছামতির তী্রে বলেছেন: 'হৃদয়ে বাংলাদেশ' নামটাই কি মায়া লাগানো! বড়ই মুধুর লাগল।

এখন পাঠকের আবদার খেয়াল করেন। অটোগ্রাফ উইথ ফটোগ্রাফ। হাহাহা

এক কাজ করুন। নিজের একটা ফটোতে একটা অটোগ্রাফ লিখে সবাইকে দিতে থাকুন। আর একটা শ্লোগান যোগ করুন।

'বই কিনুন
অটোগ্রাফ উইথ ফটোগ্রাফ' গ্রহণ করুন।।

আপনার বইয়ের ব্যাপক সাফল্য কামনা করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

অবশেষে ইহাই প্রতীয়মান হইলো নেক্সট বইমেলায় আমার বই এর ধরন কেমন হওয়া উচিতব্য।


বই এর নাম- ফোটোগ্রাফ উইথ অটোগ্রাফ অর অটোগ্রাফ উইথ ফোটোগ্রাফ
বই এ শিশুকাল হইতে কোন কোন ছড়া কবিতা আবৃতি করিয়া, কোন কোন গান গাহিয়া( সিডি সহ) নাচ করিয়া বড় হইয়াছি এবং অবশেষে পানের বাটা উইথ হন্টনের লাঠিযুক্ত ছবি সমগ্র.......... :P :P :P

অনেক অনেক থ্যাংকস ভাইয়া আর এই নামাকরণের অর্ধেক কৃতিত্ব রাশেদীনভাইয়ার।:)

৩৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

সুরঞ্জনা বলেছেন: এটা শেয়ার করা যাচ্ছেনা কেনো? :(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: দাঁড়াও তোমার ফেসবুকে আমিই শেয়ার দিয়ে দিচ্ছি!!!:)

৪০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর অন্ত্যমিলে , চমৎকার সব ছড়া !

এই বইটির প্রচার , প্রসার্‌ দেখে আগামীতে প্রকাশকরা ছড়াকারের দুয়ারে হুমড়ি খেয়ে পড়ুক এই কামনা করছি ।
হক'দি কে অভিনন্দন !!! B-) B-)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

শায়মা বলেছেন: ঐ ভাইয়া ঢঙ্গ করোনা !!!!!!!!!!!!

প্রচার প্রসার প্রকাশক লাগবেনা !!!!!!!!!!!!!!!


তোমার বেবিকে আবৃতি করাবে ভাইয়া!!!!!!!!!!!!!:) :) :)


অবশ্যই অবশ্যই অবশ্যই!!!!!!!!!!!!

৪১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

সকাল রয় বলেছেন:
কবিতাগুলো খুব ভালো লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: কবিভাইয়া মন দিয়ে পড়েছোতো?

বাচ্চাদের জন্য, আবৃতির জন্য বা জানার জন্যও ঠিক আছেনা বলো?:)

৪২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

ফয়সাল রকি বলেছেন: বইটির প্রচ্ছদ আগেই দেখেছি তবে এই লেখাটা পড়ে বইটি পড়ার জন্য আগ্রহ আরো বেড়ে গেলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: ভাইয়া
অনেক অনেক অনেক থ্যাংকস!!!!!!!:)

৪৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

অন্তরন্তর বলেছেন: বাহ! তোমার বই তাও আবার বাচ্চাদের নিয়ে। শুভকামনা রইল তোমার জন্য ।
একটা বই রেখ আমার জন্য। আমি যেভাবে পারি কালেকশন করাবো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: অবশ্যই রেখে দেবো.........


তুমি ঠিকানা দিয়ে দিও। পাঠিয়েও দেবো।:)

৪৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো নেপথ্যের কথা......... লেখক জীবেনর শুভ কামনা রইলো.........

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

শায়মা বলেছেন: রাশেদীনভাইয়া

অনেক অনেক থ্যাংকস !!!!!!!!:) :) :)

৪৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন:




আপনার " হৃদয়ে বাংলাদেশ" বইটি যে মেলায় এসেছে সেটি বড় কথা নয় , তারও চেয়ে বড় হয়ে যে কথাটি ফুঁটে উঠেছে এই লেখাতে তা হলো - একটি নিটোল হৃদয়ের কথা । যে হৃদয়ে নিষ্ঠুর হয়ে ওঠা এই পৃথিবীতে শিশুদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা আর মমতার কথা লেখা দেখলুম ।

আপনি কি করেন আমি জানিনে , তবে লেখাটি থেকে বুঝতে পারছি শিশুদের ঘর-গৃহস্থালী ফুলে ফুলে গেঁথে তোলা এক মালিনী ।

এরকমটা-ই যেন থাকেন আপনি , আপনার স্বপ্ন পূরণের গল্প শেষ না হওয়া অবধি ।

শুভেচ্ছান্তে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

শায়মা বলেছেন: ভাইয়া আমি অনেক বছর যাবৎ বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি।
বাচ্চাদেরকে এ বি সি ডি শেখানোর পাশাপাশি নাচ, গান, কবিতা, ছবি আঁকাআঁকি সব রকম কালচারাল শিক্ষার সাথেও আছি।

আমি আমার ছোটবেলা অনেক মিস করি আর আমি যেভাবে বিভিন্ন জাতীয় দিনগুলি পালন করতে গিয়ে আনন্দ নিয়ে শিখেছি এখনকার বাচ্চাগুলোকে দেখে মনে হয় তারা তা পারছেনা। :(

সেরকম ভাবনা থেকেই লিখেছি মানে থিমটা ভেবেছি আর আমার ধারনা আমার আশেপাশের বাচ্চাদেরকে এটা অনেক হেল্প করবে।


অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া। অনেক ভালো থেকো।:)

৪৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

আরজু মুন জারিন বলেছেন: আমি অভিভূত হয়ে পড়েছি তোমার এই পোষ্টটি।অসাধারন তোমার লেখা ব্যাক্তিত্ব।অসাধারন লেগেছে তোমার সহজ সরল ভাব প্রকাশে লেখা দেশপ্রেমের কবিতা, শিশুদের জন্য লেখা..তাদের মানসিক অগ্রসরতা .নিয়ে ভাবা।

তোমার সব উদ্যোগ ইচ্ছা পূরন হোক শায়মা।

অনেক অনেক শুভকামনা এই চমৎকার ব্যাক্তিত্বের বোনটর জন্য।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

শায়মা বলেছেন: আপুনি

থ্যাংকস আ লট!!!!!!


তোমার কমেন্টের উত্তরের ভাষা নেই!!!!!!!!:)

৪৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

আরমিন বলেছেন: অসাধারণ শায়মা আপু!
খুব ভালো লাগলো ছড়াগুলো, তোমাকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি !

++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

শায়মা বলেছেন: আপুনি লাভ ইউ সো মাচ!!!!!


কেনো ভালো লেগেছে জানো????????

সেই প্রথম থেকেই দেখেছি মানে খেয়াল করেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। সুরঞ্জনা আপুর মত অনেকটা।:)

৪৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক শুভকামনা আপুঊঊঊঊউ । বইটা কিনতে হবে দেখছি :) ।ভবিষ্যতে ছানা-পোনাদের পড়ে পড়ে শোনাবো, বলবো "তোদের পেত্নী খালামনির লেখা কবিতা, মন দিয়ে শোন " ;) :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

শায়মা বলেছেন: এরপর তোমার ছানাপোনাদের জন্য লেখা হবে কি জানো??

"নীলুর ছানাপোনাদের জন্য ভুত পেত্নীরাজ্যের গল্প"

কসম এটাই লিখবো!!!!!!!!!! :) :) :)


যেন আরও ভালো প্রমিনেন্টলী তুমি পেত্নীখালার গল্প বলতে পারো তাদেরকে!!!!!!!

৪৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

এ. এস. এম. রাহাত খান বলেছেন: Didi?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


:-B :-B :-B :-B :-B :-B :-B

কোথা থেকে আসলে!!!!!!!!!!!!!!!!!!!!!!


কত্ত কত্তদিন মনে পড়েছে তোমাকে!!!!!!!!!:(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: ৭৫.এ এস এম রাহাত খান- আমার আরেকটা ছোট ভাইয়া। ঠিক যেন আমার এই শায়মাবেলায় পাওয়া অপু ভাইয়ার পূর্ব সংস্করণ। ভাইয়াটা গল্প লিখতোনা তবে লিখতো সব ভারী ভারী জলমহল টাইপ বিষয় নিয়ে লেখা। ভাইয়াটা হঠাৎ উধাও হয়ে গেলো। মনে হয় অনেক তার ব্যাস্ততা। কিন্তু মনে পড়ে এই ভাইয়াটাকেও আমার অনেক অনেক।



:( :( :(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: Click This Link


এই যে লিন্ক........

৫০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলোই ভালো। একটা কবিতা থেকে যেমন কিছু লাইন উদ্ধৃত করার রেওয়াজ দেখা যায়, অামিও তাই করেছি। তবে এটা সেরাদের সেরা :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!


তুমি তো খারাপ বলবেনা জানি!!!!!!!!!

সেই প্রথম থেকে তোমার উৎসাহ, অনুপ্রেরণা আর আমার সব হাবিজাবি লেখাকে ভালো ভালো বলে আমাকে কনফিডেন্স দিয়েছো শুধু তাইনা কত কত এডিট করে দিয়েছিলে তোমার সেই মূল্যবান ব্যাস্ত সময়ে ভুলিনি আমি ভাইয়ামনি!!!!!!!!


অনেক অনেক অনেক কৃতজ্ঞতা!!!!!!

