নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে!

০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৭



ছোট বেলায় আমরা অনেক কবিতা মুখস্ত করতাম। সেগুলো যদি মুখে মুখস্ত না করে মনে মুখস্ত করতাম, কতই না ভাল হতো !!

চলুন নষ্টালজিক হয়ে যাই, পরিচিত একটি কবিতা পরে আসি




আদর্শ ছেলে

কুসুমকুমারী দাশ



আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?

মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন

‘মানুষ হইতে হবে’ – এই যার পণ।

বিপদ আসিলে কাছে হও আগুয়ান

নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ ?

হাত পা সবারই আছে, মিছে কেন ভয় ?

চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয় ?

সে ছেলে কে চায় বল, কথায় কথায়

আসে যার চোখেজল, মাথা ঘুরে যায় ?

মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,

তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৪

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: আমাদের দেশে কি শুধু ছেলেরাই থাকে? বৈষম্যবাদী কবিতাকে মাইনাস।

০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: কবি কে ধরতে হবে

২| ০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫

এস এইচ খান বলেছেন: +

০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: thanku

০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: thanku

৩| ০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

রাংরাং পাখি বলেছেন: আমার ছোট বেলার প্রিয় একটা কবিতা । আপনি কি জানেন কুসুমকুমারী দাশ হচ্ছেন আমাদের আরেক প্রিয় কবি জীবনানন্দ দাশের মা।

১০ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এটা জানতাম না তো??

৪| ০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

জেমস বন্ড বলেছেন: :) :) :) :)

অন্নেক দিন পর পড়লাম কবিতাটি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.