![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলা হয়ে থাকে 'বর্ বর্' নামক সংস্কৃত অব্যয় থেকে বাংলায় বর্বর শব্দটি তৈরি হয়েছে। এটার আভিধানিক অর্থ ছিল বর্বরের গ্রিক barbaros বা লাতিন barbarus এবং ইংরেজি barbarian এর সমগোত্রীয়।
ইংরেজি barbarian এর মূল অর্থ foreigner বা বিদেশী। সংস্কৃতেও বর্বর শব্দটি আছে।
সংস্কৃতে যেমন বর্বর বলতে অশিষ্ট বোঝায়, বাংলায়ও তা-ই । কবি শামসুর রাহমানের এক কবিতায় রয়েছে :'জীবন যখন ক্রমে কেবলি শুকিয়ে যায়, ডোবে পাকের আবর্তে আর বর্বরের বাচাল আক্রোশে অবলুপ্ত জ্ঞানীর সুভাষ'।
সংস্কৃত বর্বর শব্দের গঠন হচ্ছে সংস্কৃত (ব্ + বর (বরচ)।
সংস্কৃত ব্যাকরণের একটি সূত্রে বলা হয়েছে 'ফাল্গুন গগনে ফেনে ণত্বমিচ্ছন্তি বর্বরা' অর্থাৎ যারা অশিষ্ট তারাই ফাল্গুন, গগন আর ফেন লিখতে মূর্ধন্য 'ণ' ব্যবহার করে।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'আফ্রিকা' কবিতায় লিখেছেন 'সভ্যের বর্বর লোভ/নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।'
বিশেষ্যে বর্বর মানে অসভ্য জাতি আর বিশেষণে অসভ্য, অমার্জিত, অশিষ্ট, পাশবিক, নিষ্ঠুর। বর্বরতাও বিশেষ্য। বর্বরতা মানে অসভ্যতা, অশিষ্টতা (হেন সহবাসে, হে পিতৃব্য, কেন না শিখিবে -- মধৃসূদন দত্ত)।
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৬
সাইমুম বলেছেন: দেখলাম দুজনে দুঃখ পেয়েছেন। তাই কষে মাইনাস দিয়ে গেছেন। যাক এটা নিয়ে চিন্তা করি না। ধন্যবাদ।
বি.দ্র. : এটা কি অাপনার গ্যাদাকালের ছবি? ইস! মানুষ বর্বর না হলে কি এ ধরনের প্রশ্ন করে
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৫
ইয়াহু বলেছেন: @ সামহয়ার ইন ব্লগের মত একটা নতুন ব্লগ। সবার জন্য উন্মুক্ত স্বাধীন কিন্তু পরিচ্ছন্ন, শতভাগ নিরপেক্ষ এবং নীতিমালার প্রয়োগ। এখানে প্রতিষ্ঠিত ব্লগারদের দখল হয়ে যাওয়া নিক ফিরিয়ে দেয়া হচ্ছে। এখানে আপনাকেও স্বাগতম।
ওপেষ্ট বাংলা- http://www.opest.net
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৮
সাইমুম বলেছেন: বাহ! বিনে পয়সায় অ্যাড ও ইনফরেমশন! স্বাগতম।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৭
এ.কে. শারমিন বলেছেন: বর্বর এর পিক এ ওই মানুষটারে দিছেন কেন? আমাগো কারু পিক দিলেও তো চলত।
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪০
সাইমুম বলেছেন: মানুষ কতোটা বিশ্রী রকম ভাবে অনেস্ট হলে এভাবে মন্তব্য করতে পারে। ঠিকই বলেছেন, নিজের ছবিটা দিতে পারতাম। সত্যিকারের বর্বর তো অামরাই।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৩
এ.কে. শারমিন বলেছেন: আপনি ও তো দেখি বিশ্রিভাবে নিজ়ের সমালোচনা করতে পারেন!!!
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৮
সাইমুম বলেছেন: ছবিটা পাল্টিয়ে দিলাম।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৯
পলাশ১ বলেছেন: মধুসূদনের লাইনে 'বর্বর' কোথায়?
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০১
সাইমুম বলেছেন: তাইতো! একটি শব্দ ডিলিট খাইছে। লাইনটি হবে : হেন সহবাসে, হে পিতৃব্য, কেন না শিখিবে বর্বরতা-- মধুসূদন দত্ত)।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৬
এ.কে. শারমিন বলেছেন: হা হা...
০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০২
সাইমুম বলেছেন: ওয়েলকাম।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২০
শেখ আমিনুল ইসলাম বলেছেন: বর্বরের পরিচয় জানিয়া প্রীত হলাম++