নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

একটি মাকাল ফলিত বিজ্ঞান কাব্য

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪


এমন বোকাও হয় কি মানুষ!
নিজের গায়ে ঝোল টেনে নেয়!
লাফ দে ওঠে, বেষম ছোটে
বন বাদাড়ে হেথায় হোথায়!

থুবড়ে পড়ে মাটির পরে,
গুমরে মরে নিজের মনে,
কামড়ে ধরে যা যেখানে,
লেংড়ে চলে ঘরের কোনে।

মাথায় তোমার গবেট পোরা,
খাতায় তোমার ঘোড়ার ডিম,
লিখছো কিছু আবোল তাবোল,
হচ্ছে যা তা মগজহীন!

নিজের মনেই স্বপ্নে ওড়ো,
নিজেই গড়ো তাসের ঘর,
মরিচিকা দিন কাটালে,
বুঝলে না কে আপন পর!

এবার থামো পেছন ফেরো
তাকিয়ে দেখো জীবন ভর,
কাব্য সেধে কি দাম পেলে?
নদীর বুকে বালির চর।

সব সাধনাই সাঙ্গ হলো,
সব বাসনাই স্রেফ বিফল,
সব শেষেতে কি নাম পেলে,
ব্যর্থ সাধন মাকাল ফল!!!

মাকাল ফলের অজানা গুনাগুণ |

মাকাল ফল একটি লতানো উদ্ভিদ প্রজাতি। মাকাল শব্দটি বাংলা প্রবাদ বাজে বা কুরুচিপূর্ণ অর্থে ব্যবহার করলেও এটির প্রাচীন নাম ছিল মহাকাল যা ছিলো ভেজষ উদ্ভিদ গুনে অধিক সমৃদ্ধ। এই নামটি পরিবর্তন হয় একসময় বাংলা শব্দে মাকাল নামে ঠাই নেয়। গাছে ধরা অবস্থায় মাকাল ফল এতটাই সৌন্দর্যমন্ডিত যে কোন ফলের তুলনায় এই ফলটিকে অধিক সৌন্দর্যমন্ডিত ও আকর্ষণীয় করে তোলে।বাংলা বাগধারায় মাকাল ফল একটি বিশেষ উপমা হিসেবে ব্যবহার হয়ে আসছে। বাইরে সুন্দর, ভিতরে কিছুই নেই। যে মানুষগুলো দেখতে সুন্দর কিন্তু তাদেরকে দিয়ে কোনো কাজের কাজ হয় না, তাদেরকেই মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে।
তবে বিশেষ উপমা হিসেবে ব্যবহার হলেও এই ফলটি কিন্তু একেবারে অপ্রয়োজনীয় নয়। মাকাল ফল ও গাছের রয়েছে ঔষধি গুণ। তাছাড়া পাখিদের অন্যতম প্রিয় খাবার মাকাল ফল। পাকা মাকাল ফলের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে।

মাকাল ফল পাখিদের অন্যতম প্রিয় খাবার। তাছাড়া এটি একটি পরিবেশবান্ধব গাছ। এই ফল ও গাছের রয়েছে অনেক ঔষধি গুণ। সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-
মাকাল গাছের শিকড় কোষ্ঠকাঠিন্য ও বদহজমের ওষুধ তৈরিতে কাজে লাগে।
কফ ও শ্বাসকষ্ট নিরাময়ে, নাক ও কানের ক্ষত উপশমে মাকাল গাছ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
জন্ডিস, দেহে পানি জমা (শোথ রোগে), বাত ব্যথা, পেট ফোলা এবং শিশুদের অ্যাজমা নিরাময়ে মাকাল গাছের ফল-মূল-কাণ্ড বিশেষ ভূমিকা আছে।
মাকাল ফলের বীজের তেল সাপের কামড়, বিছার কামড়, পেটের সমস্যা (আমাশয়, ডায়রিয়া), মৃগীরোগ এবং সাবান উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।

মাকাল ফল এর উপকারিতা আদিকালে মাকাল ফল চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে ছিল, বর্তমান সময়ের ভারতীয় চিকিৎসকরা মনে করে থাকেন মাকালফল একসময় হাঁপানির জন্য নাকের কানের ঘা এমনকি কুষ্ঠ রোগের মতো মারাত্মক রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে ছিলো। যুগ যুগ ধরে চলা পুরানো মাথা ব্যাথা দূর করার জন্য মাকাল ফলের শেকর দিয়ে বানানো তেল খুবই উপকারী।

