![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো, সূত্রগুলো উল্টো করে ভুল অংক কষি!
আমার নতুন রিসার্স স্টুডেন্ট।
সামর্থ্য ও দক্ষতার প্রথম পরিমাপক হিসেবে তাকে একটা কাজ দিয়েছিলাম। সময় ছিল এক সপ্তাহ। তেরো দিন পর কোত্থেকে যেন সাড়ে চার পৃষ্ঠা কপি-পেস্ট করে হলদে দাঁত প্রদর্শন সমেত বান্দা হাজির।
চশমার উপর দিয়ে তাকিয়ে কপাল ভাঁজ করে বললাম─ এটা কি?
─ ওয়াল্লাহি নো স্লিব।
─ মানে?
─ এফ্রি ডে অনলি স্লিব ফাইভ হাওয়ার্স। ডে-তাইম অনলি ন্যাব ওয়ান হাওয়ার। ওয়াল্লাহি ভেরী হার্ড ওয়ার্ক। আই রাইত এফ্রিতিং ইউ সেইড দক্তুর।
মুখে মাস্ক থাকার কারণে সে আমার দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো দেখতে পেল না। তাই হয়তো প্রশান্তির হাসি দিয়ে আমাকে জিজ্ঞাসা করার সাহস পেল─ সো, খালাস দক্তুর?
বুঝলাম না কি বলা উচিৎ।
আমার উত্তরের অপেক্ষা না করে সে পকেট থেকে একটা স্প্রে বের করে আমাকে জিজ্ঞাসা করল─ ইয়া দক্তুর, ইউ ওয়ান্ট ফিচ্-ফিচ্?
─ কি এটা?
─ ওয়াল্লাহি করোনা। করোনা ফাইরুস ভেরী ব্যাড।
হঠাৎ প্রচন্ড ক্লান্তিতে ঝাপসা লাগছে চারপাশ। কেন যে সুপারভাইজরী টার্মিনেশন ফর্মটা খুঁজে পাচ্ছি না অফিসের কোথাও!
০১ লা জুলাই, ২০২১ সকাল ৮:৪১
সাকিব ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ সাসুম ভাই এই ব্লগে ঢুঁ মারার জন্যে।
ভালো থাকুন সবসময়।
২| ০১ লা জুলাই, ২০২১ সকাল ৯:০৮
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় একটি স্পষ্ট চিত্র এঁকেছেন। + +
কাট/কপি-পেস্ট সমস্যা সর্বব্যাপী বিরাজমান। গবেষণাক্ষেত্রেও এ 'ফাইরুস' ঢুকে পড়েছে !
০১ লা জুলাই, ২০২১ সকাল ৯:৫৩
সাকিব ফেরদৌস বলেছেন: জ্বি স্যার, আসলেই দুঃখজনক।
সময় করে পড়া এবং অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০১ লা জুলাই, ২০২১ সকাল ১০:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেসকল মুরগী ১১ বছর ৪ মাসেও একটা
ডিম পারার সৌভাগ্য রাখেনা তাদের মুখে
এমন কথা সোভা পায়না !!
৪| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৫১
সাাজ্জাাদ বলেছেন: আমিও আরবী দেশে কাজ করি। আমার আন্ডারেও কাজ করে কিছু আরবী ছেলে।
এগুলো আমার রোজকার চিত্র। এদের সাথে কাজ করলে হাসির ব্যাপার গুলোতেও মাথা ধরে যায়।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০২১ সকাল ৮:২৩
সাসুম বলেছেন: হা হা হা হা হা হা ।
কপি পেস্ট সমস্যা আমি ভাবতাম খালি আমাদের ব্লগার নুরু সাহেবের মধ্যে আছে এখন দেখি ওয়াল্লাহি রিসার্স স্টুডেন্ট এর মধ্যেও প্রবল।
হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। হাহাহাহাহাহাহ