৫১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপু , আপনার কবিতাগুলায় উঠে এসেছে সমগ্র বাংলাদেশ। কবিতায় আপনার দেশকে নিয়ে যে সরল ভালোবাসার প্রকাশ দেখলাম তা আর বড় একটা দেখি না। কি যে ভালো লাগলো! ছোটদের জন্য আজকাল লেখা খুব কম হয়, আপনি যে ওদের কথা ভেবেছেন সেটা দেখে আরও আনন্দ লাগছে।

লাল সবুজে গড়া মোদের বাংলাদেশের কেতন,
কি তার মানে জানো তুমি, করো কি তার যতন?

এইরকম উদ্যোগের খুব দরকার ছিলো। অজস্র শুভেচ্ছা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

শায়মা বলেছেন: তনিমা আপুনি

অনেক অনেক অনেক থ্যাংকস এমন মন্তব্যের জন্য আর আমার হৃদয়ের কথাটুকু, ইচ্ছেটুকু বুঝার জন্য।

অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।

৫২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৭

বৃতি বলেছেন: কবিতাগুলো চমৎকার লেগেছে শায়মা আপু :) তোমার বইটা সংগ্রহের ইচ্ছে থাকলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

শায়মা বলেছেন: বৃতিমনি!!!!!!!!!!!

লাভ ইউ সো মাচ!!!!!!!!


আমার ধারনা এমন থিমে তুমি লিখলে আরও অনেক অনেক ভালো হবে। :)

৫৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

নীল-দর্পণ বলেছেন: ওহ! কী যে আনন্দ লাগছে না আপুনি আমার এখনি 8-| 8-| ছানানপোনাদের পেত্নীপুর লেখা পেত্নীর গল্পো শোনাবো।

শুরুতেই কী বলবো শোন, "জানিঈঈশ তোদের একটা খালামনি আছে, সে হচ্ছে পেত্নী খালামনি তোদের। এই পেত্নী সেই পেত্নী না বুজলি...। তোদের এই খালামনি সুন্দর করে সাজুগুজু করে, সুন্দর সুন্দর জিনিস বানায়, মজার মজার নান্না বান্না করে, গান করে...আরো কত্ত কী। সেই খালামনিই তোদের জন্যে বই লিখেছে, আমি এখন তোদের তাই পড়ে শোনাবো" 8-| :) :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: নীলুমনি!!!!!!!!!

সত্যিই কিন্তু লিখবো। নীলুর ছানাপোনাদের ভুতপেত্নীর গল্পগুলো!!!!!!!


সেখানে মেইন পেত্নীটার নাম থাকবে নীলু!!!!!! :P


হা হা হা


মনে নাই এ আগেও নীলুমনির জন্য কতশো ভর্তার রেসিপি যেন লিখেছিলাম!!!!!!! পরে আকাশটালাল এর উপর রাগ করে সেই পোস্ট মুছে দিয়েছিলাম আর এমনি মুছা মুছেছিলাম যে ড্রাফ্ট পর্যন্ত নাই।

মাথায় ভুত চাপলে যে কি হয় আমার!:(:(:(

ধ্যৎ এমনিতেই আমি পেত্নী মানুষ তাও আবার কেন যে রাগের ভুত আমার মাথায় চাপে!!!!!!!!!!:( :(:(

সেই রেসিপি পোস্টের জন্য এখন দুঃখ হচ্ছে। শুধু তাই না সে সময় রাগের ভুতরা আমার থেকে দূরে নিয়ে গিয়েছিলো কিছু প্রিয় মানুষদেরকেও ।:( :( :(

মিসিং দেম অল!!!!!!!:( :( :(

৫৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

সাজিদ ঢাকা বলেছেন: খুব সুন্দর একটি কাজ হয়েছে পুরো দেশটাকে তুলে ধরেছেন , অনুবাদ করা গেলে অন্য ভাষাভাষীদের বাংলাদেশ সম্পর্কে জানানো যেত । পোস্টে ++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

শায়মা বলেছেন: বাহ !!!

অনেক সুন্দর আইডিয়া ভাইয়া!!!

এরপর অনুবাদ করা হবে!:):):)


অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়ামনি!!!!!!

৫৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

সায়েম মুন বলেছেন: তুমি এত সুন্দর ছড়া লিখো জানতাম নাতো। একটা অটোগ্রাফ দিয়ে বই রাখিও কিন্তু। সংগ্রহ করে পড়ে দেখবো কেমন লিখলা। 8-|

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: তোমার জন্য অটোগ্রাফ থাকিবেক বেবিভাইয়া!!!!!!!:)

৫৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

উধাও ভাবুক বলেছেন: বইয়ের নামের সাথে কবিতার দারুন মিল।
শুভকামনা রইল।
সফল হোক নতুন পরিসরে এই পথচলা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস ভাবুক বন্ধু!!!

৫৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

উধাও ভাবুক বলেছেন:

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: ভাবুকভাইয়ু!!!!!!!!!!!!!


২০০৯ এর বইমেলার কথা মনে আছে???????? :P

৫৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১

উধাও ভাবুক বলেছেন: না মনে নেই।
অতীতের স্মৃতিটুকু থাক পিছে....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

শায়মা বলেছেন: হা হা হা


:P :P :P :P :P :P :P

৫৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

উধাও ভাবুক বলেছেন: ২০০৯ এর মতই ঘটনা এবার ও ঘটবে তুমি টেরও পাবেনা।

হা হা হা ...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: এইবার আমি মোর এ্যান্ড মোর সাবধান!!!!!!!!

আর কি সেবারের মত মুখ খুলি!!!!!!!!!!!!


তখন নিউ ছিলাম !!! বুঝি নাই !!!!!!!!!!!! তাই এত্তু ভুল হয়ে গেছিলো!!!!!!!!!!!! :P :P :P :P :P :P :P

৬০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

উধাও ভাবুক বলেছেন: এবার আর তোমার মুখ খুলতে হবেনা। এখন তো তুমি লেখিকা। এখন তো আর তুমি লুকিয়ে থাকতে পারবেনা। আমি কিন্তু সবসময়ই পারবো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: এহ!!!!!!!!!!!!!!!
এ্হ!!!!!!!!!!!!!!!!!!!!
এহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


কে বলেছে!!!! :-B :-B

৬১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: অভিনন্দন :-B :-B :-B


"হৃদয়ে বাংলাদেশ" এর জন্য অনেক অনেক শুভকামনা রইল :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!!

৬২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্ট লাইক উইথ +++

শিশু হয়ে পড়তে বসব প্রিয় আপুনিটার কবিতার বই "হৃদয়ে বাংলাদেশ"

একগাদা শুভকামনা রইল, ভালো থাকা হোক সবসময়। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: শিশু হয়ে পড়বে কেনো???

আমি এখনও অনেক ছোটদের বই পড়ি ভাইয়া।


কেউ বিশ্বাস করবে না হয়তো।


আর এমনিতেও বাচ্চাদেরকে সব সময় পড়ে শোনাতে হয় গল্পের বই।

স্টোরি টেলিং এর উপর শিশু এ্যাকাডেমীতে ক্লাস নিয়েছি দুইটা।

ভাইয়া আমি গল্প বলতে ভীষন ভালোবাসি। গল্প বলতে গিয়ে যখন দেখি বাচ্চাদের অবাক হয়ে যাওয়া মুখ,ঊৎসুক চোখ আর একদম আমার কথার মাঝে ঢুকে যেতে সেটা খেয়াল করে মনে মনে হাসি। আরও সন্মোহিত করার চেষ্টা চালাই। :P :P :P :P :P

৬৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
কবিতা/ছড়াগুলো শিশুমনে মমতা-সহানুভূতি, সবুজ প্রকৃতি, দেশপ্রেম-বাংলাভাষার প্রতি অর্থময় চেতনার সরল-সতেজ দোলা দিয়ে যাবে আশা করছি। কবি ও কাব্যের জন্য শুভ কামনা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

আমিও চাই বাচ্চারা কবিতাগুলো পড়ুক। আবৃতি করুক।

আমি আমার ছেলেবেলায় বই পড়ে কিছুই শিখিনি দেশ সম্পর্কে। যা শিখেছিলাম সবই গানে আর কবিতায়।

আমার দেশের মতন এমন দেশটি কোথায় আছে
বউ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে .......

৬৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপুনি'র কাছ থেকে গল্প শুনতে মন চাচ্ছে যে, কি করা যায়। :) :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: শুনতে চাও??


দাঁড়াও শুনাই


https://www.youtube.com/watch?v=Outh3tLESGk

নেপথ্যে কন্ঠ সব আমি দিয়েছি ভাইয়া। :P

৬৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

ভাস্কর চৌধুরী বলেছেন:
বন্ধু আমার কবি।

তোমার লিখনী খুব ভালো তাই বইটি পাঠক প্রিয়তা খুঁজে নিবে খুব সহজে।

অভিনন্দ কবি তোমাকে।
আর প্রকাশনা অব্যাহত রেখো..................

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু!!!!!!!!!!!

৬৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি, কাজের ব্যস্ততা শেষ করে রাতে বাসায় গিয়ে শুনবো। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: Click This Link



ভাইয়া এইটা শোনো...... :P

৬৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অভিনন্দন! অনেক অনেক শুভ কামনা... কবিতাগুলিও চমৎকার...।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: তোমাকে নিয়েও কবিতা লিখবো ইপ্সিমনি!!!!:):):)

৬৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: অভিনন্দন শায়মা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!

