নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাচর

।।

সাকিব রহমান

সাকিব রহমান › বিস্তারিত পোস্টঃ

"যত্তো সব ভন্ডামি "

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

হিন্দি সিরিয়াল দেখবেন না,চ্যানেল বর্জন করবেন, করেন (!) ভাল কথা গিয়ে এশিয়ান বা এস.এ. কিংবা মাছরাঙ্গা টিভির সিরিয়াল দেখেন...... জিনিস একই শুধু লেবেলটা ভিন্ন্য, ভারতীয়রা দারু বলে চালায় আর আপনি চালাবেন মদ বলে...পিনিক দুইটারই এক...বলে রাখি চ্যানেল আপনি বর্জ়ন করবেন, ওই দিকে মমতা ওনার রাজ্জ্যেই আপনার চ্যানেল বর্জ়ন করে বসে আছে...



মমতা তো এইখানেই খ্যান্ত হন নাই, উনি তো আপনাকে তিস্তার পানিও দেন নাই, আপনি তো তীতাস এর ওপোর দিয়ে ট্রানজ়িট দিয়েও মন গলাতে পারেন নাই ওনার...... দেশপ্রেম বলে কথা...মমতারইবা দোষ কি ও তো ওর দেশেরটাই দেখবে...



আর আপনি কিনা ওদের "চেন্নাই এক্সপ্রেস" / "3 ইডিয়ট" দেখা বাদ দিয়েদিবেন... আচ্ছা দিলেন বাদ দিয়ে ...... কিন্তু জান্টুর মন গলাবেনতো " সুনরাহা হে না তু , রো রাহাহু ম্যা " দিয়ে্‌ , জলিল সাহেব এর মত কি আর গাওয়া যায় " এ হৃদয় করে তোর সাধনা, এ মনে শুধু তোর ভাবনা", জান্টু শুনলে বলে বসতে পারে "ইউ পম গানা"...... ভোদাই একটা ২/৩ কোটি টাকা দিয়া মুভি বানায় মানুষ দেখতেও লজ্জা পায় ,জ়লিল বলে কথা, পুরাই ওয়েষ্ট...



গান্ধিতো চরকায় সুতা কেটে কাপড় বানিয়ে পড়েছিল দেশিয় পন্ন্য ব্যাবহার করে দেশের অর্থনীতি রক্ষা করার জন্য, আর আপনি দেশের গ্যাস দিয়ে চালেন বাজাজ এর সি.এন.জি অটোরিক্সায়, দেশ ভরিয়ে ফেলেছেন সবুজ রঙ্গে ঢাকা, বাজাজ সি.এন.জি অটোরিক্সায়, দেশের প্রাকৃ্তিক পরিবেশ রক্ষা করার জন্য ......



খবরদার কাল থেকে সি.এ.জি তে চলবেন না, দেশ প্রেমিকরা দেখলে বলে উঠতে পারে "যত্তো সব ভন্ডামি "



****ফেলানি আমায় ক্ষমা করিস****

।সাকিব রহমান।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

পরিবেশ বন্ধু বলেছেন: হুম তাই তো মনে হয়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

সাকিব রহমান বলেছেন: হুম

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

amar voice বলেছেন: আমাদের সমাধান খোজা উচিত একই মঞ্চে এক হউয়ার মাদ্ধ্যমে

Click This Link

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ভোরের সূর্য বলেছেন: ঠিক বলেছেন। আসলে আগে আমাদের নিজেকে বদলাতে হবে। ৩ইডিয়টের মত ছবি বানাতে হবে তবেই না আমরা আমাদের ছবি দেখবো এবং অন্য দেশের লোকেরাও দেখবে।
বাংলাভিশন এ একটা ডেইলি সোপ অপেরা হ্য় গুলশান এভিনিউ,ঠিক হিন্দি সিরিয়ালের বাংলা ভার্শন এছাড়াও অন্য চ্যানেলেও একি রকম ডেইলি সোপ হয়।আর এ্যাডের জালাতন তো আছেই।৩০মিনিটের নাটকে ১৫মিনিট এ্যাড। তাহলে লাভ কি?ফেলানী আর তার বাবা এত রিস্ক নিয়ে ভারতে কাজ করতে গেলো কেন?সেটার তো উত্তর খুজিনা আমরা।ওদের খাওয়া পড়ার ব্যাবস্থা আমরা করতে পারিনি।পারিনি বৈধভাবে অন্য দেশে চাকরি দিতে।ওরা অবৈধ অনুপ্রবেশ করেছে আর ভারথ গুলি করে মারছে। আর আমরা চিল্লাচ্ছি।আমাদের বিজিবির কি সাহস আছে কোন ভারতীয় অবৈধ অনুপ্রবেশ করলে গুলি করে মারার?কেন নাই?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সাকিব রহমান বলেছেন: সাহস আছে , কিন্তু হুকুম এর মালিক উপর ওয়ালা, দেশের মানুষ থেকে কুটনৈতিক সম্পর্ক অনেক বড় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.