মাকাল ফলের বীজের তেল চুলের বৃদ্ধি ও চুল কালো করতে কার্যকর। মাকাল ফলের বিচি ও অাঁশ শুকিয়ে গুঁড়ো করে পানিতে দ্রবীভূত করে ফসলে প্রয়োগ করলে পোকামাকড়, ইঁদুর ও রোগবালাই দমনে বিষ হিসেবে কাজ করে থাকে।


হায় হায় মাকাল ফল কাব্য রচনা করতে গিয়ে মাকাল ফল কথাটা চলে আসায় মাকাল ফল নিয়ে সার্চ দিয়ে জেনে গেলাম মাকাল বা মহাকাল ফলটিও এক্কেবারে ফেলনা নহে। ইহারও রহিয়াছে বিশেষ গুন!!! উহাই তুলে দিলাম......
:||

তবে হ্যাঁ সত্যিকারের মাকাল ফলের কিছু না কিছু গুণ থাকিলেও মানুষ মাকাল ফলের কোনোই গুণ নাই। বেক্কলী গুণ ছাড়! X((

মন্তব্য ৯২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর হয়েছে ছড়া। যাকে উদ্দেশ্য করে লিখেছেন আশা করি তার তরফ থেকে অচিরেই উপযুক্ত দোয়া বা আশীর্বাদ পাবেন।

মাকাল ফল তো দেখা যাচ্ছে সর্ব রোগের মহৌষধ। তবে ভিডিও দেখে বুঝলাম মাকাল ফল দেখতে ভারি সুন্দর। :)

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: উপযুক্ত দো্য়া ও আশীর্বাদ তার নিজের জন্য রেখে দিলেই ভালো হত! :) উপকার হত আর কি! :) :)


হ্যাঁ সত্যিকারের মাকালফল সুন্দর আর কবিতার এই মাকালফল বান্দর! :)

২| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫১

সৈয়দ কুতুব বলেছেন: মারহাবা! এত সুন্দর লিখেন আপনি।

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: কুতুবভায়া প্রপিকে কি
জেলখানা না জানালা?
কষ্টচোখে দেখছো কাকে?
জুলেখা না জমিলা?

৩| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৩

নীল-দর্পণ বলেছেন: কাব্য তো দারুন হয়েছে । ইদানিং এই ভুল চাপলো মাথায় আবার :P

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: ভুল না ভূত???

রাগের ভূত মাথায় চাপলে কাব্য বের হয় আবোল তাবোল......

অনেকদিন আগে লিখেছিলাম। মানে ভূতগুলো লেখায় লেখায় জমায় রাখে কিন্তু সাড়ে ভাইয়ার কথায় একটা বের করলাম আর কি! :)

৪| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৬

আজব লিংকন বলেছেন: এক সময় "মাকাল ফল" নামে আমার একটা ফেসবুক ফেক আইডি ছিল। আমি একটা মাকাল ফল। মাকাল নিয়ে আমার প্রিয় ব্যান্ড "আজব" -এর "লাবিক কামাল গৌরব" দাদার গাওয়া বিখ্যাত একটা গান আছে, "আসা যাওয়ার কি যন্ত্রণা" গানটার কথা মনে পড়ে গেল। আমার হার্ড ড্রাভে এখন গানটা খুঁজে পাচ্ছি না। খুব মন খারাপ হচ্ছে আমার।

গানটার লাইনগুলো এখন মাথায় ঘুরপাক খাচ্ছে।
"মাকাল ফল দেখতে ভালো। উপর লাল তার ভিতর কালো। আগে জানতাম না। না চিনিয়া মাকাল খাইয়া এখন বিষের জ্বালায় প্রাণ বাঁচেনা। জানলে ভবে আর আইতাম না.."

খুব মন খারাপ হচ্ছে আপি... ইউটুবেও গানটা নাই।

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১২

শায়মা বলেছেন: ওহ তুমিও মাকাল ফল নাকি!!!!!!! তো এখনও কি মাকাল ফলই আছো?? নাকি বদলে গেছো আইডি বদলের সাথে সাথে??


মাকাল নিয়ে গানের লাইন শুনে তো হাসি পাচ্ছে......