৬৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

এ. এস. এম. রাহাত খান বলেছেন: দিদি, প্রায় সাড়ে ৪ বছর ব্লগে লগ ইন করেছি গতকাল।আর অপ্সরা দিদির প্রো পিক্স দেখেই চিনেছি নতুন ঠিকানা। যাক সব বলব,হয়ত আবার নিয়মিত হব

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

শায়মা বলেছেন: সাড়ে চার বছর কোন দুঃখে বনবাসে ছিলে ভাইয়া???


আমার অপ্সরাবেলার তোমাকে নিয়ে লেখাটা পড়েছো???

৭০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৯

কস্কি বলেছেন: যাক বাবা বুঝলাম, বয়স বাড়ার সাথে সাথে পরীদের বুদ্ধিসুদ্ধিও লোপ পায়!!!

তা যেই পোস্টে কমেন্ট করেছি, সেইটা রেখে এখানে আমাকে খুজলে আমি কেম্তে দেখবো??? :/ :| X((

তাও ভালো একলোক বল্ল, নইলে তো জান্তাম ও না!!

যাইহোক, এফবি তে আসতেছি......

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

শায়মা বলেছেন: কস্কিভাইয়া এই বয়সে বুড়া হয়ে গেলে চলবে!
নোটিফিকেশন চোখে দেখোনা!!!
আর কোথায় লুকিয়ে থাকো শুনি!!!

৭১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

ইখতামিন বলেছেন:
ট্রেইলার চমৎকার
বইটা আসলেই অনেক ভালো হবে বলতে পারি
তুমি যে অনেক সুন্দর কবিতা/ছড়া লিখতে জানো তা তো আমি বুঝতে পেরেছিলাম প্যারোডি পোস্ট "!!!কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল, চড় দে সপাট সব রাজাকারগুলোর গালে!!!" পড়ার পর...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭

শায়মা বলেছেন: ইখুবেবি তোমার বেবিদের জন্য পাঠিয়ে দেবো?:)
সবাই শুধু পাঠিয়ে দিতে বলে কিংবা অটোগ্রাফের কথা বলে তাই তুমি বলার আগেই আমিই পাঠিয়ে দেই !:)

৭২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আপনি মেলায় কবে থাকবেন? আমি যাবো সেদিন..কথা আচে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: কি কথা ভাইয়া???

কানে কানে বলো এইখানে.... :)

৭৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

এ. এস. এম. রাহাত খান বলেছেন: দিদি , শনি-রবি বই মেলায় কি থাকবে? জানালে দেখা করতাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: থাকবো ভাইয়া তবে কতক্ষন জানিনা!!!!:(

৭৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: বাচ্চাদের জন্য কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের দেশে শিশুদের জন্য খুব বেশি কাজ হয় না। বা হলেও মানসম্মত হয় না। আপনার মঙ্গল হোক।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!:)

৭৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

হাসান যোবায়ের বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!


তুমি আসলে তাইলে!!!!!!!!!!!!!!!!:)


থ্যাংকস আ লট!!!!!!!!!!!

৭৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!:)

৭৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫২

বিপ্লব06 বলেছেন: লাইফে মাত্র একখানা কবিতা লিখেচিলুম! একখানা পত্রিকায়ও পাঠিয়েচিলুম, মাগার পিতৃদেব ব্যাপারটা সম্পর্কে অবগত হইয়া এমুন ধোলাই প্রয়োগ করিয়াছিল যে সেইদিন হইতে মস্তক হইতে কবিতা নামক পেতনিটা পলায়ন করিয়াছে।

তারপর থেইকা কবিতা থেকিয়া দুরে দুরে থাকা। কবিতা দেক্লেই উল্টা দিকে দৌড়া!!!!


পোস্ট ভালা পাইছি (কবিতা গুলা পড়ি নাই!) :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: কবিতা পড়ো নাই কেনো ভাইয়া? :(


তোমার লেখার আমি এমনই এক মুগ্ধ পাঠক আর তুমি উল্টা দিকে দৌড় দিলা??? :( :( :(



যাইহোক বুঝিতেচি তুমি একজন বাবা মায়ের শাসনে অতিশয় ভালা ছাত্তর। প্রথম থেকিয়া তোমার লেখাগুলি অবজার্ভেশনে রাখিয়া উহাই অবলোকন করিতেচি।

হা হা তোমার ভাষা প্রাকটিসের চেষ্টা করলাম। অতিশয় কঠিন ভাষা। যাইহোক তোমার অবজার্ভেশন দক্ষতা আর মানুষকে লেখনী দিয়ে মুগ্ধ বা আকৃ্ষ্ট করার ক্ষমতা কিন্তু অসীম ভাইয়া। কবিতা না লেখো এইভাবেই না হয় কিছু মিছু লিখতেই থাকো । লেখালিখি নিয়ে উচ্চাশার কোনো দরকার নেই কিন্তু এই লেখালিখিটা কত্ত ভালো লাগার একটা ব্যাপার সে যে লেখে সেই জানে । এই ব্যাপারটা নিশ্চয় যা যা লিখেছো তা দিয়ে এই কদিনে বুঝতে পেরেছো ভাইয়া।


সে যাইহোক লেখালিখি করো আর না করো জীবনে যাই করো অনেক অনেক ভালো করো তোমার জন্য আমার এই দোয়াটাই থাকবে ভাইয়ামনি।

অনেক বড় হও। :)

৭৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

সানজিদা হোসেন বলেছেন: এই বইটা বাচ্চাদের জন্য চমৎকার উপহার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

শায়মা বলেছেন: আপুনি

অনেক অনেক থ্যাংকস!:)

৭৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

বিদগ্ধ বলেছেন:





অহংকার করা মতো..... :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া এমন মন্তব্যের জন্য কিন্তু আমার মনটা একটু খারাপ আছে।:(

৮০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: ইখুবেবি তোমার বেবিদের জন্য পাঠিয়ে দেবো?:)
সবাই শুধু পাঠিয়ে দিতে বলে কিংবা অটোগ্রাফের কথা বলে তাই তুমি বলার আগেই আমিই পাঠিয়ে দেই !



লেখক/লেখিকা হিসেবে একটা মানুষ কখনও এতোটা ঋণী নয় যে, পাঠকের দ্বারে তার বই পৌঁছাতে হবে। বরং পাঠকদেরই উচিত লেখকদের বই খুঁজে পাওয়া।

বইয়ের তুলনায় অটোগ্রাফ আমার কাছে দামী নয়, অটোগ্রাফের তুলনায় বইয়ের লেখাগুলো অনেক মূল্যবান :) তাই আমি কারও অটোগ্রাফের পেছনে ছুটি না। দৈবাৎ যদি অটোগ্রাফ নেবার সুযোগ হয়ে যায়, তাহলে আবার তা হাতছাড়া করি না ;)

"হৃদয়ে বাংলাদেশ" বইটা আমি কারও কাছ থেকে গ্রহণ করবো না, কিনবো :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: :P

ইখুবেবি তোমার কথা শুনে হাসছি আমি।

গুরুত্বপূর্ণ কাজে ( নাই কাজ খই ভাজাভাজিতে) নিয়োজিত আছি এখন নইলে আরও আরও হাসতাম।


যাইহোক এত এত দাম দেওয়ায় অনেক অনেক থ্যাংকস !!!!!!!!:)

৮১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমি নাহয় পাঠকই রইলাম B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: কেমন পাঠক ভাইয়া???

৮২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: শুন শায়মা আমার অফিসের উর্ধ্বতন কর্মকর্তা থেকে ....পর্যন্ত আমার দিকে আশায় বুক বেধে আছে। এ্ইতো সেদিন গেলাম ডাইজেস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমার সরাসরি টিচার বাদে বাকী যত টিচার সোজা হয়ে দাড়িয়ে সম্মান জানিয়েছে । আর তুমি ? হাতীর মত হাজবেন্ড হোক তোমার ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

শায়মা বলেছেন: সেলিমভাইয়া তোমাকে তোমার অফিসের লোকজন কেনো যে না বেঁধে খোলা রেখেছে এখনও সেটাই বুঝে পাইনা আমি সত্যি!!!:(



বাট হাতীর মত হাসব্যান্ড শুনে না হেসে পারলাম না। হাতী তবুও ভালো পাগল ছাগল গরু গাধার চেয়ে।:)

৮৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


আজাদী পত্রিকা দোকানে গিয়ে পড়লাম ষস্ট শ্রেণীতে পড়ার সময়; বুঝতে পারছেন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

শায়মা বলেছেন: হা হা আমার লেখা গুলো আসলেই ফাইভ/সিক্স থেকে নাইন টেন এর ছেলেমেয়েদের আবৃতির জন্য ভাইয়া।:)

৮৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


"সেলিম আনোয়ার বলেছেন: শুন শায়মা আমার অফিসের উর্ধ্বতন কর্মকর্তা থেকে ....পর্যন্ত আমার দিকে আশায় বুক বেধে আছে। এ্ইতো সেদিন গেলাম ডাইজেস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমার সরাসরি টিচার বাদে বাকী যত টিচার সোজা হয়ে দাড়িয়ে সম্মান জানিয়েছে । আর তুমি ? হাতীর মত হাজবেন্ড হোক তোমার । "

-ভালো নয়

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

শায়মা বলেছেন: সেলিমভাইয়ার মাথায় মহা প্রবলেম ভাইয়া।


তাকে অফিসের লোকজন বেঁধে রাখেনি ।:( :( :(



আল্লাহ সেলিমভাইয়ার বুদ্ধিশুদ্ধি ফিরাই দিক এই দোয়া করি। সবাই নাকি তাকে দেখে দাঁড়ায় গেছে। B:-)


হায় হায় কেনো দাঁড়াইছিলো কে জানে? মনে হয় ভয় পাচ্ছিলো তেড়ে আসে নাকি আবার ভাইয়াটা তাদেের দিকে, তাই দৌড়ে পালাবার জন্য রেডি থাকতে দাঁড়িয়ে গেছিলো আর ভাইয়া ভেবেছে .......... :P

৮৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

প্রতিফলন বলেছেন: বই এ অটোগ্রাফ নিব কীভাবে শুনি? :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: তুমিও সেই অটোগ্রাফের চিন্তায় পড়লে!!!!!!!


