নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব.....

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৩৫

প্রিয় লালনগীতি প্যারোডি :) :) :)

ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব প্যানপ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে. একি আজব প্যানপ্যানা
নিজের কাজে নিজে রামপাঁজী
অন্যের বেলায় ভ্যান ভ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা !!

আসবার কালে শিশু শ্রেনী ছিলে, এসে তুমি আদুভাই হলে,
আসবার কালে শিশু শ্রেনী ছিলে, এসে তুমি আদুভাই হলে,
কি জাত হবা যাবার কালে
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে পাই না !!

ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা!!

গল্পকার,প্রাবন্ধিক, ছড়াকার, কবি, এ ব্লগেতে থাকবে সবই
গল্পকার,প্রাবন্ধিক, ছড়াকার, কবি, এ ব্লগেতে থাকবে সবই
(তবে)গরু ছাগল দেখে হয় না রুচি
গরু ছাগল দেখে হয় না রুচি।
করে একই ভ্যা ভ্যা প্যা প্যা.....

যমে তো তোরেও ছাড়বে না
ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে.....

গোপনে যে চামচামির ভাত খায়, তাতে ব্লগের কি ক্ষতি হয়!!
গোপনে যে চামচামির ভাত খায়, তাতে ব্লগের কি ক্ষতি হয়!!
শায়মা বলে ব্লগ কারে কয়
শায়মা বলে ব্লগ কারে কয়
এ ভ্রম তুই ছাগলে বুঝবি না।

গরু যেমন জাবর কাটে, বসে থেকে দিনে রাতে,
গরু যেমন জাবর কাটে, বসে থেকে দিনে রাতে,
ছাগল তেমন ভ্যা ভ্যা করে
একই সূরে ভ্যানভ্যানা.....

শকুনের দোয়ায় মরে না গরু, তোর চিন্তায় যাবে না ব্লগু
ওরে ছাগল মাথা সরু,
ভ্যা ভ্যা ভ্যা ভ্যা ভালো লাগে না!!!

ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব প্যানপ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব প্যানপ্যানা,
নিজের কাজে নিজে রামপাঁজী
অন্যের বেলায় ভ্যান ভ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা....


ছুটি চলছে। ছুটির প্রারম্ভে কিছু কাজ জমে থাকায় হিমশিম খাচ্ছিলাম। সেই হিমশিম কাটিয়ে এখন একটু ফুরফুরা ম্যুডে আছি। অনেকদিনের ইচ্ছা ছিলো একটি লালনগীতি প্যারোডি লেখার। শেষমেষ সময় হলো ..... লিখে ফেল্লাম প্রিয় গান, প্রিয় ব্লগ নিয়ে প্যারোডিখানা ....... :) কেমন হলো???

গানটা নিজে গেয়ে দিতে পারলে ভালো হত। গিটার বাঁজিয়ে তুলছি মাত্র। আপাতত রিয়েল গানা খানাই শুনুন সকলে..... :)

তবে গিটারে এখনও ভালো না বাঁজাতে শিখলেও, এক নিমিষেই আমি ছবি এঁকে ফেলতে পারি।:) তাই ছবিটা এঁকে দিলাম।


আর আমাদের ব্লগ দীর্ঘজীবি হোক। লাখো কোটি বছর বাঁচুক এই কামনায়..... :)

মন্তব্য ১২২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৪০

অপু তানভীর বলেছেন: ব্লগু শব্দের অর্থ কী শুনি? তোমার কাছেই এই প্রথম শুনলাম !

আর কেবল কি গরুই জাবর কাটে? আর কেউ কাটে না? :D

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৪৮

শায়মা বলেছেন: ব্লগু হলো ব্লগের আদরের ডাক!!

মানুষও কাটে...... গরুমানবেরা..... :)

২| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৪৯

ভুয়া মফিজ বলেছেন: গান, কবিতা কোনটাই আমি ভালা পাই না। প্যারোডি তো আরোও...............!!!! B:-/

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: না ভালা পাও ..... তো কি!!!!

আমার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো।

একখানা প্যারোডি!!!! :):):)

৩| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: গান, কবিতা কোনটাই আমি ভালা পাই না। প্যারোডি তো আরোও...............!!!
এটা কুনো কথা কইলেন !!! #:-S

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন: হইলো...... হাহাহাহা কেনো হইলো ???

উহা ভুয়া ভাইয়া বলিবেক.....

ভাইয়া লাইকস ডাইরেক্ট একশন.....


ইনু বিনু পিনু ইনায় বিনায় প্যারোডি হি ডাজেন্ট লাইক ......

৪| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৫

মিরোরডডল বলেছেন:





লিখে ফেল্লাম প্রিয় গান, প্রিয় ব্লগ নিয়ে প্যারোডিখানা ....... :) কেমন হলো???

সুপার্ব হয়েছে আপু :)

তুমি সত্যিই অলরাউন্ডার!!!


২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:০০

শায়মা বলেছেন: আমাল মিললমনিটা!!!!

আমি তোমাল দন্যই কিন্তু আজকাল লিখি। আর একলব্য ভাইয়ু তো আসেই না আজকাল!!! :(


আমি জানি তুমি আমার গানা দেখে হাসছো আর হাসছো!! :)

৫| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৬

মিরোরডডল বলেছেন:




শায়মা বলে ব্লগ কারে কয়

এ লাইনটা পড়ে অনেক মজা পেলাম :)


২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:০৩

শায়মা বলেছেন: আসলেই ব্লগ কারে কয় কত প্রকার ও কি কি এই বিষয়ে থিসিস লিখবো ভাবছি। তারপর যারা যারা ব্লগ পিএইচডি করতে চায় তাদের নিয়ে ট্রেইনিং সেন্টার!!! :)

আরেকটা রম্য লিখবো নে দুইদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন ওকে?????????

৬| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ মজাদার-----------

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:০৪

শায়মা বলেছেন: :) ভাইয়া :)

৭| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:১২

শেরজা তপন বলেছেন: ব্লগ গেল ব্লগ গেল রব তুলে দু চারজন যখন চরম চিন্তিত থাকে সারাক্ষণই তখন ভীষণ হাসি পায়।
ব্লগ জমানো কোন ব্যাপার? এই দেখেন দুইদিনে ব্লগ জমে গেছে।
কত এড়ে গেঁড়ে কুতুব জাদরেল কেউকেটা এল গেল তাতে ব্লগের কিছু আসে যায়নি।
আপনার প্যারোডি চমৎকার হয়েছে -সাড়ে চুয়াত্তর মনে হয় এইটাতে ভালো সুর তুলে গাইতে পারবে :)
'ব্লগু' শব্দটা নতুন সংযোজন দারুন হয়েছে.

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৪০

শায়মা বলেছেন: আমারও হাসি পায়।
নিজেদের লেখার মানের দিকে খবর নাই, নিজেরা কি কমেন্ট করছে ভাষা কি আশা কি সে সব দেখে যে ছাগলেও হাসে সে সব দিকে খেয়াল নাই উনারা বসে বসে ভাবতে আসেন ব্লগ গেলো ব্লগ গেলো।

আরে বেটা নিজের দিকে নজর দে। তুই নিজে কি?? অন্যের লেজ ধরে ধরে আর কতক্ষন চলবে??

