![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
এমন বোকাও হয় কি মানুষ!
নিজের গায়ে ঝোল টেনে নেয়!
লাফ দে ওঠে, বেষম ছোটে
বন বাদাড়ে হেথায় হোথায়!
থুবড়ে পড়ে মাটির পরে,
গুমরে মরে নিজের মনে,
কামড়ে ধরে যা যেখানে,
লেংড়ে চলে ঘরের কোনে।
মাথায় তোমার গবেট পোরা,
খাতায় তোমার ঘোড়ার ডিম,
লিখছো কিছু আবোল তাবোল,
হচ্ছে যা তা মগজহীন!
নিজের মনেই স্বপ্নে ওড়ো,
নিজেই গড়ো তাসের ঘর,
মরিচিকা দিন কাটালে,
বুঝলে না কে আপন পর!
এবার থামো পেছন ফেরো
তাকিয়ে দেখো জীবন ভর,
কাব্য সেধে কি দাম পেলে?
নদীর বুকে বালির চর।
সব সাধনাই সাঙ্গ হলো,
সব বাসনাই স্রেফ বিফল,
সব শেষেতে কি নাম পেলে,
ব্যর্থ সাধন মাকাল ফল!!!
মাকাল ফলের অজানা গুনাগুণ |
মাকাল ফল একটি লতানো উদ্ভিদ প্রজাতি। মাকাল শব্দটি বাংলা প্রবাদ বাজে বা কুরুচিপূর্ণ অর্থে ব্যবহার করলেও এটির প্রাচীন নাম ছিল মহাকাল যা ছিলো ভেজষ উদ্ভিদ গুনে অধিক সমৃদ্ধ। এই নামটি পরিবর্তন হয় একসময় বাংলা শব্দে মাকাল নামে ঠাই নেয়। গাছে ধরা অবস্থায় মাকাল ফল এতটাই সৌন্দর্যমন্ডিত যে কোন ফলের তুলনায় এই ফলটিকে অধিক সৌন্দর্যমন্ডিত ও আকর্ষণীয় করে তোলে।বাংলা বাগধারায় মাকাল ফল একটি বিশেষ উপমা হিসেবে ব্যবহার হয়ে আসছে। বাইরে সুন্দর, ভিতরে কিছুই নেই। যে মানুষগুলো দেখতে সুন্দর কিন্তু তাদেরকে দিয়ে কোনো কাজের কাজ হয় না, তাদেরকেই মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে।
তবে বিশেষ উপমা হিসেবে ব্যবহার হলেও এই ফলটি কিন্তু একেবারে অপ্রয়োজনীয় নয়। মাকাল ফল ও গাছের রয়েছে ঔষধি গুণ। তাছাড়া পাখিদের অন্যতম প্রিয় খাবার মাকাল ফল। পাকা মাকাল ফলের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে।
মাকাল ফল পাখিদের অন্যতম প্রিয় খাবার। তাছাড়া এটি একটি পরিবেশবান্ধব গাছ। এই ফল ও গাছের রয়েছে অনেক ঔষধি গুণ। সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-
মাকাল গাছের শিকড় কোষ্ঠকাঠিন্য ও বদহজমের ওষুধ তৈরিতে কাজে লাগে।
কফ ও শ্বাসকষ্ট নিরাময়ে, নাক ও কানের ক্ষত উপশমে মাকাল গাছ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
জন্ডিস, দেহে পানি জমা (শোথ রোগে), বাত ব্যথা, পেট ফোলা এবং শিশুদের অ্যাজমা নিরাময়ে মাকাল গাছের ফল-মূল-কাণ্ড বিশেষ ভূমিকা আছে।
মাকাল ফলের বীজের তেল সাপের কামড়, বিছার কামড়, পেটের সমস্যা (আমাশয়, ডায়রিয়া), মৃগীরোগ এবং সাবান উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।
মাকাল ফল এর উপকারিতা আদিকালে মাকাল ফল চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে ছিল, বর্তমান সময়ের ভারতীয় চিকিৎসকরা মনে করে থাকেন মাকালফল একসময় হাঁপানির জন্য নাকের কানের ঘা এমনকি কুষ্ঠ রোগের মতো মারাত্মক রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে ছিলো। যুগ যুগ ধরে চলা পুরানো মাথা ব্যাথা দূর করার জন্য মাকাল ফলের শেকর দিয়ে বানানো তেল খুবই উপকারী।
মাকাল ফলের বীজের তেল চুলের বৃদ্ধি ও চুল কালো করতে কার্যকর। মাকাল ফলের বিচি ও অাঁশ শুকিয়ে গুঁড়ো করে পানিতে দ্রবীভূত করে ফসলে প্রয়োগ করলে পোকামাকড়, ইঁদুর ও রোগবালাই দমনে বিষ হিসেবে কাজ করে থাকে।
হায় হায় মাকাল ফল কাব্য রচনা করতে গিয়ে মাকাল ফল কথাটা চলে আসায় মাকাল ফল নিয়ে সার্চ দিয়ে জেনে গেলাম মাকাল বা মহাকাল ফলটিও এক্কেবারে ফেলনা নহে। ইহারও রহিয়াছে বিশেষ গুন!!! উহাই তুলে দিলাম......