তোমাকে না অটোগ্রাফ দিসিলাম !!!!!!!!!!!!!


সেই বই ফেরৎ পাঠাবে !!!!!!! আমি আর খুঁজে পাইনি!:(

৮৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৩২

পেংগুইন বলেছেন: আপ্নার ব্লগের লেখা অনে--ক আগে পড়ছিলাম। এক্টা লেখা আমার খুবি পছন্দ হইছিল। তখন থেকেই ফলো করী। আজকে অনেক দিন পর আপ্নাকে খুজে পেলাম। আপ্নার লেখা ভাল। কিন্ত এখন আর নিওমিত পোস্ট করেন না কেন? আপ্নার লেখা খুবি মিস করি। আপ্নার কি এফবি আইডি দেওয়া জায়?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

শায়মা বলেছেন: এখন থেকে নিয়মিত আবার করবো ভাইয়া !!!!!!!!!:)

আসলে একটু বিজি ছিলাম তো!!!!!!!!:(


আর তোমাকে অনেক অনেক থ্যাংকস!!!!!!!!:)

৮৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






উত্তর: প্রিয় ব্লগারদের বইয়ের পাঠক।




লেখাটি শেয়ার করে দিলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!



:) :) :)

৮৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

সুফিয়া বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা রইল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!!!!!!!!!!!:)

৮৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

আলোরিকা বলেছেন: ওয়াও আপু অসাধারণ !!!! আমরা বড়রা যখন শুধু নিজেদের ভাললাগা,দুঃখ,হতাশা নিয়ে ব্যস্ত সেসময় তুমি কি অসাধারণ এক উদ্যােগ নিয়েছ....অনেক অনেক ভাললাগা ...আমার ছোট্ট তীর্থসোনার জন্য অবশ্যই লাগবে একটা .... :) :) :) :)

পুনশ্চ : শিশুতোষ বই আমারও পড়তে ভাললাগে....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: আমারও ভালো লাগে আপুনি!!!!!!


আর আমি তো বড় হতেই চাইনা!!!!!!!:)

অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা আপুনিমনি!!!!!!!!!

৯০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি কাজ --- ছোটদের কথা খুবই কম লোকই ভাবে --- তাছাড়া প্রতিটি ছড়া মজার হয়েছে -------
অসাধারণ এই কাজটি যিনি করেছেন সেই আপুটিকে অভিনন্দন যাকে আমি খুউবই পছন্দ করি --------- =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!!!!!!!!:)

৯১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: :P

ইখুবেবি তোমার কথা শুনে হাসছি আমি।

গুরুত্বপূর্ণ কাজে ( নাই কাজ খই ভাজাভাজিতে) নিয়োজিত আছি এখন নইলে আরও আরও হাসতাম।


যাইহোক এত এত দাম দেওয়ায় অনেক অনেক থ্যাংকস !!!!!!!!:)



হাহাহা...
হাসির কিছু বলেছি কি?

একজন লেখিকা হিসেবে এতোটুকুন সম্মান পাবার যোগ্য আপনি নন?

:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০

শায়মা বলেছেন: লেখিকা হিসাবে কত টুকু সন্মান জানিনা তবে আমার অটোগ্রাফের অনেক সন্মান বুঝতে পারছি !!:)

৯২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: "হৃদয়ে বাংলাদেশ" ভালো লাগল। ভালো লাগল এর পেছনের কাহিনী।

কবিতাগুলো অসাধারণ।
শিশুদের নিয়ে আপনার এই বই আশা রাখি পাঠক প্রিয়তা অর্জন করবে। পছন্দের বই হোক প্রতিটি পাঠকের।

এটি যদি আপনার প্রথম বই হয় তাহলে আমিও জুড়ে গেলাম আপনার স্বপ্ন পূরণের সাথে। কেন বলেন তো? :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

শায়মা বলেছেন: কেনো???

জানিনা......:(


আমার মেজাজ খারাপ হঠাৎ!!!!!!!!!!!!!!:( :( :(


যাইহোক তবুও অনেক অনেক থ্যাংকস এমন মন্তব্যের জন্য!:)

৯৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

জাহাঙ্গীর.আলম বলেছেন:

শ= শুভেচ্ছা, শুভকামনা ৷

ভেবেছিলাম প্রিয় রবিবাবুকে নিয়ে কোন লেখার বই ৷ তবুওতো ভবিষ্যতের রবিদের জন্য অকৃত্রিম প্রচেষ্টা ৷ সফল হোক ৷

সুন্দর হোক মাঙ্গলিক শুভযাত্রা ৷

সাথে নিশ্চয়ই আবৃত্তি সংযুক্ত আছে ৷

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

শায়মা বলেছেন: না ভাইয়া আবৃতি দেইনি।

তবে ভালো বুদ্ধি দিয়েছো ......:)

এর পর আবৃতি সহ বানানো হবে।:)

৯৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

যদিও প্রতিউত্তর সকালেই দেখেছি।

:(

ভালো থাকবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

শায়মা বলেছেন: সারাদিন অনেক সাজুগুজু করে নাচ গান কবিতা পড়ে এখন আমার মন ভালো রাজপুত্র ভাইয়া।:) :) :)


আমি ভালো আছি!!!!!!!!!!


তুমি কেমন আছো?? :) :) :)

৯৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: জী, আমি বেঁচে আছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

শায়মা বলেছেন: আরে!!!!
এমন দুঃখ দুঃখ নিয়ে বলো কেনো ???


মন খারাপ রাজপুত্র ভাইয়া???

৯৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

রোদেলা বলেছেন: বাংলায় থাকতে চাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: ভেরিগুড রোদেলামনি!!!!!!:)

৯৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৫

মোঃ ইসহাক খান বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

৯৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

তেলাপোকা রোমেন বলেছেন: বাহ !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

শায়মা বলেছেন: কি বাহ তেলাপোকা ভাইয়া??? :P


তোমার এই তেলাপোকা নাম কে রেখেছে??? :P :P

৯৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

দীপান্বিতা বলেছেন: অসাধারণ পোস্ট......খুব ভাল লাগল :)

ভুলবোনা কোনোদিন, ভাষা শহীদের ঋণ
যে ভাষায় কথা বলি শুরু হয় প্রতিদিন
যে ভাষায় গান গাই প্রাণ খুলে হাসি
যে ভাষায় মাকে ডাকি মাকে ভালোবাসি...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!


কেমন আছো????:)

১০০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

নীল-দর্পণ বলেছেন: লিখে ফেলো আপু :)

তবে খবরদার এর পরে আর কারো উপর রাগ করে মুছে ফেলো না :|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

শায়মা বলেছেন: না না আর কারও উপর রাগ করে মুছবোনা নীলুমনি!!!!!!!!:)


এখন আমি বড় হয়ে গেছিনা!!!!!!!!!!!:)

১০১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

শায়মা বলেছেন: দীপান্বিতা বলেছেন: অসাধারণ পোস্ট......খুব ভাল লাগল :)

ভুলবোনা কোনোদিন, ভাষা শহীদের ঋণ
যে ভাষায় কথা বলি শুরু হয় প্রতিদিন
যে ভাষায় গান গাই প্রাণ খুলে হাসি
যে ভাষায় মাকে ডাকি মাকে ভালোবাসি...


১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন: আপুনি!!!!!! কেমন আছো????????:)


আগের কমেন্টে উত্তর দিলে দেখা যায়না মানে ১০০ তে আসলে এমন হয় তাই এইভাবে কপি পেস্ট করে দিলাম!!!!!:)

১০২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

সুমন কর বলেছেন: ঠিক বলেছেন, অামরা একই দল। কারণ তারা সব বাঘা-বাঘা অার অামরা মনে হয় চুনোপুটি !!!

ধর্মঘট চলবে লাগাতার। X(( X((

শায়মা অাপু এগিয়ে চলুন, অামি সাথে অাছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: ঐ ভাইয়া আমরা চুনোপুটি হবোনা!!!!!!!!!!!!!!!!!!!!

আমি সিংহ !!!!!!!!!!!!! X( X( X(



তুমিও সিংহ মার্কা থাকো ভাইয়া !!!!!!!!! :P :P :P


১০৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: সিংহ হয়ে অাছি এবং থাকবো !!!

ভাই-বোন একসাথে
সব যাবে দূরে সরে............

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

শায়মা বলেছেন: :) :) :)

এই কমেন্ট টা খুঁজে পাচ্ছিলাম না।

১০৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

শায়মা বলেছেন: সুমন কর বলেছেন :

সিংহ হয়ে অাছি এবং থাকবো !!!

ভাই-বোন একসাথে
সব যাবে দূরে সরে...........

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: হা হা হা



ভাই বোন এক সাথে
হাত রেখে হাতে হাতে
পায়ে পায়ে চলবো
বাঘের সাথে খেলবো।


বাঁধা, দ্বিধা, দ্বন্দ
অহেতুক সন্দ
একে একে ঝরে
সব যাবে দূরে !!!!!!!!!!!!!

:P :P :P


ধ্যাৎ একটু এডিট করতে গিয়ে পুরো অমার কমেন্টই গায়েব হয়ে গেছিলো সিংহভাইয়া!!!:( :( :(


আমি কি আর ছাড়ি ?
কানে দিয়ে দড়ি?