এই গানের লোক যে মাকাল খেয়েছে সেও আরেক মাকাল মনে হচ্ছে :P

যাইহোক এক কাজ করো নাই যখন নিজেই গেয়ে রেকর্ড করে ইউটিউবে দিয়ে আমাদেরকে শোনাও! :)

৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৩

রোকসানা লেইস বলেছেন: ইস ছড়া পড়তে এসে মাকালের গল্প পড়তে হলো
মাকাল দেখতে খুব টুসটুসে সুন্দর।
ছড়া ভালো হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪০

শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি!!!

এত সুন্দর যেন টমেটো কিংবা বেদানা।

বাইরেটা শক্ত বেদানার মত নাকি নরম টমেটোর মত জানিনা।

সোনাবীজ ভাইয়া মনে হয় জানে।

৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লিখছো কিছু আবোল তাবোল, হচ্ছে যা তা মগজহীন![/sb
..............................................................................
কে বলেছে কে বলেছে
তুমি আমি মাকাল ফল !!!
দেশে দেশে হচ্ছে আকাল
বুঝে নিও সকাল সকাল
আসছে আবার রুদ্র রুপে
দেশ কাপাঁনো মহাকাল !!!
...............................................................................

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০

শায়মা বলেছেন: হা হা এই মাকালের নামই নাকি মহাকাল!!!!!!!

৭| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঠিক যেন বেগুণের মতো।
এখানে প্রতিপিস বেগুণ কিনতে ১ পাউন্ড গুণতে হচ্ছে।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯

শায়মা বলেছেন: আমার কাছে তো টমেটো কিংবা ডালিমের মতন লাগছে। :(

৮| ২৬ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার ছড়া কাব্য, সেই সংগে মাকাল ফলের ভেষজ গুণাবলী জেনে ভালো লাগলো। তা এই মাকালটা কে?

একজন বিশিষ্ট উপদেষ্টা হিসাবে একটা ফ্রি উপদেশ: মাষ্টারি ছেড়ে আয়ুর্বেদিক চিকিৎসক হয়ে যাও।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৮

শায়মা বলেছেন: হা হা


এই মাকালটা কে?
কাব্যে আছে সে......
ছেলেবেলায় পড়তে নাকি
সারমর্ম কবিতা?
এটারও তাই খুঁজতে হবে
হোকই না হয় গবিতা।

মাথায় তাহার গবেট পোরা
খাতায় তাহার ঘোড়ার ডিম
লিখলো যে সে জীবন ভরে
জুটলো খেতাব মগজহীন।

সব ভালো তার শেষ ভালো যার
মাথায় রাখি সব সময়
স্বপ্নে ওড়া ঘুম ভেঙ্গে তাই
পপাৎ পটাং পড়তে হয়।:)


হা হা ভাইয়ু!!! আমি আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সবই হতে চাই......

৯| ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৩০

মেঠোপথ২৩ বলেছেন: মাকাল ফলের জানতাম কোণই গুনাগুন নাই, এখন দেখি আছে !:#P যাক যেই মানুষ মাকালের উদ্দেশে এই ছড়া সে বুঝলেই হল । তবে আমার কাছে এই ছড়ার অন্যতম উপযুক্ত ব্য্যক্তি হলেন এই ব্লগের বিশিষ্ট সবজান্তা শমশের বেক্কল =p~

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

শায়মা বলেছেন: হায় হায় তবে তো তাকে কাব্য লিখতে হবে!!!!!!!!!


ভালো করে ছড়া পড়ো!!!!!!!!!! :)

১০| ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৩১

ক্লোন রাফা বলেছেন: মাকাল ফল , ফুট ফুটে সুন্দর.....

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

শায়মা বলেছেন: হা হা তবে ভেতরে কেমন বান্দর এটা কি জানো ভাইয়ু???

১১| ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২১

সামরিন হক বলেছেন: দারুণ কবিতা।
শুভ সকাল।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!

শুভ সন্ধ্যা!!!!!!!! :)

১২| ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৭

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

১৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

গেঁয়ো ভূত বলেছেন:


আহা! মাকাল ফল!! মাকাল ফল!!
ধন্য তুমি, ধন্য হলে,
কাব্যে পেলে স্থান তাহলে,
ইস!!
আমরা যদি মাকাল হতাম,
কাব্য-কথায় জায়গা পেতাম!
কবির মাথায় রূপক হতাম!
আনন্দে বেশ হাড়িয়ে যেতাম!
ছন্দের রেশ ছড়িয়ে দিতাম!
ডুবে যেতাম কাব্য নদীর ঠাঁই হারানো অথৈ তল!!