যাইহোক মাহমুদভাইয়া আমাকে একটা ছড়া বলেছিলো-
কত কুতুব এলো গেলো
শায়মা আপা রয়ে গেলো....

হা হা হা হা আমি শুনে হাসতে হাসতে শেষ!

যাইহোক তুমিও আজকে এঁড়ে গরু গেড়ে ছাগল এইসব বলে আমাকে হাসালে...

ব্লগ জমাজমি কোনো ব্যপারই না। আসল ব্যাপার ব্লগের কিছু সীমাবদ্ধতা, লোকজন কম আদার সোশাল মিডিয়ার কারণে। লেখার অনেক অনেক জায়গা আছে। ব্লগের মত কঠিন লেখালিখি চর্চার ইচ্ছা ও জ্ঞান কমেছে। এটা ব্লগের যতটা দোষ তার চাইতে দোষ বেশি মানুষের। মানে আম জনতার। তারা ইজি গোয়িং স্টাইলে লিখছে ফেসবুকে বা অন্য কোথাও।

সেই সব ইজি গোয়িং ছাগলেরা আবার ব্লগে এসে গাঁয়ে মানে না আপনি মোড়ল সাজেন।

সবচেয়ে বিরক্তিকর ব্যপার তাদের ভ্যোকাবুলারীর সীমাবদ্ধতা। কিছু শব্দ শিখে নিয়ে সবখানে একই প্যান প্যান ঘ্যান ঘ্যান.......

আমাদের ব্লগ তথা আদরের ব্লগু কি তোর ঘ্যান ঘ্যান দেখার জন্য বসে আছে !!!!!!!!! যত্তসব!!!

৮| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:১৫

মিরোরডডল বলেছেন:




ব্লগু শব্দটার মধ্যে আসলেই একটা আদর আছে :)



২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: হা হা আসলেই তাই।

৯| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:১৬

জটিল ভাই বলেছেন:
হায়! হায়! তুমি দেখি আমার স্টাইলে প্যারোডি লিখা শুরু করেছো!!! এখন না কেউ আবার আমারে তোমার মাল্টি ভাইবা কোমায় চইলা যায়!!! =p~

আসবার কালে শিশু শ্রেনী ছিলে, এসে তুমি আদুভাই হলে :B
এই লাইনতো পুরাই ডিজেস্টার!!!

তোমার লিখা পইড়াতো কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্……. করতাছি =p~
ওয়েট, এক্টু ট্রাই করি........

বাঁদুর যেমনি ঝুলে বাঁশে
গুনগুনিয়ে নবীন আসে,
ব্লগের লাগি এসেই করে আহ্ আহহ্ উহ্…….
দুষ্টু ব্লগার করে তখন কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্…….
মডু সাইরেন বাজায় রে কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্…….

মনে মনে গুরু মানো
মুখে কিছুই বলো না,
গুরু নাম জপে কেনো
করো শুধুই ছলনা?

থাকলে তুমি আশেপাশে
লিখায় আমার আবেগ আসে,
ব্লগের লাগি মনটা করে আহ্ আহহ্ উহ্…….
দুষ্টু ব্লগার করে তখন কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্…….
মডু সাইরেন বাজায় রে কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্…….

নদীর বুকে চর,
আমি কি তোর পর?
ব্লগের মাঝে তোরে নিয়ে-
বাঁধবো সুখের ঘর।

ধিকি ধিকি জ্বলে আগুন
জলের ছিটায় নেভে না,
খোলা আছে ব্লগের দুয়ার
মাল্টি হয়ে থেকো না।

পথ চেয়ে আছি বসে
কখন আসবে ব্লগের পাশে?
ব্লগের লাগি এসেই করবে আহ্ আহহ্ উহ্…….
দুষ্টু ব্লগার করে তখন কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্…….
মডু সাইরেন বাজায় রে কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্…….

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৩

শায়মা বলেছেন: বাঁদুর যেমনি ঝুলে বাঁশে
গুনগুনিয়ে নবীন আসে,
ব্লগের লাগি এসেই করে আহ্ আহহ্ উহ্…….
দুষ্টু ব্লগার করে তখন কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্…….
মডু সাইরেন বাজায় রে কুহ্ কুহ্, কুহ্ কুহ্, কুহ্ কুহ্ কুহ্…….


হা হা হা মডু সাইরেন বাঁজায়!!!!!! :P

১০| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো হইছে।

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

তুমি আমার জন্য সনেট লিখেছিলে এইবার তোমার জন্য আমি ছবি আঁকবো!


কার্টুন ছবি না। কাভাভাইয়ারটার মত রিয়েলস্টিক স্কেচ!:)

১১| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:২২

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: আসলেই ব্লগ কারে কয় কত প্রকার ও কি কি এই বিষয়ে থিসিস লিখবো ভাবছি। তারপর যারা যারা ব্লগ পিএইচডি করতে চায় তাদের নিয়ে ট্রেইনিং সেন্টার!!!

সবই ঠিক আছে আপু কিন্তু একটা জায়গায় তুমি এবং তোমার ছোট ভাই মানুষ চিনতে ভুল করেছিলে।
ভুল জাজ করেছিলে, কেউ একজন তোমাদের বোকা বানিয়েছিলো।

আমি সেই ব্লগারের ১০০% সব বের করেছি।
আমার অনুমান সঠিক ছিলো।


২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৫

শায়মা বলেছেন: হায় হায় কোন ছোটভাই??


কে বোকা বানাইলো রে!!!!!!!!!!!!!!


আমার মত হনুকে বোকা বানানো!!!!!!!!!!! X((


১২| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাজে লেখা হয়েছে।

একজন টিচারের কাছ থেকে এমন আশা করিনি।

তবে, খারাপ ভালো মিলিয়েই মানুষ।

তোমার ভালো দিকটা এতো দিন দেখেছি। খারাপটাও দেখা হলো।

তুমি প্যারোডি লিখবে, এটাই দেখার বাকি ছিলো ব্লগবাসীদের।

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৭

শায়মা বলেছেন: হা হা প্যারোডী লেখা কি খারাপ?? :|

জানতাম না তো!!!!! 8-|


রাগ কলে না ভাইয়ামনি......

আই লাভ ইউ!!!!!!!!!!!

তোমার এত্তা ছবি এঁকে দেবো ওকে???

তখন আবার ভালোটা দেখো। একদম সুন্দর করে এই চাইনিজকাট স্টাইলটাই আঁকবো! :)

১৩| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৩০

শেরজা তপন বলেছেন: 'সত্যপথিক শাইয়্যান বলেছেন,' একজন টিচারের কাছ থেকে এমন আশা করিনি।'
তাহলে ভাইয়া কোন প্রফেশনের লোক কোন ধরনের কথা বললে তাদের প্রফেশনের সাথে মানায় তার একটা লিস্টিতো দরকার?

