![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবসময় পাঠাও রাইডারের সাথে মবাইলে মিট করার জায়গা ঠিক করার সময় জিজ্ঞাসা করি সে কি বাইক ব্যাবহার করছে, এই প্রশ্নের সহজ উত্তরটা বেশির ভাগ রাইডার সহজভাবে দিতে চায় না বরং তারা উল্টো বাইকের সাথে আমার যাওয়ার কি সম্পর্ক সেটা জানতে চায়। আমার কথা হচ্ছে আমি তো টাকা দিয়ে রাইড নিচ্ছি, আমার তো অবশই পছন্দ করার অধিকার আছে, হয়ত আমি R15 এ করেও রাইডটা পেতে পারি, শুধু শুধু আমি স্কুটি অথবা ত্রুটি সম্ভাব্য বাইকে রাইড নিতে অনিচ্ছুক। তবে এক্ষেত্রে রাইডারদের জবাব যথাযথ, তারা বলে যে যদি আমি তার বাইক অপছন্দ করে রাইডটা কেন্সেল করে দেই তাহলে তার রেটিং কমে যাবে। যার কারণে কেন্সেল করতেও চিন্তা করতে হয়। আমি চাই পাঠাও কর্তৃপক্ষ এই বিষয়টা বিবেচনা করুক। আগে তো বাইকের নাম মডেলসহ আসতো এখন তা না আসায় এই ধরনের সমস্যা আরো বেড়ে গেছে বলে আমি মনে করি ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: এই সমস্যা গুলো সমাধান করা উচিত।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২
কে ত ন বলেছেন: পাঠাও কর্তৃপক্ষ সাপের পাঁচ পা দেখে ফেলেছে - সবার ধরা ছোঁয়ার উর্ধে চলে গেছে। কিছু বলে আর লাভ নেই - শুনবেনা।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
মূর্খ বন মানুষ বলেছেন: আমার সাথেও এমন হয়েছে। আমার মনে হয় পাঠাও এর থেকে সব দিকে উবার অনেক ভাল। যদিও উবারে মোটরসাইকেল কম। উবারের চালকদের ব্যবহারও পাঠাও এর চালকদের থেকে ভাল। উবারে গাড়ি বা মোটরসাইকেল এর মডেলও উল্লেখ থাকে। পাঠাও যেহেতু আমাদের নিজেদের দেশের অ্যাপ, আমিও চাই এরা আর বেশী নজর দিক এসব ব্যাপারে ট্রেনিং এর মাধ্যমে চালকদের কিছু ভদ্রতা জ্ঞান ও দেওয়া উচিত।
৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪
সুমন কর বলেছেন: এখনো ব্যবহার করা হয়নি.....
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিযোগিতা চলছে তাই কেউ
গ্রাহক ছাড়তে চায় না