আনলাম আবার ধরে
বদমাইশ কমেন্ট/রিপলাই তোরে !!!!!!!!! X( X(


:D

১০৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ওশান , রজনীর জন্য আপনার অটোগ্রাফ সহ এক;দুটো "হৃদয়ে বাংলাদেশ" পেতে চাইছিলাম । এনি ওয়ে প্লিজ !

ইখতামিন বলেছেন:



----- লেখক/লেখিকা হিসেবে একটা মানুষ কখনও এতোটা ঋণী নয় যে, পাঠকের দ্বারে তার বই পৌঁছাতে হবে। বরং পাঠকদেরই উচিত লেখকদের বই খুঁজে পাওয়া।

বইয়ের তুলনায় অটোগ্রাফ আমার কাছে দামী নয়, অটোগ্রাফের তুলনায় বইয়ের লেখাগুলো অনেক মূল্যবান ।

আমি লজ্জিত !
অনেকটা নিরুপায় হয়ে ------

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

ইখুবেবির কথায় কষ্ট পাবার কিছু নেই। আমার জবাবের সুত্র ধরেই সেটা বলেছিলো পিচ্চু ভাইয়াটা। সে মাঝে মাঝে বড় ভাইয়াদের মত গুরু গম্ভীর কথা বলে। :P

যাইহোক এখন বলো অটোগ্রাফ কিভাবে পৌছানো যায়! ওশান রজনীর জন্য আমার অটোগ্রাফ বুক অবশ্যই থাকবে আর সত্যি আমি চাই যে কোনো মূুল্যে ছোট ছোট বাবুরা আমার ছড়া। কবিতা পড়ুক। তাদের কথা ভেবেই লিখেছি আমি।:)

১০৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বইটি সফল হোক।
মূল ধারায় আপনার পথ চলা সুখকর হোক।
শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

শায়মা বলেছেন: দূর্জয়ভাইয়া

সেদিন তোমার কবিতাগুলো মন দিয়ে পড়লাম এবং বুঝলাম একজন প্রকৃত কবি লেখায় আচরণে, স্বভাবে আর ব্যাবহারে ঠিক তোমার মতই হওয়া উচিৎ।

সবাই যদি তোমার মত হতে পারতো!!!

অনেক অনেক থ্যাংকস তোমাকে।:)

১০৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বইটির সফলতা কামনা করছি।
মূলধারায় আপনার লেখালেখি নিয়মিত এবং সুখকর হোক।
শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

শায়মা বলেছেন: বুঝেছি আমার মত সমস্যা তোমারও হয়েছিলো।

মানে কমেন্ট দিয়ে দেখতে পাচ্ছিলে না তাইনা???

তাই আবার লিখতে হলো।

আমার এমনটা প্রায়ই হচ্ছে। :(

১০৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

অদ্ভুত_আমি বলেছেন: আপু, যে কনসেপ্ট বা ভাবনা থেকে বইটি লিখেছেন সেটা সত্যিই অসাধারণ । খুবই ভালো লেগেছে ধারণা টা ।

এফবি তে দেখেই ভেবেছিলাম যে আমাদের পরী আপুটা বুঝি এবার বোধ হয় মর্তে ধরা দেবে :P । কিন্তু সহ ব্লগারদের কমেন্ট এ আপনার প্রতিউত্তর দেখে একটু হতাশ হলাম । তবে আপনার ইচ্ছার প্রতি আমাদের পূর্ণ সন্মান, সমর্থন থাকবে । আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন ।

আর অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য, আপনার শিশুদের জন্য ও আপনার বই এর জন্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক অনেক থ্যাংকস!!!!!!!!:)


তবে তোমার আর কি কি সৃজনশীলতার সৃষ্টি হলো ? জানলাম নাতো আর!:(


নিশ্চয় ভালো আছো আর ভালো থাকবে অনেক অনেক !!!!!!!!!



অনেক ভালো থেকো সারাজীবন।:)

১০৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর, সহজ।
শুভকামনা ||

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: মুন ভাইয়া!!!!!!!!!!!

অনেক অনেক খুশি হলাম!!!!!!!!!!!

অনেক ভালো থেকো!!!!!!!!!:)

১১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: বইয়ের কোন পিডিএফ করবেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

শায়মা বলেছেন: পিডিএফ পারিনাতো ভাইয়া!:(

১১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

আমি সাজিদ বলেছেন: প্রচ্ছদটা পছন্দ হয় নাই আপ্পি। তুমি বলেছিলে চেঞ্জ করে দিবে বইমেলার আগেই।

অনেকদিন পরে তোমার ব্লগে আসলাম। কেমন আছে আমার আপ্পিটা ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭

শায়মা বলেছেন: অনেক ভালো আছি!:):):)

অনেক ভালো আছি ভাইয়ু!!!!!!!!!!!!


তোমার কি খবর????:০

১১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

অন্তরন্তর বলেছেন: তুমি কি আমার জন্য বই রেখেছিলে? না রাখলে আমি নিজেই বই মেলা থেকে কিনে নিয়ে
আসব। আমি এখন বাংলাদেশে :) ।শান্তি শান্তি । আসলেই মনে খুব শান্তি পাচ্ছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!

তুমি তো ঠিকানা দাওনি!:(

দিলে অবশ্যই পাঠিয়ে দেবো।

:)

১১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

শ।মসীর বলেছেন: চমতকার.........ছেলে পড়তে পারলেই হাতে ধরিয়ে দেব ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: আর শুধু তাইনা আবৃতি করিয়ে রেকর্ড করে পাঠাবে তার পরীফুপুর কাছে। ;)

১১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

মুহাম্মাদ শরিফ হোসাইন বলেছেন: পুরোটুকুই স্পেশাল
এই লাইন দু'টিও-
'শস্য হাসে মাঠের পরে, ভাসে রোদের আলো,
রক্ত রাঙ্গা সূরুয তোমায় অনেক বাসি ভালো।'
কপি করে আজকের ফেসবুক স্ট্যাটাস দিতে বাধ্য হলাম।
যদি সামর্থ্য হয়
'হৃদয়ে বাংলাদেশ' আমার বাতিজা'র জন্য সংগ্রহ করবো।।
অনেক অনেক শুভকামনা রইলো আমার বোনটি,শুভ বিকেল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

ভাইয়া তুমি না পেলেও তোমার হাতে একদিন ঠিকই পৌছাবে আমার বইটা সে আমি জানি!:)


কিভাবে জানি সেটা জানতে চেওনা।:)

আমি পরী তো ঠিক ঠিক বুঝে যাই।:)

১১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১

মায়াবী রূপকথা বলেছেন: পোষ্ট পড়বোনা, এখানে এতো কমেন্ট কেনো? আমি পোষ্ট পড়লে কমেন্ট গুলা আরো বেশি আগ্রহ নিয়ে পড়ি, তাই এই ব্লগে ঢুকতে ভয় লাগে। উফ!! এত্ত কমেন্ট!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

শায়মা বলেছেন: হা হা

রুপকথামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আমার ধারনা আমি পোস্ট লিখে যত না মজা পাই কমেন্টের রিপলাই দিয়ে আরও বেশি মজা পাই। কেমন সবাইকে চেনা চেনা লাগে। মনে হয় সবাই আমার চেনা মানুষ! :P



কিন্তু কমেন্ট পড়লে ভয় কেনো ??? :(



১১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

মায়াবী রূপকথা বলেছেন: এতো কমেন্ট পড়তে পড়তেই তো আপনার মত বুড়ি হয়ে যাবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: আমার মত বুড়ি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X(( X(( X(( X(( X(( X((




সেটা তো হবেনা !!!!!!!!!!!!!!!!!!! B-) B-) B-) B-) B-)


আমার মত হওয়া যাবেনা !!!!!!!!!!!!!!!!!!!!!!


:P


https://www.youtube.com/watch?v=DE46OQKfiqM

১১৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৮

আহসানের ব্লগ বলেছেন: সকলের মতামত পড়লাম ;)

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: তোমার মতামত নাই??? :(

১১৮| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

এনামুল রেজা বলেছেন: সমস্ত প্রয়াসটিকেই অসাধারণ লাগছে।
কবিতাগুলোও চমৎকার। এরচেয়ে চমৎকার কিছু হতে পারেনা বাচ্চাদেরকে আমাদের ইতিহাস জানানোর।

আপনার জন্য শুভকামনা। লিখতে থাকুন আপন আনন্দে।

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যংকস ভাইয়া। এমন মন্তব্যের আসলে জবাবের ভাষা নেই।

একটা মজার কথা বলি, বাচ্চাদের জন্য বাংলাদেশ ও বাংলা ভাষায় এই বইটা লেখার পর সবচাইতে বেশি খুশী হয়েছেন কে জানো? আমার স্কুলের প্রিন্সিপাল......সেটা দেখে আমি যেমনই অবাক হয়েছি তেমনই উৎসাহিত আর আনন্দিত হয়েছি ভাইয়া।

তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

১১৯| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বীরশ্রেষ্ঠদের কথা

ছিলো তাঁরা সাতজনা, ছিলো সাতখানা প্রাণ
সতেজ, সজীব দেহছিলো বুক ভরা ছিল গান।
এ দেশকে বেসেছিলো, অনেক বেশী ভালো
আশা ছিলো জ্বালাবেই তাঁরা ঘরে ঘরে আলো।
মুক্তিযুদ্ধে তাঁরা শপেছিলেন তাহাদের নিজ প্রাণ
ভুলি নাই আজও ভুলবোনা কভু সেই তাহাদের দান .....


