নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাঙচিল

আমার লেখালেখি এবং চিন্তাভাবনা নিয়েই আমার ব্লগ।

সালেহ মাহমুদ

আমি একজন কথাশিল্পী। অনেকটা শখের বশেই লিখি। প্রধানত ছোটগল্প-ই লিখি। মাঝে মাঝে দু'একটি কবিতাও লিখে ফেলি কেমন করে যেন। আমার প্রথম গল্পগ্রন্থের পান্ডুলিপি'র নাম দিয়েছি "কয়েকটি কুকুর অথবা মানুষ"। গল্পগ্রন্থটি প্রকাশের পথে। এই গ্রন্থের সবগুলো গল্পই আমার ছোটগল্প বিভাগে পড়া যাবে।

সালেহ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শহুরে বৃষ্টি

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮


শহুরে বৃষ্টির ছাট ব্যালকনী ঘিরে
কিংবা ছাদের ‘পরে ঝরে টুপটাপ
খেয়ালী নারীর মতো সাজগোজহীন ক্লিন্ন বসনে,
অথবা নুরু পাগলার মতো শুকনো মাটিতেই ফেলে বড়শির চাড়
আর এই মস্ত শহর
কৃত্রিম ‘প্যাক’ মেখে চোখ বুঁজে পড়ে থাকে রাস্তার ’পর


এখানে বর্ষা মানে রাস্তায় হাঁটুজল
এখানে ‘আয় বৃষ্টি ঝেঁপে’ বলে ডাকে না তো কেউ
এখানে বৃষ্টি মানে নাগরিক অভিশাপ
এখানে বৃষ্টি হলে হাসে না তো কেউ

হায় বৃষ্টি হায়-
যেখানে নেমেই তুমি বাষ্প হয়ে যাও,
কিংবা দুঃখ হয়ে থাকো বারোমাস
ভুলে যাও সে শহর ভুলে যাও তুমি...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২১

অপর্ণা মম্ময় বলেছেন: প্রকৃত বর্ষা দেখেছি মিরপুরে। এখনো ভাবলে আতংকিত হই।

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সালেহ মাহমুদ বলেছেন: ধন্যবাদ অপর্ণা মন্ময়। বৃষ্টি আজ সারাদিন জ্বালাতন করে গেলো।.।

২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

জাহিদ অনিক বলেছেন:


শহুরে বৃষ্টি; নামটা কাব্যিক। ১ম ও শেষ ছবিটাও।

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

সালেহ মাহমুদ বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.