২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৮

শায়মা বলেছেন: মাকাল ফলের ভেতরে নাকি পানি এবং ছাই
মাকাল ফলের ভেতর নাকি কোনোই গুন নাই।
সেইটা শুনে লিখেও ছড়া আনতে গেলাম ছবি
ছবির মাঝে এসব জেনে বাক হারালাম কবি!
মাকাল ফল মাকাল ফল তবুও বাহির ভালো
মানুষ মাকাল ভেতর বাহির দুই দিকেতেই কালো! :(

১৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের হাইস্কুলে যাওয়ার পথে রাস্তার দু পাশে অনেক জঙ্গলের মধ্যে মাকাল ফলের গাছ ছিল। ফলটা দেখতে খুব সুন্দর। কিন্তু লোকে বলতো এর ভিতরে আছে শুধু ছাই। ফলের ভিতরে ছাই? এই কৌতূহল থেকেই একদিন একটা লাল টুকটুকে মাকাল ফল পেড়ে ওটা ভাঙলাম। ভিতরে ছাই আছে, এটা জানার পরও আশা ছিল ভিতরে সুগন্ধিযুক্ত টাটকা কিছু ফল পাব। কিন্তু ওটা ফাটানোর পর দেখা গেল ওটার ভিতরে ঘন কালো কাদার মতো কিছু বস্তু, ছাইকে পানির মধ্যে গুলাইলে যেমন হয় অনেকটা তেমনি।

দেখতে সুন্দর হলেও যদি কোনো গুণ না থাকে, তাকে মাকাল ফল বলে।

আপনার ছড়াটা সুন্দর হয়েছে আপু। কিন্তু হঠাৎ মাকাল ফল নিয়ে মেতে উঠলেন কেন? উপরে কোথাও বলেছেন কিনা তা দেখার সুযোগ হয় নাই :(

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫

শায়মা বলেছেন: ইয়াক থু থু থু!!!!!!!! কি বিচ্ছিরি তাইলে বুঝাই যাচ্ছে!!!!
আর এই মাকাল ফলের নাকি আমার গুণও আছে যা আগে কখনই জানতাম না।

ছড়াটা লিখেই তাই জানতে গেলাম........আর এসব দেখে তো আমি অবাক!!!!!!!!


আমি মাকাল ফলটা ছড়াতে এনেছিলাম তো তাই উহাকে নিয়ে একটু গবেষনায় মেতে উঠলাম।

আমার এক গুরু বলেছিলো রাগ করে কিছু করলে যেন টাইমটা ওয়েস্ট না হয় তার থেকেও কিছু শেখা যায় সে চেষ্টা করতে। সেটাই করি আর কি । হা হা :)

১৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

মিরোরডডল বলেছেন:





আগে দেখেছি বলে মনে পড়ছে না।
খুব সুন্দর তো দেখতে!

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১২

শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!!!!!!!!!!!


দেখোনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!


তবে নাম নিশ্চয় শুনেছিলে! :)

আর মাকাল ফল মানুষ দেখেছিলে!!! :)

১৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৬

আমি সাজিদ বলেছেন: kiiiiiiiiii follllllllll

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৯

শায়মা বলেছেন: মাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা কাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা লললললললললললললললললললললললল

১৭| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০

আমি সাজিদ বলেছেন: keeeeeeeeeeeeeeeeee

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: তুমি না বুদ্ধিমান ছৈল!!!!!!!!!!

ভাবো ভাবো !!!!!!!!!!!!! :)

১৮| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মাকাল ফলের আকাল হলেও,
ব্লগেও স্থান পায়।
তাই বলে কি, হুতুম পেঁচা,
জাতে উঠে যায়?

ধারুম ধুরুম, ঠুস-ঠাস,
চলছে ভালো বেশ!
মাকাল ফুল চুলে লাগিয়ে,
লাগছে আপুনিকে বেশ! :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: ইয়াক থু থু ইয়াক থুথু
পড়লো ফুলের আকাল!!!
শিমুল, পলাশ টগর ছেড়ে
পরবো চুলে মাকাল!!!