হৃদয়ে বাংলাদেশ রিমিক্স । :P

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

শায়মা বলেছেন: বাজে হইসে ভাইয়া!! :)

কারণ তালগোল পাকানো মনে হচ্ছে।:(

১২০| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তিযুদ্ধে তারা শপেছিলো প্রাণ /
ভুলি নাই ভুলবোনা তাহাদের দান ..
;)


মুক্তিযুদ্ধে তারা শপেছিলো প্রাণ
তাই ভুলবোনা কভু তাদের দান। :P তালগোল ছুটিয়ে দিলাম পরী ।

০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:২৮

শায়মা বলেছেন: গুড !!!

এখন আল্লাহ করে তোমার নিজের তালগোল ছুটলেই হয়!!!:)

১২১| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৩০

লালপরী বলেছেন: না না আপুনি তুমি বুড়ি হয়োনা কখনো , এমনি থেকো , :)
আমার বাবুদের শিখাতে হবে ছড়াগুলো
+++++++

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৩৯

শায়মা বলেছেন: হায় হায় !

কি সর্বনাশ!

সব পরীরা হাজির দেখছি!

তুমি কি নীলপরী আপুনির বোন লালপরী নাকি!!!

১২২| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কথা বললে
তালগোল পাকালো কার জন্যে
সেসব কি আর ভাবলে?

রোগটা তুমি ঠিক ধরেছো
জানা আছে নিশ্চয় পথ্য;
একটু না হয় স্বাধীনতা হারাবে
ভালবাসা পাবে মস্ত।

ভেবেছি সারারাত ঘুম হয়নি যে
মনটা বোধ হয় পড়েছিল পরীর রাজ্যে।

পরীর কথা পরীর গান
না পেয়ে মন আনচান।

তালগোল সব বেশ পাকালো ছোটাবে কবে কে?
এ মনটা বলে তালগোল সব ঠিক হবে পরীর ছোঁয়াতে । :P



০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:১৫

শায়মা বলেছেন: ভাইয়া দড়ি চেনো?

পাগল বাঁধার দড়ি?:)

সামু অফিসে কিছু এমন দড়ি আছে যা দৈবে সৈবে বের করা হয় বলে শুনেছি!:)

১২৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: এই বুঝি সমাধান! :(
এই কি তোমায় সাজে? #:-S
তবে কি তুমি এতই নিঠুর প্রাণ! B:-)
কঠোর বাদ্য বাজে। /:)
বাঁধতে হলে ভালবাসার দড়ি দিয়ে শক্ত করে বাঁধো :!>
পাগলামো সব পালিয়ে যাবে সঙ্গে যদি থাকো। :#>
অফিস আমার ভাল লাগেনা ভাল লাগে মোর বাড়ি :)
সেই বাড়িতে থাকলে তুমি আনন্দে যাবো মরি । :P

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৪৬

শায়মা বলেছেন: শুনেছিলাম সৃষ্টিকর্তা মানুষকে বানাবার সময় অনেকগুলি গুনাবলী দিয়ে তৈরী করেন, মেধা, গিয়ান, বুদ্ধি,লাজ, লজ্জা, মান, সন্মান, সৌন্দর্য্য ও নানাকিছু!

তোমার বেলায় অনেককিছুই দেননি মনে হচ্ছে আমার!:(

১২৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার বইটি সংগ্রহ করেছি তবে হাতে পৌছায়নি। আজ সন্ধ্যায় পেয়ে যাবো। শুভকামনা।

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: পাওনি কেনো?? তুমি কোথায় থাকো আপুনি!!!!!!!!!!!!!!!!

১২৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ছেলে , তার এক বিরাট সমস্যার সমাধান পেয়েছে ।
''ছোট্ট ববি আঁকছে ছবি মনের সুখে রঙ্গে
কত্ত কিছু আঁকছে ববি নানান রকম ঢঙ্গে ''
একদিনেই এটা মুখস্থ । আগামী কাল জেলা শিল্প কলায় তার আবৃত্তির ক্লাশ আছে । সেখানে এটা আবৃত্তি করার প্রস্তুতি নিচ্ছে ।
পূর্বে তার একটা সমস্যা ছিল , সে যেটা আবৃত্তি করবে বলে ঠিক করে রাখতো , সেটা নাকি পূর্বেই কেউ আবৃত্ত করে ফেলত । খালা মনির বইটা পেয়ে এখন সে সমস্যা আর হবেনা । :D :D :D

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:০২

শায়মা বলেছেন: :(


আমি কিন্তু ভীষন রাগ করেছিলাম। তুমি বইটা পেলে কি পেলেনা কিছুই বুঝতে পারছিলাম না।:(



বাট এখন ছবি দেখে আমি খুশী!!!:) :) :)


১২৬| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমি ঢাকাতে ছিলাম । এখন রাজশাহী আছি।

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: ওহ তাই বলো !!!!!!


:) :) :)


১২৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

রাজু রহমান বলেছেন: অসাধারণ, লেখিকা আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৮

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!:)

১২৮| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৭

অাপেল মাহমুদ বলেছেন: ষোলই ডিসেম্বর, জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ, স্বাধীনতা, বীরশ্রেষ্ঠ, বঙ্গবন্ধু , ফল, পাখি,ফুল, পহেলা বৈশাখ সবশেষে জিহাদের স্বপ্ন ছন্দে ছন্দে শিশুদের দেশপ্রেমের দীক্ষা দেয়ার চমৎকার প্রয়াস । নতুন বাংলাদেশ গড়তে এই দেশপ্রেম খুবই প্রয়োজন । ছড়াকারের প্রতি শুভকামনা রইল ।

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৯

শায়মা বলেছেন: ভাইয়া

অনেক অনেক থ্যাংকস!

অনেক ভালো থেকো ভাইয়ামনি!!!!!:)

১২৯| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্বপ্ন সত্য হলে খুব ভালো লাগে তাই না আপা।


(আপনে আমার লগে খালি গোসা করইন :( )

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩০

শায়মা বলেছেন: গোসা করইন না???

তুমি তো আমাকে চিনতেই পারোনা:(

১৩০| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্বপ্ন সত্য হলে খুব ভালো লাগে তাই না আপা।


(আপনে আমার লগে খালি গোসা করইন :( )

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২

শায়মা বলেছেন: Click This Link



এইটা পড়ো ভাইয়া।


৫নং পড়ো আর আমার কবিতা লেখার প্রথম উৎসাহদাতা তুমি!!!!! :)

১৩১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা, আমি কিন্তু আমার মন্তব্য দেখতে পাচ্ছি না,

২ নোটিফিকেশন -- কিন্তু এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না।


ভুল করে থাকলে ক্ষমা করবেন।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: দেখতে পাচ্ছোনা!!!!!!!!! :-B B:-) B:-) B:-)


আমি তো পাচ্ছি!!!!!!!!!!!!!!!!!!!:) :) :)

১৩২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪২

টুম্পা মনি বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপু। আপনার স্বপ্নগুলো সত্যি হোক। বাবুদের সাথে আমিও বইটা পড়ার আশা ব্যক্ত করছি।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ টুম্পামনি। কেমন আছো??? :)

১৩৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৯

টুম্পা মনি বলেছেন: বহুদিন পর ভালো আছি। কারণ বহুদিন পর ছুটিতে আছি। :) :) আপু আপনি কেমন?

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৩

শায়মা বলেছেন: আমিও ভালো কিন্তু আমার ছুটি তো শেষই হচ্ছে না তাই ছুটি নিয়ে বিরক্তিতে আছি।


এত হরতাল হরতাল আর আমার স্কুল বন্ধ।:( এখন সব কিছু ঊল্টে গেছে। সপ্তাহের পাঁচ দিন স্কুল বন্ধ আর শুক্র শনি দুই দিন খোলা!!!!!!!!


ছুটিও যে এত বিরক্তির হতে পারে আগে জানতাম না !!!!!!!!!!!:( :( :(


টুম্পামনি কি যে রাগ লাগে জানোনা!!!!:( :( :(


শুধু কি তাই?? স্কুলের সাথে সাথে সকল আনন্দময় কার্য্যকলাপ সবই বন্ধ!!!!!!!! :( :( :(

কিচ্ছু ভাল্লাগেনা!!!!!!!!!!:( :( :(

১৩৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

টুম্পা মনি বলেছেন: হাহাহা আপু সুখে আছেন। হাসপাতালগুলো যে কেন হরতালে বন্ধ থাকে না! :( :( :( :( :(

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৩

শায়মা বলেছেন: হাসপাতালগুলো বন্ধ থাকলে চলবে!!!!!!!!!!!!!!! কি বলো !!!!!!!!!!!!!! B:-)


হায় হায় হায় !!!!!


ঈদের ছুটিতে হাসপাতালে ডক্টর কম থাকে সেই তখনই কত্ত কত্ত সমস্যা হয়ে যায়।:(:( :(


থাক আপু তোমার ছুটির দরকার নেই তুমি অনেক অনেক মহৎ পেশায় জড়িত ।:) :)


অনেক অনেক দোয়া টুম্পামনি!!!!!!!!!!!!


তুমি হাসপাতাল যাও আমি বাসায় বসে বসে কবিতা লিখি ওকে!!!!!!!:) :) :)


১৩৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:১১

জসিম বলেছেন: আমার অটোগ্রাফ পেয়েছিলেন কিনা, জানার ইচ্ছা ছিলো. যদিও আপনারটা নেয়ার সুযোগ হয় নাই.

