নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাঙচিল

আমার লেখালেখি এবং চিন্তাভাবনা নিয়েই আমার ব্লগ।

সালেহ মাহমুদ

আমি একজন কথাশিল্পী। অনেকটা শখের বশেই লিখি। প্রধানত ছোটগল্প-ই লিখি। মাঝে মাঝে দু'একটি কবিতাও লিখে ফেলি কেমন করে যেন। আমার প্রথম গল্পগ্রন্থের পান্ডুলিপি'র নাম দিয়েছি "কয়েকটি কুকুর অথবা মানুষ"। গল্পগ্রন্থটি প্রকাশের পথে। এই গ্রন্থের সবগুলো গল্পই আমার ছোটগল্প বিভাগে পড়া যাবে।

সালেহ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

জাগৃতি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

জাগৃতি

কবি : সালেহ মাহমুদ

-----------------------

আরেক ফাগুন যদি তোমাকেই বিচলিত করে

যদি ঝড় তোলে হৃদয়ের বাম পাশটিতে

কিংবা পলাশ ফোটে

অথবা শিমুল হাসে

অথবা বকুল তোলা বিহানের স্বরলিপি সুর হয়ে ওঠে ...



আরেক ফাগুন যদি তোমাদের কেশপাশ থেকে ফণা তোলে

কিংবা কুয়াশার রঙে ডুবে চুর হয়ে যায়

অথবা তমাল তলে

না হয় বটের মূলে

না হয় রমণ ক্লান্ত প্রেয়সীর কুন্তলাধার থেকে টুং টাং সুর হয়ে ওঠে ...



তবে তাই হোক

আবার কালের যাত্রা শুরু হোক পানি ভাঙ্গা শব্দের মতো

আটই ফাগুন হয়ে

অথবা একুশ হয়ে

অথবা একাত্তুরের বাঁধভাঙ্গা জোয়ারের মতো

আবার উঠুক জেগে আমাদের ঘুমন্ত পৌরুষ

আবারো জাগুক প্রাণ একুশের সাহসের মতো।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.