![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো, সূত্রগুলো উল্টো করে ভুল অংক কষি!
এইতো সেদিনের ঘটনা।
একজন এমবিএ'র ছাত্রী তার ড্রাফ্ট থিসিসে সুপারভাইজারের কাছ থেকে "মেজর কারেকশান" পেয়েছে। সকাল থেকে কান্নাকাটি করে অস্থির, চোখ-টোখ এক্কেবারে ফুলে-টুলে একাকার। সেদিকে আমি সারাদিনে একবার ফিরেও তাকালাম না, ভ্রূক্ষেপ করা তো দূরের কথা!
বিকেলের দিকে সে আমার কাছে দেখা করতে এল। বেচারী কিছু একটা বলে শুরু করতে চাচ্ছিলো। আমি বললাম― এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি চোখ বন্ধ করে আছো?
সে ভড়কে গেল। তাকে কথা বলার সুযোগ না দিয়ে আবারও বললাম― ও আচ্ছা, তোমার তো এমনিতেই চায়নিজ চোখ, তারপর আবার ভয়ংকর কান্নাকাটি করায় সেটাও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তুমি চোখ বন্ধ করে আছো।
মেয়েটা ফিক করে হেসে দিল। হয়তো মনে মনে ভাবল, এই রকম "ঘাড়-ত্যাড়া" ফাজিলমার্কা সুপারভাইজারের কঠিন হৃদয় অন্তত চোখের পানি দিয়ে গলানো যাবে না।
এরপর ব্যাপারটার যথাযথ প্রতিপাদন করতে তাকে একটা মিনিট দশেকের দাবড়ানি দিলাম, আর তাতেই মনে হয় কাজ হল।
ঘটনার এক মাসও হয় নাই, কিন্তু আজ সে থিসিস জমা দিচ্ছে।
অভিনন্দন তাকে।
❝Properly used, positive reinforcement is extremely powerful.❞
― B. F. Skinner
৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩
সাকিব ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ পবিত্র হোসাইন ভাই সাহেব।
শুভেচ্ছা।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২
ঢাবিয়ান বলেছেন: এই উদাহরনটা কিন্ত ''Negative reinforcement'' এর।
৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
সাকিব ফেরদৌস বলেছেন: তাই কি? হতে পারে।
নেগেটিভ-পজিটিভ যাই হোক, কিছু একটা যে হয়েছিল সেটা বলাই বাহুল্য!
ভালো থাকুন ঢাবিয়ান, কথা হবে আবারও।
অনেক ধন্যবাদ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮
সাকিব ফেরদৌস বলেছেন: রাজীব নুর ভাই, পোস্ট করলে মন্তব্যের উঠানে কেন যেন আপনাকেই খুঁজি বারবার।
এবং আপনাকে পেয়ে প্রতিবারই পুলকিত হই!
শুভেচ্ছা রইল।
৪| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৩
সাহাদাত উদরাজী বলেছেন: অনলাইনে আছেন, অথচ লিখছেন না, এ কেমন কথা। লিখুন যা ইচ্ছা মনে আসে!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১
পবিত্র হোসাইন বলেছেন: বৈশিষ্ট্যপূর্ণ ।