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: হা হা শ্যাইয়ানভাইয়া সব সময় প্রায়োর নলেজে সব কিছু লিঙ্ক করে।

এখানেও লিঙ্ক করে ফেলেছে তার অপছন্দের ব্লগার ভাইয়া জটিলভাইয়ার সাথে।

তাই বলতে চাচ্ছে মনে মনে ছি ছি জটিল্লার মত প্যারোডী লিখলি কেনে!!!!!!!!!!!!!!

হা হা হা

তুমিই বলো জটিলভাইয়াই কি দুনিয়ার একমাত্র প্যারোডি রাইটার!!!! :(

১৪| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


@শেরজা তপন ভাই,

লালনজী আমার গুরুসম। উনার গানকে এভাবে নিচে নামানোর কি দরকার ছিলো!!!!

ব্লগার শায়মা ভালো লেখিকা। উনি নিজেই তো একটা গান বানিয়ে দিতে পারতেন!!!!

আমি খুবই ব্যাথিত ব্লগার শায়মার এমন আচরনে।

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: নো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ব্যাথিত হইও না ভইয়ুমনি!!!!!!!!!!!!!

ওকে নেক্সট টাইম আমার লেখা গানা দেবো।

তবে ভাইয়া লালনজীকে কি ছোট করা হলো!!

লালনজী বেঁচে থাকলে এই রকম টাইপই গানা লিখতেন......

আর ব্লগে থাকলে আরও লিখতেন

৪ পাগলে হইলো মেলা ব্লগে এসে .....
তোরা যাসনে ওসব পাগলের কাছে ...... :)

১৫| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৬

ভুয়া মফিজ বলেছেন: ওহ হো..........লাইক দিতে ভুলে গিয়েছিলাম। সেইজন্য আবার আসলাম!!! :P

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: গুড গুড কিন্তু তোমার ডাইরেক্ট একশন কি আমিই আনবো???

কাব্য ছড়্য রম্য প্যারোডী ছেড়ে!!!!

১৬| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: লেখক বলেছেন: নো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ব্যাথিত হইও না ভইয়ুমনি!!!!!!!!!!!!!

ওকে নেক্সট টাইম আমার লেখা গানা দেবো।

তবে ভাইয়া লালনজীকে কি ছোট করা হলো!!

লালনজী বেঁচে থাকলে এই রকম টাইপই গানা লিখতেন......

আর ব্লগে থাকলে আরও লিখতেন

৪ পাগলে হইলো মেলা ব্লগে এসে .....
তোরা যাসনে ওসব পাগলের কাছে ...... :)

=====================================

লালনজী কখনোই এমন লিখতেন না! উনি এভাবে লিখতেন-

গেড়ে গাঙে ব্যাঙের মেলায়,
হাপুর পুপুর পোস্ট ছাড়িলে,
এবার মজা যাবে বুঝা,
সোনাগাজী ভাই মুক্তি পাইলে!!!

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:০২

শায়মা বলেছেন: হা হা সোনাগাজী ভাইয়া কি সোনাব্যাঙ!!!!!!!!!!!!!!!!

এইটা তুমি কি বললে ভাইয়ামনিতা!!!!!!!!!

১৭| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: লেখক বলেছেন: নো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ব্যাথিত হইও না ভইয়ুমনি!!!!!!!!!!!!!

ওকে নেক্সট টাইম আমার লেখা গানা দেবো।

তবে ভাইয়া লালনজীকে কি ছোট করা হলো!!

লালনজী বেঁচে থাকলে এই রকম টাইপই গানা লিখতেন......

আর ব্লগে থাকলে আরও লিখতেন

৪ পাগলে হইলো মেলা ব্লগে এসে .....
তোরা যাসনে ওসব পাগলের কাছে ...... :)

=====================================

লালনজী কখনোই এমন লিখতেন না! উনি এভাবে লিখতেন-

গেড়ে গাঙে ব্যাঙের মেলায়,
হাপুর পুপুর পোস্ট ছাড়িলে,
এবার মজা যাবে বুঝা,
সোনাগাজী ভাই মুক্তি পাইলে!!!

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:০৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার জন্য এই গান...... :)

সোনাগাজী ভাইয়াকে সোনাব্যাঙ বানিয়ে দিও না।

আই লাভ ভাইয়ামনি বাট ডোন্ট লাইক এঁড়ে গরু ছাগল গাধা.......যাহারা নিজের জালে বাঁধা........:(

১৮| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:০৭

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: গুড গুড কিন্তু তোমার ডাইরেক্ট একশন কি আমিই আনবো??? অবশ্যই। একশান একশান, ডাইরেক্ট একশান!!!!! :-B

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:১১

শায়মা বলেছেন: হা হা হা হা মরে গেলাম হাসতে হাসতে!!!!!!!!

আমি তো এতন বিউটি পারলার যাবো!!! :)

১৯| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



১৭ নং কমেন্টটা মুছে দাও, প্লিজ, দুইবার এসে গিয়েছে।


একজন টিচার হিসেবে তুমি জানো, সবার একটা স্টার বা 'তারা' আছে।

তোমার উচিৎ, সেই তারা-কে তাড়া না করে তরা করে বিকশিত করা।

তা না!!!! তুমি উল্টো করছো!!!

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!!!

মুছবোনা ভাইয়ু!!!!!!!!!!!!!!!!

জানোনা এই ব্লগে কমেন্টের কত দাম!!! কার কমেন্ট কত এইসব গুনে গুনে হিংসা করা হয়!!!!!!

কিছুতেই আমি মুছবোনা। এত্তা বাড়তি কমেন্ট পাইলাম আহা আহা!

তুমি এমন ভুল করে করে আরও কমেন্ট দিও ভাইয়ু!!! :) তাইলে আরও ছবি এঁকে দেবো তোমাকে :)



আমি কোন তারাকে তড়া বড়া করলাম!!!

তুমিই তো শুধু শুধু সোনাগাজী ভাইয়াকে টেনে আনলে। আমি তো সোনাগাজী ভাইয়াকে টার্গেট করে এই লেখা লিখিনি।

ভাইয়া কি শিশু শ্রেনী? ভাইয়া কি আদুভাই?? নাকি দাদুভাই???


ভুল করো না ভুল করো না
তোমায় আমি মারবো না
সত্যি বলছি তোমাকে বুঝিয়ে
আমি কখনও পারবোনা।

মাথায় তোমার শিং আছে
ঢুশ দিতে তাই ছুটছো আজ
ভুল করোনা ভুল করোনা
মন দিয়ে করো নিজের কাজ!!! :)

২০| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এই গান আমার মেন্টরের ছেলের।

একবার শুনবে, প্লিজ।

Follow Your Star

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:১৮

শায়মা বলেছেন: ভাইয়া কোন মেন্টর???
অফিসের নাকি ইউনিভার্সিটির নাকি কাউন্সেলরের নাকি ডক্টরের???