হুতুম পেঁচা রোজই দেখি
ব্লগে বেড়ায় ঘুরে
গাধা গরু অনেক পশুই
এই ব্লগেতে চরে!


হাহ হা ভায়া আমরা তাদের
আনছি ডেকে ডেকে
তাই তো জাতে উঠছে তারা
উঠছে হেকে হেকে! :)

১৯| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মাকাল ফলের আকাল হলেও,
ব্লগেও স্থান পায়।
তাই বলে কি, হুতুম পেঁচা,
জাতে উঠে যায়?

ধারুম ধুরুম, ঠুস-ঠাস,
চলছে ভালো বেশ!
মাকাল ফুল চুলে লাগিয়ে,
দুলাচ্ছে আপুনি কেশ! :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫২

শায়মা বলেছেন: মাকাল ফলের ছড়া পড়ে
লাগলো চোখে ধাঁধা?
একটা ছড়া লিখে আবার
দুইটা পড়লো বাঁধা!!! :P

২০| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪২

আমি সাজিদ বলেছেন: শাইয়্যান, ১৯৯৯ সালে সাস্টে কি মাকাল ফল ছিল?

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: সবখানেই দু একটা মাকাল ফল থাকেই....... :P

২১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৫

আমি সাজিদ বলেছেন: হামরা বগুড়ার ছৈল
পুটি মাছ ধরবের যায়া
ধরে আনি বৌল

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: বৌলই যদি ধইরবা তোমরা
মাকালরে তয় খুঁজো
হামাক কেনে জিগাও ভায়া
বুদ্ধি খাটাও বুঝো.......

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: বিলকিস (বগুড়ার ভাষায় লেখা )
লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৮
তুমার চিয়ারা একুনো চোকেত ভাসে গো বিলকিস,
তুমাক ডাকিচ্ছিনু দিয়্যা জোরে একটা শীষ।
লাল উন্না দিয়্যা মুখ ঢ্যাক্যা আসিচ্ছিলা হামার




এই যে আরেক বোগড়ার ভাই
লিখলো কবতে তোমার কেনে খপর লাই?

২২| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৩

আমি সাজিদ বলেছেন: ভাই শাইয়্যান,আমি বুঝিয়েছি সাস্টের ক্যাম্পাসে কি এই ফলটি ছিল কিনা? অন্যভাবে নিয়েন না প্লিজ।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: আমি তো ভেবেছি মানুষ মাকাল কয়টা ছিলো সেটা বুঝাচ্ছো!! হা হা

২৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৫

আমি সাজিদ বলেছেন: উনাকে বলি নাই। মন্তব্যটির টোনটা এমন হয়েছে যেন আমি উনাকে মাকাল ফল বলেছি। আসলে তা না। আমি গল্পের ছলে বলেছি।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৭

শায়মা বলেছেন: শ্যইয়ান ভায়া খেপে যদি বের হই যাবে সাস্ট
মাকাল ধরে খাওয়ায় দেবে জেনে রেখো মাস্ট!!! :P

২৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৯

মেহবুবা বলেছেন: মাকাল ফলের যে এত গুন তাহলে মাকাল ফলের উপমা প্রযোজ্য ক্ষেত্রে দেয়া হয় না বুঝতে পারছি।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০১

শায়মা বলেছেন: আপুনি মাকাল ফলের ভেতরের ঐ বিদিকিচ্ছিরি চেহারা দেখেই মানুষ আর গুনাগুনের খবর রাখে না।

ওয়াক ওয়াক থু থু করে দৌড় দেয়!!! হা হা

২৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০০

আমি সাজিদ বলেছেন: শাইয়্যান ভাইয়া ভালো মানুষ। ক্রিয়েটিভ। মনে হয় সহজে রাগে না।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০২

শায়মা বলেছেন: যারা যায় সাস্ট
তারা খেপে মাস্ট
একটুতে একটুতে
জাস্ট খেপে জাস্ট!!!!! :P

২৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭

আমি সাজিদ বলেছেন: আপি তুমি রেগে গেলে বাসায়ও ছড়া কেটে কেটে ঝগড়া করো?

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৪

শায়মা বলেছেন: হাহাহা তুমি যদি সত্যিকারে এই আমাকে দেখতে তাহলে হা হয়ে যেতে....... এই যে ছড়া কাটছি......