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪২

শায়মা বলেছেন: তোমার অটোগ্রাফ কি করে আনবো!!!!!! পরীর দেশ থেকে তো আর নামাই হলোনা!!!!!:(


তবুও আমার বইটা তোমার কাছে দেখে আমি খুশী ভাইয়া!!!!!!!! তোমার এ্যাড্রেস দিও আমি অটোগ্রাফ পাঠিয়ে দেবো।:)

১৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬

জসিম বলেছেন: তবেই হলো :-* ! ঠিকানা সংক্ষেপ: ফিনল্যান্ড :P :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৯

শায়মা বলেছেন: ফিনল্যান্ড!!!!!!!! :(


থাক তার চাইতে তুমি খানা খাও ভাইয়া। সবার থেকে নিয়ে একটু একটু খাও।:)


http://www.somewhereinblog.net/blog/saimahq/30027933

১৩৭| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৫:৫০

বড় বিলাই বলেছেন: darun!

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:১৯

শায়মা বলেছেন: কেমন আছো আপুনিমনি??????????

১৩৮| ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৯

বড় বিলাই বলেছেন: এত্ত এত্ত ব্যস্ততায় আছি আপু, তারপরও ভালো আছি। :)

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো থেকো আপুনি । সিংহছানার ছবি দিও আমাদেরকে।

১৩৯| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! দেরীতে হলেও অভিনন্দন জানাচ্ছি ! দেশে চলে যাব যখন, তখন কোন এক ফেব্রুয়ারীর মেলায় আপনার অটোগ্রাফসহ বই সংগ্রহ করার ইচ্ছে রইল। :)

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া। অবশ্যই অটোগ্রাফ সহ বই পাঠিয়ে দেবো ভাইয়ামনি। অনেক ভালো থেকো।

১৪০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

গরু গুরু বলেছেন: বাহ! অনেক সুন্দরতো। শুভকামনা রইল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! তোমার নামের একি হাল? গুরু গুরু করতে চেয়েছিলে নাকি?

১৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

গরু গুরু বলেছেন: না আপুমনি। নাম আমার যেটা দিয়েছি সেটাই আছে,,,, যদিও নামের রহস্যটা অপ্রকাশ্য

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: গরু বুঝি গুরু হয়?


নাকি গরুদের তোমার গুরু মনে হয়?

নাকি গুরুরাই গরু???


বুঝলাম না!!!

১৪২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

রাতুল_শাহ বলেছেন: ফেব্রুয়ারি মাস কিন্তু সামনেই, আশা করি এবারও নতুন বই পাচ্ছি ।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: :(

নো!!!!!!!!!!!!!!!!!!!!!

আমাল জিনিয়াস ভাইয়ালা লিখবে !!!!!!!!!!!!!!!


আমি না !!!!!!!!!!!!!!!!!!:(

১৪৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

রাতুল_শাহ বলেছেন: নো মানে কি না?

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: হুম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৪৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

রাতুল_শাহ বলেছেন: নো মানে না কেন?

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

শায়মা বলেছেন: কারণ আমি নাই!!!!!!!!!!!:(

১৪৫| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

রাতুল_শাহ বলেছেন: লিখেন আপু লিখেন, ছোট বাচ্চাদের জন্য ভুতের গল্প লিখেন।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: :(


সময় নাই!!!!!!!!!!!!!!!!!

আমি অনেক অনেক বিজি তো!!!!!!!!!!!!!!!!!!:(

নাচা গানা নিয়ে!!!!!!!:(


http://www.somewhereinblog.net/blog/saimahq/30063675

এই দেখো সেই শুরু হয়েছে আর থামাথামি নাই!:(

১৪৬| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

রাতুল_শাহ বলেছেন: ও আচ্ছা ...............

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: :)


:)


:)

১৪৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

রাতুল_শাহ বলেছেন: আপু আজকে তো মনে হয় ছুটি, আজকে ভূতের একটা গল্প লিখেন।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

শায়মা বলেছেন: না রিপোর্ট কার্ড লিখছি!!!:(:(:(

১৪৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

রাতুল_শাহ বলেছেন: কিসের রিপোর্ট?

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

শায়মা বলেছেন: রিপোর্ট কার্ড চিনোনা!!!!!!!!!!! হায় হায় হায় ভাইয়ু!!!!!!!!!!!!! ইউ আর ট্যালেন্টপুলে বৃ্ত্তি পাওয়া ভাইয়ু আমার!!!!!!! B:-)

১৪৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

রাতুল_শাহ বলেছেন: না আসলেই চিনি না।

যাহোক কার কার বিরুদ্ধে রিপোর্ট লিখলেন, স্ক্রিনশট দেওয়া যাবে কি?

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

শায়মা বলেছেন: নো নো নো ইটস কন---ফে----ডেন---শিয়াল/বিড়াল/ কুকুর!!!!! :P

১৫০| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

রাতুল_শাহ বলেছেন: আমার বিরুদ্ধে রিপোর্ট আমার আম্মাজানের কাছে সরাসরি যাইতো। যা আমি কখনও টের পাইতাম না। স্কুলের ডাব চুরি, আম চুরি, স্কুল পালানো, চুল না কাটা, পিটি না করা, ক্লাশে চিমটি কাটা -কথা বলা সমস্ত রিপোর্ট।

যেদিন বেশি রিপোর্ট, সেদিন স্কুলের সকল শিক্ষকের সামনে হাজির হইতে হতো।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: তোমার চুল নিয়ে উল্টা টিচারের কাছে মায়ের রিপোর্ট জীবনে ভুলবোনা ভাইয়া!!!!!! হাহাহাহাাহাহা। তোমাকে দেখলেই সেই কথা মনে পড়ে। :P

১৫১| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

রাতুল_শাহ বলেছেন: আচ্ছা আপনার এই রিপোর্ট কয়জন স্টুুডেন্ট তাদের আব্বা-আম্মার ঝাড়ি খাইতে পারে?

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

শায়মা বলেছেন: আমাদের স্কুলে নো ঝাঁড়াঝাঁড়ি ভাইয়া। কেউ কোনো ভুল করলে তাকে বুঝানো হয়। প্যারেন্টস আর টিচারের কো অপারেশনে বাচ্চার ইমপ্রুভ হবেই হবে । তবে কোনো শাসন বা ঝাঁড়ি বাড়ি নেই। ( আমার অবশ্য মাঝে মাঝে ইচ্ছা করে)

১৫২| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

রাতুল_শাহ বলেছেন: ঠিকানা দেন, ভালো ব্র্যান্ডের বেত পাঠাইয়া দেই।

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: ছি ছি তুমি দেখি আমার বেবিদেরকে মধ্যযুগে নিয়ে যেতে চাও। কান্ট টলারেট ইট ভাইয়ু!!!!!!!!!!!!!!!আমার বেবিদের গাঁয়ে ফুলের টোকাও দেওয়া যাবেনা!!!!!!!!!

১৫৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

রাতুল_শাহ বলেছেন: আমরা তো ভাইয়ু: বেতের টোকা, কাঁচা বাঁশের কমচির টোকা, চকের টোকা, ডাস্টার টোকা কত টাকা খেয়েছি। কিন্তু ফুলের টোকা খাইনি।
ফুলের টোকা জিনিসটা কি?

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

শায়মা বলেছেন: ফুলের টোকা তোমার খাওয়া হবেনা। সেসব আমার বেবিরা খায়। মানে আমার ক্লাসে। আল্লাদে মাথায় উঠে। :)


দেখোনা ওদেরকে দেখে আমিও কত আল্লাদ শিখেছি!!!!!!!! একদম মাথায় উঠে গেছি। :) :) :)

১৫৪| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

রাতুল_শাহ বলেছেন: আজকালকার বেবিরা খুব বুদ্ধিমান, স্মার্ট, চরম চালু।

সবই ডিশ লাইনের কল্যানে।

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: হুম!!!!!!!!

আর ফেসবুক???? সেটার কথা বললে না ভাইয়ু!!!!!!!!!! :P

১৫৫| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

রাতুল_শাহ বলেছেন: ভুলে গেছিলাম। তারা ভাইভার, উইচ্যাট, কিউকিউ, আর কতকিছু ব্যবহার করে।

আমার ছোট বোন অনেকদিন আগে বলেছিলো: ভাইয়া ভাইয়া, আমার একটা ফেসবুক একাউন্ট করে দিও তো।
আমি শুনে তো অবাক। ৫ বছর বয়সে!!!!!!!!

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: আমার ৩ বছরের বেবি বলেছে এফ ফর ফেসবুক! :P

১৫৬| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

রাতুল_শাহ বলেছেন: তিন বছরে এত কথা শিখে ফেলেছে??????????????????

সুপার জিনিয়াস।

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: আরে হ্যাঁ একেকটার কথা শুনলে আমি হা হয়ে যাই।

১৫৭| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

রাতুল_শাহ বলেছেন: আজকে কি আপনার ছুটি?

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: না । আধা ছিলো! আর কোনো রিহার্সেল ছিলোনা আর নিজেরও কোনো অনুষ্ঠান নাই।

১৫৮| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

রাতুল_শাহ বলেছেন: এখন হাতে অনেক কাজ। প্রচুর প্রেসার মানে চাপ। চিন্তা করতে পারছি না কোনটা দিয়ে শুরু করবো।

যেহেতু আপনি আজকে হাফ বেলা অফিস করেছেন, সেহেতু আপনার কাছে হেল্প মানে সহযোগিতা পাওয়ার আশা করা যায়।

সো প্লিজ কোঅপারেট।

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: আমি!!!!!!!!!!!!!!!!!!!