দাঁড়াও শুনি....... :)

২১| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:১৫

শেরজা তপন বলেছেন: শাইয়্যান ভাই যে ধৈর্য ধরে উত্তর দিয়েছে সেজন্য ধন্যবাদ। আমি ভেবেছিলাম রেগে মেগে যাবেন :)
জটিল কে ফের ব্লগে সরব দেখে খুব ভালো লাগছে। তার প্যারোডিটাও কিন্তু মচৎকার হয়েছে B-)

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:১৯

শায়মা বলেছেন: শ্যাইয়ানভাইয়া আদতে ভালো মানুষ তবে মাথায় কিছু গন্ডগোল আছে।

প্রায়োর নলেজে চলেন আর দুড়ুম করে উড়ে এসে দাড়াম করে যা মনে আসে তাই বলেন......
যাইহোক নেক্সট ভাইয়ার ছবি আঁকিবোক। আমার ভালোমাূষ ভাইয়াটার ছবি। আগে আপাতত গানা শুনে আসি। কি গানদিলো শুনি...

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:২০

শায়মা বলেছেন: ওহ আরেকটা কথা ভাইয়া।

শ্যাইয়ান ভাইয়া যত বড় পাগলই হোক তার থেকেও যে বড় পাগল আছেন এইখানে আমি সেটা তো জানেন!!!!!!!!! :)

তারপরে এই পাগলের চলছে ছুটি........

২২| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: ভাইয়া কোন মেন্টর???
অফিসের নাকি ইউনিভার্সিটির নাকি কাউন্সেলরের নাকি ডক্টরের???

দাঁড়াও শুনি....... :)
============================================

লাইফ মেন্টর। গত বছর সে চলে গিয়েছে।

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:২৫

শায়মা বলেছেন: ভাইয়া শুনছি!!

এক্সসেলেন্টো!!!

খুবই সুন্দর গান ???

অনেক ভালো লেগেছে!!!!!!

থ্যাংকস ফর দ্য গানা। :)


এই লাইফ মেন্টর সম্পর্কে একটু বলো। কি করে তোমার লাইফ মেন্টর হলো সে ??? কি তার অবদান ইত্যাদি ইত্যাদি।

সিরিয়াসলী বললাম কিন্তু কোনো ফান করছিনা এখন। :)

২৩| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বলছি।

এর আগে পলের মেয়ের এই গানা শুনো - Tigers

২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:৩২

শায়মা বলেছেন: ওকে শুনবো....
তুমি লিখো আমি ১০/১৫ মিনিটের জন্য উঠছি ভাইয়া।

২৪| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইটা কোন গানের প্যারোডি

চোখ গেল চোখ চোখ গেল পাখিরে
কেন ডাকিস রে চোখ গেল পাখিরে এটা নাকি?

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!!!

তুমি কোন দুনিয়ায় থাকো বলোতো!!!!!!!!!!!


হা হা হা :P

২৫| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




শায়মা আপুনি,

তুমি জানো, মানুষের অবদানকে মনে রাখতে হয় তাঁর কোন কাজের রিফ্লেকশনের মাধ্যমে।

তুমি এখন আমার যে প্রোফাইল ফোটো দেখছো, এই পরিবর্তন আমার মেন্টরের একনিষ্ঠ কাজের রিফ্লেকশন।

আর কিছু বলা কি উচিৎ হবে?

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: ভেরি নাইস পিকচার!

সত্যিই স্টাইলিশ এবং স্মার্ট এবং আর্টিস্টিক হয়েছে ছবিটা। :)

আনি জানি তুমি পরিবর্তিত হতে চেয়েছো এবং পেরেছো এবং তুমি কৃতজ্ঞ ব্যক্তিও।

তবে কিছু বদ্ধমূল ধারনা থেকে বের হয়ে আসতে হবে এখনও তোমাকে। এটা আমার অবজারভেশন ফ্রম ব্লগ।

সত্যিকারের সামনের তোমাকে দেখিনি জানিও না। তবে তোমার সম্পর্কে আমার কিছু ধারণা পজিটিভগুলি বলি-

তুমি ভদ্র এবং শিক্ষিত ফ্যামিলির সন্তান
তোমার লাইফস্টাইল এবং ফ্যাশনও আর্টিস্টিক
তুমি সব সময় উন্নত করতে চেয়েছো নিজেকে এবং অনেকখানেই সফল হয়েছো তোমার পুরাতন হতাশা থেকে।
নিজেকে আনন্দিত রাখো গান গাও নাচো...... এসব মজার । জীবনে কুটিলতা জটিলতার দরকার নেই। তুমি মোটেও কুটিল নহো।

অতি সিম্পল ম্যান তবে ভদ্দরলোক।

যদি মাথায় মাঝে মাঝে আজও গোলমাল দেখা দেয়। যেমন আজকে ধরেই নিলে সোনাগাজীভাইয়াকে নিয়ে এই পোস্ট। আসলে তো তাহা নহে। :)

সোনাগাজীভাইয়াকে তুমি ভালোবাসো বটে তাই বলে সবখানেই কি তাকে নিয়ে সবাই বলবে নাকি??? এটা ভুল ধারনা। :)

না আর কিছু বলার দরকার নেই। আমি তো জানিই তুমি একজন কৃতজ্ঞ মানুষ। তুমি কখনও উপকারীর উপকার ভুলো না।

সোনাগাজীভাইয়াকে তুমি ভালোবাসো তাকে তুমি সন্মানের সাথে দেখতে চাও ভাইয়া। এটাই তোমার ভেতরের সৌন্দর্য্য। তবে সেটা দেখতে গিয়ে অন্যদিকে মাঝে মাঝে ভুল করে ফেলো। যেমন আজকে করলে। :P

২৬| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: আমারে ছুইয়োনা তুমি ভীষণ অবলা আমি
এখনো কচি খুকি ফুল কুমারি
আমারে কইরোনা কলঙ্কিনি
পূর্ণিমার ঐ চাদের মতোন
জাত গেল জাত গেল বলে
চলিতেছে আলাপন মনে তাই সংশয়
ভালোবাসার পরীক্ষায় তুমি সেরা
আমিহীনতায় তুমি কেমন ছেড়াবেড়া
আর কোন দূর্বলতা নাই
তোমার হৃদয় ভেঙে দিয়ে বাহাদুরি দেখাই
আর কেহ যে পারে না তুমি ভাঙোনা কিছুতেই
আমার ভয় নিখাদ প্রেমে
যারা তুচ্ছ তাচ্ছিল্ল করে চুয়াত্তরের দূর্ভিক্ষ ডেকে আনে
আমি ঘুরি তার পিছে শত অবজ্ঞা নিয়ে
ভালোবাসলে তারে আঘাত করে অনেক তৃপ্তি পাই। :)

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: ভাইয়া কোথা থেকে লিখলে এই কাব্যখানা???

পাবনা থেকে বুঝি!!! :P

২৭| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার মতো তুমি ঠিকই লিখেছো । তুমি ধরা পড়ে গেছো :) দেখো মানুষ কি বলে :(

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: মানুষ কি বলে??

শুনি???
ধরা অধরা পড়াপড়ির ধার ধারি আমি বেবিভাইয়ু???

২৮| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



২৭ নং কমেন্টে সেলিম ভাইয়ের মন্তব্যে সুপার লাইক!!!! :P

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: কি জন্য স্যুপার লাইক শুনি???