এই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত প্যারেন্টস মিটিং করলাম। হাসি হাসি হ্যাপী মিটিং ফর মাই ক্লাস। তবে মিটিং শেষে অন্য এক সেকশনের টিচার এমনই এক ঝামেলা বাঁধালো এক প্যারেন্টের সাথে যেখানে আমাকে ঢুকতে হলো। প্যারেন্টকে কোনো মতে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে ঐ টিচারকে এমন বকা দিয়েছি যে আমি নিজের কান্ডে নিজেই অবাক! তারপর সেই কাজ নিয়ে ইনভেসটিগেশন করতে করতে বাসায় ফিরতে ৩ টা। তারপর মেজাজ ঠিক করতে মিঃ বিন দেখে দেখে নিজেকে ভুলালাম।

সাথে ছিলো ফোন আর ফোন। আর এখনও কানে ফোন .......

কিন্তু জানোই আমার দশ হাত...... :P

২৭| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





মাকাল ফলের এই ছড়া দিয়ে একটা গান বানিয়েছি!!!

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: শিঘ্রী শোনাও.......:)

২৮| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এই যে - শায়মা আপুনি'র মাকাল ফলের ছড়াটা নিয়ে সুনোতে আমার গলা মিক্স করে গান!!!

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫

শায়মা বলেছেন: হা হা অনেকককককককককককক মজার হয়েছে কিন্তু!!!!!!!!
হা হা হা

২৯| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৬

শায়মা বলেছেন: কেউ থাকে না কেউ থেকে যায়


এটাও শোনো ভাইয়ু!!! :)

৩০| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৪

করুণাধারা বলেছেন: ধাঁধার উত্তর মেলাতে না পারলে আমার পাগল পাগল লাগে, আর তুমি একের পর ধাঁধা দিয়ে কাব্য প্রতিভা বিকশিত করছো...

ফেউ মানব ভুল হলো, তোমার মাকাল ফলকেও চিনতে নারি :(

তবে তোমার জন্যও একটা ধাঁধা দিলাম। মাকাল ফলের মতো দেখতে এই ফলের ছবিটা আমি এইমাত্র তুললাম। এটাই ধাঁধা, দেখি আমার মেসেজ তুমি বোঝো কিনা। B-)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৭

শায়মা বলেছেন: এইটা একটা ধাঁধা হলো!!!

আমাদের সব্জী বাগানে কত্ত আছে!!!!!!!!!!

টমেটো তবে বেবি সাইজ দেখে চেরী টমেটো কিনা ভাবছি!!!

৩১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১২

করুণাধারা বলেছেন: তুমি টমেটো চিনবে না এটা ভাবার মতো মাকাল ফল আমি না। ;)

তবে তুমি বোঝো নি আমি কী বলতে চেয়েছি। :D ভালো লাগলো দেখে।

খেয়াল করোনি, আমি বলেছি এইমাত্র তোমার জন্য এই ছবি তুলেছি।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৫

শায়মা বলেছেন: এই মাত্র তুললে??

তাহলে তো তুমি বাংলাদেশে নাই .......

এইটাই আমার ধাঁধার উত্তর! হা হা

৩২| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২০

একলব্য২১ বলেছেন: ডল, তুমি তোমার সব পোষ্ট মুছে দিয়েছ কেন।

শায়মা আপু, কেমন যাছ। আমি সামুতে কম আসছি। তবে আবার নিয়মিত হবো। তোমার অনেক লেখা জমা পড়ে আছে। সময় করে সব পড়বো।




ডল, তুমি তোমার সব পোষ্ট মুছে দিয়েছ কেন।

শায়মা আপু, কেমন যাছ। আমি সামুতে কম আসছি। তবে আবার নিয়মিত হবো। তোমার অনেক লেখা জমা পড়ে আছে। সময় করে সব পড়বো।












২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮

শায়মা বলেছেন: হুম এমনি করেই সবাই হারিয়ে যায়। মাঝে মাঝে উঁকি দেয় তবে সুতো কেটে যায়। প্রতিফলন বলেছিলো সে ব্যস্ত হয়ে পড়েছে তবে লেখা ছাড়বে না। একটু গুছিয়ে নিয়েই আবার লিখবে। এত বছরেও আর তার গুছিয়ে নেওয়া হলো তবুও লেখার সময় হলো না।

জিনিভাইয়াও রাইটার হতে চেয়েছিলো। সব ছেড়ে ছুড়ে শুধু লিখবে আর লিখবে। সেও সংসার সমুদ্রে তলিয়ে গেলো।

জীবনের যুদ্ধে এইভাবেই অনেকে হারিয়ে গেছে সামু থেকে...... এ নতুন কিছু নহে বৎস্য। :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩০

শায়মা বলেছেন: এ জীবনে সবই যে হারায়


তোমার জন্য আমার গান......

