![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরে বেরিয়েছে, অবশেষে মরিচের বৈজ্ঞানিক ব্যবহার নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী (মাশাআল্লাহ!)। জঙ্গিরা যাতে পালাতে না পারে, সেই লক্ষ্যে তারা ছুঁড়ে মারবে 'মরিচ গ্রেনেড'। এটা বিস্ফোরিত হলে সন্দেভাজনদের চোখ ভীষণ জ্বলবে, ঠিক কাঁদানে গ্যাসের মতো।পালানোর পথ খুঁজে পাবে না তারা।
ওরা মরিচ-গ্রেনেড নিয়ে থাকুক। আমরা মাতি মরিচ-বন্দনায়।
এমন একটি দিনের কথা কল্পনা করা যায়, যেদিন পৃথিবীর কোথাও কেউ মরিচ (কাঁচা অথবা শুকনো) খাবে না! অথচ এশিয়া আর ইউরোপ ৯ হাজার বছর মরিচ ছাড়াই অন্ন গিলেছে
ভারতীয়রা অবশ্য ভাগ্যবান। কারণ তাদের ছিল গোলমরিচ, পিপ্পলী আর আদা। এগুলোর সাহয্যে তারা মরিচরে অভাব মাইনাস করেছে।
ইতিহাস বলছে, মুগল সম্রাট শাহজাহানের আমলে পর্তুগিজ বেনিয়াদের সৌজন্যে ভারতবাসী মরিচের ঝাল প্রথম চাখতে পেরেছে এবং গত চারশো বছর ধরে ভারতবাসী এতো বেশি মরিচ খেয়েছে যে, মরিচের আসল মালিক মেক্সিকানরা (কেই কেউ বলেন বলিভিয়ান) গত ৯ হাজার বছরেও এতো পরিমাণ মরিচ গিলতে পারেনি।মরিচের ভারত-বিজয় কাহিনী মোটামোটি এটাই।
মরিচকে এক সময় 'গাছ-মরিচ' বলা হতো। হরিচরণের বঙ্গীয় শব্দকোষে শব্দটি এখনও রয়েছে। তবে মরিচ শব্দের উৎস কি, তা নিয়ে ভাষাবিদদের রয়েছে নানা মত। হরিচরণের ধারণা, শব্দটি 'মরিশাস' দ্বীপ থেকে এসে থাকতে পারে। মানে তিনি নিজেও নিশ্চিত নন।
মরিচকে আমরা লঙ্কা নামেও চিনি। কিন্তু সংস্কৃতে মরিচ মানে লঙ্কা নয়। শব্দকল্পদ্রুমে লঙ্কা শব্দের একটি অর্থে এক প্রকার ধান নির্দেশিত হলেও মরিচ বোঝায়নি। বাংলা যে একটি গতিশীল ভাষা --তার প্রমাণ হচ্ছে 'লঙ্কা' শব্দটি। এটি ডাহা সংস্কৃত কিন্তু আমরা শব্দটি দিয়ে মরিচ চিনি। অথচ লঙ্কা শব্দে সংস্কৃত ভাষাভাষীরা কখনই মরিচকে চিনবে না। সংস্কৃতে লঙ্কা শব্দের প্রধান অর্থ 'রাক্ষসদের রমণস্থান'।
সংস্কৃতে মরিচের প্রতিশব্দ হচ্ছে 'ঊণণ'। উড়িষ্যাবাসী মরিচকে বলে 'সোপারিয়া'। সাগরপাড়িয়া শব্দের অপভ্রংশ হচ্ছে সোপারিয়া। অর্থাৎ এটা সাগরের ওপার বা বিদেশ থেকে এসেছে।
তবে মরিচের জাতভাই গোলমরিচ ভারতের নিজস্ব সম্পত্তি। ইগিহাসে রয়েছে, যিশু খ্রিস্টের জন্মেরও দুই হাজার বছর আগ থেকে ভারতীয় গোলমরিচ মধ্যপ্রাচ্যে যেতো। ওখান থেকে যেতো মিসরে। মিসরীয়রা মমি তৈরিতে গোলমরিচ ব্যবহার করতো।
ফার্মা ও ভেষজে মরিচের ব্যবহার রয়েছে। ক্যাপসিকামও মরিচ। তবে তাতে মরিচের সেই শিহরিত ঝাল নেই। এটা সবজি প্লাস সালাদের রেঙ্ক পেয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৬
সাইমুম বলেছেন: মরিচে ভিটামিন আছে।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৭
বড় বিলাই বলেছেন: ঝালময় পোস্ট।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪০
সাইমুম বলেছেন: হেভভি কমেন্ট
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৭
চতুষ্কোণ বলেছেন: দারুন পোষ্ট! ভাল লাগলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫১
সাইমুম বলেছেন: শুকরিয়া।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৯
আকাশের তারাগুলি বলেছেন: আজ বাজারে কাঁচা মরিচের দাম কত?