তুমি ভেবেছো তোমার কথা শুনে সেলিম ভাইয়ু এই কথা বলেছে!!!!!!!!!!!!

নেভার নেভার........... তুমি আসলেও সিম্পলম্যান..........

২৯| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আমারে তুমি ভাঙতে পারো
আবার পারো গড়তে
কেবল তুমিই পারো আমায় ভালোবাসতে
আমার কাছে আসতে ঠুটোঠুটি করতে
বাকি সব যে তুচ্ছ আমার কাছে
আমি কিং অব কার্জন জানে সকল জনে
আমি কি নই অসীম সাহসী
ইতিহাসে আছে লেখা
রাজধানী রাজপথ কিংবা অট্টালিকা
সব খানে আমি আমি রব
শুধু এই হৃদয়ে তোমার সিংহাসন
হাটু গেড়ে করি তোমায় প্রেম নিবেদন
তুমি থাকো বুকে তুমি থাকো মনে
অজস্র কবিতায় স্নুায়ুতে অস্থি মজ্জায়
আমি নই ভঙ্গুর সহজে
তুমিই শুধু ভাঙতে পারো অত সহজে
দুঃখ তাতে নাই তোমার নিখাদ প্রেমে
আমি করতে পারি বড়াই
হয় যদি হোক ইতি করতে পারো মোরে বিদায়
তুমি ডুববে অথৈ সাগরে এই শূণ্যতা পূরণ হবার নয় ।
কে বলো বাসবে ভালো আমার মতো করে
কে বলো লিখতে পারে সহস্র কবিতা
তোমার মনের মতন করে । :P

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: ভাইয়া তুমি পাবনায় না থাকলেও এখন তোমারে পাবনায় পাঠাবার ব্যবস্থা করছি।

দাঁড়াও ....... তোমার ঠ্যাং তো ভাঙ্গতে পারবো না তবে হাত ভাঙ্গতে পারবো কিন্তু......

৩০| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভার্টিগো (মাথা ঘোরানো) রোগে ভুগছি। তাই কোনোকিছুতে মনোযোগ দিতে পারছি না।

ব্লগের শুরু থেকেই কিছুদিন পর পর ব্লগ গেল, ব্লগ গেল রব ওঠে। আসলেই সবকিছুই একটা চক্রাকারে ঘোরে, ব্লগের মন্দাভাবও সেই চক্রের একটা অংশ। তবে, আপনি, শেরজা তপন ভাইসহ আরো কয়েকজন তো বেশ ভালোই ব্লগ মাতিয়ে রাখছেন। আবারও ব্লগ সরগরম হবে।

শুভেচ্ছা আপনার জন্য, সকল ব্লগারের জন্য।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: ভাইয়া সবকিছুরই শুরু এবং শেষ আছে।

ব্লগ লেখার শুরুতে কোনো কাজেই মন বসতো না। ভাবতাম কখন বাসায় যাবো? কখন কিছু একটা লিখবো।

কি সে নেশা। সেই নেশায় উৎসাহ দিয়েছিলো রথি মহারথীরা।

আজ কোথায় তারা কোথায় সেই উৎসাহ উদ্দীপনা ???

যুগ বদলেছে। ব্লগ ছেড়ে মানুষ অন্যদিকে ধেয়ে গেছে। তবুও যতটুকু আছে সেইটুকু নিয়েই আমি খুশি। আমরা খুশি। ব্লগ মাতামাতির কি আছে জানিনা তবে লিখতে ভালোবাসে যারা তারা লিখবেই। যেই টপিকে খুশি সেই টপিকেই লিখবে।

আমরা কতজনা অদেখা অজানা বন্ধুরা এখানে এসে এক হয়েছি। যেই পোস্টই করবো সেখানে কথা হবে মন্তব্য হবে তাই বলে কারো কারো হিংসা করে ভ্যা ভ্যা করতেই হবে? নিজের চরকায় নাই তেল পাড়তে আসে অন্যের বাড়ির বেল। বেল ছুড়ে টাকবেল ফাটায় দিতে ইচ্ছা করে এই সব ছাগলামী দেখলে।

আগের মত সময় থাকলে রোজ রোজ পোস্ট লিখে চলতাম তবুও কি সেই আগের দিন ফিরে আসতো? বাস্তব ও সত্য মেনে নেয় না যারা তাদের ঘটে কি বুদ্ধি আছে বলে মনে হয় বলো?
আজ আমাদের দায়িত্ব বেড়েছে। কাজ বেড়েছে। এখন তো আমার বা অনেকেরই রিটায়ার লাইফও না যে সারাক্ষন ব্লগে বসে থাকবো আর অন্যেরা যখন কিছু লিখবে কিছু বলবে হায় হায় করবো আর বিদ্বেষ ছড়াবো।

ভাবখানা আমারে কেনো খেলায় নেয় না। ওরা পঁতা ওলা দুত্তু ওলা খালাপ........ যতসব পাগল ছাগলের কান্ড কীর্তি......

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: ভাইয়া অনেকদিন পর ব্লগে ৩৬ জন ব্লগার লগ ইন দেখা যায়! :)

৩১| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





সেলিম ভাই ও তোমাকে আমার একটা গান শোনাই।

রুমীর একটা উক্তি ব্যাখ্যা করতে গিয়ে এটা লিখেছি। আমার ডিরেকশনে গানটি বানানো হয়েছে।

এই সেই গান - নতুন দিনের গান

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!

সত্যিই এক্সসেলেন্টো হয়েছে!!!!

আমিও বানাবো খুব শিঘ্রী!!!!!!!!!!! :)


তবে সেলিম পাগলা ভাইয়াকে আবার আমার সাথে শুনতে বললা কেনো!!!!!!!!!!! এইবার তো পাবনা থেকে তারে কাশিমপুরে পাঠাতে হবে রে!!!!!!!! :(

৩২| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সত্যপথিক শাইয়্যান ভালো হয়েছে । সুন্দর ।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: :) :) :)

৩৩| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ভেঙে গেছে হাত খুলে গেছে দাত
চলে গেছি পাবনা নেই কোন ভাবনা
মনে শুধু যাতনা করো কেন ছলোনা
কেন ভালোবাসো না আমি নই ফেলনা
ভেঙেছি ঠ্যাং ফুটবল খেলে সেই কবে
আগের মতো দৌড়াতে পারি না
হয়েছে ডায়বেটিস ফ্যাটি লিভার চরমে
রোজ সকালে করি ব্যায়াম রমনা পার্কে
ভ্যাপসা গরমে যদিও ভালোলাগে না
ঝরে ঘাম বুক করে হাসফাস
তবুও শুধু বেঁচে থাকার জন্য
করে যাই শরীরের কারিগরি অনন্ত সাধনা । :)

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: তারপরেও তোমার কমে না বাড়
কবিতাদের নেই তোমার হাত থেকে ছাড়......
ডায়াবেটিস কমে যাবে বন করলে প্রেমকাব্য
লিভার হবে স্লিম রোজ দুইবেলা পগারে করো যদি নাব্য। :)


কাশিমপুরে ধরে নিয়ে যাওয়া গাড়ি এলো বলে......

