![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো, সূত্রগুলো উল্টো করে ভুল অংক কষি!
"জ্বি, আপনার পিএইচডি গবেষণার সম্ভাব্য বিষয়বস্তু বলুন।"
"গ্রহের অবস্থানের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্ক।"
উনার চেহারার দিকে আমি এবার গবেষণার দৃষ্টি দিয়ে তাকালাম। জ্যোতিষী ধরণের চেহারা― পঞ্চাশের কাছাকাছি বয়সেও যেন যৌবনদীপ্ত যুবক, ইয়া বড় একখানা সরেস গোঁফ, কানের কোল ঘেঁষে চুইয়ে পড়া চুল, বড় বড় দুইটা মধু মাখানো চোখ। উনার নাম― ভেংগাদাস্বামী ডড্ডী আপ্পারাজ, দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত মালেয়শিয়ান।
আমি বললাম, আপনি যদি প্রায়োগিক এবং তাত্ত্বিকভাবে বিষয়টা প্রমাণ করতে পারেন, তবে আমি আপনার গবেষণার বিষয়বস্তু গ্রহণ করব।
তিনি সেদিন মাথা নেড়ে চলে গেলেন।
আজ উনার সাথে আবার সাক্ষাৎ হল।
তিনি তাঁর মত পরিবর্তন করেছেন। শুনে আমি মনে মনে খুশিই হলাম― যাক বাবা, অন্তত বিদঘুটে জিনিসপত্র নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে হবে না! তারপর একগাল হাসি নিয়ে উনাকে জিজ্ঞাসা করলাম― "কি নিয়ে কাজ করতে চান তাহলে?"
ভেংগাদাস্বামী ডড্ডী আপ্পারাজ বললেন― "গ্রহের অবস্থানের সাথে বহুবিবাহের প্রবণতা এবং ক্ষুদ্রস্তরে অর্থনৈতিক অস্থিতিশীলতা।"
আমি হা করে শুনলাম, তবে কি বলা উচিৎ ঠিক বুঝলাম না। শুধু বুঝতে পারলাম আমার একগাল হাসি ক্রমশ মিলিয়ে যাচ্ছে!
১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪
সাকিব ফেরদৌস বলেছেন: আসলেই অদ্ভুত!
ধন্যবাদ রাজীব নুর ভাই।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
মা.হাসান বলেছেন: এরকম মন ভালো করা লেখা আরো লিখুন। মজা পাইছি।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭
সাকিব ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ মা.হাসান ভাই।
অনুপ্রেরণা পেলাম।
শুভেচ্ছা অনন্ত।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮
কালীদাস বলেছেন: হা হা হা, ভাল হয়েছে গল্প
২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
সাকিব ফেরদৌস বলেছেন: ধন্যবাদ জনাব।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: অদ্ভুত।