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১১
সাইমুম বলেছেন: কেজি ৯০ টাকা।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৩
স্বপ্নখামারী বলেছেন: ঝাল ভালা পাই
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১১
সাইমুম বলেছেন: তাই নাকি?
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৫
কবির চৌধুরী বলেছেন: বন্দনায় যথারীতি ++
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২১
সাইমুম বলেছেন: শুকরিয়া।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৯
সবুজ-ভাই বলেছেন: ম্যাক্সিকান ও সিসিলিয়ানদের মত ঝাল কেও খায় নাকি আমার সন্দেহ আছে। শ্রীলঙ্কানরাও প্রচুর মরিচ খায়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২২
সাইমুম বলেছেন: আমার তো মনে হয়, আমরা চাঁটগাইয়ারা সবচেয়ে বেশি ঝাল খাই
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৪
তাশফী বলেছেন:
Click This Link
মরিচময় পোস্টে মরিচময় প্লাস
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৭
সাইমুম বলেছেন: হাঃ হাঃ । গ্রেট! গ্রেট!!
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৫
কাক ফ্রাই বলেছেন: শুনে ছিলাম মরিচে নাকি লেবুর চেয়ে বেশি ভিটামিন সি আছে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪০
সাইমুম বলেছেন: হতে পারে!
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩১
সুরঞ্জনা বলেছেন: ঝাল পছন্দ করি। আর কাচামরিচের বিচি ফেলে খাওয়া ভালো। প্রচুর ভিটামিন আছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৫
সাইমুম বলেছেন: 'আর কাচামরিচের বিচি ফেলে খাওয়া ভালো।'
সত্যি নাকি?
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৫
ৃৃৃশান্ত বলেছেন: ১টা HOT !!! পোষ্ট। যথারীতি ++।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৬
সাইমুম বলেছেন: যথারীতি ধন্যবাদ।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ঝাল পোষ্ট। +++
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮
সাইমুম বলেছেন: মরিচ ধন্যবাদ
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩২
একরামুল হক শামীম বলেছেন: গত কয়েকদিন ধরে দেখি কেবল বন্দনা চলছে
কেমন আছেন সাইমুম ভাই? দিনকাল কেমন যাচ্ছে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৯
সাইমুম বলেছেন: ভাবছি, বন্দনার বন্দনা লেখা যায় কিনা। কেমন আছো? কতদিন দেখা হয়নি।
সময় কাটানো আর কি?
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৭
একরামুল হক শামীম বলেছেন: হুমমম....ভালোই আছি।
শুনেছি আপনি আমার দেশে জয়েন করেছেন। দেখা করতে আসবো একদিন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
সাইমুম বলেছেন: ঠিক। খুশি হবো।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৩
রাজামশাই বলেছেন: শূন্যস্থান পূরণ কর
ঝালের একক ...................- সবচেয়ে ঝাল মরিচ..........
মরচিরে বৈজ্ঞানিক নাম ...................
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩১
সাইমুম বলেছেন: ঝালের একক সম্ভবত 'স্কোভিল স্কেল'। বৈজ্ঞানিক নাম ক্যাপিসকাম লাইকোপারসিকম। গিনেস রেকর্ডস বুক মতে, নাগা জুলুকিয়া মানে পোস্টের শুরুতে দেয়া ছবির মরিচটি।
ভুল অইলে মাফ কআরা দিয়েন রাজা মশাই!!!
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৬
মেঘ_বালিকা বলেছেন:
তাশফী ভাইয়ার মরিচ এর ছবি ভাল লাগছে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৮
সাইমুম বলেছেন: আপনার ভালো লাগা সম্পর্কে জানলাম!!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩১
যে আছো অন্তরে বলেছেন: আমি দিনে ৪-৫ টা মরিচ খাই