৩৪| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুর তুলে গাইতে হবে। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই কিংবা সাড়ে চুয়াত্তর সাহেবকে মহান দায়িত্ব অর্পণ করা যেতে পারে।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: এই প্যারোডীটা!!!


না না আমাকেই গাইতে হবে।

দুইটা দিন সময় দাও........ নিয়ে আসছি গিটারে প্যারোডি!!! :)

৩৫| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কাশিমবাজার পাঠানোর আগে
যেতে পারি আমি কবরে
ভয় দেখিয়ে নেই কোন লাভ
করি ভয় করিনি তেমন কোন আমল
সামনে আছে অনন্ত আখেরাত
স্রষ্টা যদি করে ক্ষমা তবেই স্বস্তি
তাছাড়া নেই কোন পথ খোলা
মরেনর পর কাশিমবাজার অট্টালিকা
সমানে সমান তুমি বুঝবে না বুঝবে না। :)

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: কাশিমবাজার!!! 8-|


লিখেছিলাম কাশিমপুর তুমি লিখলে বাজার?
জেইলখানারে বানাইলে কি তোমার জন্য মাজার!!!

স্রষ্টা ক্ষমা করবেন কিনা সন্দেহেতে আছি।
যেইভাবেতে লিখে যাচ্ছো প্রেমকাব্যরাজি।


৩৬| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



@সেলিম ভাই,

ধন্যবাদ। আপনার শেষ কবিতাটা বেশ ভালো হয়েছে।

এটাকে গানে রূপান্তর করি? অনুমতি দেন, প্লিজ।


এই যে এইটা-

ভেঙে গেছে হাত খুলে গেছে দাত
চলে গেছি পাবনা নেই কোন ভাবনা
মনে শুধু যাতনা করো কেন ছলোনা
কেন ভালোবাসো না আমি নই ফেলনা
ভেঙেছি ঠ্যাং ফুটবল খেলে সেই কবে
আগের মতো দৌড়াতে পারি না
হয়েছে ডায়বেটিস ফ্যাটি লিভার চরমে
রোজ সকালে করি ব্যায়াম রমনা পার্কে
ভ্যাপসা গরমে যদিও ভালোলাগে না
ঝরে ঘাম বুক করে হাসফাস
তবুও শুধু বেঁচে থাকার জন্য
করে যাই শরীরের কারিগরি অনন্ত সাধনা

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: ভাইয়া আমিও একটা লিখি এটারেও বানাও-

দুই পাগলে বইছে মেলা পোস্টে এসে :)
একজনে ভাঙ্গছে দাঁত একটু কেশে.....
আরেকজনে লাগাইতে গেলো জোড়া
মারলো ল্যাং পাগলা ঘোড়া
হইলো কিছু ছেড়াবেড়া......
ভাঙ্গছিলো দাঁত ভাঙ্গিলো হাত
দুই পাগলে কান্না করেন এখন দিবারাত!!! :)


এক পাগল সেলিম পাগলা আরেক পাগল শ্যাইয়ান পাগলা!!! :)


কেমন হলো গানা খানা!!!!!!!!!!!!

৩৭| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



@ সেলিম ভাই,

এরকম হবে গান -

[Verse]
ভেঙে গেছে হাত
খুলে গেছে দাত
চলে গেছি পাবনা
কোন ভাবনা না

[Verse 2]
মনে শুধু যাতনা
কেন করো ছলনা
কেন ভালোবাসো না
আমি নই ফেলনা

[Chorus]
ভেঙেছি ঠ্যাং
ফুটবল খেলে সইছি যন্ত্রণা
আগের মতো নয়
দৌড়াতে পারি না

[Verse 3]
ডায়বেটিস চরমে
ফ্যাটি লিভার ভ্রমে
রমনা পার্কে সকাল
ব্যায়াম করো গরমে

[Chorus]
ভালোলাগে না
ঘাম গড়িয়ে পরে
বুক ধরে হাসফাস
বেঁচে থাকা তবু করি

[Bridge]
শরীরের কারিগরি
অনন্ত সাধনা
মেনে নাও নিয়তি
সুখের আকাঙ্ক্ষা


একস্টিক পপ স্টাইলে আমি গাই?

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: ঐ খবরদার আমার পোস্টের পাগলা গানা দিয়ে গান গাওয়া যাইবেক লাই!!!!!!!!!! X((

আমার গানা দিয়ে গানা বানাও....... :)


দুই পাগলে বইছে মেলা পোস্টে এসে :)
একজনে ভাঙ্গছে দাঁত একটু কেশে.....
আরেকজনে লাগাইতে গেলো জোড়া
মারলো ল্যাং পাগলা ঘোড়া
হইলো কিছু ছেড়াবেড়া......
ভাঙ্গছিলো দাঁত ভাঙ্গিলো হাত
দুই পাগলে কান্না করেন এখন দিবারাত!!! :)

এক পাগলে লিখে গানা আরেক পাগলে খাচ্ছেন খানা
বানাচ্ছেন গান এআই দিয়ে এখন আমি কই যাইরে ...... ভেউ ভেউ :((


কেমন হলো গানা খানা!!!!!!!!!!!!

৩৮| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: মনে শুধু যাতনা
কেন করো ছলনা
কেন ভালোবাসো না
আমি নই ফেলনা
ওগো মোর ললনা
[Chorus]
ভেঙেছি ঠ্যাং
ফুটবল খেলে সইছি যন্ত্রণা
আগের মতো আর
দৌড়াতে পারি না

[Verse 3]
ডায়বেটিস চরমে
ফ্যাটি লিভার ভ্রমে
রমনা পার্কে সকাল
ব্যায়াম করো গরমে

[Chorus]
ভালোলাগে না
ঘাম গড়িয়ে পরে
বুক ধরে হাসফাস
বেঁচে থাকা তবু করি

[Bridge]
শরীরের কারিগরি
অনন্ত সাধনা
মেনে নাও নিয়তি
সুখের আকাঙ্ক্ষা

সুন্দর । আর কন্ঠও ভলো ।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: আল্লাহরে গেছি!!!

আচ্ছা কাশিমপুরে পাবনা নাই???

৩৯| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৬

শায়মা বলেছেন: সহে না যাতনা, দিবস কাটিলো কাটিলো ব্লগেতে
নিশিদিন চলে গেলো এক পোস্ট লিখিতে
পাগলেরা লিখে গান
মরিলাম জানে প্রাণ।

দিন যায় রাত যায় সব যায় আমি বসে হায় হায়
চক্ষু চড়কগাছ খাল কেটে আনিলাম মাছ!! :(

৪০| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন:


অনেকদিন পর ৩৭ জন লগ ইন !:)

৪১| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩৩

সোনালি কাবিন বলেছেন:

আপনার প্যারোডির নিউক্লিয়াস,
অক্ষম ক্রোধে, করিতেছে হাঁসফাঁস।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: ইয়ে !!!!!!!!!!!!

আমার সিন্ডিকেট মেম্বার!!! কোথায় ছিলে এতক্ষন!!!!

