![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো, সূত্রগুলো উল্টো করে ভুল অংক কষি!
ট্রেনে বসে আছি, ফ্রি খবরের কাগজ পড়ছি।
আমপাং পার্ক নামের একটা স্টেশনের ঘটনা। আলিফ লায়লার দেশের এক হুর সামনের সিটে জড়সড় হয়ে বসল। কালো বোরখার আঁচল দিয়ে তার মুখ পর্যন্ত ঢেকে রাখা, চোখও কালো সানগ্লাসে বিলীন।
আসল ঘটনার শুরুটা এখান থেকে।
মিনি স্কার্ট পরা এক চাইনিজ মেয়ে তার পাশের খালি সিটে বসার সাথে সাথে আলিফ লায়লার হুর সটাং দাঁড়িয়ে গেল, বেশ জোরেশোরেই বলে উঠল― নাউজুবিল্লাহ্!
চাইনিজ মেয়েটা অবাক হয়ে কিছুক্ষণ হুরের দিকে তাকাতে লাগল। তারপর সে সিট ছেড়ে উঠে অন্যত্র চলে গেল।
হুর আবার তার সিটে বসে পড়ল। এর কিছুক্ষণ পর একটা টিনেজার ছেলে হুরের পাশের খালি সিটটায় বসতে গেলে তৎক্ষণাৎ হুর আপা তার ভাষায় কি সব বলে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেল।
ঘটনা সামান্য।
তবুও আমি কেন যেন অসামান্য চিন্তায় বিভোর হয়ে ট্রেন থেকে নেমে এলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩
সাকিব ফেরদৌস বলেছেন: কথা সত্য। আর তাই জন্যে আমিও আপনার মত বিষন্ন পথিক হয়ে শুধুমাত্র চেয়ে চেয়ে দেখলাম।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮
ঢাবিয়ান বলেছেন: ঘর থেকে বের হয়েছে কেন এই আলিফ লায়লা? সে কি জানে না যে সূ্র্য্য দেখা পাপ। আর সেখানে ট্রনে চড়াতো মহাপাপ
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫
সাকিব ফেরদৌস বলেছেন: চরম সত্য কথা বলেছেন!
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন জানতাম গোলাপীরা ট্রেনে চড়ে।
এখন হুর পরিরাও টেনেও চড়ে!
আজবতো !!
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০
সাকিব ফেরদৌস বলেছেন: "আচানক দুনিয়াটা আজব লাগে
আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে।"
― ফররুখ আহমেদ
(ফাল্গুনে কবিতা থেকে নেয়া)
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: আমপাং পার্ক কোনো দেশের রেল স্টেশন?
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২
সাকিব ফেরদৌস বলেছেন: মালয়েশিয়া।
ধন্যবাদ রাজীব নুর ভাই।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরাবিয়ান গুলো তো নিজ দেশের বাইরে পর্দা করে না(অনেকে)। ইহা যে, এরাবিয়ান কেমনে বুঝলেন?
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮
সাকিব ফেরদৌস বলেছেন: আপনার সাথে একমত।
অনেকেই নিজ দেশের বাইরে ওভাবে পর্দা করেন না। অনেক ইরানীয়ান বা মিসরীয়, এমনকি সোমালিয়ান মহিলাকে বেশ আনন্দেই ইচ্ছেমত রাস্তাঘাটে ঘুরতে দেয়া যায় ঠিক ঐ পর্যায়ের পর্দা করা ছাড়া। ঐ দলে আরো কিছু দেশের নামও জুড়ে দেয়া যায় যাদেরকে দেখলে কখনো আরব মনে হয় না।
মন্তব্যের জন্যে ধন্যবাদ আপনাকে।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:১৩
পুলক ঢালী বলেছেন: আমপাং পার্ক কুয়ালালামপুরে আপনি কি স্কাই ট্রেনের কথা বলছেন? মালয়েশিয়া উদার ইসলামিক কান্ট্রি। এখানে বেশকিছু মালয়ী মহিলা বোরকা পরেন তবে ৯০% মহিলা খোলামেলা পোষাক পরেন কোথাও কোন সমস্যা হয়না।
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯
সাকিব ফেরদৌস বলেছেন: আমপাং পার্ক LRT Kelana Jaya Line এর কথা বলছিলাম।
সহমত, মালয়েশিয়াকে হয়তো বাইরে থেকে বেশ উদার দেশ বলা যেতে পারে। কিন্তু বছরের পর বছর থাকতে গেলে এখানকার অনেককিছুতেই হোঁচট খেতে হয়।
ঠিকই বলেছেন। মালে মহিলারা সাধারণত Baju Kurung পরে থাকেন। অনেকে আবার বোরখাও পরেন। তবে, ইদানীংকালে Generation Z মালে মেয়েরা চাইনিজদের অনুসরণে কিছুটা উদার (!) পোষাকেও অভ্যস্ত হয়ে পড়ছে। বহুজাতিক দেশ হওয়ার কারণে 'রূপান্তর' এবং 'গ্রহণ' ব্যাপারগুলোকেও ইতিবাচকভাবে দেখা হয়।
মন্তব্যের জন্যে ধন্যবাদ আপনাকে।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩
অগ্নি সারথি বলেছেন: নাউজুবিল্লাহ মিন জালেক!
১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১
সাকিব ফেরদৌস বলেছেন: ওয়াল্লাহি হাযা হারাম ইয়া আখী!
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
বিষন্ন পথিক বলেছেন: হুর ফিরিংগির দ্যাশে গ্যাসে ক্যারে?