নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সজীব তালহা, কিছু জানি না পারি ও না !ছবি আঁকি অন্যেরটা দেখে লিখি ও অন্যেরটা দেখে ।

সজীব তালহা

আমি ফেসবুকে https://www.facebook.com/sajeebtalha

সজীব তালহা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও বিজ্ঞান ।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

ধর্ম ও বিজ্ঞান ।
বাংলায় Religion কে ধর্ম আর Science বিজ্ঞান বলা হয় । শব্দদুটোর সাথে সবাই পরিচিত ।
Religion:The belief in and worship of a superhuman controlling power, especially a personal God or gods.মূল কথা বিশ্বাস ।
Science:The intellectual and practical activity encompassing the systematic study of the structure and behaviour of the physical and natural world through observation and experiment.
আর বিজ্ঞানের মূল কথা প্রমান ।
ধর্ম দিয়ে নীতি শিক্ষা আর বিজ্ঞান দিয়ে প্রমান না করতে পারলে কোন শব্দের’ই অর্থ বহন করবে না ।পৃথীবিতে দুটো শব্দ’ই বিস্ময় । বিস্ময় শব্দ ব্যবহার করলে প্রশ্ন জাগতে পারে স্বাভাবিক । বিস্ময় কেন?কি করে?কোথায়?কি দিয়ে তৈরী? বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন করার কোনো সীমা নেই ধর্মে অনেক প্রশ্ন করতে পারবেন না ।
ধরুন বিজ্ঞান দিয়ে what is water?ব্যাখা করা যায়:Water is the chemical substance withchemical formula H
2O: one molecule of water has two hydrogen atoms covalentlybonded to a single oxygen atom.
কিন্তু ধর্ম দিয়ে তা পারা যাবে না । যেমন: স্বর্গকে বিজ্ঞান দিয়ে প্রমান করা সম্ভব না ,কারন তার অস্তিত্ব নেই ।অনেকে মনে করে,এ গুলো বাতাসের মত ! অনুভবের ব্যাপার ,বাতাস বেলুনে ভরে প্রমান করা সম্ভব ওজন আছে । কিন্তু আজরাইল বা জিবরাইলের ওজন নেয়া সম্ভব না । সুতরাংএটা অনুভবের ও কোন ব্যাপার না ।সব বিশ্বাস ,আর বিজ্ঞানে বিশ্বাস দিয়ে কিছু হয় না বিজ্ঞান প্রমান চায় । যারা ধর্মকে বিজ্ঞান দিয়ে আর বিজ্ঞান ধর্ম দিয়ে প্রমান করতে চায় তারা যে কত বড় মাপের আহম্মক ।যদি বলা হয় ধর্ম আর বিজ্ঞান পরস্পর বিরধী তাহলে ঠিক আছে যেমন : কুরানে বর্নিত আকাশ : আল্লাহ আকাশকে
করেছেন ছাদ (Quran 2:22) দৃশ্যমান স্তম্ভ
ব্যাতিত (Quran 13:2) যাতে কোন ছিদ্র নেই
(Quran 50:6) নেই কোন ফাটল (Quran 67:3), যা
স্থির রাখা হয়েছে যেন টলে না যায় (Quran
35:41) বা ভূপৃষ্টে পতিত না হয় (Quran 22:65),
যা একসময় গুটিয়ে নেওয়া হবে (Quran 21:104 ) !
তিনি চাইলেই আকাশ কে করবেন খন্ড বিখন্ড
(Quran 17:92), যা মানুষের ওপর পতিত করবেন (Quran
34:9) ! কেয়ামতের দিন আকাশ হবে ছিদ্র যুক্ত
