| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
আপনি কি জানেন - পৃথিবীর সকল পান্ডার মালিক চীন? মানে পৃথিবীতে যত পান্ডা আছে,সবগুলোই চায়নার প্রোপারটি।
হ্যা,তাই।
 যতসব প্রাণী আছে,তার মধ্যে পান্ডা অন্যতম কিউট,সুন্দর।পান্ডার আদি জন্মভূমি চীন।চীনের বাইরে ২১ তা দেশের ২৩ টা জু তে আপনি পান্ডা দেখতে পাবেন।এই পান্ডাগুলা হয় চীন তাদের লিজ দিয়েছে নয়তো বন্ধুতের স্মারক হিসেবে উপহার দিয়েছে।১৯৮৮ সালে প্রথম দুটি পান্ডা চীন মেক্সিকোকে লিজ দেয়।সবশেষ ২০১৬/২০১৭ সালে জার্মানিকে উপহার হিসেবে দুটি পান্ডা পাঠানো হয়। জার্মান সরকার একটা বিমানই পাঠিয়ে দেয় পান্ডা দুটি নিয়ে যাওয়ার জন্য। তারপর চীন প্রেসিডেন্ট একবার জার্মান সফরে যায়, যাওয়ার পর জার্মান প্রেসিডেন্ট অ্যাঙ্গেল মার্কেলের সাথে পান্ডা দুটি দেখতে গিয়েছিলেন।
চীনের বাইরে যেসব জুতে পান্ডা আছে,সেগুলা চীনের  জু-গুলার মতো অবিকল সাজানো গোছানো,চীনের পরিবেশের সাথে মিল রেখে করতে হবে।আর এটা হলো পূর্বশর্ত ।
কোন দেশে যদি পান্ডার বাচ্চা জন্ম নেয় তাহলে সেগুলো চায়না কে দিয়ে দিতে হয়।
 চাইনিজ সরকার ওইসব দেশকে পান্ডা দেখাশোনা করার জন্য কাঠামোগত সহায়তা করে থাকে।
চায়নাতে আপনি মোটামুটি সব প্রদেশে পান্ডা দেখতে পাবেন।আর চায়নাতে পান্ডাকে যতো টেককেয়ার করা হয়,তা কল্পনার বাইরে। পান্ডা যারা দেখাশোনা করে,তারা এগুলা তাদের বাচ্চার মতো দেখাশোনা করে। পান্ডা দেখাশোনা চাইনিজ সরকারের দায়িত্ব ।
আপনাদের যদি কখনো সরাসরি পান্ডা দেখার সুযোগ আসে,তাহলে সেই সুযোগ যেন কেউ হাতছাড়া না করেন।অনেক এডোরেবল প্রাণী।
 
১২ ই মার্চ, ২০১৯  সকাল ৯:১৪
সাকলাইন তুষার বলেছেন: ধন্যবাদ আপনাকেও
২| 
১০ ই মার্চ, ২০১৯  রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো পোষ্ট টি।
 
১২ ই মার্চ, ২০১৯  সকাল ৯:১৪
সাকলাইন তুষার বলেছেন: ধন্যবাদ
৩| 
২৩ শে জুলাই, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। পান্ডা অনেক দামী প্রাণি । কিন্তু সবপান্ডার মালিক যে চিন সেটা জানা ছিলনা । পোস্টে +
 
২০ শে আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৫
সাকলাইন তুষার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৬:১১
মাহমুদুর রহমান বলেছেন: বাহ,খুব সুন্দর একটি পোষ্ট পড়লাম আজ সারাদিনে।
আর সেই সাথে একটা অজানা বিষয়ও জানা হলো।
ধন্যবাদ লেখককে।