![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষায় আবাল শব্দটির ব্যবহার মধ্যযুগ থেকে দেখা যায়। শব্দটি সংস্কৃত ও আরবি থেকে বাংলায় এসেছে।
আরবি 'আবাল' থেকে আসা বাংলা আবাল অর্থ বিশেষণে নাবালক (পন্থে বল যারে যবেঁ আবাল কাহ্নঞি - বড়ূ চণ্ডীদাস)। আর বিশেষ্যে অপ্রাপ্তবয়স্ক (আবাল গরুটাকে গোয়ালে নিয়ে যাও)।
মূর্খ লোক বা বোকা অর্থে শব্দটি এখন সবচেয়ে বেশি প্রচলিত (আবালের সাথে বসবাসের ঝক্কি অনেক)।
অভিধানে আবাল শব্দের আরেকটি অর্থ হচ্ছে উট।
সংস্কৃত অব্যয়ীভাব সমাসের নিয়মে আ + বাল = আবাল। অব্যয় পদ হিসেবে আবাল মানে বাল্যাবধি। বাংলায় বিশেষ্যে 'আবালবৃদ্ধবণিতা' শব্দটি বেশ চালু রয়েছে 'বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই' অর্থে।
এ আবালের স্ত্রীলিঙ্গ আবালী বা আবালি (আজলী রাধা তো আবালী বড়ী - বড়ূ চণ্ডীদাস)।
১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
সাইমুম বলেছেন: খুব কঠিন বুঝি!!
২| ১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০১
সাইমুম বলেছেন: 'প্রলাপ' কারো কারো কাছে তোমার উমদা বিশ্লেষণটি ভালগার ঠেকতে পারে। তাই ডিলিট মারলাম। সরি, ভাইয়া।
৩| ১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৪
শিপু ভাই বলেছেন: পিলাচ লন।
++++++++++
১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৯
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
৪| ১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪১
ময়নামতি বলেছেন: সালাম ভাইজান, আবালে হাল চাষ করে আবালীর দুধ আমরা খাই, এনথ্রাক্স আবাল দিয়া কি করা হয় । উটও বুঝি আবাল?
১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
সাইমুম বলেছেন: এখন শুধু মানুষই আবাল। পশু-পাখির রেঙ্ক বেড়ে গেছে।
৫| ১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আবালবৃদ্ধবণিতা বা আপামর উভয়ক্ষেত্রে আ উপসর্গ যুক্ত হয়েছে।
সামু ব্লগে আবাল খুব জনপ্রিয় শব্দ।
১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
সাইমুম বলেছেন: তাই নাকি?
৬| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৬
বৈকুন্ঠ বলেছেন: খিকজ....... এক সময় আবাল শব্দটা ব্যাবহার কৈরাও পাব্লিক সামুর মামুগো হাতে কট খাইসে। অথচ নিরিহ একটা শব্দ
২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৪
সাইমুম বলেছেন: হাঁ। মনে আছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
তাহের বলেছেন: বাংলা ভাষা!