(Quran 77:9) সৃষ্টি হবে বহু দরজা (Quran 78:19) !
এর পরেও কি
আপনার মনে হয় কুরানের আয়াতের সাথে
বিজ্ঞানের কোন সম্পৃক্ততা রয়েছে । কোরানের আকাশ সম্পর্কে বৈজ্ঞানিক ভুল
৬৭) সুরা আল মূলক : আয়াত - ০৩ :
"যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন সুবিন্যস্তভাবে l তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোন অসামঞ্জস্য দেখতে পাবে না l তারপর তুমি দৃষ্টি ঘুরিয়ে-ফিরিয়ে নাও, তুমি কি কোন ফাটল দেখতে পাচ্ছ ?" (অনুবাদ - ড : জহুরুল হক )
এই আয়াত অনুযায়ী, আল্লাহ সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে অথবা সুবিন্যস্তভাবে / মানুষ বা মুহাম্মদ আল্লাহর সৃষ্টিতে কোন খুত বা ত্রুটি অথবা অসামঞ্জস্যতা দেখতে পাবে না / যদি মানুষ অথবা মুহাম্মদ দৃষ্টি ফিরিয়ে ভালো করে দেখে তবুও আকাশের কোন ফাটল বা ত্রুটি দেখতে পাবে না /
অর্থাত আল্লাহ আকাশ সুবিন্যস্তভাবে ও স্তরে স্তরে সাত আকাশ তৈরী করেছেন / আল্লাহর সৃষ্টিতে কোন ত্রুটি নেই বা অসামঞ্জস্যতা নেই / অনেক ভালো করে তাকিয়ে দেখলেও তাতে কোন ত্রুটি বা ফাটল দেখতে পাওয়া যাবে না /
তাহলে এই আয়াত অনুযায়ী বুঝা যাচ্ছে যে, আকাশের সংখ্যা সাতটা এবং এই আকাশ তৈরিতে কোন ত্রুটি বা ফাটল নেই / আর মানুষ যদি ভালো করে দেখে তবুও আকাশের কোন ফাটল সে দেখতে পাবে না / অর্থাত আকাশ একটি শক্ত কঠিন পদার্থ আর আকাশের কোন ফাটল নেই / আর আকাশ তৈরী করা হয়েছে একটার উপর আরেকটা এভাবে সাতটা /
তাহলে আল্লাহর ভাষ্য মতে আকাশ সাতটা এবং আকাশ তৈরী করা হয়েছে শক্ত কঠিন পদার্থ দিয়ে অতি সুনিপুনভাবে / এত ভালো করে তৈরী করা হয়েছে যে এতে কোন ফাটল নেই / আর ফাটল থাকা সম্ভব শুধু শক্ত কঠিন বস্তুর ক্ষেত্রে / অর্থাত আল্লাহর কথা মত আকাশ শক্ত কঠিন পদার্থের তৈরী /
কিন্তু বাস্তব আকাশ সাতটা নয় বরং একটা / অর্থাত আমাদের আকাশ একটা / এবং এটি গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরী / কোন কঠিন পদার্থ দিয়ে তৈরী নয় / এটি তৈরী হয়েছে গ্যাসীয় পদার্থ দিয়ে / আর তাই গ্যাসীয় পদার্থের তৈরী আকাশের কোন ফাটল থাকা সম্ভব নয় /
সুতরাং আল্লাহ বলছেন যে আকাশে ফাটল নেই অর্থাত আকাশ শক্ত কঠিন কোন পদার্থ দিয়ে তৈরী / কিন্তু আল্লাহ জানেন না যে আকাশ কোন শক্ত কঠিন পদার্থের তৈরী নয় বরং এটি গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরী আর তাই এর কোন ফাটল থাকা সম্ভব নয় /
তাহলে আল্লাহ সবকিছু জানেন না / অর্থাত আল্লাহ সর্বজ্ঞানী নয় / আর যে সর্ব জ্ঞানী নয় সে সৃষ্টিকর্তাও নয় । বিজ্ঞান দিয়ে ধর্ম প্রমান করতে গেলে সৃস্ট কর্তা থাকবে না স্বাভাবিক ।:-P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.