একে একে সকল সিন্ডিকেট মেম্বার জড়ো হও যোগ দাও!!!!!!! :)

৪২| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন:
এক পাগলি ভাঙে আরেক পাগলের হাত
আরেক পাগল শুরু করে নতুন উৎপাত
পাগল আর পাগলি যেন মানিক জোড়
পগলির স্কন্ধে লাভ বাইট পাগলে দাত
কবিতার কন্ঠে ঝরে সঙ্গীতের সুর
ব্লগ নাকি মরে যাবে শকুনের দোয়ায়
হয় তার উল্টা ভেঙে যায় ভুলটা
ব্লগ যেন জেগে ওঠে টগবগিয়ে ছোটে
এক পাগল গায় গান পাগলিটা ক্ষ্যাপাটে
পাগলের প্রেমে তার নিশ্চিত হার জানে সে জানে
তবুও কপট রাগ এতো কেন ভালোবাসা
পাগলীকে কোলে তুলে ভাঙে পাগলের হাত
পাগলীর চোখে বিজয় অশ্রু পাগল মানে হার
হার মানে না প্রেম হেরে যায় যে সব
পাগল পাগলী প্রেম প্রেম অনুভব । :)

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩৭

শায়মা বলেছেন: এই যে ভাইজান

বেশি বাড় বাইড়েন না........

হাত দাঁত সব যাবে কইলাম!!!!!!!

৪৩| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তোমার এই গানখানা
ব্লগ নিয়ে প্যানপ্যানা
সত্যি হইয়াছে দারুণ
খুশি খুজে পাইয়াছে হারুণ।

অ অ অ.......ঝিমিয়ে পড়া ব্লগ খানা
জাগিয়ে দিল প্যারোডিখানা
ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব কারখানা
তবুও ব্লগ ছাড়বনা আমরা কয়জনা।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: যে তারে ছাড়ে ছাড়ুক আমরা তারে ছাড়বো নাকো.....
ঝিমিয়ে পড়ি ঘুমিয়ে থাকি একডাকেতে ভাঙ্গবো নাকও .... :)
বাজবে ঢোল বাঁজবে ঢাকুড় বাজবে দামামা
রণে ভঙ্গ দিয়ে ছাগল করবে ওমা ওমা.....
আমরা রবো আমরা গাবো আমরা লিখবো নিতি
কবিতা বা কাব্য হবে, গাইবো রবীন্দ্র, নজরুলগীতি! :)

৪৪| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: মোঃ মাইদুল সরকার সুন্দর হইছে ।

২৫ শে জুন, ২০২৪ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: মাইদুল ভাইয়াও ব্লগ ছাড়িবার পাত্তর নহে.....

৪৫| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মোঃ মাইদুল সরকার ভাই,

সুন্দর হয়েছে।


আর, সেলিম ভাইয়েরটা ঝাঁক্কাস!!! 'লাভ বাইট'!!!! বাপরে!!!!!

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: পাগলামী কি ফিরে আসলো নাকি তোমার ভাইয়ু????

পাগলের সাথে তাল দিতে দিতে তাল সামলাতে না পেরে পড়ে গেলে কিন্তু কান্নাকাটি শুনবো না।

আর @সেলিমভাইয়া ডু নট ক্রস ইওর লিমিট!!!!!!


লিমিটে থাকো .......

৪৬| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪১

সোনালি কাবিন বলেছেন: সেই বেচারা শয়নে স্বপনে আপনার সিন্ডিকেটের কথা ভেবে ভেবে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। :(

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন:
কে সেই সুন্দর কে কে কে কে

আমি যার নুপুরের ছন্দ বেনুকার সূর .....

৪৭| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার শিক্ষকতা কেমন চলছে?

২৫ শে জুন, ২০২৪ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: শিক্ষকতার ছুটি চলছে ভাইয়ু আর তাই তো এত নাচা গানা ছানা( ছবি আঁকাআঁকির) টাইম পেয়েছি!!!

আচ্ছা তোমার পেশা কি?? জানাও তো আমাদেরকে। :)

৪৮| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

আখামোরহ মিয়া বলেছেন: ব্লগ যেন জনমানবশূন্য!

২৫ শে জুন, ২০২৪ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: ঐ আখাভাইয়া!!!! আমাদেরকে চোখে দেখো না!!!!

কানা নাকি তুমি!!!!

৪৯| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

জটিল ভাই বলেছেন:
ওররে!!! এখানে দেখছি কবিতা আর গানের মেলা বসেছে!!! তবে আমি আর বাদ থাকি কেন? লিখে ফেলি একটা। আমার মাল্টিটাও ব্লগ ছেড়ে দিছে। না হয় তাকে দিয়ে গাওয়ানো যেতো-

কবিতা লিখেছে ভাই আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে,
ব্যাথায় চিল্লাইয়া, চমকাইয়া, কান্নার সাথে-সাথে।
কবিতা লিখেছে ভাই আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে…...

যেনো বউয়ে না দেখে, যেনো বাচ্চায়ও না দেখে,
ভাইয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে।
কবিতা লিখেছে,
কবিতা লিখেছে ভাই আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে…..

বড় পাষাণী হৃদয়
আশাহীণ তোমার হিয়া
তোমায় বানাইয়াছেন বিধি,
বড় নিঠুরও করিয়া।

লজ্জার ভয় ছাড়ি আজি,
তুমি বিয়াতে হও রাজি।
সতীনের সংসারে অনেক সুখী
থাকবা দিন আর রাতে……..
কবিতা লিখেছে,
কবিতা লিখেছে ভাই আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে……

প্রতিখণে আমার ভাইয়ে
লেখে নানান কবিতা,
আমি ভাবি এই বুঝি
তোমার ঘুইরা গেলো মাথা!

দেখি ভোরের সূর্য উঠে
তোমার মুখে না ফুল ফোটে
রাজি হইবা ঠিকই শুনবা যখন ভাই গেছে পাবনাতে…….
কবিতা লিখেছে,
কবিতা লিখেছে ভাই আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে…..

২৫ শে জুন, ২০২৪ রাত ৮:৫২

শায়মা বলেছেন: শুধু লিখলেই চলবে???
গান গেয়ে পোস্ট করো....... :)

৫০| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: আমাদের এই প্রিয় ব্লগ কখনো মরে যায় না, যাবে না শায়মা। নানা রকম বিধি নিষেধের পাল্লায় পরে ধ্বংস হতে হতেও সেই ধ্বংসস্তুপের মাঝ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে :)

২৫ শে জুন, ২০২৪ রাত ৯:০২

শায়মা বলেছেন: ঠিক তাই........এটলিস্ট আমরা যতদিন বেঁচে আছি আর কি ব্লগে আমরা আসবোই।

যদি ব্লগ জানা আপু নিজে না বন্ধ করে দেন।:(

আমি আগামীকাল চিটাং যাচ্ছি আপুনি!!!
ফিরে এসে চিটাং পোস্ট লিখবো। :)


৫১| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মনিরা সুলতানা বলেছেন: =p~
হ্যাঁগো !
কীগোঁ
ব্লগু B-)

২৫ শে জুন, ২০২৪ রাত ৯:০৪

শায়মা বলেছেন: হা হা আরও কিছু মিলিয়ে দিতে পালি কিন্তু!!!!!!!!!!