কেমনে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ঠাস করে আঁকাশ থেকে পাতালে পড়ে অজ্ঞান হয়ে গেলাম!:(

১৫৯| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

রাতুল_শাহ বলেছেন: :(

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

শায়মা বলেছেন: গেলাম ভাইয়ু!!!!!!!!!!! শপিং এ যাই! বাই বাই!:)

১৬০| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

রাতুল_শাহ বলেছেন: কোথায় শপিং ভাইয়ু?

আমার জন্য কিছু কিনে আনেন। শীত বস্ত্রের বড় অভাব। একখান শীতবস্ত্র কিনে দিলে বড় উপকৃত হতাম।

২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

শায়মা বলেছেন: আরে আমি তো শীতবস্ত্রে যাইনি। সাজুগুজু শপিং এ গেছিলাম। লিপিত্তিক, নেইলপোলিশ, ব্লাশন, ঝিকিমিকি, কিকিকিকি কত্তকিছু!!!!!!!:)

১৬১| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

রাতুল_শাহ বলেছেন: ঢাকার গরম খাইতে খাইতে সিলেটে আসলাম, সিলেটে নেমে দেখি হাড় কাপানো ঠান্ডা। মনে মনে ভাবলাম আপু হইতো একখান শীতবস্ত্র কিনে রেখেছে।
এখন তো হতাশ হয়ে গেলাম।


২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: সিলেট গেছো!!!!!!!!!!!!!!!!!!!!!

তাহলে তো সে আমার রাজকুমারের দেশ!!!!!!!!!!!!


রাজকুমারকে বললেই রাজপ্রাসাদ থেকে কাউকে পাঠিয়ে দিত তোমাকে সাদর অভ্যর্থনার জন্য!!!!!!!!:)

১৬২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

রাতুল_শাহ বলেছেন: রাজকুমারের দেশ!!!!
ঠিকানা দেন, যখনই সিলেট যাবো, দেখা করে আসবো।

সামনে সপ্তাহে আবার যাবো। সিলেট যাওয়া আসার উপর আছি।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

শায়মা বলেছেন: গুড গুড
সিলেটে যাইও ভাইয়া বসতে দেবে পিড়ে
জলপান যে করতে দেবে কমলালেবু জিরে।
কমলালেবু জিরে দেবে সাথে দেবে চা
বলবে তারা এবার বসে যত্ত ইচ্ছে খা! :P

১৬৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

রাতুল_শাহ বলেছেন: ঠিকানা কোথায়? ঠিকানা দেন। ঘুরে আসবো।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

শায়মা বলেছেন: ঠিকানা দিচ্ছি

ঠিকানা

নাম- রাজকুমার
প্রযত্নে- রাজা/বাদশা/মহারাজা
বাড়ি- রাজপ্রাসাদ
রোড- রাজপথ
আকাশের ঠিকানা..........:)

১৬৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

রাতুল_শাহ বলেছেন: হা হা হা.....................

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

শায়মা বলেছেন: এই দেখো ঠিকানাটা
ছাপা ছাপা উঠেছে
তাই দেখে মুখে তোমার
হাসি হাসি ফুটেছে।:)

১৬৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

রাতুল_শাহ বলেছেন: সিলেট গেলে খাবারের সন্ধান করাটা বিরক্তিকর লাগে। কোনটাতে খেয়ে মজা পাওয়া যায় না।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২

শায়মা বলেছেন: সুরঞ্জনা আপুর উন্দালে।:)

১৬৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

রাতুল_শাহ বলেছেন: মামুন ভাই আছেন। সিলেট যাই, কিন্তু ভাই এর সাথে যোগাযোগ করা হয় না। কেমন করে যোগাযোগ করবো বলেন, ২দিনের কাজ একদিনে শেষ করার নির্দেশ থাকে। প্রচন্ড চাপে থাকতে হয়। এমনকি মাঝে মাঝে দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয় না।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

শায়মা বলেছেন: আহালে। মামুনভাইয়ামনি আর সুরঞ্জনা আপুনি থাকতে তুমি থাকবা না খেয়ে!!!!!!!!!!!!!!


তাই হয় নাকি!!!!!!!!!!!!!!!!

১৬৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

রাতুল_শাহ বলেছেন: আপনি তো আচ্ছা কৃপণ।

আপনার রাজকুমার থাকে সিলেটে, আর আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন - মামুন ভাই আর সুরঞ্জনা আপুর কাছে। এটা কিন্ত ঠিক না।
ব্যাপারটা কেমন হয়ে গেল।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

শায়মা বলেছেন: আল্লাহ!!!!!!!!!!!!!!

কি যে বলো!!!!!!!!!!!!!!!!!!

রাজকুমারকে লুকাই রাখতে হয়!!!!!!!!!!!!!!!!

নাইলে কেউ যদি দেখে ফেলে!!!!!!!!!!!!!! :(

১৬৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

রাতুল_শাহ বলেছেন: এত ফালতু রাজকুমার। রাজকুমারীরাও আপনার রাজকুমারের চেয়ে সাহসী।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

শায়মা বলেছেন: ঐ একদম মেরে ফেলবো!!!!!!!!!!!

একদম কেটে ফেলবো!!!!!!!!!!!


আমি আছিনা রাজিয়া সুলতানা
আই উইল সেভ মাই রাজার কুমার!!!!!!!!!!!!:):):)


স্বপ্লে আইলো রাজার কুমার স্বপ্নে গেলো চইলা
.......... সোন্দর কুমার কিছু না গেলো বইলা রে .....
কিছু না গেলো বইলা!!!!!!!!!!

১৬৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

রাতুল_শাহ বলেছেন: আপু পুরাই ভারতীয় সিরিয়ালের মত সংলাপ।

ভারতীয় সিরিয়ালের নায়িকারা, নায়কদের বিপদ আপদ থেকে রক্ষা করে।

সারাজীবন শুনে পড়ে আসলাম, রাজকুমার রাজকুমারীদের রক্ষা করে, আজ শুনলাম উল্টা।

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: হা হা রাজিয়া সুলতানারা করে !!!!!!!!!!! :P

১৭০| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

রাতুল_শাহ বলেছেন: রাজিয়া সুলতানা কবে, কোন দেশের রাজকুমারকে রক্ষা করলো?

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

শায়মা বলেছেন: ইতিহাস পড়ো!!!!!!!!!!!!


এত বলতে পারবোনা।

১৭১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

রাতুল_শাহ বলেছেন: যতটুকু জানি, ততটুকু তে রাজিয়া সুলতানাকে কোন রাজকুমারকে রক্ষা করতে দেখি নাই। তিনি একজন দক্ষ ও সুশাসক ছিলেন। রাজ্যের শৃংখলা সুন্দরভাবে ফিরিয়ে এনেছিলেন।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

শায়মা বলেছেন: ঐ তো একই সব কি আর তুমি জানবে!!!!!!!!!!!!:)

১৭২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

রাতুল_শাহ বলেছেন: আপনি দয়া করে জানান, রাজিয়া সুলতানার ইতিহাস।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: পারবোনা!!!!!!!!!!

আমি বাইরে যাচ্ছি!!!!!!!!!

১৭৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

রাতুল_শাহ বলেছেন: ওকে যান রাজিয়া সুলাতানা..............
আচ্ছা আপনি কোন সালতানাতের সুলতানা?

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: আসমানী সালতানাতের!!!!!!!!!:)

১৭৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

রাতুল_শাহ বলেছেন: তাই নাকি!!!!!!!!!!!!!!!

জানতাম না। তো আসমানী সালতানাতের সুলতানা রাজিয়া কি এই নিয়ে কোন পোষ্ট দিবেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

শায়মা বলেছেন: আরে এই কমেন্ট কবে দিসিলা ভাইয়ু!!!!!!!!

আমার নোটিফিকেশনই আসেনা। সাম্প্রতিক ভিজিটর লিস্ট আসেনা। সব কিছু গড় বড় হয়ে গেছে! আমিও!!!!!!!!:(

১৭৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: ক্রমশ নিষ্ঠুর হয়ে ওঠা এই পৃথিবীতে শিশুরা বড় হয়ে উঠুক সহমর্মিতা, ভালোবাসা আর মমতায় আমার চাওয়া এতটুকুই। গড়ে তুলুক তারা সুন্দর একটি পৃথিবী। - অসম্ভব সুন্দর একটি চাওয়া, আর সে লক্ষ্যে অত্যন্ত কার্যকর একটি প্রয়াস নিয়েছেন- এজন্য আন্তরিক সাধুবাদ।
অনেকগুলো প্রতিমন্তব্যে আপনার যে বিনয় প্রকাশ পেয়েছে, তাতে এক কথায় মুগ্ধ!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: বিনীত থাকবার যথাসাধ্য চেষ্টা করি আমি ভাইয়া!!!!!!


তবুও মাঝে মাঝে থাকা হয় না .....:(

১৭৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস এর ৪৫ নম্বর মন্তব্যটা খুব ভাল লেগেছে। সাথে ৪৮, ৪৯, ৮৩, ৯২, ও ১২৭ নং প্রতিমন্তব্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

শায়মা বলেছেন: এই মন্তব্যগুলো দেখে আসি আর প্রতিমন্তব্যগুলোও !!!! :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া পড়ে আসলাম সবগুলাই!

সেলিমভাইয়া আগে যা জ্বালাতো!!!!!!

কে কি ভাবছে তার মাথায় ঢুকতোও না!!!!!! বিয়ে করে ভাইয়ার সুমতী হয়েছে!!!!! তবে ভাবী কোনোদিন ব্লগে আসলে কি হয় তার কপালে কে জানে!!!!!!!!



:P

১৭৭| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৬

ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর লিখেছেন

১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: থ্যংক ইউ ভাইয়া।

একটা কথা ভাইয়া, তোমার কি একটা কবিতার বই আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.