৩৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৭

একলব্য২১ বলেছেন: শায়মা আপু, আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি। আমার চেতন মন অবচেতন মনকে প্রশ্ন করে, শায়মা আপুর প্রতি কি আমার টান কমে গেছে। অবচেতন মন বলে এটা অসম্ভব। আমি যখন হাসপাতালে বেডে শুয়ে ছিলাম। জীবন মৃত্যুর মাঝামাঝিতে ছিলাম। তখনও তোমার আর ডলের কথা মনে আসতো। যতদিন জীবিত আছি তোমাদের কথা কখনও আমার মন থেকে ক্ষীণ হবে না। :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫১

শায়মা বলেছেন: হুম সেটা হবে না বটে.......তবে জীবন যুদ্ধে অনেক কিছুই বদলে যায়। এটাই জগতের নিয়ম। তুমি তো জীবনের এক আশ্চর্য্য এক্সপেরিয়েন্স পেয়েছো। যা দিয়ে হয়ত উপন্যাস রচনা করে ফেলতে পারবে। তবে তুমি তো নিভৃতচারী। সেটা কখনই করবেনা জানি। :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫২

শায়মা বলেছেন: যাইহোক করুনাধারা আপুনির ধাধার উত্তর দাও তো। :)

৩৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩১

মিরোরডডল বলেছেন:





একলব্য২১ বলেছেন: ডল, তুমি তোমার সব পোষ্ট মুছে দিয়েছ কেন।

একজন সুলেখক আমাকে ভুল বুঝে ব্লগ ছেড়ে চলে গেছে।

Actually, he deserves to be here, I don't.

এনিওয়ে, শুভ কেমন আছে?


২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

শায়মা বলেছেন: তাই তো আমিও ভাবছিলাম সব পোস্ট কই গেলো !!! 8-|

৩৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাকাল ফলেরও দেখি গুণ আছে

ছড়া তো হেব্বি হইছে
খুব সুন্দর

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

শায়মা বলেছেন: মাকাল ফলেরও গুণ আছে তবে মানুষ মাকালের নাইক্কা! :P

৩৬| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩৮

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা...... এরেই বলে উস্তাদের মাইর শেষ রাইতে =p~

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: হায় হায় কাকে বলে???
কে উস্তাদ!!!

কে মাইর দিলো!!! B:-)

৩৭| ৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবিতাটি দারুণ।

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!:)

৩৮| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২

মোনাপাজী বলেছেন: সুপার হয়েছে বোনতি। :-*

০১ লা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: তুমি কি চাঁদগাজী ভাইয়ার ফিমেল ভার্শন?
মোনা আপু পাঁজী!!! :)

৩৯| ০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২

বিষাদ সময় বলেছেন: আমি এই কাব্যের বিরুদ্ধে তেব্র পতিবাদ জানাইতেছি। মাকাল ফল হওয়ার পরথম শর্ত এর বহিঃরাবরণ অত্যন্ত সুন্দর হওয়া.... কিন্তু যেই ফল লইয়া এই কাব্য সেই ফল তো প্রথম শর্তই পূরণ করেনা। তাহা হইলে উহা মাকাল ফল হয় কিরূপে?

০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: মানুষ মাকাল ফলকে বাহির আর ভেতরের সৌন্দর্য্য দিয়ে মানুষকে বিচার করে। গুন টুন দেখে না।

কথায় আছে আগে দর্শনধারী তারপর গুনবিচারী।

মাকালের ভেতর আর বাহিরের সৌন্দর্য্যের তফাৎই সেই প্রবাদবাক্যের সৃষ্টি করেছে। :)

৪০| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৩

কান্টিলাস বলেছেন: মানুষ মাকাল ফলের কোনোই গুন নাই - এইটা ঠিক বলছেন।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৮

শায়মা বলেছেন: আরে ভাইয়ু!!!!!!!!

