নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম -৪৫

০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২০

চাটুকারদের জ্বালায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি অস্থির ছিলেন? নইলে তিনি কেন বলবেন, 'চাটুগান শুনি সারা নিশিদিন'।



চাটু যে করে সে চাটুকার। বাংলায় চাটুকার মানে তোষামোদকারী। সংস্কৃত চাটু শব্দ থেকেই চাটুকারের উৎপত্তি।



চাটু শব্দের মূল অর্থ চিত্তভেদকারী প্রিয়বাক্য। এদিক থেকে চাটু দিয়ে যে অন্যের মন জয়ে ব্রতী হয়, তাকেই বলা হয় চাটুকার। মহাকবি কালিদাসের ঋতুসংহার কাব্যে প্রেমিক-প্রেমিকা দুজনই চাটু প্রয়োগ করেছেন। কালিদাস বোঝাতে চেয়েছেন মিথ্যা প্রিয়বাক্য না বললে প্রেমে রোমাঞ্চ জাগে না। এই মিথ্যা প্রিয়বাক্যই চাটু।



কিন্তু সামাজিক পরিমন্ডলে সত্যকথায় সব সময় কাজ হয় না। কথায় ভেজাল না থাকলে সব সময় কর্তার মনও পাওয়া যায় না। এ কারণেই বাংলায় চাটু ও চাটুকারের অর্থ পাল্টে গেছে। এখন ভাঁড়ের প্রভুরঞ্জন বাক্যই চাটু আর ভাঁড়ই চাটুকার। অবশ্য এখন অফিস-আদালতেও চাটু ও চাটুকারের অভাব নেই।

বাংলা ভাষায় চাটু শব্দের আরো দুটি অর্থ রয়েছে। এগুলো হলো - তাওয়া বা লোহার প্রশস্ত পাত্র ('লোহার চাটুতে তপ্ত তৈলে' - বঙ্কিম চন্দ্র) এবং তেলো বা চেটো। অবশ্য এ চাটু এসেছে হিন্দি চটু থেকে।

মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭

অবজারভার বলেছেন: জনাব, দিনকয় মাত্র ব্লগাচ্ছি, এর মধ্যেই আপনাকে পণ্ডিত মনে হচ্ছে। এই সিরিজের লেখাপত্র দিয়ে তো দারুণ একখান বই হবে মনে হচ্ছে। আপনি 'ফরহাদ খান' নন তো আবার!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭

অচেনা বাঙালি বলেছেন: ৫


যাযাদিতে গেলে কি খাওয়ান সাইমুম ভাই?

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬

সাইমুম বলেছেন: অবজারভার : আমি পন্ডিত! বলেন কি, আমি তো মনে করি যে সব কিছু পন্ড করে সে-ই পন্ডিত। আর যে সব কিছু খন্ড করে সে-ই খন্ডিত!
ফরহাদ ভাই অনেক জ্ঞানী মানুষ। তার প্রতি আমার শ্রদ্ধা অকুন্ঠ।
এটাই আমার নিক এবং আসল নাম।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬

সাইমুম বলেছেন: অচেনা বাঙালি : কফি।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭

রিজভী বলেছেন: ৫।

অচেনা বাঙালি কি খাইতে চান?

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯

সাইমুম বলেছেন: রিজভী : ধন্যবাদ।

হ অচেনা বাঙালি কি খাইতে চান?

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২

অচেনা বাঙালি বলেছেন: আমি কফি না পারতে খাইনা


ত্রিভুজরে কি খাওয়াইছেন?

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪

সাইমুম বলেছেন: অচেনা বাঙালি : ত্রিভুজরে এক দালান মমতা খাইয়েছি।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯

অবজারভার বলেছেন: ও আপনে শফিক রহমানের খামারের কামলা? তা যাই হোক আপনে জ্ঞানী। যায়যায়দিনের বানান পদ্ধতি নিয়ে আপনের কমেন্ট শুনতে চাই। এই পত্রিকা কি বাংলাভাষাকে ধর্ষণ করছে না মনে করেন?