হা হা মনে পড়ে গেলো একটা আপুকে আজ হঠাৎ! কোথায় যে হারালো সেই ব্লগু আপুটা!!! মিসিং হার আপুনি!!! :)

৫২| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

শেরজা তপন বলেছেন: হাছা কথা কইছেন জুনাপু!!! ব্লগের বয়স হইছে তাই মাঝে মাঝে একটু ঝিমায়।
তাড়াতাড়ি দেশে এসে বৈদেশের গপ্পো শোনান। আপনার ঝুলিতে অনেক গপ্পো জমে গেছে!!

২৫ শে জুন, ২০২৪ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: একদম একদম!!!!


ঝিমায় কারণ সবাই আজকাল বিজি!!!

একটু ইজি হলেই প্রানচাঞ্চল্যে ভরে ওঠে ব্লগ!!! :)

৫৩| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

করুণাধারা বলেছেন: কোথায় পাঠক- খরা!! তুমি তো একেবারে সুনামি বইয়ে দিচ্ছ! গত কয়দিনে ব্লগে তোমার হকিকত দেখে বোঝা যাচ্ছে, তুমি একাই "হালের কাছে মাঝি আছে করবে তরী পার" এর মতো...

মনে বড় দুঃখ, কত পন্ডিতিময় পোস্ট দেই কিন্তু মন্তব্য পাই দুইখানা বা তিনখানা! অথচ তোমার এই পোস্টে দ্যাখো... :((

২৫ শে জুন, ২০২৪ রাত ৯:১৩

শায়মা বলেছেন: খা হা হালের মাঝি আমি হলে কালের মাঝি কে ??? হা হা হা


আহা তুমি তো আসলেও পণ্ডিত!!!!!!!!!!! :) :) :)


মন্তব্যে কি যায় আসে???



৫৪| ২৫ শে জুন, ২০২৪ রাত ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপু থাকতে ব্লগের কিছু হবে না। কবিতা ভালো হয়েছে। লালনগীতির ছোঁয়া পেলাম।

২৫ শে জুন, ২০২৪ রাত ৯:১৬

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ু!!!!



আমি আছি থাকবো, ভালোবেসে মরবো.....
দোহাই লাগে তোমাদের আমারে পাগল বইলোনা ...... :P


তোমার আড্ডা পোস্টে একখানা কমেন্টের সাধ বড় কষ্টে নিবারণ করিলাম আজকে জানো??? :)

৫৫| ২৫ শে জুন, ২০২৪ রাত ৯:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার পোস্টে মন্তব্যটা করে ফেললেই হত। নিবারণ করার দরকার ছিল না। কার ভয়ে নিবারণ করেছেন? :)

২৫ শে জুন, ২০২৪ রাত ৯:২৯

শায়মা বলেছেন: কার ভয়ে!!!!!!!!!!!!


কাউরে ভুই পাই আমি!!!!!!!!!!! কাভি নেহি!!!!

কিন্তু ভাবলাম তাতে যদি কেউ আবার দুস্কে ভাসে চোখের জলে থাক থাক আমি মায়াবতী কইন্যা.......

এক যে ছিলাম মায়াবতী কইন্যা
প্রানে ছিলো না মায়া......... :)

৫৬| ২৬ শে জুন, ২০২৪ রাত ১২:০১

এম ডি মুসা বলেছেন: ইজ্জত পাইলাম না,,,,,,,সব শেষ। কবিতার মাধ্যমে ক্লিয়ার ধোয়া মোছা হয়ে গেছে

২৬ শে জুন, ২০২৪ রাত ১২:০৭

শায়মা বলেছেন: হা হা এটা তো লালনগীতিকে মজা করে লিখেছি একটু বদলে।
কারণ অনেককেই বলতে দেখি ব্লগ গেলো ব্লগ গেলো। ব্লগ তো এত সহজে যাবে না। তবে বদলাবে কারণ মানুষ পৃথিবী আমাদের আশেপাশের সবকিছুই পরিবর্তনশীল! :)

৫৭| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ হয়েছে।

২৬ শে জুন, ২০২৪ বিকাল ৫:২৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

৫৮| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ২:৩৯

এম ডি মুসা বলেছেন: দুঃখ নিয়ে করি বসবাস
বাড়ির পাশে করি দুঃখের চাষ,
ফসল আমায় তোলা লাগে নাকো
ফলন আমার দীর্ঘ সর্বনাশ।

ব্লগে আসি দুঃখ লিখতে
সুখের লোকে দেখে ভেটকায়
খালি খালি ধরে আমার ভুল
দুঃখ গুলো আমার দুঃখ হয়।

ঠকছি কত বিশ্বাস করে
সস্তা আমায় গেছে ধরে,
মানুষ নাকি প্রেমিক সবই
আমার মাঝে আজ আমি যে কই?

২৬ শে জুন, ২০২৪ বিকাল ৫:০৪

শায়মা বলেছেন: দুঃখগুলো ছুড়ে ফেলে প্রাণ ভরে আজ হাসো
কষ্টগুলো নষ্ট করে সুখ সায়রে ভাসো।
আনন্দের ঐ পালটি তুলে ভাসিয়ে দাও নাও
খুশির হাওয়ায় লাগুক দোলা যেথায় তুমি যাও।

৫৯| ২৬ শে জুন, ২০২৪ বিকাল ৫:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্যারডি পড়ে মজা পেয়েছি। তবে কেউ কেউ হয়তো মজা পাবেন না।

২৬ শে জুন, ২০২৪ বিকাল ৫:২৭

শায়মা বলেছেন: হা হা মজা পাবেন না বটে তবে তাহাদের মজা না পেয়ে গজগজা করা দেখে আমি মজা পাবো এবং পাচ্ছি!!!



একটা জিনিস খেয়াল করবা কখনও কিছু বললে, তাকে উদ্দেশ্য করে বলা হোক বা না হোক চোরের মন ঠিকই পুলিশ পুলিশ করে! :P

৬০| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১২

মুনসী১৬১২ বলেছেন: হাই শ্যাম্পু

০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৯

শায়মা বলেছেন: মুনসীভাইয়ু!!!!!!!!!!!!!!!!! কত দিন পরে এলে হঠাৎ???


পথ ভুলে???

৬১| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৩

কিশোর মাইনু বলেছেন: শায়মাপু টিচার!!! :|| #:-S :D
বাহ!!! মজার টিচার ই তো মনে হচ্ছে আপনাকে আপু।

পোস্টটি যেমন তেমন কমেন্ট আর তার রিপ্লাই গুলো সেরা। :D পুরোই পাবনা =p~

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৯

শায়মা বলেছেন: হা হা হা আমি তো মজার টিচারই মানে একদম শিশুশ্রেনীদের টিচার। এই ব্লগেও আমার অনেক অনেক বুদ্ধিমান আপুনি ভাইয়াদের সাথে সাথে পেয়েছি কিছু শিশুশ্রেনী ভাইয়ু আপুনি!! :) তাই তো আমি এত আনন্দে থাকি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.