![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
ছোটবেলায় আমাদের যে কবিতা গুলো আমরা বোধহয় সে গুলো ভুলে গেছি। তাই আজ আমাদের এ অবস্থা। নৈতিকতাবোধ, ভদ্রতাবোধ, দেশপ্রেম নাই। চলুন বেশি কথা না বাড়িয়ে কবিতাটি আবার মুখস্ত করি এবং মনে মনে নিজেকে একজন আদর্শ ছেলে হিসেবে গড়ে তুলি
আদর্শ ছেলে
কুসুমকুমারী দাশ
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ হইতে হবে’ – এই যার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয় ?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয় ?
সে ছেলে কে চায় বল, কথায় কথায়
আসে যার চোখেজল, মাথা ঘুরে যায় ?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৫
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৫
মেহবুবা বলেছেন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
এই কথা কি আর আজকাল মানায় ? নাকি কেউ মানে ?
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৮
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মানেনা বলেই তো দেশের এ অবস্থা
৩| ১৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৩
বয়ানবাজ বলেছেন: কবিতাটা পড়ে নষ্টালজিক হয়ে গেলাম। একদা এ কবিতাটা না বলতে পারার কারনে নীলডাউন হয়ে ছিলাম কিনা........। :#> :#> :#>
১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: হাহাহহা আমি কিন্তু ভাই ভাল ছাত্র ছিলাম। প্রতিদিন পড়া শিখে আসতাম। হাহাহাহহা
৪| ১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৫
বন পলাশের পদাবলী বলেছেন: আমাদের দেশে লুলমামারমত সেই ছেলে আর চাইনা।
১৭ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০৭
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: লুলমামা টা কে?
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:১৮
ইকরাম উল্যাহ বলেছেন: হুম। ভাল লিখেছেন।