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫

রিজভী বলেছেন: অবজারভার @ আমাদের (যায়যায়দিনের) বর্তমান বানান রীতি সম্পর্কে জানেন তো?

আমরা আগের বানান রীতির অনেকগুলোই গত ৩ মাস ধরে আর ইউজ করছি না।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৬

সাইমুম বলেছেন: অবজারভার : শিওর খামারের কামলা।
শফিক রহমানের বানান পদ্ধতি নিয়ে শুরু থেকেই আমার অবজেকশন ছিল। পত্রিকার ভাষা হওয়া দরকার গণমানুষের কাছাকাছি। উনার এক্সপেরিমেন্ট সঠিক ছিল না। এখন তিনি নিজের অবস্থান থেকে সরে এসেছেন। তারপরও বাংলা বানানে এখনো যে এক্সপেরিমেন্ট চালাচ্ছেন, তা নিয়েও আমার আপত্তি আছে। আমি শুধু এতোটুকু বুঝি যায়যায়দিনের বানানরীতি অনুসরণ করলে আমার মেয়ে পরীক্ষায় ফেল করবে।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৩

অচেনা বাঙালি বলেছেন: ধন্যবাদ সাইমুম ভাই।
ভাষার ব্যাপারে আপনার সাথে আমার ১০০% মিল সেজন্য।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৫

সাইমুম বলেছেন: অচেনা বাঙালি : ইটস ওকে। থ্যাংকস।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭

অচেনা বাঙালি বলেছেন: আরেকটা মিল: আমারও মেয়ে আছে একটা

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৯

সাইমুম বলেছেন: অচেনা বাঙালি : আমারটারে এবার নার্সারিতে দিছি।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১০

অবজারভার বলেছেন: সাইমুম ভাই, শুনে খুশি হলাম। আর রিজভী যা বললেন তা আমি জানতাম না। তাহলে শফিক রেহমান রিট্রিট করলেন শেষপর্যন্ত। অবশ্য এটাই হওয়ার কথা, কারণ ওখানে যারা মাসিক ভিত্তিতে খাটেন তারা সবাই তো আর লাল গোলাপের ভক্ত না!

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৩

সাইমুম বলেছেন: অবজারভার : এখন পেছনে ফেরাটা ঠিক হয়নি । কারণ যা ক্ষতি হবার তাতো হয়ে গেছে। ঘোড়ার চুরি হবার পর আস্তাবলে তালা মেরে লাভ কি? এইতো আপনি জানেন না, আপনার মতো লাখো মানুষ জানে না। তবে ট্র্যাকে ফেরায় শফিক রেহমানকে ধন্যবাদ।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮

মানুষ বলেছেন: ৫ দিলাম। চাটুকারিতা ভাববেন না আবার।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২২

সাইমুম বলেছেন: মানুষ : খাইসে আমারে! চাটুকার নিয়ে লেখার আগে ভাবা উচিত ছিল। 'মানুষ' যে থাকবে তাতো আগে ভাবিনি!

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩১

সোমেশ্বর অলি বলেছেন: এখন সময় নাই । না হলে ভালো কিছু বলতাম।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬

জিললু বলেছেন: আর কতো ভাল বলব ?

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪২

সাইমুম বলেছেন: সোমেশ্বর অলি : সময় নাই? ট্রেন ছেড়ে দিচ্ছে নাকি?

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮

চতুরভূজ বলেছেন: ৫ - এটা কিন্তু আমার চাটুকারিতা নয়।

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৫

সাইমুম বলেছেন: চতুরভূজ : বুঝলাম কেউ চাটুকারিতা পছন্দ করে না। তবে রেটিং ফাইভের সঙ্গে চাটুকারিতার সম্পর্ক কোথায় তা বুঝলাম না।

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪

সংস্থাপক বলেছেন: ফাটাফাটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.