কত্তদিন পর!!!

ছবির এই বেবিটা কত বড় হয়েছে??

৪১| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪১

কান্টিলাস বলেছেন: ধন্যবাদ আপা,আপনার একটা গান ওর খুব প্রিয় ছিল,ও এখন কলেজে।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০০

শায়মা বলেছেন: কত বড় হয়ে গেছে....... কত দিন পার হয়ে গেছে......

অনেক অনেক ভালোবাসা ভাইয়া....

৪২| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মামণি নিজের ডান হাত মাথার উপর দিয়ে ঘুড়িয়ে বাম কান ধরতে পারে?

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: ঠিক ঠিক

তবে এতদিনে বুঝলে!!!!!! :)

৪৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২০

মেঠোপথ২৩ বলেছেন: এক কমেন্টে দেখিলাম ইহা নাকি আলফা ছড়া!! B:-) আলফা শব্দের ব্যবহার গনিত ও পদার্থবিদ্যাায় দেখেছি। কিন্ত আলফা ছড়া জিন্দেগীতে এই পররথম শুনলাম। কেউ কি বুঝায়ে কইতে পারব , আলফা ছড়া জিনিষটা কি ?

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: আলফা ছড়া হলো, মানুষ যখন ব্যান খায় তখন তার মাথায় রাগের ভূত চাপে তখন ছড়া বড়া সবকিছুই আউল ফাউল বাউল মনে হয়। তখন আলফা, সালফা এসব নতুন শব্দের সূচনা হয়। :)

৪৪| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০৭

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




এতো দেখছি 'আয়ুর্বেদ-ফলিত" বিজ্ঞান নিয়ে নতুন এক বিজ্ঞাপন!!!! :) মাকাল ফলের বীজের তেল দিয়ে যে সাজুগুজু করা যায় সেটা তুলে ধরতেও ছাড়েন নি।
আপনি আবার সাজুগুজু স্পেশালিষ্ট তো তাই ভাবছি, মওকা পেয়ে আপনি কি শেষ অবধি "কলিকাতা হার্বাল" এর মতো "শায়মা হার্বাল" এর বিজ্ঞাপন দিলেনকিনা!!!!!!!!:-P

মাকাল নিয়ে নাকাল করে দেয়ার মতো লেখা। যতো যা-ই বলেন না কেন, আসলে মাকাল ফল দেখতে কিন্তু সুন্দর। এ জন্যেই সমাজে "মাকাল ফল" এর কদর বেশী। মাছি উড়ে এসে তার পাশে ভন.. ভন করবেই!

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৬

শায়মা বলেছেন: হা হা শায়মা হার্বাল বানালে মনে হয় ভালোই হত ভাইয়া....... উড়ে আসা মাছিদের রোগের ওষুধ দিয়ে ভনভনানি ছুটিয়ে দেওয়া যেত।


অবশ্য হার্বাল ছাড়াও এবং ডক্টর না হয়েও কোন রোগের কোন ওষুধ আমি কিন্তু ভালোই জানি ভাইয়া ।


মনে আছে তোমার রোগজীবানুদের নিয়ে পোস্টগুলির কথা...... :)

৪৫| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১০

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



রোগজীবানুদের নিয়ে আমার পোস্টগুলির (সুন্দরী মুখের আড়ালে) কথা মনে আছে।
মাঝে মাঝে সময় কাটাতে আমার পোস্টে ঢুকে যখন অনেক লেখা দেখি তখন অবাক হয়ে ভাবি , আমিই কি এরকম করে লিখেছি; না অন্য কেউ!!!!!
এখন আর আগের মতো পড়াশোনা করে ব্লগে কিছু লিখতে ইচ্ছে করেনা। তেমন উৎসাহ পাইনে একটা। কারন তো আপনাদের বোধগম্যই!

ভালো থাকুন।


০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমারও এমন হয় জানো?? কত উৎসাহ উদ্দিপনা নিয়ে কত কিছুই লিখে যেতাম। কত আনন্দ ভালোবাসায় কতজনায় পড়তো সেসব। কোথায় হারালো সে সব দিন?? :(

যাইহোক কারণে বেকারনেও সামুর সাথে থাকবো হয়ত যতদিন সামু বেঁচে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.