![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ৯গণ্য রম্য লেখক! [email protected] http://www.facebook.com/sumonsalehee http://www.facebook.com/SSTH13 © সুমন সালেহী (এ.এস.এম.সাইফুল্লাহ্) আমার ব্লগের গল্প সংলাপ কবিতা গান রম্য ইত্যাদি সব আমার মৌলিক লেখা। আমার লিখিত অনুমতি ব্যতীত এগুলো কোন মাধ্যমে প্রকাশ করা যাবে না। সর্বস্বত্ব সংরক্ষিত। -------------------------------------- www.sumonsalehee.blogspot.com All Free downloads( Zakir Naik Lectures/ Quran Telawat/ Software serials etc.) --------------------------------------
যাদের সমস্যা হচ্ছে তারা মন্তব্যে জানান। যদি মোটামুটি অনেকেরই হচ্ছে তাহলে আমি আমার পরবর্তী পোস্টে ট্রিকস শিখিয়ে দেব। আপনি আমারনাটক.কম থেকে আপনার নেটের সর্বোচ্চ স্পীডে ডাউনলোড করতে পারবেন। আর যদি দেখি ব্লগাররা আমারো আগে তাইলে আর কষ্ট কইরা লেখুম না।
যদি অল্প সংখ্যক সমাধান চায় তবে তাদের জন্য্ও ব্যবস্থা আছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১০
সুমন সালেহী বলেছেন: পরবর্তী পোস্টে চোখ রাখুন। আর মজিলা ফায়ার ফক্স ছাড়া কোন কাহিনী হবে না। আর্ও কাহিনী আছে সেগুলো পরবর্তী পোস্ট বা এই পোস্টের মন্তব্যে।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৬
শহীদুল ইসলাম অন্তর বলেছেন: ভাই পারলে একটু রিপ্লেতেই সমাধান বলে দেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩১
সুমন সালেহী বলেছেন: হুমম সেটাই ভাবছি। আচ্ছা মজিলার কথা তো বললাম। এবার একটা কাজ করেন। আমারনাটকের নাটকগুলির যে মূল ডাউনলোড পেজ সেখানে মাইক্রোসফট সিলভারলাইট বলে একটা সফট দেয়া আছে। সেটা ডিলোড করে ইন্সটল করুন। তারপর অপেক্ষা করুন। আরো কাহিনী আছে।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯
আবুল০০৭ বলেছেন: আমিও লাইনে খারাইলাম
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
সুমন সালেহী বলেছেন: আর বোধহয় বেশীক্ষণ দাঁড়ান লাগবো না মন্তব্যেই সমাধান হয়ে যাচ্ছে। মন্তব্যগুলি পড়ুন। কম্প্উটারে ডাউনলোড ম্যানেজার যদি ফ্ল্যাশগেট ছাড়া অন্য কোনটা থাকে তবে তা ফেলে দিন। ফ্ল্যাশগেট ডিলোড করে ইন্সটল করুন। তারপর অপেক্ষা করুন আরো কাহিনী আছে। পরবর্তী মন্তব্যে।
গুগলে ডাউনলোড ফ্ল্যাশগেট ডাউনলোড লিখে সার্চ দেন। ওদের মূল সাইট থেকে করবেন।
http://www.flashget.com/index_en.html
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৬
আবুল০০৭ বলেছেন: আমার ডাউনলোড ম্যানেজার তো আই ডি এম , এইটা ফালাইয়া দিমু---কন কি :#> :#> :#> :#>
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৪
সুমন সালেহী বলেছেন: এইটা দিয়াও কাম হইতে পারে। ফ্ল্যাশগেট রেকমেন্ডেড। আপনি আপাতত ওটা ধরে রাখেন। অন্য স্টেপগুলি শেষ করার পর আইডিএম দিয়ে ট্রাই করতে পারেন।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৬
সুমন সালেহী বলেছেন: এবার মজিলা ফায়ারফক্সে একটা এ্যাড অন যুক্ত করতে হবে যার নাম ফ্ল্যাশগট (FlashGot) , Flashget না কিন্তু।
গুগলে গিয়ে ফ্ল্যাশগট এ্যাডঅন ফর মজিলা ফায়ার ফক্স নামে সার্চ দিন। ইন্সটল করুন। মজিলা রিস্টার্ট দিন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
সুমন সালেহী বলেছেন: আজ আর সময় হচ্ছে না। সামান্য একটু বাকী আছে। ইনশাআল্লাহ আগামীকাল বা তার পরেরদিন বাকীটা দিয়ে দেব। যারা চাল্লু ইউজার তারা অবশ্য এটুকু দিয়েই কাজ চালিয়ে নিতে পারবে। সে অর্থে আর কোন কিছু লেখার নেই। তারপরও কারো যদি অসুবিধা হয় তবে আমি পরে বাকী অংশ বলে দেব।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৫
অগা বলেছেন: প্রথমেই হাত উঠালাম। সমাধান চাই - অনুগ্রহ করে পরামর্শ দেবেন।