তবে হ্যাঁ সত্যিকারের মাকাল ফলের কিছু না কিছু গুণ থাকিলেও মানুষ মাকাল ফলের কোনোই গুণ নাই। বেক্কলী গুণ ছাড়!
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: উপযুক্ত দো্য়া ও আশীর্বাদ তার নিজের জন্য রেখে দিলেই ভালো হত! উপকার হত আর কি!
হ্যাঁ সত্যিকারের মাকালফল সুন্দর আর কবিতার এই মাকালফল বান্দর!
২| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫১
সৈয়দ কুতুব বলেছেন: মারহাবা! এত সুন্দর লিখেন আপনি।
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৫
শায়মা বলেছেন: কুতুবভায়া প্রপিকে কি
জেলখানা না জানালা?
কষ্টচোখে দেখছো কাকে?
জুলেখা না জমিলা?
৩| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৩
নীল-দর্পণ বলেছেন: কাব্য তো দারুন হয়েছে । ইদানিং এই ভুল চাপলো মাথায় আবার
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: ভুল না ভূত???
রাগের ভূত মাথায় চাপলে কাব্য বের হয় আবোল তাবোল......
অনেকদিন আগে লিখেছিলাম। মানে ভূতগুলো লেখায় লেখায় জমায় রাখে কিন্তু সাড়ে ভাইয়ার কথায় একটা বের করলাম আর কি!
৪| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৬
আজব লিংকন বলেছেন: এক সময় "মাকাল ফল" নামে আমার একটা ফেসবুক ফেক আইডি ছিল। আমি একটা মাকাল ফল। মাকাল নিয়ে আমার প্রিয় ব্যান্ড "আজব" -এর "লাবিক কামাল গৌরব" দাদার গাওয়া বিখ্যাত একটা গান আছে, "আসা যাওয়ার কি যন্ত্রণা" গানটার কথা মনে পড়ে গেল। আমার হার্ড ড্রাভে এখন গানটা খুঁজে পাচ্ছি না। খুব মন খারাপ হচ্ছে আমার।
গানটার লাইনগুলো এখন মাথায় ঘুরপাক খাচ্ছে।
"মাকাল ফল দেখতে ভালো। উপর লাল তার ভিতর কালো। আগে জানতাম না। না চিনিয়া মাকাল খাইয়া এখন বিষের জ্বালায় প্রাণ বাঁচেনা। জানলে ভবে আর আইতাম না.."
খুব মন খারাপ হচ্ছে আপি... ইউটুবেও গানটা নাই।
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১২
শায়মা বলেছেন: ওহ তুমিও মাকাল ফল নাকি!!!!!!! তো এখনও কি মাকাল ফলই আছো?? নাকি বদলে গেছো আইডি বদলের সাথে সাথে??
মাকাল নিয়ে গানের লাইন শুনে তো হাসি পাচ্ছে......
এই গানের লোক যে মাকাল খেয়েছে সেও আরেক মাকাল মনে হচ্ছে
যাইহোক এক কাজ করো নাই যখন নিজেই গেয়ে রেকর্ড করে ইউটিউবে দিয়ে আমাদেরকে শোনাও!
৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৩
রোকসানা লেইস বলেছেন: ইস ছড়া পড়তে এসে মাকালের গল্প পড়তে হলো
মাকাল দেখতে খুব টুসটুসে সুন্দর।
ছড়া ভালো হয়েছে।
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪০
শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি!!!
এত সুন্দর যেন টমেটো কিংবা বেদানা।
বাইরেটা শক্ত বেদানার মত নাকি নরম টমেটোর মত জানিনা।
সোনাবীজ ভাইয়া মনে হয় জানে।
৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লিখছো কিছু আবোল তাবোল, হচ্ছে যা তা মগজহীন
মাকাল ফল তো দেখা যাচ্ছে সর্ব রোগের মহৌষধ। তবে ভিডিও দেখে বুঝলাম মাকাল ফল দেখতে ভারি সুন্দর।